বিদেশ

আটক জাহাজের ক্রু’র সঙ্গে ভারতীয় কর্তাদের সাক্ষাতের অনুমতি ইরানের

নয়াদিল্লি: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ভারতের চাপে মাথা নোয়ালো তেহরান। ইরানে আটক ইজরায়েলি মালবাহী জাহাজের ১৭ জন ভারতীয় ক্রু সদস্যের সঙ্গে ভারত সরকারের প্রতিনিধিদের সাক্ষাতের প্রস্তাবে রাজি হয়েছে সে দেশের সরকার। সোমবার ইরানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে জাহাজের ক্রু সদস্যদের সাক্ষাতে সবুজ সঙ্কেত দিয়েছেন বিদেশমন্ত্রী ডঃ আমির আবদুল্লাহিয়ান। সমস্ত দিক খতিয়ে দেখে শীঘ্রই সেই ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার হরমুজ প্রণালীর কাছে আটক করা হয় ইজরায়েলি মালবাহী জাহাজ এমএসসি এরিসকে। মালবাহী জাহাজটি দুবাই থেকে মুম্বই আসছিল। এই জাহাজের ২৫ কর্মীর মধ্যে ১৭ জন ভারতীয়। এখবর পেতেই ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তারপরই জোর তৎপরতা শুরু হয় ইরানে। 
১২ এপ্রিল ইজরায়েলে হামলার পরদিনই ভাইরাল হয় একটি ভিডিও। ইরানের একদল সেনাকে এমএসসি এরিসে অভিযান চালাতে দেখা যায় ওই ভিডিওতে। সূত্রের খবর, জাহাজটি লন্ডনের জোডিয়াক গোষ্ঠীর। এই গোষ্ঠীর কর্ণধার ইজরায়েলের ধনকুবের ইয়াল অফার। এর মধ্যেই রবিবার ওই ১৭ জন ভারতীয় ক্রু সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশমন্ত্রীকে চিঠি দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি লেখেন, ‘জাহাজের তিন ক্রু সদস্য সুমেশ, পি ভি ধনেশ ও শ্যামনাথ কেরলের বাসিন্দা। এই পরিস্থিতিতে তাঁদের পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।’ কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে ১৭ জনের নিরাপত্তা নিশ্চিতের পক্ষে জোর দেন তিনি।
এর আগে ভারতীয়দের ইরান ও ইজরায়েলে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক জানায়, নতুন নির্দেশিকা জারি না করা পর্যন্ত ভারতীয়রা যেন ইরান ও ইজরায়েল সফরে এড়িয়ে চলেন। শুধু তাই নয়, বর্তমানে যাঁরা পশ্চিম এশিয়ার ওই দুই দেশে রয়েছেন, তাঁদের অবিলম্বে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগেরও পরামর্শ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা