বিদেশ

বন্দিমুক্তির দ্বিতীয় দিনে ১৪ জন ইজরায়েলিকে ছেড়ে দিল হামাস

জেরুজালেম: দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর শুক্রবার থেকে চারদিনের জন্য শুরু হয়েছে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী দ্বিতীয় দিনও বন্দি বিনিময় করেছে যুযুধান দুই পক্ষ। শনিবার মধ্যস্থতার শর্ত মেনে ৮ জন শিশু সহ ৪২ জন প্যালেস্তিনীয়কে মুক্তি দিয়েছে ইজরায়েল। পাশাপাশি, ১৪ জন ইজরায়েলি পণবন্দিকে ছেড়েছে হামাস গোষ্ঠী। এঁদের মধ্যে রয়েছে ৪টি শিশু। আন্তর্জাতিক রেডক্রসের প্রতিনিধিদের হাতে বন্দিদের তুলে দিয়েছে দুই পক্ষ। একজন ইজরায়েলি পণবন্দির মুক্তির বিনিময়ে তিনজন প্যালেস্তিনীয়কে মুক্তি দিতে প্রস্তুত ইজরায়েল।
প্রথমদিন যে ইজরায়েলের নাগরিকরা মুক্তি পেয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন ৮৫ বছর বয়সি ইয়াফা আদর। খুশির হাওয়া তাঁর পরিবারে। ওই বৃদ্ধার নাতনি শনিবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ইজরায়েলের প্রতিনিধিদের ধন্যবাদ। দাদি ফিরে এসেছেন।’ তবে এখনও যাঁরা পণবন্দি রয়েছেন, তাঁদের আত্মীয়রা উদ্বেগে দিন কাটাচ্ছেন। হামাসের কবল থেকে এদিন মুক্তি পেয়েছেন মার্গালিট মোসেস নামে ৭৮ বছর বয়সি এক ইজরায়েলি মহিলা। তাঁর ছেলে ইয়ার মোসেস আনন্দের সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘মা ফিরে এসেছে।’ যদিও গাজার বাসিন্দারা ছাড়া পেলেও প্রশ্ন উঠছে, ধ্বংসস্তূপের মধ্যে কোথায় থাকবেন তাঁরা। 
গত ৭ অক্টোবর হামলা চালিয়ে মোট ২৪০ জনকে পণবন্দি বানিয়েছিল হামাস। কাতারের মধ্যস্থতায় ৪৭ দিন পর গাজায় চারদিনের যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে। কাতার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে অস্থায়ী এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম দিন ১৩ জন ইজরায়েলি ও ১২ জন থাইল্যান্ডের নাগরিককে মুক্তি দিয়েছিল হামাস। পাশাপাশি ৩৯ জন প্যালেস্তিনীয়কে ছেড়ে দেয় ইজরায়েল। স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের হাত ধরে মিশরে প্রবেশ করেন বন্দিরা। তারপর ফিরে যান নিজেদের দেশে। চার দিনের যুদ্ধবিরতিতে ৫০ জনের বেশি বন্দিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে, ইজরায়েলের তরফে প্রায় ১৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়া হবে। প্রথম দু’দিন শর্ত মেনেই কাজ হওয়ায় দুই পক্ষকেই ধন্যবাদ জানিয়েছে আমেরিকা ও কাতার। যুদ্ধবিরতি আরও বাড়তে পারে বলেও আশা করছে কূটনৈতিক মহল। ইজরায়েলও জানিয়েছে, ৫০ জন বন্দির মুক্তির পর প্রতি ১০ জনের মুক্তিতে একদিন করে বাড়ানো হবে যুদ্ধবিরতি। এদিকে, যুদ্ধবিরতি শুরু হতেই মিশরের রাফা সীমান্ত পেরিয়ে গাজায় ত্রাণ নিয়ে ঢুকেছে দু’শো ট্রাক। উত্তর গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ বিলির কাজ শুরু হয়েছে। রাফার বাইরে অনেক দেশের ত্রাণ আটকে রয়েছে। 
প্রসঙ্গত, শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভারত মহাসাগরে এক ইজরায়েলি ধনকুবেরের জাহাজে হামলা চালিয়েছে ইরানের সন্দেহভাজন ড্রোন।
10Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা