বিদেশ

চাপের মুখে স্যাম অল্টম্যানকে ফেরাতে বাধ্য হল ওপেনআই

নয়াদিল্লি: মাত্র পাঁচ দিনের মধ্যেই নাটকীয় পটপরিবর্তন। পুরনো সংস্থা ওপেনএআইয়ে ফিরছেন চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম অল্টম্যান। বুধবার সংস্থার তরফেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত শুক্রবার তাঁকে ওপেনএআইয়ের সিইও-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে টেক দুনিয়ার রীতিমতো শোরগোল পড়ে যায়। কারণ, কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে চ্যাটজিপিটিকে এনে তিনি বিপ্লব ঘটিয়েছেন। এরপরই মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা অল্টম্যানকে নিজের কোম্পানিতে নিয়োগ করেন। অন্যদিকে, অল্টম্যানকে বরখাস্তের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ওপেনআইয়ের কর্মী মহলে। সিংহভাগ কর্মীই ইস্তফা দেওয়ার হুমকি দেন। এর ফলে, প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যায় ওপেনআই ম্যানেজমেন্ট। মূলত, কর্মীদের চাপেই তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল ওপেনআই। এছাড়া, সংস্থায় বিনিয়োগকারীদের চাপ তো ছিলই। অন্যতম বিনিয়োগকারী মাইক্রোসফ্টের সঙ্গেও অল্টম্যানকে ফেরানো নিয়ে আলোচনা চলছিল। বুধবার, ‘এক্স’ হ্যান্ডলে সংস্থার তরফে অল্টম্যানকে পুনরায় বহালের বিষয়ে জানানো হয়েছে। তারা জানিয়েছে, ‘ওপেনআইয়ের সিইও হিসেবে স্যাম অল্টম্যানকে ফেরানোর ব্যাপারে আমরা নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছি।’ পাশাপাশি, বোর্ডের নতুন সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন— ব্রেট টেলর (চেয়ারম্যান), ল্যারি সামার্স এবং অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো। স্যাম অল্টম্যানও এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পুরনো অফিসে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আমি ওপেনআইকে ভালোবাসি। গত কয়েকদিন ধরে যা করেছি, সবই এই টিম এবং তার মিশনকে সঙ্ঘবদ্ধ রাখতেই। ওপেনআইয়ে ফেরার জন্য এবং মাইক্রোসফ্টের সঙ্গে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য মুখিয়ে রয়েছি।’ এদিকে, মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলাও ওপেনআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অল্টম্যান পুরনো সংস্থায় ফেরার কথা জানানোর পর নাদেলা বলেন, ‘একটি স্থিতিশীল, তথ্যনির্ভর ও কার্যকরী প্রশাসন গড়ে তোলার জন্য এটি তাদের প্রথম অপরিহার্য পদক্ষেপ। এই পরিবর্তনকে স্বাগত জানাই।’ 
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা অন্যান্য ক্ষেত্র থেকে অর্থাগমের উত্তম যোগ। ভুল পরিকল্পনায় কাজকর্মে বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা