বিদেশ

খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ছক ভেস্তে দিয়েছে আমেরিকা, রিপোর্ট

নয়াদিল্লি: কানাডার মাটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে কম জলঘোলা হয়নি। জুন মাসের ওই হত্যাকাণ্ড নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যেই ভারতীয় এজেন্সিগুলির দিকে অভিযোগের আঙুল তোলেন। নয়াদিল্লি অভিযোগ অস্বীকার করলেও এই ইস্যুতে ভারত ও কানাডর মধ্যে কূটনৈতিক সংঘাত তুঙ্গে ওঠে। তারই মধ্যে এবার বিশ্বখ্যাত সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসের একটি রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হল। ওই সংবাদপত্রের দাবি, খালিস্তানি জঙ্গি তথা ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে আমেরিকার মাটিতে খুনের ছক কষা হয়েছিল। যদিও আমেরিকা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এর নেপথ্যে নয়াদিল্লির হাত থাকার সন্দেহে ভারতকে ‘সতর্ক’ করেছে ওয়াশিংটন। ঘটনাচক্রে, ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন দফায় দফায় হুমকি ভিডিও প্রকাশ করেছেন পান্নুন। এর মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলার হুমকি ঘিরে ক’দিন আগেই পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনআইএ। তারই মধ্যে ফিনান্সিয়াল টাইমসের এই নয়া রিপোর্ট প্রকাশ্যে এল। যদিও এবিষয়ে নয়াদিল্লির কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত সামনে আসেনি।
কানাডা ও আমেরিকা, দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে পান্নুনের। তাঁর সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-কে বহুদিন আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। তারই মধ্যে এবার নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমসের দাবি, আমেরিকা তাদের মাটিতে পান্নুনকে খুনের ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। এবিষয়ে আমেরিকা ভারতকে ‘সতর্ক’ও করেছে। ওই সংবাদপত্রের রিপোর্টে এই ইস্যুতে পান্নুনের প্রতিক্রিয়াও ছাপা হয়েছে। এই খালিস্তানি নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল, হত্যার এই ষড়যন্ত্র নিয়ে আমেরিকা তাঁকে ব্যক্তিগতভাবে সতর্ক থাকতে বলেছে? পান্নুনের জবাব, আমেরিকার মাটিতে ভারতীয় এজেন্সিগুলির হাতে আমার প্রাণহানির আশঙ্কা নিয়ে যা বলার মার্কিন সরকারকেই বলতে হবে।   
9Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা