বিদেশ

নেপালে ৪৫ মিনিটে চারবার ভূমিকম্প, কাঁপল দিল্লি সহ উত্তর ভারতও

নয়াদিল্লি: নেপালে ভূমিকম্পের অভিঘাতে কাঁপল দিল্লি, উত্তরপ্রদেশ সহ উত্তরভারতের বেশ কিছু অংশ। কম্পন টের পেতেই  আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন লোকজন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। 
মঙ্গলবার দুপুরে ৪৫ মিনিটের মধ্যে চারবার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। যার মধ্যে রিখটার স্কেলে সবচেয়ে বেশি ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.২। নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ২টো ২৫ মিনিটে মৃদু একটা ভূমিকম্পটি অনুভূত হয়। মাত্রা ছিল ৩.৮।  ঘড়ির কাঁটা আরও ২৫ মিনিট পেরতেই ফের আরও একটি কম্পন। এবার বেশ জোরাল। রিখটার স্কেলে তীব্রতা ৬.২। ঠিক তার ১৫ মিনিট পর ৩.৮ মাত্রার কম্পন অনুভূত হয়। এখানেই শেষ নয়। ১৩ মিনিট পর ফের দুলে উঠল মাটি । তখন বেলা ৩টে ১৯। চতুর্থ এই কম্পনের মাত্রা ৩.১। এর জেরে ভারতের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী ৩টে ২৭ মিনিটে অরুণাচল প্রদেশে ৫.২ মাত্রার ও কিছুক্ষণ পরে উত্তরাখণ্ডে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। এনসিএস টুইটারে জানিয়েছে, বেলা ২টো ৫১ মিনিটে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে। ভূপৃষ্ঠ থেকে উৎসস্থলের গভীরতা ছিল ৫ কিলোমিটার। এর জেরেই কেঁপে ওঠে দিল্লি ও সংলগ্ন কয়েকটি রাজ্য। সঙ্গে সঙ্গে বাড়ি এবং অফিস ছেড়ে বেরিয়ে আসেন লোকজন। নির্মাণ ভবন থেকে বেরিয়ে আসেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও। দিল্লি পুলিসের পক্ষে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  এদিন  উত্তরপ্রদেশের লখনউ, হাপুর ও আমরোহা অঞ্চল এবং পার্শ্ববর্তী রাজ্যে উত্তরাখণ্ডের বেশ কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও চণ্ডীগড়, জয়পুর সহ উত্তর ভারতের বেশ কিছু অংশ এদিন দুপুরে কেঁপে ওঠে। 
ভূমিকম্পের আতঙ্কে দিল্লিতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন মানুষজন।
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা