বিদেশ

ব্রিটেনে ভিসার খরচ বাড়ছে ৩৫ শতাংশ, দেশে ফিরতে বাধ্য হচ্ছেন অভিবাসীরা

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অভিবাসী কমাতে বদ্ধপরিকর ঋষি সুনাক সরকার। সেই লক্ষ্যেই এবার ভিসা সহ একাধিক পরিষেবার খরচ ব্যাপক হারে বাড়াতে চলেছে ব্রিটেনের প্রশাসন। বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে অভিবাসীদের জন্য নির্ধারিত সারচার্জের অঙ্ক। এই নীতি কার্যকর হবে অক্টোবর থেকেই। সুনাক সরকারের এই সিদ্ধান্তের জেরে সিঁদুরে মেঘ দেখছেন ব্রিটেনে বসবাসকারী অভিবাসীরা। ওয়াকিবহাল মহলের মতে, প্রবল অর্থনৈতিক চাপের জেরে ব্রিটেন ছাড়তে বাধ্য হবেন অনেকেই। সমস্যা তৈরি হবে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রেও। এক্ষেত্রে অনেকেই বাধ্য হচ্ছেন নিজের দেশে ফিরে যেতে। শুধু তাই নয়, প্রশাসনের এই পদক্ষেপের কারণে ভেস্তে যেতে চলেছে বহু মানুষের ব্রিটেন যাত্রার পরিকল্পনা। স্বরাষ্ট্র মন্ত্রকের অবশ্য দাবি, ভিসা থেকে প্রাপ্ত এই অতিরিক্ত টাকা অভিবাসন ও সীমান্ত পরিকাঠামোর উন্নতির কাজেই ব্যবহার করা হবে।
আগামী ৪ অক্টোবর থেকে ভিসার খরচ বাড়াতে চলেছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নীতি অনুযায়ী, বিদেশি পড়ুয়াদের ভিসার খরচ ৩৫ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। এক্ষেত্রে ভিসা পেতে গেলে বিদেশি পড়ুয়াদের ৩৬৩ থেকে ৫০০ পাউন্ড বেশি গুনতে হবে। অনির্দিষ্টকালের জন্য ব্রিটেনে থেকে কাজ করার ক্ষেত্রেও দিতে হবে অতিরিক্ত টাকা। রেহাই পাবে না অভিবাসী কর্মীদের পরিবারও। এক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীকে ভিসার জন্য দিতে হবে প্রায় ৩ হাজার পাউন্ড। আগের থেকে যা ২০ শতাংশ বেশি। স্বাস্থ্যক্ষেত্রে অভিবাসীদের জন্য নির্দিষ্ট সারচার্জও ৬৬ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। অর্থনৈতিক মহলের মতে, এরপর থেকে ব্রিটেনে গিয়ে পাকাপাকিভাবে থাকতে গেলে পরিবার পিছু খরচ পড়বে ২৮ হাজার পাউন্ড। তবে শুধু নতুন ভিসা নয়। পুরনো ভিসার মেয়াদ বৃদ্ধি ও নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের ক্ষেত্রেও দিতে হবে বেশি টাকা। যার বিরূপ প্রভাব পড়বে ব্রিটেনে বসবাসকারী অভিবাসী কর্মী ও পড়ুয়াদের উপর। 
এবিষয় ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ব্রিটেন আমার সবকিছু। এখানে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি।’ বর্তমানে স্বামীর সঙ্গে ব্রিটেনে থাকেন ৩০ বছরের ওই মহিলা। তাঁর কথায়, ‘আগামী দু’বছর ব্রিটেনে থাকতে গেলে ১০ হাজার পাউন্ডের বেশি দিতে হবে। শুধু ভিসার জন্যই মাথাপিছু খরচ ৩ হাজার পাউন্ড বেড়ে যাবে। আমাদের দু’জনেরই বেতন যথেষ্ট ভালো। কিন্তু তাও এই টাকা দেওয়া একপ্রকার অসম্ভব।’ 
মৃল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে বর্তমানে ধুঁকছে ব্রিটেনের অর্থনীতি। এই পরিস্থিতিতে ভিসার ফি বৃদ্ধির কড়া নিন্দা করেছেন অভিবাসনের সঙ্গে যুক্ত আইনজীবীরা। তাঁদের বক্তব্য, ‘দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এই সময় ব্রিটেনকে বাণিজ্যের আদর্শ জায়গা হিসেবে তুলে ধরাটা খুব জরুরি।  কিন্তু ভিসার ফি বৃদ্ধি পাওয়ায় বিশ্বের বহু মানুষ ব্রিটেনে আসতে পারবেন না। ধাক্কা খাবে বাণিজ্য।’ এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের পাল্টা দাবি, ‘ভিসার আবেদন সংক্রান্ত ফি বৃদ্ধির সিদ্ধান্ত একদম সঠিক। এর জেরে জরুরি সরকারি পরিষেবা আরও উন্নত হবে।’ 
12Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা