বিদেশ

কৃষ্ণাঙ্গ মহিলার সঙ্গে দোকানদারের ধস্তাধস্তি, উত্তপ্ত লন্ডনের পেকহ্যাম

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কৃষ্ণাঙ্গ মহিলাকে প্রাণপণে আটকানোর চেষ্টা করছেন দোকানদার। একসময় মহিলার গলা টিপে ধরেন সোহেল সান্ধো নামের ওই ব্যক্তি। নিজেকে বাঁচানোর জন্য দোকানের ঝুড়ি দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন নির্যাতিতা। ঘটনাটি ব্রিটেনের পেকহ্যামের রাই লেনের। কৃষ্ণাঙ্গ মহিলার সঙ্গে দোকানদারের ধস্তাধস্তির এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল অশান্তি। ঘটনার জেরে সোহেলের দোকানের বাইরে একাধিক বর্ণবিদ্বেষী পোস্টার সাঁটিয়েছেন ক্ষুব্ধ কৃষ্ণাঙ্গ বাসিন্দারা। পাশাপাশি চলছে এলাকার অকৃষ্ণাঙ্গ দোকানের পণ্য বর্জন করার ডাক। সোহেলের অবশ্য দাবি, সংশ্লিষ্ট ভিডিওতে আসল ঘটনা প্রকাশ পায়নি। ক্ষতির হাত থেকে বাঁচতে সাময়কিভাবে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রসাধনী সামগ্রীর দোকানের মালিক। এই পরিস্থিতিতে সোহেলের পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী রাকিব এহসান। সংশ্লিষ্ট বিষয়টিকে বর্ণ বৈষ্যম্যের ঘটনা হিসেবে না দেখার আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি আইনি ব্যবস্থা আরও পাকাপোক্ত করার আবেদনও জানিয়েছেন ওই সমাজকর্মী। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। বর্তমানে দফায় দফায় বিক্ষোভের জেরে মুখরিত হয়ে উঠছে পেকহ্যামের রাস্তা। সোমবার ঠিক কী হয়েছিল পেকহ্যাম হেয়ার অ্যান্ড কসমেটিক্সে? সোহেলের দাবি, টাকা নিয়ে বচসার জেরেই এই ঘটনা। জানা গিয়েছে, ওই দোকান থেকে কিছু জিনিস কিনেছিলেন ওই মহিলা। পরে তিনি তা ফেরত দিতে আসেন। সেই সময় সোহেল তাঁকে জানান, দোকানে টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই। পরিবর্তে ওই দামের অন্য দ্রব্য বা পণ্য তিনি নিয়ে যেতে পারেন। অভিযোগ, এরপরেই ওই মহিলা কিছু না জানিয়ে দোকান থেকে জিনিস তুলে পালানোর চেষ্টা করছিলেন। তখনই সোহেল তাঁর পথ আটকান। দোকানদারের অভিযোগ, প্রথমে ওই মহিলা তাঁকে আঘাত করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেট্রোপলিটান পুলিস। জিজ্ঞাবাসাবাদ করা হয়েছে সোহেলকে। এদিকে দোকনাদারকে নিগ্রহের অভিযোগে ৩১ বছর বয়সি ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। মহিলার সঙ্গে এহেন ব্যবহারের জন্য অনুতপ্ত সোহেল। তাঁরর কথায়, ‘আশা করি খুব শীঘ্রই ওই মহিলার সঙ্গে দেখা হবে। তখনই আলোচনার মাধ্যমে সব বিবাদ মিটিয়ে ফেলব।’
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা