Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

লক্ষ্যভেদের লক্ষ্যে

কৌলিক ঘোষ: দক্ষতা হল যে কোনও ধরনের সাফল্যের ভিত। খেলাধুলো, পড়াশোনা, গানবাজনা— যা-ই হোক না কেন, কারও ক্ষেত্রে তা আসে সচেতনভাবে আবার কারও ক্ষেত্রে পরিবেশের সঙ্গে লড়াই করে। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে হয় অনেককেই। কোন লক্ষ্যে এগবেন তা ঠিক করার অর্থ হল লক্ষ্যপূরণের শর্তগুলোকে পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিতভাবে জেনে নেওয়া। অর্থাৎ, যে পেশায় যেতে আগ্রহী সেই পেশার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা অর্জনের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার, উক্ত পেশার জন্য সহজাত গুণগুলো নিজের মধ্যে আদৌ আছে কি না তা যাচাই করতে হবে নিজেকেই। এক্ষেত্রে অভিভাবকদের কাজ খালি গাইড করা, নিজেদের ইচ্ছে-অনিচ্ছেকে সন্তানদের মধ্যে সঞ্চারিত করা নয়। রক্ত দেখলে যার বুক দুরদুর করে তাকে ডাক্তারি পেশার দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা যে ছেলে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও দিন ক্রিকেট বা ফুটবলে আগ্রহ দেখায়নি তাকে শচীন, সৌরভ বানানোর স্বপ্ন দেখানো বৃথা।
বাস্তবে সফল হওয়ার বীজটা লুকিয়ে থাকে প্রত্যেকেরই বাড়ির পরিবেশ, শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানসহ পারিপার্শ্বিক পরিবেশের উপর। কারণ, টলমল পায়ে হাঁটতে শেখার পর শিশুর মুখে বুলি ফোটে। আর, সেই সঙ্গে বাড়তে থাকে জানার আগ্রহ। বড়দের কাছে তা হাস্যস্পদ হলেও শৈশবের সেই জিজ্ঞাসার উত্তর মেলাটা কিন্তু খুব জরুরি। আকাশ কেন নীল, রাত কেন হয়, বাবা কেন অফিসে যায়, বৃষ্টি কেন পড়ে— এই সমস্ত প্রশ্নের উত্তর বড়দের কাছে সহজ হলেও বাচ্চাদের কাছে সহজ করে বর্ণনা করাটা কিন্তু সকলের কাছে অতটা সহজ নয়। বিশিষ্ট বৈজ্ঞানিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আবদুল কালাম তাই বলেছিলেন, সফল হতে গেলে সারা জীবন ছাত্র হয়ে থাকো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকী কর্মক্ষেত্রেও ঊর্ধ্বতন কর্তাকে প্রশ্ন করার অভ্যাসটা যেন কোনও দিন চলে না যায়। কিন্তু কতজনই বা পারে জীবনভর ছাত্র হয়ে থাকতে। একটু বড় হতেই হারিয়ে যায় প্রশ্ন, জিজ্ঞাসা। মনের মধ্যে বাসা বাঁধে ভয়ভীতি, হীনম্মন্যতা। আমি বোধ হয় কোনও ভুল, হাস্যকর প্রশ্ন জিজ্ঞেস করে ফেলছি। লক্ষ্যভেদের লক্ষ্যে এগতে চাইলে এই আড়ষ্টতা কাটাতেই হবে। ‘লোকে কী ভাবল’ তা ঝেড়ে ফেলে দিতে হবে।
ইংরেজিতে কথা আছে ‘মর্নিং শোজ দ্য ডে’। কেরিয়ার গঠনের ক্ষেত্রে এটা একদিক দিয়ে যেমন ঠিক আবার অন্য দিক দিয়ে এ কথাটা সব সময় মেলেও না। ক্লাসের ফার্স্ট বয়। বোর্ডের রেজাল্ট দুর্দান্ত, ইচ্ছে ছিল পদার্থবিজ্ঞান নিয়ে পড়ে উচ্চতর শিক্ষা অর্থাৎ গবেষণা। নিজের প্রচেষ্টা ও বাবা-মায়ের ইন্ধনে সাকার হল সব কিছুই। বিদেশে সেটেলড। আবার অন্য একটা উদাহরণ। এই ছেলেটিও ক্লাসের প্রথম সারির। ইংরেজিতে চোস্ত। দুর্দান্ত রেজাল্টের জোরে দেশের প্রথম সারির মেরিন কলেজে ঠাঁই করে নিল। কিন্তু, বিধি বাম। কর্মক্ষেত্রে চূড়ান্ত অসফল। ‘জল শুধু জল’ দেখে সত্যিই চিত্ত বিকল হয়ে পড়ল। অবসাদ, আত্মহত্যার প্রবণতা দেখে চাকরি ছাড়িয়ে অভিভাবকরা শরণাপন্ন হলেন শহরের নামী মনোবিদের। প্রার্থীর খোলনলচে জেনে তিনি বুঝতে পারলেন ছেলেটি প্রকৃতপক্ষে ইংরেজি সাহিত্যের একনিষ্ঠ ভক্ত। মা-বাবাকে মনঃক্ষুণ্ণ না করার জন্যই মেরিন লাইনে পা বাড়িয়েছিল মুখচোরা মেধাবীটি। আর, তার পরিণতি এটা। এমন ঘটনা আকছারই ঘটে। লক্ষ্যে পৌঁছতে না পারলেই অবসাদ, তারপর আত্মহনন। কিন্তু, জানতে হবে লক্ষ্যটা কার? সন্তানের না তার অভিভাবকের। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অভিভাবকের ইচ্ছেকে বাস্তবায়িত না করার খেসারত দিতে হচ্ছে পড়ুয়াকে।
আদতে আধুনিক মনোবিদ্যাতেও কেরিয়ারের ক্ষেত্রে সফল এবং প্রতিষ্ঠিত এই দুই শব্দের আভিধানিক অর্থ কাছাকাছি হলেও বাস্তবের প্রেক্ষিতে দূরত্ব কয়েক যোজন। বিএসসি, এমএসসি করে তারপর স্কুল-কলেজের শিক্ষকতা পেলেই অনেকে সন্তুষ্ট, সফল বা প্রতিষ্ঠিত বলে মনে করেন। আবার, আইআইটি বা আইএসআইতে পড়ে বহুজাতিক সংস্থায় উচ্চপদে থেকেও খুঁতখুঁতে থেকে যান অনেকেই। অঢেল টাকা থুড়ি ডলার কামালেও আরও উপরে ওঠার তাগিদ তাদের সাফল্যের তকমাতে সীমাবদ্ধ থাকতে দেয় না। আর্থিক প্রতিপত্তি, সামাজিক মর্যাদা সব কিছুর চূড়ায় না উঠলে অধরা থেকে যায় সাফল্য, প্রতিষ্ঠিত এসব কথাগুলি। অনেক সময় যে ঘটনা ঘটে তা হল দুর্গাপুরের লালমাটিতে যে হাভেলি বানানো সম্ভব সেটিই বানাতে চায় দার্জিলিংয়ের পাহাড়ি খাঁজে। তাই সাফল্যের মরীচিকা এই ‘সফল’-দের ধরা দেয় না। আশপাশের স্বজন-বন্ধুদের কাছে সে একসঙ্গে সফল ও প্রতিষ্ঠিত বলে গণ্য হলেও, সে নিজের কাছে কোনওটিই নয়। কারণ উচ্চাশার কোনও সীমা নেই। লক্ষ্যভেদ করেও সে ঠিক করে নেয় আর একটি লক্ষ্য। কিন্তু সে যে লক্ষ্যভেদটি করেছে সেটি আদৌ তার মনঃপূত কি না, সে প্রশ্নের জবাব সে নিজেও খোঁজে না। টাকা রোজগারের যন্ত্রে পরিণত হয়ে কখন সে নিজের জীবনের ইচ্ছে অনিচ্ছেকে এক করে ফেলেছে,তা সে নিজেই জানে না। একসময় হয়তো তার সহজাত দক্ষতা কম্পাসের কাঁটাটি দক্ষিণ দিকে যেতে চেয়েছিল, কিন্তু পারিপার্শ্বিক চাপে পড়ে বা বাবা-মা জোর করে সেটিকে পুবমুখী করে দিয়েছে। ভেড়ার দলে পড়ে ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারি ছাড়া কোনও কেরিয়ার-এর কথায় তার কানে ঢুকতে দেওয়া হয়নি। স্রোতের বিপরীতে সাঁতরেও লক্ষ্যভেদ করা যায় এমন মন্ত্র শৈশবে ঢুকিয়ে দিলে হীনম্মন্যতা বা ব্যর্থতার লেভেল লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যেতে পারে।
28th  April, 2019
সায়েন্স, কম্পিউটার আর সংখ্যাতত্ত্বে আগ্রহ থাকলে পড়া যায় বায়ো-ইনফরমেটিক্স

বর্ণালী ঘোষ: বিষয়টি বায়োলজির শাখাগুলির মধ্যে একটু অন্যরকম। এই শাখায় বায়োলজির প্রায় প্রতিটি বিষয় নিয়েই বিশেষ জ্ঞানের প্রয়োজন আছে। আবার অন্য শাখার তুলনায় শিক্ষার্থীদের কাছে বায়ো ইনফরমেটিক্স নিয়ে পড়ার চাহিদাও বেশি। এখন ছাত্রছাত্রীরা ক্লাস টেনের পর থেকেই গ্র্যাজুয়েশনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে তা ঠিক করে নিচ্ছে।
বিশদ

20th  May, 2019
আইনের অ্যাপ লিসিট ১.০

 আইনের পাঠ এবার অ্যাপে। সৌজন্যে লিসিট ১.০। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রাক্তন ছাত্র প্রান্তিক চক্রবর্তী এই অ্যাপটি চালু করেছেন। এতে একদিকে যেমন রয়েছে মূল্যবান স্টাডি মেটেরিয়াল আবার নামীদামি অধ্যাপকদের অডিও-ভিডিও লেকচারও রয়েছে।
বিশদ

20th  May, 2019
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ওড়িশা, কোরাপুট বিভিন্ন বিষয়ে ভর্তি নিচ্ছে

২৯ এপ্রিল থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং রিসার্চ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য। প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ২৯ জুন এবং ৩০ জুন।
বিশদ

20th  May, 2019
মাকাউট নিয়ে এল একগুচ্ছ নতুন ভোকেশনাল কোর্স

 মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যা সংক্ষেপে মাকাউট নামে পরিচিত, ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এল নতুন একগুচ্ছ ভোকেশনাল কোর্স। আগে দেখা যেত, সাধারণ পড়াশোনার জন্য স্নাতক হওয়ার কথা বলা হচ্ছে, আর চাকরিমুখী পড়াশোনার জন্য অভিভাবকরা ভোকেশনাল কোর্স করার দিকে নির্দেশ করছেন।
বিশদ

20th  May, 2019
শুধু লেগে থাকার জোর আর লড়াই
করে যাওয়ার ক্ষমতাটাই জরুরি

জয়েন্টে প্রস্তুতি নেবেন কীভাবে? কী কী বিষয়ের ওপর জোর দিতে হবে? প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত। এসব নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কৌশানী মিত্র।
বিশদ

13th  May, 2019
খেলাধুলোয় আগ্রহ থাকলে
পেশা হিসেবে আকর্ষণীয় হতে
পারে
 স্পোর্টস ম্যানেজমেন্ট

খেলা তো আসলে একটা নেশা। আর এই নেশাকেই যদি পেশা করে নিয়ে আর্থিক সমস্যা মেটানো যায়, মন্দ কী? এই কর্মযজ্ঞের অংশীদার হতে গেলে কিন্তু দক্ষ হতে হবে স্পোর্টস ম্যানেজমেন্টে।
বিশদ

06th  May, 2019
খেলা প্রিয় হলে স্পোর্টস ম্যানেজমেন্টের থেকে ভালো পেশা আর নেই

ভারতে স্পোর্টস এখন আর শুধু ফুটবল, ক্রিকেটে সীমাবদ্ধ নয়। ব্যাডমিন্টন, কবাডি, কুস্তি, দাবা, বক্সিং সবেতেই এখন ভারতীয়রা ক্রমশ বিশ্ব মানচিত্রে জায়গা করে নিচ্ছে। বক্সিংয়ে মেরি কম, ব্যাডমিন্টনে সাইনা, সিন্ধু, কাশ্যপ, কুস্তিতে সুশীল কুমার বা বজরং পুণিয়া, আর্চারিতে দীপিকা কুমারি, জিমনাস্টিক্সে দীপা কর্মকার কত নাম বলব।
বিশদ

06th  May, 2019
নিটে সফল হওয়ার সহজ উপায়

‘নিট’ এবং ‘এইমস’-এ ভর্তির প্রবেশিকা পরীক্ষায় সফল হওয়ার সহজ উপায় বাতলে দিলেন পাথফাইন্ডার গ্রুপের চেয়ারম্যান দেবদত্ত শ্রীমানী। বিশদ

06th  May, 2019
প্যাকেজিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স

প্যাকেজিংয়ের উপর দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং। সংস্থার কলকাতা, মুম্বই, দিল্লি এবং হায়দরাবাদ কেন্দ্র থেকে পড়ানো হবে। আবেদন করার শেষ তারিখ ৭ জুন ২০১৯। বিশদ

06th  May, 2019
ন্যাশনাল ইনস্টিটিউট অব ফুড টেকনোলজি অন্ত্রপ্রনরশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু

 কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অধীন স্বশাসিত এই সংস্থায় বেশ কয়েকটি বিষয়ে ভর্তির জন্য আবেদন আহ্বান করছে। এখান থেকে পড়া যাবে –
বি-টেক – ১। ফুড টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট – উচ্চ মাধ্যমিক বা সমতুল এবং জেইই মেন ২০১৯ –এ যোগ্যতা অর্জন করতে হবে।
বিশদ

06th  May, 2019
ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে
পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্স

 ভারত সরকারের অর্থমন্ত্রকের স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিশদ

06th  May, 2019
 মুখোমুখি

 সরকারি চাকরির ক্ষেত্রে আগে আবেদনপত্র পূরণ, তারপর লিখিত পরীক্ষা (এক বা দুটি ধাপে)। আর লিখিত পরীক্ষার পরবর্তী ধাপ হল ইন্টারভিউ। এই প্রথম নিয়োগকর্তাদের সঙ্গে সামনাসামনি হওয়া। বেসরকারি চাকরির ক্ষেত্রেও তাই। তবে, এখানে বায়োডাটা বা নিজের জীবনপঞ্জি দেওয়ার পরই মুখোমুখি হতে হয় সাক্ষাৎকার পর্বে।
বিশদ

28th  April, 2019
আরইআইটি ইস্যু: বিনিয়োগকারীদের সামনে নতুন রাস্তা

 ‘রেট অফ অকুপেন্সি’ বা কোনও বাণিজ্যিক আবাসনে এই মুহূর্তে ভাড়াটে কত রয়েছেন, সেটা সব সময়েই মাথাব্যথার বিষয়। হয়তো এখন ভাড়াটের সংখ্যা ভালোই, কিন্তু নতুন বা আরও ভালো আবাসন তৈরি হলে সেই সংখ্যা ঝপ করে কমে যেতে পারে।
বিশদ

28th  April, 2019
অন্য ধরনের পড়া
টি ম্যানেজমেন্ট

বর্ণালী ঘোষ: শব্দের মধ্যে রয়েছে এক অদ্ভুত আগ্রহ। শুধু পানীয় নয়, এর সঙ্গে জড়িত স্মৃতি, গল্প, কবিতা। আবার সকালের আলসেমি কাটানোর জন্য যেমন চা প্রয়োজন, তেমনি কাজের চাপ কমাতেও প্রয়োজন এই পানীয়। চা বললেই চীনের নাম মনে পড়ে। তবে বর্তমানে ভারত চা শিল্পে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। আবার পশ্চিমবঙ্গ তথা দার্জিলিংয়ের চায়ের রয়েছে বিশ্বখ্যতি।
বিশদ

08th  April, 2019
একনজরে
 নয়াদিল্লি, ২০ মে (পিটিআই): ভোট পরবর্তী এক্সিট পোল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও গেরুয়া শিবির রীতিমতো উচ্ছ্বসিত। সপ্তম দফার নির্বাচনের পর এক্সিট পোলে ইঙ্গিত মিলেছে, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি সরকার। শুধু ফিরছে না। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ রাজ্যে ছোট ও মাঝারি শিল্পের বহর বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আমেরিকার সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে যাতে ছোট শিল্পকে আরও বেশি করে ব্যবহার করা যায়, সেই চেষ্টা করবে ওয়াশিংটন ডিসি’র ইন্ডিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছেলের হাতে খুন হলেন মা। রবিবার ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার করুণাময়ীতে। মৃতার নাম অপু সরকার (৪৪)। ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। পরে গুণধর ছেলে নিজেই এসে থানায় আত্মসমর্পণ করে। পুলিস জানিয়েছে, ওই ...

ঢাকা: বাংলাদেশ থেকে প্রায় ছয় মাস আগে ইউরোপ যাত্রা করেন সিলেটের বিলাল। তিনজনের সঙ্গে নানা দেশ ঘুরে লিবিয়ার রাজধানী ত্রিপোলি যাওয়ার পর আরও ৮০ বাংলাদেশির ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যারা বিদ্যার্থী তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। নানা বিষয়ে খুঁতখুঁতে ভাব জাগবে। গোপন প্রেম থাকলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম
১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের জন্ম
১৯৯১: ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৫ টাকা ৭০.৩৪ টাকা
পাউন্ড ৮৬.৮৮ টাকা ৯০.১১ টাকা
ইউরো ৭৬.০৬ টাকা ৭৮.৯৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৪২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮৭৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ২০১৯, মঙ্গলবার, তৃতীয়া ৫১/৪৭ রাত্রি ১/৪১। মূলা ৫৬/২৩ রাত্রি ৩/৩১। সূ উ ৪/৫৮/১২, অ ৬/৮/০, অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ৯/২২ গতে ১১/৫৯ মধ্যে পুনঃ ৩/২৯ গতে ৪/২২ মধ্যে। রাত্রি ৬/৫১ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৫ মধ্যে, বারবেলা ৬/৩৭ গতে ৮/১৬ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে, কালরাত্রি ৭/৩০ গতে ৮/৫০ মধ্যে।
৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ২০১৯, মঙ্গলবার, তৃতীয়া ৫২/৪৪/৩৭ রাত্রি ২/৩/৪০। মূলানক্ষত্র ৫৮/১১/৫৫ শেষরাত্রি ৪/১৪/৩৫, সূ উ ৪/৫৭/৪৯, অ ৬/১০/৫, অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে ও ৯/২২ গতে ১২/২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৩০ মধ্যে এবং রাত্রি ৬/৫৮ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৪ মধ্যে, বারবেলা ৬/৩৬/৫১ গতে ৮/১৫/৫৩ মধ্যে, কালবেলা ১/১২/৫৯ গতে ২/৫২/১ মধ্যে, কালরাত্রি ৭/৩১/৩ গতে ৮/৫২/১ মধ্যে।
১৫ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল

মেষ: গোপন প্রেম থাকলে তা প্রকাশিত হবে। বৃষ: যদি ব্যবসা করার ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের ...বিশদ

07:03:20 PM

মাধ্যমিকের প্রথম সৌগতকে সাহায্যের আশ্বাস পার্থর
আজ মাধ্যমিকের ফল ঘোষণার পর প্রথম স্থানাধিকারী সৌগত দাসকে ফোন ...বিশদ

04:54:19 PM

১২৮১০ হাওড়া-মুম্বই (সিএসএমটি) মেল আজ রাত ৮টার বদলে রাত ৯:১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 

03:53:16 PM

মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় পূঃ বর্ধমানের গোপালপুরে আত্মঘাতী ছাত্রী  

03:34:10 PM

খড়্গপুরের আইটিআইয়ের কাছে যুবককে গুলি করে খুন

03:31:00 PM