Bartaman Patrika
 

টেনইয়ার চ্যালেঞ্জের আড়ালে কি তথ্য পাচার?
দেবজ্যোতি রায়

 কোটি কোটি মানুষের দেওয়া ওই ছবি ব্যবহার করা হচ্ছে কোনও ব্যবসায়িক লাভের জন্য? কিংবা আমাদের উপর নজরদারি চালাতেই কি মুখোশের আড়ালে সংগ্রহ করা হচ্ছে ওই বিপুল পরিমাণ ছবি-তথ্য!

মাস তিনেক ধরে একটা ‘খেলা’ সোশ্যাল মিডিয়ায় খুব জমে উঠেছে। বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে। পোশাকি নাম ‘#টেনইয়ার চ্যালেঞ্জ’। অর্থাৎ, ১০ বছর আগে আপনি কেমন ছিলেন। আর এক দশক পড়ে আপনার কতটা পরিবর্তন ঘটেছে। অবশ্যই, আপনার সামাজিক বা আর্থিক পরিবর্তন নয়। চেহারার, আদলের। আর এই চ্যালেঞ্জ নিয়ে শুধু ভারত নয়, তামাম বিশ্ব মেতে উঠেছে। প্রথম দিকে ১০ বছর দিয়ে শুরু হলেও কখনও তা নেমে এসেছে পাঁচে, আবার কখনও এগিয়ে গিয়েছে ২০-৩০ বছরে। কে নেই! বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক থেকে তামাম দুনিয়ার সেলিব্রিটি। আর আমজনতা তো আছেই। সকলেই ব্যস্ত নিজের দশ বছর আগের এবং এখনকার ছবি পাশাপাশি ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে।
সাদা মনে কাদা নেই। আপাতভাবে নিছক মজার একটা সাদামাটা খেলা। দশ বছর আগের আমি আর এখনকার আমিকে ভার্চুয়াল (পরাবাস্তব) জগতের কাছে তুলে ধরা। কিন্তু সেই নির্দোষ পোস্ট ঘিরেই শুরু হয়ে গিয়েছে সংশয়ের বাতাবরণ। বলা ভালো বিতর্ক। সত্যিই কি এটা নির্দোষ কোনও খেলা নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র? সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ‘চ্যালেঞ্জ’ নাকি আসলে চক্রান্তের মুখোশ! আমাদের সরল মনোভাবেই কি অজান্তে কোটি কোটি মানুষের দেওয়া ওই ছবি ব্যবহার করা হচ্ছে কোনও ব্যবসায়িক লাভের জন্য? কিংবা আমাদের উপর নজরদারি চালাতেই কি মুখোশের আড়ালে সংগ্রহ করা হচ্ছে ওই বিপুল পরিমাণ ছবি-তথ্য! সতর্ক থাকার জন্য তো একটু সন্দেহপ্রবণ হতেই হয়।
ঠিকঠাকই চলছিল। যতক্ষণ না পর্যন্ত মার্কিন লেখিকা কেট ও’নিল ট্যুইটারে প্রকাশ করেছেন তাঁর সংশয়ের কথা। ট্যুইটারে কেট লেখেন, ‘দশ বছর আগে হলে আমিও হয়তো এই মিমের খেলায় অংশ নিতাম এবং ফেসবুক-ইনস্টাগ্রামে নিজের তখন ও এখনকার ছবি পোস্ট করতাম। কিন্তু দশ বছর পরে আমাকে চিন্তা করতে হচ্ছে, কীভাবে ওই বিপুল তথ্যের খনি বয়সের সঙ্গে সঙ্গে পাল্টে যাওয়া মানুষের মুখ চিহ্নিতকরণ প্রযুক্তিকে (ফেস রেকগনিশন অ্যালগরিদম) এগিয়ে নিয়ে যেতে এবং তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হচ্ছে।’
গত ১৩ জানুয়ারি কেটের করা ট্যুইট ভাইরাল হতে সময় নেয়নি। লাইক, কমেন্ট, শেয়ার, রি-ট্যুইটের ঢেউ আছড়ে পড়ে সেই মন্তব্যে। বিশ্বের নেটিজেনদের (সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী) একটা বড় অংশের মধ্যেই তৈরি হয় সন্দেহ ও সংশয়। ‘টেক হিউম্যানিস্ট: হাউ ইউ ক্যান মেক টেকনোলজি বেটার ফর বিজনেস অ্যান্ড বেটার ফর হিউম্যান’ বইয়ের লেখিকার যুক্তি, ‘যদি ওদের ফেস রেকগনিশন প্রযুক্তির উন্নতি ঘটাতে হয়, তাহলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বয়স সম্পর্কিত বিভিন্ন মাপকাঠির তথ্য সংগ্রহ করতে হবে। আর সেজন্য ১০ বছরের চ্যালেঞ্জই উপযুক্ত।’ আর সেই তথ্য সংগ্রহের কাজটাই করছে ফেসবুক, ইনস্টার মতো সোশ্যাল মিডিয়া। এক্ষেত্রে ফেসবুক যে গোপনীয়তা লঙ্ঘন করছে তারও ইঙ্গিত দিয়েছেন কেট। তাঁর আরও যুক্তি, অনেক গ্রাহকই তাঁদের প্রোফাইলে নিজেদের ছবি লাগান না। তাঁদের থেকে সেই তথ্য আবেগের খেলা ১০ বছরের চ্যালেঞ্জ সংগ্রহ করে নিতে যথেষ্ট। যা তাদের ফেসিয়াল রেকগনিশনকে উন্নত করতে প্রয়োজনীয়। যেই পুরোপুরি কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নির্ভর ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি তৈরি হয়ে যাবে, তখন তারা তাকে আমাদের উপর নজরদারি বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে। প্রতিদানে অর্জন করতে পারবে বিপুল মুনাফা।
কেটের সংশয় যে একেবারে অবান্তর নয় তা মেনে নিয়েছেন মার্কো ডি’মেলোর মতো সাইবার বিশেষজ্ঞরা। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা প্রদানকারী বিভিন্ন সিকিউরিটি অ্যাপের আন্তর্জাতিক কোম্পানি ‘পি-সেফ’-এর কর্ণধার। তিনি তাঁর ব্লগে লিখেছেন, ‘বর্তমানে অনেক ছবির মধ্যে থেকে একটি ছবিকে চিহ্নিত করার অর্থাত্‍ কৃত্রিম মেধার মাধ্যমে কোনও মুখকে চিহ্নিতকরণের প্রযুক্তি আছে। কিন্ত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের আদলে যে পরিবর্তন হয়, তা চিহ্নিত করতে দশ বছর আগের এবং পরের ছবির ওই বিপুল তথ্য ভাণ্ডার প্রয়োজন। যা প্রযুক্তিকে আরও নিঁখুত করতে সাহায্য করবে।’
যদি সরাসরি ঘোষণা করা হতো যে, কোনও এক বিশেষ প্রযুক্তির বিকাশের উন্নতির স্বার্থে এই ভাবে তথ্যভাণ্ডার সংগ্রহ করা হচ্ছে, তা হলে সংশয়ের কিছু ছিল না। কিন্তু, সন্দিহান হওয়ার কারণ আছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ইতিমধ্যে কেমব্রিজ অ্যানালিটিকা প্রকাশ্যে আসার পর এটা স্পষ্ট, যে মার্ক জুকেরবার্গের কোম্পানি থেকে মানুষের তথ্য ‘চুরি’ গিয়েছে। ২০১৮ সালের মার্চ মাসে প্রকাশ্যে আসে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি। জানা যায়, ফেসবুক থেকে তথ্য সংগ্রহ করে আমেরিকা, ভারত, মাল্টা, মেক্সিকোর মতো বিভিন্ন দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ভোটে ব্যবহার করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিক্রি করেছে। তথ্য ফাঁসের কথা স্বীকার করে নিয়ে মার্কিন সেনেটে জবাবদিহিও করতে হয় জুকেরবার্গকে। ক্ষমা চাইতে হয় গ্রাহকদের কাছে।
এমনিতেই বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় ‘পারমিশন’-এর নামে গ্রাহকদের মোবাইলের তথ্য সংশ্লিষ্ট অ্যাপ সংস্থার কাছে চলে যাচ্ছে বা তারা অ্যাকসেস করতে পারছে। আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠছে। দাবি করা হয়েছে নাগরিকের গোপনীয়তার অধিকার খর্ব করছে আধার। অভিযোগ উঠেছে চোখের রেটিনা, আঙুলের ছাপ, ফেস রেকগনিশনের তথ্য সংগ্রহ করে কেন্দ্র পরোক্ষে দেশবাসীর উপর নজরদারি চালাচ্ছে। এরপরেও আমজনতা আবেগের বশে কী করে ব্যক্তিগত তথ্য ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমেরিকার হাতে তুলে দিচ্ছে? এমনই প্রশ্ন তুলেছেন এথিক্যাল হ্যাকার তথা ইন্ডিয়ান স্কুল অব এথিক্যাল হ্যাকিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ সেনগুপ্ত।
প্রযুক্তির যে গতিতে উন্নতি এবং ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ায় তা যেভাবে ব্যবহার হচ্ছে, তাতে আগামী দিনগুলি এআই, ফেস রেকগনিশন এবং ইন্টারনেট অব থিংস-এর যুগ। সেই পরিপ্রেক্ষিতে সারা বিশ্বজুড়ে ফেস রেকগনিশন সফটওয়্যারের চাহিদা বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। ভবিষ্যতে অপরাধী চিহ্নিত করতে ওই প্রযুক্তি সবচেয়ে কার্যকরী হতে পারে। সেই সঙ্গে গোয়েন্দাদের সার্বিক নজরদারির জন্যও সবচেয়ে কার্যকর এই প্রযুক্তি। যদিও, ফেসবুক ১০ বছরের চ্যালেঞ্জের নামে তথ্য সংগ্রহের দাবি নস্যাৎ করে দিয়েছে। ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলে কর্ণধার জুকেরবার্গ বলেছেন,‘এই মজার খেলা ফেসবুক কর্তৃপক্ষের তৈরি করা নয়, বরং কোনও ফেসবুক ব্যবহারকারীর তৈরি করা যা ভাইরাল হয়ে গিয়েছে।’
19th  February, 2019
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আসছে ওষুধ
পৃথিবীতে এই প্রথম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে যে কয়েকটি ক্ষেত্রে তোলপাড় করবে, তার অন্যতম হল স্বাস্থ্যক্ষেত্র। ইতিমধ্যেই এই ক্ষেত্রে কামাল দেখানো শুরু করে দিয়েছে এআই। বড় কোনও অঘটন না ঘটলে শীঘ্রই আত্মপ্রকাশ হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি পৃথিবীর প্রথম ওষুধের। বিশদ

05th  July, 2023
কোন ৫ জি স্মার্টফোন
আপনার জন্য পারফেক্ট
রইল সেইসব মোবাইলের হদিশ

 

শীঘ্রই বাজারে আসছে ৫ জি। ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে কয়েকগুণ। সোশ্যাল মিডিয়ায় নানা টেলিকম সংস্থার এইধরণের বিজ্ঞাপনে ছয়লাপ।
বিশদ

16th  August, 2022
এবার ইন্টারনেট ছাড়াই মিলবে
জি মেইল পরিষেবা

গুরুত্বপূর্ণ মেইল এসেছে। কিন্তু, ইন্টারনেট না থাকায় তা চেক করতে পারছেন না। এখন থেকে আর জি মেইল গ্রাহকদের এই সমস্যায় পড়তে হবে না। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াই গ্রাহক তাঁর মেল পড়তে, রিপ্লাই দিতে বা পুরনো মেল সার্চ করতে পারবেন। এমনই অভিনব পরিষেবা নিয়ে এল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল।
বিশদ

28th  June, 2022
পথ চলা শেষ, অবসর
নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

বয়স হয়েছে, তাই দীর্ঘদনের সঙ্গীকে বিদায় জানাচ্ছে মাইক্রোসফট । অবসর নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ২৭ বছর ধরে অনবদ্য পরিষেবা দিয়েছিল এই ব্রাউজার। কিন্তু কালক্রমে গ্রহণযোগ্যতা হারাচ্ছিল ইন্টারনেট এক্সপ্লোরার
বিশদ

15th  June, 2022
সংস্থার নাম এখন মেটা,
জানালেন ফেসবুক কর্তা

ইঙ্গিত আগেই মিলেছিল। সেই মতো বৃহস্পতিবার সংস্থার নাম বদলের কথা ঘোষণা করলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। নতুন নাম ‘মেটা’। তিনি জানিয়েছেন,  সোশ্যাল নেটওয়ার্কের গণ্ডির মধ্যে আর আটকে থাকতে চাইছে না সংস্থা।
বিশদ

29th  October, 2021
পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যেতে
পারে ‘বেন্নু’, বলছেন বিজ্ঞানীরাই

আকার-আয়তনে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান। বিশালকায় সেই গ্রহাণু ‘বেন্নু’ ধেয়ে আসবে পৃথিবীর দিকে। হয়তো সরাসরি আছড়েও পড়বে। ১৯৯৯ সালে আবিষ্কার হওয়ার পর থেকেই বেন্নুকে ঘিরে এই আশঙ্কা করে আসছেন মহাকাশবিজ্ঞানীরা।
বিশদ

16th  August, 2021
ঐতিহ্য ও আধুনিকতার
মেলবন্ধনের উজ্জ্বল উদাহরণ

ফুজিফিল্মের 'ইন্সট্যাক্স মিনি ৪০' 

জাপানের ক্যামেরা নির্মাতা কোম্পানি ফুজি ফিল্ম একটি বিশ্ববন্দিত ব্র্যান্ড। ঐতিহ্যগত পরম্পরার সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে একের পর এক ক্যামেরা লঞ্চ করে চলেছে কোম্পানিটি। প্রায় প্রতিটিই গ্রাহকদের মধ্যে হিট। 
বিশদ

02nd  May, 2021
১০০০ টাকার মধ্যে
সেরা ৫ ইয়ারফোন

এখন বাজারে ভালো মানের ইয়ারফোন পাওয়া খুব একটা কঠিন নয়। প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন অপশন লঞ্চ হচ্ছে। অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন, উন্নতমানের ব্যাটারির পাশাপাশি ব্লুটুথ কোডেক সাপোর্ট এবং ড্রাইভারের মতো আধুনিক প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে বাজারে এসেছে হরেক ইয়ারফোন। দামও সাধ্যের মধ্যেই। বিশদ

27th  January, 2021
ট্রুকলারকে টেক্কা দিতে
আসছে গুগল কল?

‘ট্রুকলার’-এর দিন কি তবে ঘনিয়ে এল? একটি ইউটিউব বিজ্ঞাপনের জেরে এমনই আলোচনা শুরু হয়েছে গ্যাজেট গুরুদের মধ্যে। বিষয়টি ঠিক কী? শোনা যাচ্ছে, কলিং অ্যাপটিকে ঢেলে সাজিয়েছে গুগল। নাম বদলে হয়েছে ‘গুগল কল’। শুধুমাত্র ফোন করা বা রিসিভ করাই নয়, নতুন এই অ্যাপটি কলারের নাম, কোন এলাকার নম্বর তাও জানিয়ে দিতে পারবে বলে দাবি করছে বিশ্বের একাধিক গ্যাজেট সংক্রান্ত তথ্যপ্রদানকারী সংস্থাগুলি।
বিশদ

24th  November, 2020
চন্দ্রপৃষ্ঠে সূর্যের আলো পড়া
অংশে মিলল জলের অস্তিত্ব

প্রথমবার ২০০৮ সালে ইসরো জানিয়েছিল, চাঁদের যে অংশে সূর্যালোক পড়ে, সেখানে জলের উপাদান রয়েছে। কিন্তু, সেই উপাদান কী অবস্থায় রয়েছে, তা নিশ্চিত করা যায়নি সেই সময়। পরবর্তী সময়ে নাসার শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে লাগাতার পর্যবেক্ষণ চালিয়েও এবিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিজ্ঞানীরা।
বিশদ

05th  November, 2020
 টিকটকের জায়গা নিতে ভারতে
নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম

নয়াদিল্লি: ভারত-চীন সংঘাতের মধ্যে টিকটক ব্যান করে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এবার ওই চীনা অ্যাপের জায়গা নিতে বাজারে এল ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘রিলস’। এটিতে টিকটকের সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জানিয়েছে, ইনস্টাগ্রাম স্টোরিজের মধ্যে এই ফিচারটি পাওয়া যাবে। বিশদ

09th  July, 2020
সংসারের ঝামেলার সঙ্গেই উপরি নেটওয়ার্ক সমস্যা, বাড়ি থেকে কাজে নাজেহাল সকলে

  নয়াদিল্লি, ২২ মে: বাড়িতে কাজের অনিবার্য পরিবেশ অধরা। ফলে লকডাউনের ভারতে দিনদিন কাহিল অবস্থা হচ্ছে ‘কর্পোরেট ভারত’-এর। টানা প্রায় তিনমাস ঘরবন্দি গোটা দেশ। বাড়িতে বসে কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম করা সাধারণ মানুষ। বিশদ

24th  May, 2020
৩২ বিটের কম্পিউটারের
দিন কি ঘনিয়ে এল?

ওয়াশিংটন, ১৫ মে: ভবিষ্যতের কথা ভেবে একটি বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মাইক্রোসফট। তারা ৩২ বিটের কম্পিউটারের জন্য উইন্ডোজ ১০-এর আর কোনও ভার্সন তৈরি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি উইন্ডোজ ১০-এর একটি নয়া ভার্সন বাজারে এনেছে মাইক্রোসফট।
বিশদ

16th  May, 2020
নতুন লুকে ফেসবুক,
রয়েছে ডার্ক মোডও

সান ফ্রান্সিসকো, ১২ মে: করোনা ভাইরাসের দাপটে বিশ্বজুড়ে ঘরবন্দি মানুষ। কয়েকটি দেশে লকডাউন শিথিল করা হলেও জনজীবন স্বাভাবিক হয়নি। করোনায় ত্রস্ত মানুষ বাড়ি ছেড়ে এখনই বের হতে সাহস পাচ্ছে না। ঘরবন্দি অবস্থায় এরমধ্যে একটি বিরাট অংশই নির্ভরশীল ইন্টারনেটের উপর। প্রায় অধিকাংশ নেটিজেনেরই বর্তমানে সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে ফেসবুক।
বিশদ

13th  May, 2020

Pages: 12345

একনজরে
৫ কোটি টাকা ‘তোলা’ চেয়ে নতুন জঙ্গি সংগঠন কেএলও (কোচ ন্যাশনালিস্ট) এবার সরাসরি হুমকি চিঠি দিল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। ...

তাপমাত্রা বাড়তেই ভাবনা বদল। বুধবার বালুরঘাটে এই মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন পারদ আরও চড়ার পূর্বাভাস পেয়ে ভোট দেওয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন ভোটাররা। ...

লক্ষ্য মহিলা ভোট নিজেদের দিকে আনা। সেই লক্ষ্যে সন্দেশখালির মহিলাদের সামনের সারিতে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচারের কৌশল নিয়েছে বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পকে নিয়ে প্রচারের কৌশল তারা ভোঁতা করতে উদ্যত হয়েছে ...

কলকাতা বেলেঘাটার বাসিন্দা গণেশ দাসকে খুনের ঘটনায় বুধবার উদ্ধার হল কিছু হাড়গোড়। জয়পুর থানার পুলিস জানিয়েছে, গাইঘাটা খাল থেকে ফিমার, কোমরের সহ সাতটি হাড় উদ্ধার হয়েছে। মৃতদেহটি জলে ডুবিয়ে রাখতে ব্যবহৃত বস্তা, দড়িও উদ্ধার করা হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমাসূত্রে ধনাগম হতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ। কাজকর্মে অগ্রগতি ও সুনাম। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব  ম্যালেরিয়া দিবস
১৮৫৯: সুয়েজ খাল খননের কাজ শুরু হয়
১৯৪০: মার্কিন অভিনেতা আল পাচিনোর জন্ম
১৯৬৯: ফুটবলার আই এম বিজয়নের জন্ম
১৯৮৭: সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৩ টাকা ৮৩.৯২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৮.০৫ টাকা ৯০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ ৩/৫৫ দিবা ৬/৪৬। বিশাখা নক্ষত্র ৫৩/০ রাত্রি ২/২৪। সূর্যোদয় ৫/১২/১৫, সূর্যাস্ত ৫/৫৭/০। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ২/৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৫১ মধ্যে। বারবেলা ২/৪৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৮ মধ্যে। 
১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ প্রাতঃ ৫/৪৪। বিশাখা নক্ষত্র রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৭ গতে ৫/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১/০ মধ্যে। 
১৫ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৪ রানে হারাল দিল্লি

24-04-2024 - 11:27:04 PM

আইপিএল: ১৩ রানে আউট সাই কিশোর, গুজরাত ২০৬/৮ (১৯ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:18:57 PM

আইপিএল: ৫৫ রানে আউট ডেভিড মিলার, গুজরাত ১৮১/৭ (১৭.৩ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:08:30 PM

আইপিএল: ২১ বলে হাফসেঞ্চুরি ডেভিড মিলারের, গুজরাত ১৭৭/৬ (১৭ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:05:47 PM

আইপিএল: ৪ রানে আউট রাহুল তেওতিয়া, গুজরাত ১৫২/৬ (১৬ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:58:15 PM

আইপিএল: ৮ রানে আউট শাহরুখ খান, গুজরাত ১৩৯/৫ (১৪.১ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:49:17 PM