Bartaman Patrika
বিনোদন
 

ফেস্টিভ্যালের ডায়েরি 

কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অমিতাভ
অমিতাভ আসছেন না? অমিতাভ এলেন না কেন? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছিল শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে। অমিতাভ বচ্চনের অগণিত ভক্তদের কাছে প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য থেকেই এই প্রশ্নের উত্তর আসে। সৌরভ তাঁর বক্তব্যে জানিয়ে দেন, অসুস্থতার কারণেই বিগ বি এবারের চলচ্চিত্র উত্সবে উপস্থিত থাকতে পারলেন না। এর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে একই কথা বলেন। তিনি আরও জানিয়ে দেন, শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোনে অমিতাভ এবং জয়া বচ্চনের অনুপস্থিত থাকার কথা জানিয়ে দেওয়া হয়। কিন্তু অমিতাভ কি একটি শুভেচ্ছাবার্তাও পাঠাতে পারতেন না? এমন কিছু প্রশ্ন দানা বাঁধতে শুরু করে চলচ্চিত্র মহলে। তার পরেই অমিতাভ নিজে এই বিষয় নিয়ে ট্যুইটারে প্রতিক্রিয়া দেন।
মন খারাপ অমিতাভেরও। তিনি কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের কথা দিয়েছেন, আবার কোনও একদিন তিনি আসবেন। এই প্রসঙ্গে অমিতাভ ট্যুইটারে লিখেছেন,‘কিফের জন্য কলকাতায় থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণেই বিছানাতে সময় কাটল। কিফ এবং কলকাতার মানুষদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। কোনও একদিন নিশ্চয়ই যাব। দুঃখিত।’
বলিউডে অমিতাভের অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরেই জলঘোলা চলছিল। কিছুদিন আগে তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। সেটা রুটিন চেকআপ ছিল নাকি আকস্মিক ভর্তি হওয়া, সেই বিষয়েও নানা মুনির নানা মত। তবে চলচ্চিত্র উত্সবে তাঁর না আসা, অমিতাভের শারীরিক অসুস্থতা নিয়ে আবার নতুন জল্পনা তৈরি করে দিল।

উৎসবের ককপিটে দেব

তিনি তো আর শুধুমাত্র ফিল্মস্টার নন। তিনি একজন দায়িত্বশীল সাংসদও বটে। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যেমন ছিলেন, তেমনই বুলবুল সাইক্লোনের জন্য নিজের লোকসভা কেন্দ্রের মানুষজনদের সুবিধার্থে সমানে গুরুত্বপূর্ণ ফোন নম্বর ট্যুইট করছেন। বুঝতে পারছেন না? দেবের কথা বলা হচ্ছে। তবে ফেস্টিভ্যালে তিনি শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই যে ছিলেন এমনটা নয়। তাঁর একটি ছবিও এই উত্সবে দেখানো হবে। তবে এই খবর কারও কাছে ছিল না। হঠাত্ই শনিবার সকালে দেবের প্রযোজনা সংস্থা থেকে ট্যুইট করা হয়, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত দু’বছর আগেকার ছবি ‘ককপিট’ চলচ্চিত্র উত্সবে অফিশিয়ালি সিলেক্টেড। এমনকী এই খবর পরিচালকও জানতেন না। তিনিও সোশ্যাল মিডিয়া দেখেই জানতে পারেন। শোনা যাচ্ছে, ছবিটি নাকি নন্দনেই দেখানো হবে। কোন বিভাগে? এখনও খবর নেই।

চলচ্চিত্র শতবার্ষিকী ভবন

শহরে যখন একটার পর একটা সিনেমা হল অস্তাচলে যাচ্ছে, সেখানে বাংলা সিনেমার একশো বছরকে কুর্ণিশ করে রাজ্য সরকারের উদ্যোগে পথ চলা শুরু করল চলচ্চিত্র শতবার্ষিকী ভবন। ১৫৭ আসন বিশিষ্ট সর্বসুবিধা যুক্ত একটি সিনেমা হল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,‘মানুষকে সিনেমামুখী করাই চলচ্চিত্র উৎসবের মুখ্য উদ্দেশ্য। তাই টালিগঞ্জ স্টুডিও পাড়ার নাগালের মধ্যে একটি নতুন প্রেক্ষাগৃহ সিনেমাপ্রেমী দর্শকদের উপহার দেওয়া হল।’ প্রসঙ্গত বাঙুর হাসপাতালের পাশে পুরনো রাধা স্টুডিও চত্বরেই তৈরি হয়েছে চলচ্চিত্র শতবার্ষিকী ভবন।
সেই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অরূপবাবু জানান, প্রেক্ষাগৃহটিতে সিনেমা দেখানোর পাশাপাশি ছবি সংরক্ষণ ও নির্মীয়মান ছবির প্রিভিউয়েরও বন্দোবস্ত থাকবে। সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত এই সুযোগ পাবেন পরিচালক, প্রযোজকরা। তারপর তিন শিফটে সিনেমা দেখানো হবে। শতবার্ষিকী ভবনটি নন্দনের আর একটি অংশ বলা যেতে পারে। তাই এখানকার টিকিটের মূল্যও নন্দনের হারে ধার্য করা হয়েছে। ৩০ টাকা ও ৫০ টাকা। চলচ্চিত্র নিয়ে পড়াশোনা ও গবেষণারত ছাত্রছাত্রীরাও বিশ্বের ধ্রুপদী সিনেমা দেখার সুযোগ পাবেন।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী ফিল্ম প্রিভিউ-এর ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বলেন,‘আমাদের মতো পরিচালক প্রয়োজকদের ফিল্ম প্রিভিউ ও মিক্সিং করতে মুম্বই ছুটতে হয়। অনেক ঝামেলা। তাছাড়া খরচও বেড়ে যায়। কলকাতায় এই ব্যবস্থা চালু হওয়াতে অল্প বাজেটের ছবির প্রযোজক পরিচালকদের সুবিধে হবে। গোটা উদ্যোগটির পরামর্শদাতা ও উপদেষ্টা পরিচালক গৌতম ঘোষ রাজ্য সরকার ও পূর্তদপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পুরনো ছবির কথা মাথায় রেখে এই হলে ৩৫ মিলিমিটারের প্রজেক্টর বসানো হয়েছে। এখন এই প্রজেক্টর নন্দন ছাড়া ভারতের কোথাও নেই।’ অতীত হাতড়ে গৌতমবাবু স্মরণ করিয়ে দেন, ফ্রান্সের আবার্ন ইউনিভার্সিটির লাগোয়া এই রকম ছোট ছোট সিনেমা হলকে কেন্দ্র করে উঠে এসেছিলেন গোদার, ত্রুফোর মতো নবতরঙ্গের সিনেমা পরিচালকরা। তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্র শতবার্ষিকী ভবনকে কেন্দ্র করে ভবিষ্যতের পরিচালকরা জন্ম নেবেন। শতবার্ষিকী ভবনের উপর তলায় ছবির ভল্ট গড়ে তোলা হচ্ছে।
গৌতমবাবু জানান, আপাতত রাজ্য সরকারের প্রযোজনায় যে ছবিগুলো তৈরি করা হয়ছিল সেই ছবিগুলো সংগ্রহ ও সংরক্ষণের কাজ চলছে। এখনও পর্যন্ত প্রায় দুশোটি ছবি সংগৃহীত হয়েছে। গোটা সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন ফেস্টিভ্যাল ডিরেক্টর মিত্র চট্টোপাধ্যায়।
—সংকলক: প্রিয়ব্রত দত্ত 
10th  November, 2019
ঘুম ছুটেছে রাজের 

ঘুম ছুটেছে চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তীর। শুক্রবার উৎসব উদ্বোধনের ঝক্কি সামলে বাড়ি ফিরেছেন অনেক রাতে। শনিবার ভোর ভোর ঘুম ভাঙতেই দেখেন বুলবুলের বিড়ম্বনায় আকাশের মুখ ভার। সকালেই বাঙুরে চলচ্চিত্র শতবার্ষিকী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। 
বিশদ

দ্য কিং, আই অ্যান্ড কুইন 

এঁদের দেখে না চেনার কোনও উপায় নেই। ছবিটি শুক্রবার নেতাজি ইন্ডোরে কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে তোলা। শাহরুখ খানের সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এখানেই দাঁড়ি না দিয়ে আরও একজনের নাম লেখা তো দরকার। কারণ সৃজিতের পাশে ওই লাস্যময়ী মহিলা কে?  
বিশদ

মহেশের সৌজন্য 

নেতাজি ইনডোর স্টেডিয়ামে একে একে বিশিষ্ট অতিথিদের মঞ্চে ডাকছিলেন চলচ্চিত্র উত্সব উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক যিশু সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়। আমেরিকান অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল মঞ্চে ওঠার মুখেই খেয়াল করলেন তাঁর রুপোলি রঙের ব্যাগটি আর তার হাতে নেই। কী কাণ্ড! কোথায় গেল?  
বিশদ

ছোঁ মেরেছে বুলবুল 

শিশির মঞ্চের পেছনের দেওয়াল জুড়ে চলচ্চিত্র উৎসবের থিম সজ্জা। সেখানে টাইপরাইটার থেকে শুরু করে ফিল্মক্যানের নানা অলঙ্কার। রয়েছে নানা আকৃতির পুরনো মডেলের ঘড়িও। তার একটিতে বাজে সাতটা বাজতে পাঁচ। আর একটিতে পাঁচটা। আর একটিতে দশটা। আরও একটি ঘড়িতে কোনও কাঁটা নেই। 
বিশদ

লোকনাথের ভূমিকায় ভাস্বর পূর্বনির্ধারিত
ছিলেন, দাবি নির্মাতাদের 

লোকনাথের চরিত্রে সৌপ্তিকের বদলে ভাস্বর চট্টোপাধ্যায়ের নির্বাচন আগেই ঠিক ছিল। এর সঙ্গে সৌপ্তিকের অসুস্থতার সম্পর্ক নেই বলেই দাবি নির্মাতাদের। চ্যানেল সূত্রে খবর, তিনটি বয়সের লোকনাথকে এই ধারাবাহিকে ধরা হচ্ছে।  
বিশদ

পাঞ্জাবে চললেন আমির 

কিছুদিন আগেই আমির খান তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র মোশন লোগো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন। এবার এই ছবির প্রথম পর্যায়ের শ্যুটিং শেষ করে আমির চললেন পাঞ্জাবে। চণ্ডীগড় এবং অমৃতসরে এই ছবির শ্যুটিং হবে। সারা দেশের প্রায় ১০০টি লোকেশনে ছবির শ্যুটিং হওয়ার কথা রয়েছে। 
বিশদ

ইঞ্জিনিয়ার থেকে অভিনেত্রী 

অয়নকুমার দত্ত, মুম্বই: ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। ইঞ্জিনিয়ারিং পাশ করে এক বছর চাকরিও করেছেন। কিন্তু সৃজনশীল কিছু করার টানে হয়ে গেলেন অভিনেত্রী। তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘দিল ইয়ে জিদ্দি হ্যায়’-এর সম্প্রচার শুরু হচ্ছে জিটিভিতে। ইঞ্জিনিয়ার থেকে অভিনেত্রী হওয়া এই তরুণীর নাম মেঘা রায়।
বিশদ

উচিত আর ভালোবাসা, দুটো পরস্পর বিরোধী শব্দ 

আবার নতুন ছবি পরিচালনা করছেন অপর্ণা সেন। ছবির নাম ‘ঘরে বাইরে আজ’। রবীন্দ্রনাথের এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় ছবি তৈরি করেছেন। তার পরেও কেন এই উপন্যাস নিয়ে ছবি তৈরি করার কথা ভাবলেন? ছবির খুঁটিনাটি থেকে নিজের অনুভূতি শব্দের মাধ্যমে মেলে ধরলেন পরিচালক। 
বিশদ

10th  November, 2019
‘বাজিগর’ শাহরুখকে কাছে
টেনে আবেগঘন বক্তৃতা রাখীর

অভিনন্দন দত্ত, কলকাতা: শুক্রবার সন্ধ্যায় কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তৈরি হল এক স্মরণীয় মুহূর্ত। মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় পিছনে দাঁড়িয়ে থাকা শাহরুখ খানকে মাতৃস্নেহে জড়িয়ে ধরলেন রাখী গুলজার। প্রেক্ষাগৃহে তখন করতালিতে টেকা দায়। আসলে দর্শকদের মনে যে তখন ‘বাজিগর’-এর নস্টালজিয়া।
বিশদ

09th  November, 2019
বদলাতে পারি কিন্তু কেন বদলাব?
বালা

অদিতি বসুরায়: গায়ের রং, মাথার চুল, উচ্চতা এসব নিয়ে ভারতবর্ষের আম-জনতার মাথাব্যথার শেষ নেই। এখনও নারী-পুরুষ নির্বিশেষে চেহারার চাকচিক্য নিয়ে বেজায় ভাবিত। ফেয়ারনেস ক্রিমের বাজার খেয়াল করলেই এই তথ্যের সত্যতা সামনে আসবে।
বিশদ

09th  November, 2019
ধ্রুবর ছবিতে নগেন্দ্রপ্রসাদ
সর্বাধিকারীর চরিত্রে দেব

  দেব নাকি ইদানীং মন দিয়ে ফুটবল প্র্যাকটিস শুরু করেছেন। কোনও নতুন ছবির চরিত্রের প্রস্তুতি না নিছক খেলায় মন, এই ধোঁয়াশাটাই যা ছিল। তবে যা খবর, দেবের এই নব ফুটবল প্রেম অভিনয়ের প্রয়োজনেই। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউডের হার্টথ্রব।
বিশদ

09th  November, 2019
কৃশ ৪-এর শ্যুটিং
শুরু জানুয়ারিতে?

  এই পর্যন্ত ছবির তিনটি ইনস্টলমেন্ট দেখা গিয়েছে। কবে যে চতুর্থটি আসবে, তার জন্য হাপিত্যেশ করে বসে আছে হৃতিক রোশনের ফ্যান এমনকী ছবি ব্যবসায়ীরা। আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই, ‘কৃশ ৪’-এর কথা হচ্ছে। রাকেশ রোশন পরিচালিত এই ছবির চতুর্থ পর্যায়ের একটা আভাস ‘কৃশ ৩’ মুক্তি পাওয়ার ছয় বছর বাদে পাওয়া যাচ্ছে।
বিশদ

09th  November, 2019
ওয়েব সিরিজ
প্রযোজনা করবেন জন

স্বাধীনতা দিবসের দিন জন আব্রাহামের ছবি ‘বাটলা হাউজ’ মুক্তি পেয়েছিল। তারপর থেকে এই অভিনেতা কিন্তু থেমে নেই। ‘পাগলপান্তি’ ছবির প্রচার করছেন, তার সঙ্গে ‘মুম্বই সাগা’ ছবির শ্যুটিংও করছেন। এখানেই ইতি নয়। প্রযোজক হিসেবে এই অভিনেতা ভালো বিষয়বস্তুর খোঁজেও সবসময় সজাগ রয়েছেন।
বিশদ

09th  November, 2019
 বিদ্যার জামাই
হচ্ছেন অমিত

বিদ্যা বালন অভিনীত অনু মেনন পরিচালিত ছবি ‘শকুন্তলা দেবী’ নিয়ে বলিউডে ইতিমধ্যেই আলোড়নের সৃষ্টি হয়েছে। ছবিটি গণিত বিশেষজ্ঞ শকুন্তলা দেবীর জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এখানে শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালন।
বিশদ

09th  November, 2019
একনজরে
জয়ন্ত চৌধুরী, কলকাতা: এখনই তাঁর সঙ্গে দেখা না করলে তিনি সরাসরি ‘দিদিকে বলো’য় ফোন করতে বাধ্য হবেন। সম্প্রতি এমনই হুমকি শুনতে হয়েছে রাজ্যের এক মন্ত্রীকে। তাঁর দর্শনপ্রার্থী কোনও ব্যক্তি ওভাবে তাঁকে কথা শোনাতে পারেন, তা কস্মিনকালেও তিনি ভাবেননি।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজারে এল বেঙ্গল টাইলস-এর নতুন টাইল ‘লাসট্রা’। এটি আদতে বড় আকারের স্ল্যাব, যা ৮০০ X ১৬০০, ৬০০ X ১২০০ বা এমন ধরনের ...

বার্সেলোনা, ১০ নভেম্বর: সেলতা ভিগোর ডিফেন্ডার লুকাস ওলাজার বাঁ পায়ের ফ্রি-কিক ম্যাচে সমতা ফেরাতেই গম্ভীর হয়ে গেল কোচ আর্নেস্তো ভালভার্দের মুখ। একরাশ বিরক্তি নিয়ে পাশে ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বেশ কয়েকটি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। সারাদিন সাধারণ মানুষও যথেষ্ট আতঙ্কে ছিল। সেই সময়টা কম্বলের মধ্যে গুটিয়েই দিন কাটাল আমাজনের প্রাণীরা। দিনভর বৃষ্টির কারণে হঠাৎ তামপাত্রা কমে যাওয়ায় আলিপুর চিড়িয়াখানায় চারটি অ্যানাকোন্ডাকে কম্বলের মধ্যেই রাখার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা, আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৯ টাকা ৭২.০৯ টাকা
পাউন্ড ৮৯.৬৮ টাকা ৯২.৯২ টাকা
ইউরো ৭৭.২৫ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  November, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৫৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৫৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭, ১৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪, ৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪, ৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
10th  November, 2019

দিন পঞ্জিকা

২৪ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০১৯, সোমবার, চতুর্দশী ৩০/২৯ রাত্রি ৬/২। অশ্বিনী ৩৩/৩৮ রাত্রি ৭/১৭। সূ উ ৫/৫০/১৫, অ ৪/৫১/১৩, অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে পুনঃ ৮/৪৬ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/২৭ গতে ১০/৫৫ মধ্যে পুনঃ ২/২২ গতে ৩/১৪ মধ্যে, বারবেলা ৭/১৩ গতে ৮/৩৫ মধ্যে পুনঃ ২/৬ গতে ৩/২৮ মধ্যে, কালরাত্রি ৯/৪৩ গতে ১১/২১ মধ্যে। 
২৪ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০১৯, সোমবার, চতুর্দশী ২৯/৫৩/১ রাত্রি ৫/৪৮/৩৩। অশ্বিনী ৩৫/২৬/১৫ রাত্রি ৮/১/৫১, সূ উ ৫/৫১/২১, অ ৪/৫১/৪৬, অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৫৪ গতে ১১/৩ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ১০/৫৮ মধ্যে ও ২/৩০ গতে ৩/২৩ মধ্যে, বারবেলা ২/৬/৪০ গতে ৩/২৯/১৩ মধ্যে, কালবেলা ৭/১৩/৫৪ গতে ৮/৩৬/২৭ মধ্যে, কালরাত্রি ৯/৪৪/৭ গতে ১১/২১/৩৩ মধ্যে। 
১৩ রবিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: বাহন ক্রয়ের যোগ। মিথুন: গৃমামলা-মোকদ্দমায় নিষ্পত্তি ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল ...বিশদ

07:03:20 PM

কোচবিহারে শুরু রাসমেলা
 

সোমবার ফিতে কেটে রাসমেলার দ্বারোদঘাটন করলেন কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ। ...বিশদ

07:43:00 PM

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। চেস্ট ইনফেকশনের ...বিশদ

06:09:58 PM

হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর 
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। গত ...বিশদ

04:35:00 PM

বাংলায় জয়েন্ট: ধর্মতলায় অবস্থান বিক্ষোভে তৃণমূল

 বাংলায় জয়েন্ট নয় কেন? কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার অভিযোগ তুলে ...বিশদ

04:06:00 PM