Bartaman Patrika
বিনোদন
 

সিনেমার আলোচনা: অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার
না তথ্যচিত্র, না ফিকশন, এই ছবির পরিচালকই অ্যাক্সিডেন্টাল! 

বাস্তব কাহিনী নাটকীয় মোড়কে পরিবেশন করতেন এডউইন পোর্টার। আমেরিকার এই ফিল্ম মেকারই প্রথম সিনেমার বিভিন্ন অংশের গুরুত্ব বিবেচনা করে ক্লোজ শট, মিড শট আবার কখনও লং শটের ব্যবহার শুরু করেন। পোর্টার এভাবে সেলুলয়েডে দৃশ্যগত বিবরণকে নিপুণভাবে উপস্থাপিত করতেন বটে। কিন্তু তাঁর ছবিগুলিতে কল্পনার বিস্তার অথবা চিন্তার উপাদান ছিল না। ১৯১৪ সালে ‘বার্থ অফ আ নেশন’ ছবিতে সিনেমার টেকনিক্যালিটির সঙ্গে সূক্ষ্ম বুদ্ধিদীপ্ত আবেদন আর কল্পনাশক্তি মিশিয়ে প্রথম পরিপূর্ণ ফিল্ম উপহার দিলেন ডেভিড গ্রিফিথ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে দিল্লির ইস্ট অফ কৈলাসে এক প্রেক্ষাগৃহে শুক্রবার সাতসকালে বহু প্রতীক্ষিত ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ দেখতে দেখতে এই কথাগুলিই কেন মনে এল? কারণ অনতি অতীতের জীবন্ত রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে নির্মিত এই ছবি অনায়াসে হতে পারত টানটান পলিটিক্যাল থ্রিলার। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে ক্ষমতার অলিন্দে সত্যিই একের পর এক নাটকীয় পটপরিবর্তন হয়েছিল। কিন্তু সেই পথে যেতে হলে সর্বাগ্রে স্ক্রিপ্টকে নির্মোহ হতে হবে। পক্ষপাতহীন এক কল্পনাশক্তি আর সিনেম্যাটিক চিন্তার আবেদন মিশ্রিত করতে হবে। অযথা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলে সেই লক্ষ্য ব্যর্থ হয়। আর ঠিক সেটাই হয়েছে ছবিতে। পরিচালক বিজয় রত্নাকর গুট্টে আদ্যন্ত মোটা দাগের প্রোপাগান্ডা বিজ্ঞাপন নির্মাণ করেছেন। ছবির প্রধান প্রতিপাদ্য হল ডঃ মনমোহন সিং কতটা দুর্বল, কতটা পুতুল এবং কতটা প্রশাসনিক ক্ষমতাহীন এক অসহায় মানুষ সেটাই প্রতিপন্ন করা। আর সোনিয়া ও রাহুল গান্ধীসহ সব কংগ্রেস নেতারা কীভাবে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য মনমোহনকে হেনস্তা করেছেন তারই বিবরণ। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া অ্যাডভাইসর সঞ্জয় বারুর লেখা বইয়ের কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে খোদ সঞ্জয়ের (অক্ষয় খান্না) চরিত্রটিই সূত্রধর। ননফিকশন সিনেমার সবথেকে বড় চ্যালেঞ্জ তথ্যগত সততা রক্ষা এবং নিখুঁত হোমওয়ার্ক। ভারতের সর্বোচ্চ পাওয়ার করিডরে কীভাবে দিনযাপন হয় সেটা আমজনতার পক্ষে জানা সম্ভব নয়। তাই এক্ষেত্রে আরও যত্নশীল হতে হতো। কিন্তু উল্টে ছবিতে হাস্যকর মুহূর্ত দৃশ্যে দৃশ্যে। প্রধানমন্ত্রীর শপথগ্রহণের পর সাধারণত রাষ্ট্রপতি ভবনে চায়ের আয়োজন থাকে। ছবিতে দেখা যাচ্ছে স্ন্যাক্স, চা আর অভিনন্দন জ্ঞাপনের মধ্যে সাংবাদিক সঞ্জয় বারু একের পর এক কংগ্রেস নেতাদের প্রশ্ন করছেন, আপনি কোন মন্ত্রক পাচ্ছেন? চিদম্বরম নিজেই বলে দিলেন আমি অর্থমন্ত্রক পাচ্ছি। অথচ তখনও মন্ত্রক বণ্টনই হয়নি। পাবলিকের সামনে চায়ের আসরে চিদম্বরম থেকে পৃথ্বীরাজ চৌহান নিজেদের সম্ভাব্য মন্ত্রকের কথা আগাম জানিয়ে দেবেন এটা বিশ্বাস্য! এখানেই শেষ নয়। ছবিতে প্রধানমন্ত্রী নিজের হাতে অর্থমন্ত্রক রাখবেন স্থির করেছেন, এটা জেনে ক্ষুব্ধ চিদম্বরম সোজা আহমেদ প্যাটেলকে নালিশ করলেন। আহমেদ গিয়ে সোনিয়াকে কানে কানে বললেন চিদম্বরমের ক্ষোভ। তৎক্ষণাৎ সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রীকে আলাদা ডেকে সোনিয়া ধমকে দিলেন। ভারত সরকারের মন্ত্রিসভা গঠনের নাটক সবটাই একটি হলঘরে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে সকলের সামনে? এমনকী যেখানে বিরোধী নেতারাও উপস্থিত? মনমোহনকে প্রতিনিয়ত অপমান করেন সোনিয়া, সেটা দেখানোর জন্য একটি দৃশ্য রয়েছে। সোনিয়া এবং তাঁর সচিব ড্রইং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন। সেই ঘরে ঢুকে প্রধানমন্ত্রী অনেকটা হেঁটে সোফার সামনে দাঁড়ালেন। সোনিয়া একবারও চেয়ার থেকে না উঠে কথা বলছেন। এ ছবির সেরা চরিত্রায়ণ সুজান বার্নেট। জার্মান এই অভিনেত্রী সোনিয়ার চরিত্রটি অবিকল আনতে সমর্থ হয়েছেন। সোনিয়ার নির্বিকার চেয়ে থাকা, নির্লিপ্ত প্রত্যাঘাত এবং উদাসীন অসম্মান সবই নিখুঁতভাবে এসেছে। অনুপম খের যতটা শারীরিক ভঙ্গি ও আচরণে মনমোহন হয়ে ওঠায় মনোযোগী ছিলেন, ততটা প্রধানমন্ত্রীর বৌদ্ধিক নিবিষ্টতাকে চরিত্রে আনতে পারলেন কোথায়? মিহি কণ্ঠস্বর, সামনে দু হাত রেখে চলার ভঙ্গির মধ্যে মিমিক্রির আভাস। মনমোহনের মুখে বসানো হয়েছে অবিশ্বাস্য সংলাপ। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ চাইতে আসায় তাঁকে মনমোহন বলছেন, টাকা কি গাছে ফলে! এই ভাষা পরিশীলিত মনমোহন সিং বলছেন এরকম কল্পনা তাঁর প্রবল প্রতিপক্ষও করবেন না। আর অক্ষয় খান্নাকে দেখে মনে হবে ভারতের সবথেকে ক্ষমতাবান ব্যক্তি হলেন প্রধানমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইসর! তাঁর অবারিত দ্বার প্রধানমন্ত্রীর কামরায়। এমনকী তিনি যখন তখন ঘরে ঢুকে দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর অথবা ক্যাবিনেট সচিবদের পর্যন্ত বলছেন, আমার প্রাইম মিনিস্টারের সঙ্গে আলাদা কথা আছে! অকল্পনীয় কল্পনাশক্তি! ছবির শেষভাগে এসেছে নরেন্দ্র মোদির ভাষণের একের পর এক নিউজ রিল। উত্তর পাওয়া গেল না, পাঁচ বছর ধরে এত অসম্মান করে আসা মনমোহনকে পুনরায় ২০০৯ সালে কেন সোনিয়া গান্ধী আবার প্রধানমন্ত্রী করলেন? আরও বড় প্রশ্ন, এত অসম্মান সহ্য করে কেন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে রাজি হলেন মনমোহন? তবে এই সিনেমার সবথেকে তাৎপর্যপূর্ণ দৃশ্য হল প্রধানমন্ত্রীকে নিয়ে বই প্রকাশের পর একদিকে মনমোহনের দপ্তর থেকে স্পষ্ট বিবৃতিতে জানানো হচ্ছে বইয়ের সঙ্গে বাস্তবের মিল নেই। আর অন্যদিকে সঞ্জয় রূপী অক্ষয় খান্না দর্শকদের জানাচ্ছেন, বই প্রকাশের পর আজ পর্যন্ত সঞ্জয়ের সঙ্গে মনমোহন একটি কথাও বলেননি। না হয়েছে ডকুমেন্টারি, না বায়োপিক, হয়নি ফিকশনও। বিজয় রত্নাকর গুট্টে লোকসভা ভোটের প্রাক্কালে নেহাৎ একজন অ্যাক্সিডেন্টাল ফিল্ম ডিরেক্টর!
সমৃদ্ধ দত্ত 
12th  January, 2019
‘কাজের সংখ্যা কম হলেও কিচ্ছু যায় আসে না’

আপসহীন, অনড়। আজও অভিনেত্রী দেবশ্রী রায় এমনই। তাই দাপুটে গলায় তিনি বলতেই পারেন, ‘যতক্ষণ না গ্রহণযোগ্য চরিত্র পাই, ততদিন আমি কাজ করি না। তাতে কাজের সংখ্যা কম হলেও, কিচ্ছু যায় আসে না আমার।’ বিশদ

17th  April, 2024
ভুয়ো ভিডিওর বিরুদ্ধে আমিরের এফআইআর

সক্রিয় রাজনীতিতে আগ্রহী নন বলিউড অভিনেতা আমির খান। প্রকাশ্যে সোচ্চারে নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে সমর্থনও করেন না তিনি। সদ্য সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিশদ

17th  April, 2024
অবাক অমিতাভ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কি ভবিষ্যতের নানা পেশার জন্য ভয়ের কারণ? এ নিয়ে নানা মহলের সাম্প্রতিক তর্ক উপভোগ করেন আপনারা। ইতিমধ্যেই সিনে পর্দায় এআই-এর ব্যবহার শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রযুক্তিকে শিল্পের অন্তরায় ভাবতে রাজি নন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। বিশদ

17th  April, 2024
ফের শিবের ভূমিকায় অক্ষয়?

ফের মহেশ্বরের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। গত বছর ‘ওএমজি টু’ ছবিতে মহাদেবের চরিত্রের ছায়ায় নির্মিত হয়েছিল তাঁর চরিত্রটি। সে ছবিতে প্রশংসিত হয় তাঁর কাজ। ফের শিবের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। বিশদ

17th  April, 2024
স্টিরিওটাইপ ভাঙতে চান শন

একটা ভালো গল্পের খোঁজে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। দু’বছর পর সেই সুযোগ এল স্টার জলসার ‘রোশনাই’-এর হাত ধরে। অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা। বিশদ

17th  April, 2024
মুম্বই ফিরলেন অনুষ্কা?

গত ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। পুত্র সন্তান অকায় এসেছে বিরাট কোহলি ও অনুষ্কার পরিবারে। তবে দেশে নয়, বিদেশে ছেলের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আইপিএল চলছে। বিশদ

17th  April, 2024
পৌরাণিক ছবিতে রণবীর

চলতি বছরের শুরুতেই ‘হনুমান’ ছবির মাধ্যমে চমক দিয়েছিলেন পরিচালক প্রশান্ত বর্মা। ছবির অভাবনীয় সাফল্যের পর আসছে সিক্যুয়েল। তার নাম ‘জয় হনুমান’। জানা গিয়েছে, ভারতীয় পুরাণের উপর ভিত্তি করে আরও একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক। বিশদ

17th  April, 2024
মিউজিকের দায়িত্বে প্রীতম

চলতি বছর ঈদে সলমন খানের মুক্তি পায়নি। সেই কারণে খানিক মন খারাপ ছিল ভাইজানের অনুরাগীদের। তাতে কী? পরের বছর ঈদের মরশুমে ‘সিকান্দার’ রূপে ফিরছেন অভিনেতা। সাজিদ নাদিয়াদওয়ালা ও এ আর মুরুগাদোসের এই ছবির ঘোষণা হয়েছে সম্প্রতি। বিশদ

17th  April, 2024
ফিরছেন না দুলকার

দক্ষিণী পরিচালক মণিরত্নমের পরিচালনায় তৈরি হচ্ছে ‘থাগ লাইফ’। মুখ্য চরিত্রে অভিনেতা কমল হাসান। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল দুলকার সলমন, জয়রাম রবি, তৃষা কৃষ্ণণের মতো অভিনেতার। বিশদ

17th  April, 2024
মুখোমুখি বিদ্যা ও মাধুরী

আলাদা ভাবে এত বছর দর্শকের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। এবার তাঁরা মুখোমুখি। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে এমনই দৃশ্যের সাক্ষী থাকবেন দর্শক। ‘আমি যে তোমার’ গানের সঙ্গে দুই নায়িকার পারফরম্যান্স দেখবেন সকলে। বিশদ

16th  April, 2024
সুহানার ছবিতে শাহরুখের বাজেট ২০০ কোটি

 বড়পর্দায় মেয়ে সুহানা খানের ডেবিউ। আর তা নিয়ে বাবা শাহরুখের বিশেষ পরিকল্পনা থাকবে না, তা কি হয়? ‘ডাঙ্কি’র পর সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’-এর হাত ধরে বড়পর্দায় ফিরবেন বলিউড বাদশা। শোনা যাচ্ছে, এই ছবির জন্য বড় মাপের চিন্তাভাবনা রয়েছে শাহরুখের। বিশদ

16th  April, 2024
অভিনেতা কালো হওয়ায় অনেক লড়তে হয়েছে : দিবাকর

২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিটি। ঠিক ১৪ বছর পর আসতে চলেছে এর সিক্যুয়েল। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি সে সময় হইচই ফেলেছিল। ‘লাভ সেক্স অউর ধোঁকা টু’ ছবিতেও বর্তমান সময়কে তুলে ধরা হয়েছে। পরিচালক ভাগ করে নিলেন সেই ভাবনা।
বিশদ

16th  April, 2024
বিষয় বৈচিত্র্যে হতাশ খেয়ালী

ইচ্ছে করলে ডানা মুড়ে বসতেই পারেন। সমস্ত রকম সাজানো সৃষ্টিশীলতা থেকে বিচ্ছিন্ন করে নিতেই পারেন নিজেকে। মেকআপ মুছে, কলম মুড়ে অভিনেত্রী, চিত্রনাট্যকার, পরিচালক খেয়ালী দস্তিদার দায়বদ্ধতা থেকে দূরে কোথাও আপন অবসর উদযাপন করতেই পারেন। বিশদ

16th  April, 2024
ছকভাঙা দিলজিৎ

ছকে বাঁধা নয়, ছক ভাঙা কাজই তাঁর বেশি পছন্দের। সে কথাই যেন প্রমাণ করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি মুম্বইয়ে একটি কনসার্টে গিয়ে এ কথাই বললেন তিনি। জানালেন, পাঞ্জাবিদের নিয়ে ছকে বাঁধা ধারণা তিনি ভেঙে দিয়েছেন। বিশদ

16th  April, 2024
একনজরে
শহরজুড়ে ফ্লেক্স-ব্যানার। লোকসভা নির্বাচনের প্রচারের ধাক্কায় শহর মুড়েছে প্লাস্টিকের পতাকা এবং আরও কিছু প্লাস্টিকের তৈরি প্রচার সামগ্রীতে। ভোট মিটলে সেগুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। হয়ে ওঠে বর্জ্য। রাস্তার ধারে পড়ে থাকে। ...

বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। আর সেই আগুনে তিনটি বাড়ি ভস্মীভূত হল। জলের অভাবে আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ভরতপুর থানার গোপালপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ...

পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...

বাটলারের বিস্ফোরণ এখনও ভোলেনি ইডেন। ব্যাট হাতে কেকেআরের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধরেন রাজস্থানের তারকা ব্যাটার। ঘরের মাঠে কেকেআরকে হারানোর নায়ক তিনি। স্টার্ক, বরুণদের কার্যত বল ফেলার জায়গা দেননি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিজেপির এত বড় সাহস বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে: মমতা বন্দ্যোপাধ্যায়

03:32:21 PM

আগে বিজেপির ভোট বন্ধ করুন: মমতা বন্দ্যোপাধ্যায়

03:32:00 PM

৫৯৯ পয়েন্ট উঠল সেনসেক্স

03:32:00 PM

জঙ্গিপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

03:31:39 PM

লোকসভা নির্বাচন ২০২৪: ভোট দিলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা জ্যোতি আমগে

03:19:19 PM

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনসভার শেষে ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

03:15:41 PM