Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

পাওয়ার থাকলে চোখের যত্ন নেবেন কীভাবে? 

ডাঃ অনন্যব্রত দাস
বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ

চোখের পাওয়ার
জানলে অবাক হবেন, দেশের ৩০ শতাংশ মানুষ মাইয়োপিক। অর্থাৎ তাঁদের চোখে মাইনাস পাওয়ারের চশমা রয়েছে। তুলনায় প্লাস পাওয়ার বা হাইপারমেট্রোপিকের সমস্যায় ভোগা রোগীর সংখা কম। অবশ্য তার মানে এই নয় যে মাইনাস পাওয়ার আসলে বেশি ক্ষতিকর! আর হাইপারমেট্রোপিক কম ক্ষতিকর! বস্তুতঃ দুটি সমস্যাই সমানভাবে জটিল।
আসলে দেখা যায়, চোখের মাইনাস পাওয়ার প্রতিবছর উত্তোরত্তর বাড়তে থাকে। ফলে আমাদের স্বাভাবিকভাবে মনে হয়, চোখের মাইনাস পাওয়ার মোটেই ভালো বিষয় নয়। ঠিকই, তবে খেয়াল করলে দেখবেন, চোখের মাইনাস পাওয়ার ক্রমশ বাড়ে গ্রোয়িং এজ বা বাড়ন্ত বয়সে। সাধারণত, ২০ বছর বয়স পর্যন্ত মাইনাস পাওয়ার বাড়তে থাকে। তার অবশ্য কারণ রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের আকৃতির যেমন পরিবর্তন হয়, তেমনই চোখের আকারও বাড়ে। চোখের আকার বাড়লে অ্যাক্সিয়াল লেন্থ-এরও পরিবর্তন ঘটে। অর্থাৎ কর্নিয়া থেকে রেটিনা অবদি দূরত্ব বাড়তে থাকে। ফলে চোখের দৃষ্টি সমস্যাও বাড়ে। এই কারণেই প্রতিবছর বারবার মাইনাস পাওয়ারের চশমা পরিবর্তন করতে হয়। এছাড়া যাঁরা দিনের বেশিরভাগ সময় কম্পিউটারে কাজ করেন, সর্বক্ষণ মোবাইল ঘাঁটেন বা সোনার অলঙ্কারের নকশা কাটার মতো সূক্ষ্ম কাজ করেন, তাঁদেরও মাইয়োপিয়ার সমস্যা বাড়ে।
অন্যদিকে প্লাস পাওয়ারও কিন্তু ছোট বয়সে আসতে পারে। তবে মাইনাস পাওয়ারের মতো প্রতিবছর সাধারণত বাড়ে না। দেখা গিয়েছে ৩৫ বছর বয়স থেকে ৪০ বছর বয়সের পর থেকে প্লাস পাওয়ার অসুবিধে তৈরি করে ও বাড়তে থাকে। মোটামুটি ৬০ বছর বয়স পর্যন্ত এই সমস্যা বাড়তে পারে। এখানেই বুঝতে হবে, এই বয়সে আসলে মানুষ মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে যায়। রোজগার করতে শেখে। কেরিয়ার তৈরির ক্ষেত্রে চোখের পাওয়ার আলাদা করে কোনও সমস্যা তৈরি করে না। তাই প্লাস পাওয়ার সেভাবে অতটা গুরুত্ব পায় না। তবে প্লাস পাওয়ারের কিছু জটিলতা রয়েছে যেমন, প্লাস পাওয়ারের রোগীর চোখের আকার ছোট হয়। চোখের আকার ছোট হওয়ার কারণে আইরিশের পাশে যে অ্যাঙ্গেল থাকে, সেটিও ছোট হয়। ফলে পরবর্তীকালে প্লাস পাওয়ারের রোগীর গ্লকোমা হওয়ার আশঙ্কা থাকে। তাই যাঁদের চোখে সাড়ে চারের বেশি প্লাস পাওয়ারের চশমা রয়েছে তাঁদের ক্ষেত্রে চোখ পরীক্ষার সময় বেশি সতর্ক থাকা দরকার।
 সমস্যার সমাধান
মাইয়োপিয়া হোক বা হাইপারমেট্রোপিয়া, দু’টি সমস্যারই সমাধানের পথ রয়েছে।
চশমা: তুলনামূলকভাবে কম খরচে চোখের পাওয়ারের সমস্যায় চশমা নিয়ে নেওয়া হল বুদ্ধিমানের কাজ। মাইয়োপিয়ার ক্ষেত্রে, আমরা সাধারণত বলি, ঘুমানো আর স্নান করতে যাওয়ার সময়টুকু বাদে, বাকি সময়ে চশমা ব্যবহার করুন। হাইপারমেট্রোপিয়ার রোগীদেরও একই পরামর্শ দেওয়া হয়।
কনট্যাক্ট লেন্স: মডেলিং, বিমান সহযোগীর মতো পেশায় চশমা ব্যবহারে সমস্যা থাকে। সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা যায়। এছাড়া যাঁরা চশমা ব্যবহার করতে পছন্দ করেন না, তাঁরাও কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। মুশকিল হল, মাইয়োপিয়ার ক্ষেত্রে চোখের পাওয়ারের বারবার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে লেন্সও বারংবার বদলাতে হয়। এই প্রসঙ্গেই জানিয়ে রাখি, বিশেষ করে যাঁদের কর্নিয়ায় কেরোটোকোনাস আছে, বা যাঁদের কর্নিয়া ‘কোণ’ আকৃতির, তাঁদের ক্ষেত্রে সাধারণ কন্ট্যাক্ট লেন্স বা চশমা কার্যকরী নয়। খুব বেশি মাইয়োপিয়ার সমস্যায় ভোগা রোগী, অর্থাৎ যাঁদের চোখের পাওয়ার প্রায় মাইনাস ১২ বা তার বেশি, তাঁদের চোখের গ্লোব বড় থাকে। চোখের গ্লোব বড় হলে চোখের কর্নিয়াকে কোণ আকৃতির হতে হবে অথবা চোখের রেটিনাকে গর্তের আকৃতি হতে হবে! তবেই অ্যাক্সিয়াল লেন্থ বাড়বে। অ্যাক্সিয়াল লেন্থ বাড়লে চশমা বা সাধারণ কন্ট্যাক্ট লেন্স চোখে পরে তেমন উপকার মেলে না। এই সমস্যায় ভোগা রোগীকে ব্যবহার করতে হয় স্কেরল ফিকসেশন লেন্স নামে আধুনিক লেন্স। এই লেন্স চোখের সাদা অংশ বা স্ক্লেরাতে পরতে হয়। এই কারণেই যাঁদের চোখের পাওয়ার দিনকেদিন বাড়ছে তাঁদের রেটিনা খুব ভালো করে পরীক্ষা করে দেখা দরকার। রেটিনা খুব পাতলা হয়ে গেলে রেটিনা ডিটাচমেন্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। সেখান থেকে দৃষ্টিশক্তি চলে যাওয়ারও ভয় থেকে যায়।
ল্যাসিক: মাইয়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া, দুটি সমস্যার সমাধানে ল্যাসিক অপারেশন করা যায়। ল্যাসিক হল, ছুরি-কাঁচি ও রক্তপাতহীন চোখের অপারেশন। লেজারের সাহায্যে চোখে এই অস্ত্রোপচার করা হয়। এই পদ্ধতিতে কর্নিয়ার সামান্য পুনর্গঠন করে দিলেই চোখের পাওয়ারের সমস্যা দূর হয়। ১৮ থেকে ২৫ বয়সের মধ্যে এই সার্জারি করালে ভালো ফল পাওয়া যায়। আরও ভেঙে বললে, চোখে পাওয়ার কোনও একটি নির্দিষ্ট জায়গায় স্থির হলে তারপরেই ল্যাসিক করানো উচিত। তবে চাইলে২৫ বছর বয়সের পরেও অপারেশন করানো যায়। মাইয়োপিয়ার ক্ষেত্রে, মাইনাস ১ থেকে মাইনাস ৮-এর মধ্যে পাওয়ার থাকলে এই অপারেশন নিশ্চিন্তে করানো যায়। তবে মাইনাস ৮ পাওয়ারের উপর এই অপারেশন করালে বেশ কিছু জটিলতা আসতে পারে। বিশেষ করে যাঁদের কর্নিয়া বেশ পাতলা হয়ে গিয়েছে তাঁদের অপারেশনের পর চোখে সমস্যা হতে পারে। প্রশ্ন হল, সেক্ষেত্রে উপায় কী?
ইন্ট্রাঅকুলার লেন্স: আমাদের চোখের স্বাভাবিক লেন্সের ওপরেই রিফ্রাকটিভ আই ওয়েল বা ইন্ট্রাঅকুলার লেন্স প্রতিস্থাপন করে নেওয়া যায়। চোখের পাওয়ারের স্থায়ী সমাধান করা যায় এই পদ্ধতিতে। বিশেষ করে যাঁদের ল্যাসিক করা যাচ্ছে না তাঁদের ক্ষেত্রে ছোট্ট সার্জারির মাধ্যমে ইন্ট্রাঅকুলার লেন্স প্রতিস্থাপন যথেষ্ট কার্যকরী। অর্থাৎ চোখের পাওয়ার মাইনাস ৮-এর বেশি থাকলে, সেক্ষেত্রে চোখে নর্মাল লেন্সের সামনে রিফ্রাকটিভ ইন্ট্রা অকুলার লেন্স প্রতিস্থাপন করে দিলেই চলে। আর চশমা ব্যবহার করতে হয় না।
 চোখের সমস্যায় যত্ন নিন
চশমা ও কন্ট্যাক্ট লেন্স: অর্থ সাশ্রয় করতে গিয়ে চশমায় কম দামি গ্লাস ও সস্তা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা মোটেই উচিত নয়। দীর্ঘমেয়াদি ক্ষেত্রে চোখে সমস্যা ডেকে আনতে পারে গুণগত মানে খারাপ লেন্স। মনে রাখবেন, কন্ট্যাক্ট লেন্স কর্নিয়ার উপরে থাকে। কর্নিয়ায় কোনও রক্ত সঞ্চালন হয় না। বাতাস থেকে পুষ্টি ও অক্সিজেন সংগ্রহ করে কর্নিয়া। ফলে এমন কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা দরকার, যেগুলি অন্তত অক্সিজেন প্রবেশ সহজতর করে। গুণগত মানে উৎকৃষ্ট কন্ট্যাক্ট লেন্সের মধ্যে দিয়ে যথেষ্ট মাত্রায় অক্সিজেন প্রবেশ করে। ফলে কর্নিয়া সুস্থ থাকে। কন্ট্যাক্ট লেন্সের মধ্যে দিয়ে অক্সিজেন কতটা প্রবেশ করছে তা বোঝা যায় ‘ডিকে’ নামে এককের সাহায্যে। ফলে যে কন্ট্যাক্ট লেন্সের ডিকে ভ্যালু যত বেশি, সেই কন্ট্যাক্ট লেন্স তত উৎকৃষ্ট। অর্থাৎ ডিকে ৯০ এর তুলনায় ডিকে ১৭০ ভ্যালু যুক্ত কন্ট্যাক্ট লেন্স বেশি ভালো।
এবার আসা যাক চশমার যত্নে। চশমার গ্লাসে দাগ পড়ে গিয়ে চশমা ঝাপসা হয়ে গেলে সত্ত্বর কাচ বদলে নিন। ভিশন কমে যায় এই ধরনের অবহেলায়। তাই চোখ নিয়ে কোনওরকমভাবে আপস করবেন না। এছাড়া প্রতিদিন সাধারণ জলে চশমা ধুয়ে নিন। নরম কাপড় দিয়ে মুছে নিন। চশমার দোকানেই এমন কাপড় মেলে। চশমার গ্লাস মোছার জন্য আলাদা লিক্যুইড পাওয়া যায়। কাচের স্বচ্ছতা বজায় রাখতে এই লিক্যুইড যথেষ্ট কার্যকরী।
ইন্ট্রাঅকুলার লেন্সের আলাদা করে যত্নের প্রয়োজন নেই। তবে প্রতিবছর চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার।
আবার যাঁরা ল্যাসিক অপারেশন করান, তাঁদের কিছু ক্ষেত্রে ড্রাই আই-এর সমস্যা হতে পারে। তাঁদের লুব্রিক্যান্ট ড্রপ নিতে হতে পারে।
 চোখের পাওয়ারের অন্যান্য সমস্যা ও সমাধান
চালশে: চিকিৎসা পরিভাষায় চালশে পড়াকে বলা হয় প্রেসবিয়োপিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ কাছের বস্তু ঝাপসা দেখতে থাকেন। মোটামুটি চল্লিশ বছর বয়সের পর থেকেই এই সমস্যা শুরু হয়। আসলে বয়স বাড়ার সঙ্গে চোখের লেন্স ক্রমশ নমনীয়তা হারিয়ে ফেলে। ফলে কোনও বস্তু থেকে আসা আলো, লেন্সের মধ্যে দিয়ে সরাসরি রেটিনায় পড়ে না। বরং রেটিনার পিছনে গিয়ে পড়ে। এই কারণে সুচে সুতো পরানো, বই-এর লেখা পড়ার মতো কাজে অসুবিধা হয়।
তবে এই সমস্যারও সমাধান করা যায় চশমা, কন্ট্যাক্ট লেন্স বা সার্জারির সাহায্যে। ইতিমধ্যে চোখে চশমা ব্যবহার করার পরেও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মতো বাইফোকাল, ট্রাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করতে হতে পারে।
মাল্টি ফোকাল লেন্স: যাঁদের চোখে নিকটবর্তী, দূরবর্তী এবং এই দুই দূরত্বের মধ্যবর্তী অংশেও ফোকাসের সমস্যা থাকে, তাঁদের ক্ষেত্রে মাল্টিফোকাল লেন্স ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কম্পিউটারকে আমরা কিন্তু মধ্যবর্তী দূরত্বে রেখেই কাজ করি। মাল্টিফোকাল লেন্স ব্যবহার করার অন্যতম সুবিধে হল, ঘাড় উঁচু বা নিচু করে কাজ করতে হয় না। ফলে ঘাড়ে ব্যথা কম হয়।
সিলিন্ড্রিকাল পাওয়ার: মাইনাস এবং সিলিন্ড্রিকাল চোখের পাওয়ার কারেকশন করা খুব জরুরি। সিলিন্ড্রিকাল পাওয়ারের ক্ষেত্রে কম দামি লেন্স ব্যবহার করা একেবারে উচিত নয়। নিম্ন মানের গ্লাস ব্যবহার করতে গিয়ে সামান্য সিলিন্ড্রিকাল পাওয়ারের এদিক-ওদিক হয়ে গেলে পরবর্তীকালে বড় ধরনের সমস্যা হতে পারে।
 মুশকিল কোথায়?
চোখে পাওয়ারের সমস্যা হতেই পারে। কিন্তু মূল সমস্যা হল, চোখে পাওয়ার আসার পর তাকে অবহেলা করা। সাধারণ মানুষ কিন্তু ঠিক এই কাজটাই করেন। চোখে পাওয়ার আসার পর দোকানে গিয়ে একটা চশমা করিয়ে নিয়ে চলে আসেন। তারপর ভাবেন এতেই সমস্যার সমাধান হয়ে গেল বোধহয়। আসলে চোখের পাওয়ারের সমস্যাটি চিহ্নিত করেন অপটোমেট্রিস্ট। কিন্তু পাওয়ারের পাশাপাশি চোখে অন্য কোনও অসুখ বাসা বেঁধেছে কি না সেই বিষয়ে কথা বলতে পারেন একমাত্র একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ!
অতএব, চক্ষু সম্পর্কিত যে কোনও সমস্যায়, প্রথম ধাপে থাকবেন চক্ষুরোগ বিশেষজ্ঞ। এরপর আসবেন অপটোমেট্রিস্ট। অথচ সচেতনতার অভাবে প্রথম ধাপটিই বেশিরভাগ মানুষ এড়িয়ে যান। এছাড়া অপট্রোমেট্রিস্টরেও উচিত, রোগীর চোখ নিয়ে কোনওরকম সন্দেহ হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে রোগীকে পাঠানো।
 খেলোয়াড়দের চোখে পাওয়ার
ক্রিকেট, ফুটবল, তিরন্দাজি বা রাইফেল শ্যুটিং— সব খেলাতেই চোখের পাওয়ার থাকা মানেই সমস্যা। এই সমস্ত ক্ষেত্রে চোখের পাওয়ারের নির্ণয় নিখুঁত হওয়া বাঞ্ছনীয়। তাই খেলোয়াড়দের চোখে পাওয়ারের সমস্যা থাকলে, এমনকী না থাকলেও ভিশন থেরাপির সাহায্য নেওয়া যেতে পারে। কারণ চোখ কিছু দেখার পর সেই ছবি পাঠায় ব্রেনে। মস্তিষ্ক সেই ছবির বিশ্লেষণ করে জানিয়ে দেয় সেটি কোন বস্তু, কতটা দূরত্বে রয়েছে ইত্যাদি। ছোটবয়স থেকে যে ব্যক্তি তিরন্দাজি করেন বা ব্যাট দিয়ে বলে আঘাত করেন অথবা বোলিং-এ উইকেট তুলে নেন, তাঁর এই বিশ্লেষণ তত উন্নত হয়। এই বিশ্লেষণের মানে ভাটা আনতে পারে পাওয়ারের সমস্যা, চোখে ক্লান্তির সমস্যা। ভিশন থেরাপির মাধ্যমে সেই হৃত বিশ্লেষণের গুণ ফিরিয়ে আনা যায়। এছাড়া বিশ্লেষণ আরও উন্নত করতেও ভিশন থেরাপি করানো যায়।
 বাচ্চা যখন পড়াশোনায় অমনোযোগী
বাচ্চাদের ক্ষেত্রেও ভিশন থেরাপি বেশ কার্যকরী। বাচ্চাদের চোখে পাওয়ার আসলে তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে শুধু চশমা দিলেই হবে না। দেখতে হবে বস্তুর ছবি দেখা এবং তার বিশ্লেষণেও কোনও ফাঁক থেকে যাচ্ছে কি না।
কারণ কারণ চোখের পেশি দুর্বল থাকলে তা নির্ণয় করা দরকার। কারণ পরবর্তীকালে পেশির দুর্বলতার কারণে চোখ ট্যারা হওয়ার সমস্যাও হতে পারে। তাই এখনই সতর্ক হন নিজের এবং সন্তানের চোখ নিয়ে। কারণ চোখ নিয়ে আপস চলে না। 
19th  September, 2019
তীব্র দাবদাহ: বাচ্চাদের স্কুল চলছে কী কী সতর্কতা নেবেন?

হাঁসফাঁস গরম। হিট ওয়েভ চলছে। নেহাত বাধ্য হয়ে ছোটদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। এদিকে গরমের ছুটি পড়তে এখনও কয়েক সপ্তাহ বাকি। শিশুদের অসুস্থতা এড়াতে কী করবেন এই সময়? পরামর্শে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ মাঙ্গলিক।  বিশদ

18th  April, 2024
অস্থির গরমে সুস্থ থাকতে রোজ পাতে থাক টক দই

আমাদের আজকের আলোচনা মূলত টক দই নিয়ে। টক দই সাধারণত শুভ্র বর্ণের হয়। অনেকের আবার সাদা দই এবং ইয়োগার্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ইয়োগার্ট এবং দই-এর প্রস্তুতির মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে।  বিশদ

18th  April, 2024
অতিরিক্ত ঘাম কি অসুখের লক্ষণ

বেশি ঘামেন, কিংবা হয়তো ঘাম হতেই চায় না। লোকে ভয় দেখায় কোনও অসুখ আছে বলে। আদৌ কি তাই? জানালেন আমরি হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ
 ডাঃ শাশ্বতী সিনহা।
বিশদ

18th  April, 2024
কাহোকন‌ ২০২৪

সম্প্রতি বিশ্ববাংলা‌ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য‌ পরিষেবা নিয়ে অনুষ্ঠিত হল‌ বিশ্বব্যাপী‌ স্বাস্থ্য সম্মেলন ‘কাহোকন‌ ২০২৪’।  এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাঃ‌ বিজয় আগর‌ওয়াল‌, ডাঃ‌ লালু জোসেফ, রূপক‌ বড়ুয়া, ডাঃ‌ শংকর‌ সেনগুপ্ত প্রমুখ। বিশদ

18th  April, 2024
কাটাছেঁড়া ছাড়াই হার্টে ফুটোর অপারেশন!

হার্টে একটা ফুটো নিয়েই যেখানে ভয়ে, দুশ্চিন্তায় একশেষ হতে হয়, সেখানে একটি নয়, দু’-দুটো ফুটো ছিল অর্চনা বাগের। চিকিৎসা পরিভাষায় যার পোশাকি নাম এরটেরিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং পেটেন্ট ডাকটাস আর্টেরিওসাস। বিশদ

18th  April, 2024
রোবটিক, জেনারেল সার্জারি না ল্যাপারোস্কপি এগিয়ে কে?

পরামর্শে হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট রোবটিক সার্জেন ডাঃ পার্থপ্রতিম সেন ও বিশিষ্ট জিআই ও ক্যানসার সার্জেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেন। বিশদ

11th  April, 2024
হার্টের রোগী কি ডাবের জল খেতে পারেন? 

পরামর্শে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ দাসবিশ্বাস বিশদ

11th  April, 2024
আয়ুর্বেদ অনুযায়ী ডাবের গুণাগুণ

পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সুমিত সুর বিশদ

11th  April, 2024
স্টেন্টের জন্ম

ব্যাঙ্ক থেকে সদ্য বাড়ি ফিরেছেন সোমনাথবাবু। চেয়ারে বসতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন। ছুটে এলেন ষাটোর্ধ্ব প্রতিমাদেবী। স্বামীর এমন অবস্থা দেখে খানিক ঘাবড়ে গিয়েও সামলে নিলেন। ছুটলেন প্রতিবেশীদের কাছে। সকলে মিলে ধরাধরি করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। বিশদ

11th  April, 2024
এবার জয়েন্টের সার্জারি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

অস্থিসন্ধির অপারেশন নিখুঁতভাবে করার সুবিধার জন্য এতদিন ধরে রোবটিক সার্জারির ব্যবহার হয়ে আসছিল। বিশদ

11th  April, 2024
পজিটিভ থাকবেন কীভাবে?
 

আজকাল সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ত কারণ আমরা সকলেই বেশি বেশি উপার্জন করে ভীষণ ভালো থাকতে চাই। এই করতে গিয়ে একসময় আমরা সামাজিক সব যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলি। আরও বড় জটিলতা হল, ব্যস্ততার বাইরে, রোজকার কাজের বাইরে যেটুকু সময় থাকে, সেই সময়টাতেও আমরা তাত্ক্ষণিক আনন্দ লাভের জন্য মাথা গলিয়ে দিই সোশ্যাল মিডিয়ার ছত্রছায়ায়। বিশদ

07th  April, 2024
লাগামছাড়া তাপমাত্রা বৃদ্ধি, বিপদ কি নিজেরাই ডেকেছি?

হু হু করে চড়ছে পারদ। প্রকৃতির খামখেয়ালিপনার নেপথ্যে দায়ী কে? প্রতিকারই বা কী? লিখছেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন অতিরিক্ত নির্দেশক দীপঙ্কর সাহা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়। বিশদ

07th  April, 2024
হিট স্ট্রোক প্রতিরোধ করবেন কীভাবে?

মার্চ থেকেই গুছিয়ে গরম পড়েছে এবার। চড়চড় করে চড়ছে পারদ। খর বেলায় যাঁরা কাজেকর্মে বেরচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভাজা ভাজা হওয়ার মর্ম! বাইরে বেরলেই গলদঘর্ম অবস্থা। ঘামের সঙ্গে শরীরের জল তো বেরচ্ছেই। পরামর্শে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।
বিশদ

04th  April, 2024
রাতে কাঁদলে ভালো ঘুম! 

কাঁদলে চোখের জল পড়ার জন্য যে ইন্দ্রিয় দরকার হয়, তা তৈরি হতে শিশুদের সাত আট মাস সময় লাগে। জন্মলগ্ন থেকেই কান্নার সঙ্গে মানুষের একটি বিশেষ সংযোগ আছে। জন্মের পর প্রথম কান্নার সঙ্গে প্রথমবার সরাসরি নিজে পৃথিবীর অক্সিজেন গ্রহণ করে শিশু
বিশদ

04th  April, 2024
একনজরে
সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। তবু রাজ্যে তৈরি হয়নি পুলিস কমপ্লেন সেন্টার। ফলে এবার স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি ...

পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...

কানাডার ইতিহাসের সবচেয়ে বড় সোনা চুরির ঘটনা। পুলিসের জালে দুই ভারতীয় বংশোদ্ভূত সহ ৬। গত বছর টরেন্টোর প্রধান বিমানবন্দর থেকে ৪০০ কেজির সোনার বার ও ...

শহরজুড়ে ফ্লেক্স-ব্যানার। লোকসভা নির্বাচনের প্রচারের ধাক্কায় শহর মুড়েছে প্লাস্টিকের পতাকা এবং আরও কিছু প্লাস্টিকের তৈরি প্রচার সামগ্রীতে। ভোট মিটলে সেগুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। হয়ে ওঠে বর্জ্য। রাস্তার ধারে পড়ে থাকে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবে ভেটো দিল আমেরিকা
রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তাইনকে স্থায়ী সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিল আমেরিকা। গতকাল, ...বিশদ

03:55:00 PM

বিজেপিকে হারাতে বিকল্প তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

03:50:34 PM

পরিযায়ীদের জন্য আলাদা স্বাস্থ্যসাথী: মমতা বন্দ্যোপাধ্যায়

03:49:44 PM

আগে বিজেপির ভোট বন্ধ করুন: মমতা বন্দ্যোপাধ্যায়

03:45:17 PM

৫৯৯ পয়েন্ট উঠল সেনসেক্স

03:44:31 PM

বিজেপির এত বড় সাহস বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে: মমতা বন্দ্যোপাধ্যায়

03:44:20 PM