Bartaman Patrika
হ য ব র ল
 

টেকো মল্লিক জিন্দাবাদ!
আয়ূষী বন্দ্যোপাধ্যায় 

‘খেপেছিস নাকি? টাকা দেবে তাও আবার ওই টেকো।’ ঝাঁঝিয়ে বলে উঠল রতনদা। পাড়ায় এখন দারুণ ব্যস্ততা। সামনেই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘কবি প্রণাম’ আয়োজন করার জন্যে খাতা, পেন আর একখানা ঊহ্য বাটি হাতে ভিক্ষুক বেশে মিত্তিরদের দ্বার হতে মদ্যপ, গাঞ্জাখোর সুখেনদার বাড়ির দরজা অবধি একটাই বাণী ধ্বনিত হচ্ছে, ‘ভিক্ষাং দেহী’। চাঁদা তোলা দশরথের পুত্র লাভের জন্য করা যজ্ঞের সমান। কেউ কেউ দরজা থেকে দূর করে দিচ্ছে, কেউ বা আবার জানলা দিয়ে দেখতে পেয়েই সটাং মুখের ওপর সদর দরজা বন্ধ করে দিচ্ছে। কতখানি অপমান! সেদিন ঘোষেদের বেল বাজাতে বাজাতে রাগের চোট্টে ভেঙেই ফেললাম তবুও দরজা খুলল না! ভেতর থেকে স্পষ্ট ‘দিদি নং 1’-এ রচনার অট্টহাসি কান ঝালাপালা করে দিচ্ছিল অথচ বাড়ি ভর্তি লোক আমাদের এভাবে এড়িয়ে গেল! তবে ক্লাবের মাথা এবং পেট মোটা, গাঁয়ে মানে না আপনি মোড়ল সেক্রেটারি রতনদা বলেছেন যে, গাঁইগুঁই করেও শেষ পর্যন্ত দু-এক পয়সা সবাই দেবে সেরেফ ওই টেকোটা ছাড়া।
রঞ্জিত মল্লিক, না না অভিনেতা রঞ্জিত মল্লিক নন এবং কস্মিনকালে একখানা সিনেমা দেখেছেন কিনাও সন্দেহ। শুনেছি সিনেমা দেখতে নিয়ে যেতেন না বলে সেই দুঃখে কাকিমার অকালমৃত্যু ঘটল। তবে এবার আসি শারীরিক বর্ণনায় যা একেবারে পরিষ্কার করে অভিনেতা এবং টেকোর তফাৎ বুঝিয়ে দেবে। বেঁটেখাটো, শ্যামবর্ণ, হরলিকসের শিশির কাচের মতো মান্ধাতার আমলের এক চশমা, এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ফতুয়া আর লুঙ্গি ছাড়া কখনওই কিছু পরেন না। বাজার-হাট লক্ষ্মীদিই করে। তবে আকর্ষণের বিষয়বস্তু হল ওনার ওই মসৃণ, মোলায়েম, চকচকে টাকটা। দেখলেই হাতগুলো নিশপিশ করতে থাকে, মনে হয় একটু তবলা বাজিয়ে দিই। ‘ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা।’ অতএব ওনার বাবা, মায়ের দেওয়া বেমানান নামটা বদলে দিয়ে উনি পাড়ায় ‘টেকো মল্লিক’ বলেই খ্যাত। টেকোকে নিয়েই আমাদের যত দুশ্চিন্তা। মোটা টাকা পেনশন পান, মেয়ে জামাই বিদেশ থেকে মোটা টাকার হাতখরচ পাঠায়। তা এতে এত কার্পণ্য করার কী আছে বাপু? ব্যাঙ্কের লোককেও ভরসা করেন না তাই সব পয়সা বুঝি গদির তলায় রেখে শোন। আমরা তো চেয়েছিলাম ওই মুদ্রা রহিতকরণের সময় কেন যে ওকে গ্রেপ্তার করে নিয়ে গেল না কে জানে? চাঁদা চাইতে গেলেই গণ্ডাখানেক কথা শুনিয়ে দেন। পাড়ায় নাকি চাঁদা তুলে ফুর্তি করা হয়, সবাই নাকি স্বৈরাচারী হয়ে উঠেছে। যত সব বাজে অজুহাত। কথায় আর কাজে কোনও মিল নেই— পাড়ায় যে কোনও অনুষ্ঠানে এক পয়সা চাঁদা না দিয়ে দিব্যি প্রত্যেকবার এসে পাত পেড়ে খেয়ে যান। সেইদিনগুলো আবার ওর বাড়িতে হাঁড়ি চড়ে না। তবে এবার ক্লাবের ইউথ সিদ্ধান্ত নিয়েছে টেকোর থেকে চাঁদা আদায় করেই ছাড়বে— তা সম্ভবপর হলে তা হবে এক ঐতিহাসিক জয়। গোটা প্ল্যানটাই চূড়ান্ত বিপজ্জনক, রতনদা জানেন না। সবাই মানসিকভাবে প্রস্তুত, কিছু গোলমাল হলে এলোপাথাড়ি দৌড় লাগাতে হবে।
তখন বাজে রাত এগারোটা। বারটা ছিল শনিবার। তিনজনে মিলে দল পাকিয়েছি। বৈশাখ মাসের ভীষণ গরমে কাশ্মীরি শালটা গায়ে, মাথায় জড়িয়ে নিয়ে সে একেবারে হাঁসফাঁস অবস্থা। বাকি দু’জনেরও খানিক একই অবস্থা। সৌরভের মাঙ্কি টুপিটা ঘামে ভিজে ছপছপ করছে আর রিনি বড় বড় শ্বাস ফেলছে। তবে এছাড়া আর কোনও উপায় ছিল না। সামান্যতম এই ছদ্মবেশটুকু না নিলে গোড়াতেই গলদ, হাজতবাস কেউ রুখতে পারত না। এ কি আর ছোটখাট চুরি-চামারি, চাঁদা চাইতে গিয়ে একেবারে ডাকাতি! অত্যন্ত সন্তর্পণে মই বেয়ে একতলার কার্নিসে উঠে বারান্দায় ঝপাং করে এক লাফ। বাবা! একমুঠো পলেস্তারা খসে পড়ল। কপাল ভালো কার্নিসটা ধসে পড়েনি। বাড়িটা তো মেনটেনও করে না। মুখ দিয়ে গালাগালি বর্ষণ হবার আগে নিজেকে সামলে নিয়ে একটা ভয়ানক নাসিকা ধ্বনির আওয়াজ অনুসরণ করে পৌঁছে গেলাম টেকোর শোওয়ার ঘরে। ব্যাস! মিশন রাবণ বধ মানে ওই মিশন টেকো বধ। রিনি আর সৌরভ অস্ত্রধারী বীর সৈনিক আর আমার হাতে সেই লাল খাতাটা। এটাই তো টেকোর প্রাণভোমরা। এটার সন্ধান দিয়েছে আমাদের RAW এজেন্ট লক্ষ্মীদি। খাতাখানা যৌবনকাল থেকে আড়াল করে রেখেছে। টেকো খাটের মাঝখানে চাদর আর মশারির মধ্যে জড়িয়ে বসে উসখুস করছে। সৌরভের হাতে ওর ভাই লাট্টুর খেলনা পিস্তল, রিনির হাতে বাটার নাইফ। টেনশনে মানুষের মাথা কাজ করে না। তা না হলে টেকো খেলনা পিস্তল আর বাটার নাইফের ভয়ে খাট থেকে নেমে আসতে পারছে না। ‘আমরা সব জানি। এই খাতায় আপনি কবিতা লেখেন। সুতরাং যদি না চান যে অবগুন্ঠনে থাকা এই রোমান্টিক কবির সামাজিক আবির্ভাব ঘটুক তাহলে ভালোয় ভালোয় হাজার দুয়েক (পাশ থেকে সৌরভ দাঁত কিড়মিড় করে, ঘুসি দেখিয়ে বলল ‘পাঁচেক’) বেশ বেশ তাহলে হাজার পাঁচেক টাকা ছাড়ুন।’ কাজটা যে এত সহজ হবে ভাবতে পারিনি। সুড়সুড় করে খাট থেকে নেমে আলমারি খুলে একখানা সাদা খামে ভরে পাঁচ হাজার এক টাকা চলে এল আমাদের হাতে। সৌরভটা হঠাৎ কেবলার মতো চিৎকার করে বলে উঠল, ‘হুররে! টেকো মল্লিক জিন্দাবাদ, জিন্দাবাদ!’ তখন আর কে দাঁড়ায়। ভাঙা কার্নিস দিয়ে ঝপাং করে এক লাফ দিয়ে নিমেষের মধ্যে উধাও হয়ে গেলাম।
আমরা উল্লসিত! সম্রাট বাবরও যে পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে এত খুশি হননি তা হলফ করে বলতে পারি। বাবা! একেবারে প্রাণ হাতে নিয়ে চম্পট দিয়েছিলাম। সিনেমায় নায়িকার খলনায়ক বাবার মতো গলা করে যা একখানা হুমকি দিয়েছিলাম আর বোধহয় টেকো জীবনেও চাঁদা দিতে না করবে না। ‘কবি প্রণাম’ হল বিশাল জাঁকজমক করে। সবাই ভীষণ খুশি, এমনকী টেকোও। যতই হোক এই মধুময় সমাপ্তির নেপথ্যে আমাদের টেকো মল্লিকই! থানা, পুলিস হয়নি। নির্ঘাত বুঝতেই পেরেছিলেন এই অপকর্মটা কারা ঘটিয়েছে। তবে পাড়ায় একটা ডাকাতির ঘটনা চাউর হয়েছে, যদিও বা কেউ বিশেষ মাথা ঘামায়নি। তবে আমরা কিন্তু ভালো ডাকাত— যা টাকা বেশি হয়েছে সবটা জমিয়ে রাখা হয়েছে, কোনও অকারণ খরচ আমরা করিনি। কিন্তু মাথা মোটা রতনদা মাঝেমধ্যেই ঘুরে ফিরে জিজ্ঞেস করে, ‘আচ্ছা চাঁদা যা উঠেছিল তাতে টাকা তো কম পড়ার কথা ছিল। অতগুলো টাকা বেশি হল কী করে?’
অলংকরণ : সুব্রত মাজী 
09th  June, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে মার্কশিট বিভাগটি। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবনবিজ্ঞান। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য জীবনবিজ্ঞানের জীববিদ্যা ও মানবকল্যাণ বিভাগটি গুরুত্বপূর্ণ। পরামর্শ দিচ্ছেন বালিগঞ্জ গভঃ হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত।
বিশদ

09th  June, 2019
কীট-পতঙ্গের বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য 

দেখার চোখ, অনুসন্ধিৎসু মন, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং নিরন্তর অনুশীলন এই গুণগুলির সহাবস্থান যে কোনও মানুষকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিতে পারে। দারিদ্র্য বা উচ্চতর ডিগ্রির অভাব কোনও প্রতিবন্ধকতা হতে পারে না তা বারে বারেই প্রমাণ করেছেন অনেকের সঙ্গে গোপালচন্দ্র ভট্টাচার্য ।  
বিশদ

09th  June, 2019
সঠিকভাবে পয়েন্টিংয়ের জন্য বিশ্ব মানচিত্রে দখল থাকা চাই 

তোমাদের জন্য চলছে মার্কশিট বিভাগটি। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ভূগোল।
পরামর্শ দিচ্ছেন হুগলি ব্রাঞ্চ (গভঃ) স্কুলের ভূগোলের শিক্ষক ভাস্কর মৈত্র।
প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। তাই যদি আমরা দশম শ্রেণীর আগে থেকেই একটু একটু করে প্রস্তুতি নিয়ে চিন্তামুক্ত ভাবে পরীক্ষা দিয়ে সফল হতে পারি তাহলে মন্দ হয় না।
বিশদ

02nd  June, 2019
জামুন কুলার মকটেল ও ক্লাসিক টুনা স্যান্ডউইচ 

জামুন কুলার মকটেল (৪ জনের জন্য)
উপকরণ: সুগার পাউডার ৪ চা চামচ, আদার রস-২ চা চামচ, জামুন জুস ৫০০ এমএল, ক্লাব সোডা-৫০০ এমএল, লেমন জুস-৪ চা চামচ, বরফ কুচি আন্দাজমতো, পুদিনাপাতা কুচি সামান্য, গ্রেনেডিয়ান সিরাপ ৪ চা চামচ, কাচের গ্লাস ৪টি, চামচ ১টি, মিক্সিং জার ১টি। 
বিশদ

02nd  June, 2019
পরিবেশ রক্ষায় সবার উগ্যোগ প্রয়োজন 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তীব্র দূষণের হাত থেকে পৃথিবীকে কীভাবে রক্ষা করা যায়—এটাই এখন সারা বিশ্বের কাছে কঠিন পরীক্ষা। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছোটদের কী ভাবনা, সে সম্পর্কে তাদের মত বিস্তারিতভাবে জানিয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।  
বিশদ

02nd  June, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

শুরু হল নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় টেলিপ্যাথি বা অতীন্দ্রিয় অনুভূতি।  
বিশদ

26th  May, 2019
সংস্কৃতি পরিচয়ের মহাভারত অনন্তকথা 

সংস্কৃতি পরিচয়ের ১২তম বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল ১ মে। কলকাতার জি ডি বিড়লা সভাঘরে। ‘মহাভারত অনন্তকথা’ এই কনসার্টটিতে অংশ নিয়েছিল ৩ থেকে ১৫ বছরের ছেলে-মেয়েরা। 
বিশদ

26th  May, 2019
সবাই সফল হতে পারে
 

দেবমাল্য সাহা, মাধ্যমিকে দশম স্থানাধিকারী
রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ছাত্র

‘Origin of species by Means of Natural Selection’ গ্রন্থে মহাবিজ্ঞানী চার্লস ডারউইন জানিয়েছেন যে নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রত্যেক জীবকে অনবরত সংগ্রাম করতে হয়। 
বিশদ

26th  May, 2019
বিরুমপুরের বড়জেঠু
কার্তিক ঘোষ
 

সত্যি বলতে, এটা ঠিক গল্প নয়। কিন্তু গল্পের মতন শুনতে।
বয়েসটাও একটু বেশি। সত্তর পেরিয়ে গেছে কবেই।
তবে তখনও বিরুমপুরকে আস্ত একটা গ্রাম বলত না কেউ। বলত, তাজপুরের লেজুড়। 
বিশদ

26th  May, 2019
নিকেলোডিয়ান সোনিকে গোলমাল জুনিয়র  

তোমাদের কার্টুন ফিল্ম দেখতে ভালো লাগে? আজ তাহলে তোমাদের একটা দারুণ খবর দিই। টেলিভিশনে নিকেলোডিয়ান সোনিক চ্যানেলের নাম নিশ্চয়ই শুনেছ। কার্টুন চ্যানেল হিসেবে বেশ জনপ্রিয় এই চ্যানেলে গত ১৩ মে থেকে শুরু হয়েছে নতুন অ্যানিমেটেড শো ‘গোলমাল জুনিয়র’। 
বিশদ

19th  May, 2019
অন্য পৃথিবীর খোঁজ 

গরমটা কেমন পড়েছে দেখেছ? শান্তি নেই কোনওখানে! দিনরাত প্যাচপেচে ঘাম। পিঠে উইপোকার ঢিবির মতো বড় বড় ঘামাচি বেরিয়ে গিয়েছে! সারা মাসের পাউডার একদিনে মেখেও আরাম হচ্ছে না! রাস্তায় বেরব কী! সুয্যিমামা গলন্ত লাভা ঢেলে দিচ্ছেন গায়ে।
বিশদ

19th  May, 2019
বিদ্রোহী কবি নজরুল ইসলাম 

আগামী ২৪ মে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২০তম জন্মদিন। তাঁর রোমাঞ্চকর জীবনকাহিনী তোমাদের জন্য লিখেছেন সন্দীপন বিশ্বাস।
 
বিশদ

19th  May, 2019
প্রতিটি পরীক্ষায় ইংরাজিতে ভালো নম্বর পেতে হলে ভয়েস চেঞ্জকে বাড়তি গুরুত্ব দিতে হবে

পরামর্শ দিচ্ছেন বাঁকুড়া জিলা স্কুলের ইংরাজির শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়। বিশদ

12th  May, 2019
 ডিপিএস রুবি পার্কের বার্ষিক অনুষ্ঠান

  দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস), রুবি পার্ক প্রতি বছরের মতো এবারও তাদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ‘রেভারেন্স ২০১৯’ নামে এই অনুষ্ঠানটি হয়েছিল নজরুল মঞ্চে। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা গেল। উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। প্রথম দিন অনুষ্ঠান শুরু হয় গণেশস্তুতি দিয়ে।
বিশদ

12th  May, 2019
একনজরে
 লাহোর, ১১ জুন (পিটিআই): ভারতের আবেদনে সাড়া দিল পাকিস্তান। কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। ‘নৈতিক দিকটি’ মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল ইমরান খানের ...

সংবাদদাতা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা মৎস্য চাষিদের তেলাপিয়া মাছের চাষ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কেন বিজ্ঞানীরা এই মাছের চাষ থেকে চাষিদের বিরত থাকতে বলছেন?  ...

 দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১১ জুন: রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং আইনশৃঙ্খলার ক্রমাবনতির অভিযোগ তুলে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। ...

 পবিত্র ত্রিবেদি, কলকাতা: বর্ষায় জল জমার দুর্ভোগ থেকে এবারও রেহাই মিলছে না বিধাননগর পুরসভা এলাকার বিভিন্ন জায়গার বাসিন্দাদের। সল্টলেকে জল না জমলেও বিধাননগর পুরসভার বাকি অংশে এই সমস্যা এলাকাবাসীর যন্ত্রণার কারণ হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। যোগাযোগ রক্ষা করে চললে কর্মলাভের সম্ভাবনা। ব্যবসা শুরু করলে ভালোই হবে। উচ্চতর ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,
১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,
১৯৫৭- পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের জন্ম,
২০০৩- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৬.৫৮ টাকা ৮৯.৮০ টাকা
ইউরো ৭৭.২১ টাকা ৮০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৯১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,২৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৩/৫০ সন্ধ্যা ৬/২৭। হস্তা ১৭/১৯ দিবা ১১/৫১। সূ উ ৪/৫৫/২০, অ ৬/১৭/৬, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে পুনঃ ১/৪৯ গতে ৫/২৩ মধ্যে। রাত্রি ৯/৫০ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ১/১২ মধ্যে, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৬ মধ্যে পুনঃ ১১/৩৬ গতে ১/১৬ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৬ মধ্যে। 
২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৫/৫৪/৩৯ রাত্রি ৭/১৭/২৫। হস্তানক্ষত্র ২০/৪৩/৩৩ দিবা ১/১২/৫৮, সূ উ ৪/৫৫/৩৩, অ ৬/১৮/৫১, অমৃতযোগ দিবা ৭/৩৮ গতে ১১/১৩ মধ্যে ও ১/৫৪ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৯/৫৪ মধ্যে ও ১২/১ গতে ১/২৫ মধ্যে, বারবেলা ১১/৩৭/১২ গতে ১/১৭/৩৭ মধ্যে, কালবেলা ৮/১৬/২২ গতে ৯/৫৬/৪৭ মধ্যে, কালরাত্রি ২/১৬/২৩ গতে ৩/৩৫/৫৭ মধ্যে। 
৮ শওয়াল 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। বৃষ: ভ্রমণ যোগ আছে। মিথুন: প্রয়োজনীয় অর্থের অভাব ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকে দিনে 
বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,১৯৫৭- পাকিস্তানের ...বিশদ

07:03:20 PM

বিশ্বকাপ: ৪১ রানে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া 

10:35:44 PM

বিশ্বকাপ: পাকিস্তান ২৩০/৭(৪০ ওভার)(টার্গেট ৩০৮) 

10:03:16 PM

 বিশ্বকাপ: পাকিস্তান ১৬০/৬(৩০ ওভার)(টার্গেট ৩০৮)

09:20:41 PM

বিশ্বকাপ: পাকিস্তান ১১০/২(২০ ওভার)(টার্গেট ৩০৮)

08:34:26 PM