Bartaman Patrika
বিকিকিনি
 

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ব্যাঙ্গেল উৎসব ও ফ্যাশন শো

 সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ব্যাঙ্গেল উৎসব ও ফ্যাশন শো
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শপ মৌলালিতে এক অভিনব ফ্যাশন শো হয়ে গেল। এই শোতে ইস্টার্নের ১৩টি রাজ্যের এফবিবি কালারস ফেমিনা মিস ইন্ডয়া ইস্ট ২০১৯-এর জয়ীদের র‌্যাম্পে হাঁটতে দেখা যায়। এই সংস্থায় অক্ষয় তৃতীয়াকে মাথায় রেখে এখন ব্যাঙ্গেল উৎসব চলছে। ১০ মে পর্যন্ত এই উৎসব চলবে। তাই নানা ধরনের হাতের, গলার ও কানের গয়নার পাশাপাশি সোনা, হীরে ও প্ল্যাটিনামের এক্সক্লুসিভ রেঞ্জের ব্যাঙ্গেল পরে বিজয়িনীরা র‌্যাম্প শো-তে হাঁটেন। পূর্বের পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে এফবিবি কালারস ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯ বিজেতারা যথাক্রমে— সুস্মিতা রায়, জোতিষমিতা বরুয়া, রোশনি দাদা, উর্মিলা শাগোলসেম, সঙ্গীতা দাস, লালনুনথারি রললেংগ, মারিনা কিহো, সাং ডোমা তামাং, জয়ন্তী রিয়াং, শিবাণী যাদব, শ্রেয়া শঙ্কর, চিত্রপ্রিয়া সিং, শীতল সালু এদিন র‌্যাম্প উজ্জ্বল করেন। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার শুভঙ্কর সেন এদিন উপস্থিত ছিলেন।
হ্যামলিজের দ্বিতীয় স্টোর
লন্ডনের অন্যতম জনপ্রিয় খেলনা সংস্থা হ্যামলিজ কলকাতায় আরও একটি স্টোর খুলল। এটি তাদের দ্বিতীয় স্টোর। এর আগে কোয়েস্ট মলে একটি স্টোর খুলেছিল হ্যামলিজ। দ্বিতীয় স্টোরটির গত ৯ এপ্রিল সাউথ সিটি মলে উদ্বোধন হয়েছে। ছোটদের জন্য কালারফুল ও অসাধারণ দেখতে টেডি বিয়ার, টয় সোলজার, উডেন টয়, বাথ টয় প্রভৃতি অনেক ধরনের আকর্ষণীয় খেলার সন্ধান পাবেন এখানে। নতুন স্টোরটিতে প্রায় তিন হাজার রকমের খেলনা সাজানো রয়েছে। ছোটদের মনোরঞ্জনের জন্য কত ধরনের যে খেলনা পাওয়া যেতে পারে তা এই স্টোরে না গেলে আন্দাজ করা সম্ভব নয়।
চেসমির নতুন সাবান
চেসমি এই গরমে গায়ে মাখার জন্য নতুন তিনটি সাবান বাজারে নিয়ে এসেছে। সাবানগুলি হল—চেসমি অরেঞ্জ ফ্রেশ, চেসমি লাইম ফ্রেশ এবং চেমসি অ্যালোভেরা। তিনটি সাবানই তিন ধরনের মনমাতানো সুগন্ধিযুক্ত। এখন কেনাকাটা করলে ১০ টাকা দামের সাবানে ১০ শতাংশ অতিরিক্ত পাওয়া যাচ্ছে। আর চারটি সাবান একসঙ্গে কিনলে ৩৬ টাকায় পাওয়া যাবে। বিশেষভাবে প্রস্তুত এই সাবানগুলিতে কমলালেবু, অ্যালোভেরা প্রভৃতি প্রাকৃতিক উপাদানের সঙ্গে ময়েশ্চারাইজার প্লাস ও গ্লিসারিন ফর্মুলা ব্যবহার করা হয়েছে।
লেনোভো’র নতুন স্টোর
অন্যতম কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা লেনোভো চারটি নতুন এক্সক্লুসিভ স্টোর খুলল। চারটির মধ্যে ই মল ও রাজারহাট সিটি সেন্টারে একটি করে এবং হাওড়াতে দুটি স্টোর খোলা হয়েছে। ই মল-এ স্টোরটির নাম ভেলোসিটি আই টি স্টোর। রাজারহাটের নাম চিলি ইনফোটেক। আর হাওড়ার দুটি স্টোর হল দুর্গা কম্পিউটারস ও ইস্টার্ন লজিকা। গত ৩০ এপ্রিল ই মল-এ ভেলোসিটি আই টি স্টোরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্টোর উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন লেনোভো ইন্ডিয়ার ইস্টার্ন রিজিওন এবং ওভারসিজের জেনারেল ম্যানেজার-কনজিউমার নবীন কেজরিওয়াল প্রমুখ। উল্লেখ্য, আমাদের রাজ্যে লেনোভোর ২২.৭ শতাংশ এবং আর পূর্ব ভারতে ২৩.৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে।
ডাঃ দেবী শেঠিকে পি সি চন্দ্র পুরস্কার
এবার পি সি চন্দ্র পুরস্কার পেলেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী প্রসাদ শেঠি। গত ২৮ এপ্রিল অনুষ্ঠানটি হয়েছিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ দেবী প্রসাদ শেঠি, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ, পি সি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে চন্দ্র, চন্দ্র’জ কেমিকেল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেকটর অরবিন্দ আঢ্য, পি সি চন্দ্র জুয়েলার্সের ডিরেক্টর উদীপ্ত চন্দ্র প্রমুখ। উল্লেখ্য, এর আগে ডাঃ দেবী প্রসাদ শেঠি ২০০৩ সালে পদ্মশ্রী, ২০১৩ পদ্মভূষণ সম্মান সহ একাধিক পুরস্কার পেয়েছেন।
ডাঃ শেঠির আগে এই সম্মান পেয়েছেন অধ্যাপক ইউ আর রাও, সুনীল গাভাস্কার, পি টি ঊষা, মৃণাল সেন, গুলজার, উস্তাদ বিসমিল্লা খাঁ, অঞ্জু ববি জর্জ, সৌরভ গাঙ্গুলি, হেমা মালিনী, পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ড. কে রাধাকৃষ্ণন, বিশ্বনাথন আনন্দ, কৈলাস সত্যার্থী, আশা ভোঁশলে প্রমুখ।
হায়ারের নতুন ফ্রিজার
হায়ার দুটি অত্যাধুনিক প্রযুক্তির ফ্রিজার বাজারে নিয়ে এসেছে। মডেল দুটি হল, বিডি৮৮ডিইএম এবং বিডি১৬৮ডবলিউএল। বিডি৮৮ডিইএম মিনি-ভার্টিক্যাল ফ্রিজার। আর বিডি১৬৮ডবলিউএল প্রিমিয়াম ভার্টিক্যাল ফ্রিজার। মিনি-ভার্টিক্যাল ফ্রিজার রান্নাঘরের জন্য আদর্শ। এই ফ্রিজার ৮৮লিটারের। জায়গা অনুযায়ী যেখানে খুশি রাখা যায়। ছোট পরিবারের জন্য আদর্শ। বিডি১৬৮ডবলিউএল মডেলটি ডিজাইন করা হয়েছে মূলত বড় পরিবারের কথা মাথায় রেখে। ফস্ট ফ্রি এই ফ্রিজার ১৬৮ লিটারের। প্রিমিয়াম গোল্ড ফিনিশের এই ফ্রিজার দেখতে খুব সুন্দর। দুটি ফ্রিজারের সেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মিনি-ভার্টিক্যাল ফ্রিজারের দাম ১৯ হাজার টাকা। আর প্রিমিয়াম বিডি১৬৮ডবলিউএল মডেলের দাম পড়বে ২৭ হাজার টাকা। সর্বত্র পাওয়া যাচ্ছে।
হিন্দওয়্যার স্নোক্রিস্টের এয়ারকুলার
এই প্যাচপ্যাচে গরম থেকে রক্ষা পেতে এয়ারকুলার কেনার পরিকল্পনা করছেন? ভাবছেন অল্প জায়গায় কীভাবে এয়ারকুলার রাখা যায় ভাবছেন? তাহলে ভালো খবর আছে। হিন্দওয়্যার স্নোক্রিস্ট এয়ার কুলারস দুটি পার্সোনাল এয়ার কুলার তৈরি করেছে। স্টাইলিশ ও স্লিক ডিজাইনের ২৩এল এবং ২৪এল মডেল দুটি খুব সুন্দর দেখতে। খুব কম জায়গার মধ্যে একে রাখা সম্ভব হবে। উচ্চমানের এই কুলার ঘণ্টায় ১৬০০ এম৩ শীতল হাওয়া ছড়িয়ে দেবে। ডাস্ট ও ময়েশ্চার প্রোটেকটেড এই কুলার ইনভার্টারেও চলবে। এতে ‘হিউমিডিটি কন্ট্রোল’-এর প্রযুক্তি রয়েছে। ২৩এল এবং ২৪এ-এর দাম ৯৪৯০টাকা।
ওয়ার্লপুলের কিচেন অ্যাপ্লায়েন্সেস
সম্প্রতি বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্ততকারী সংস্থা ওয়ার্লপুল দুটি কিচেন অ্যাপ্লায়েন্সেস নিয়ে এসেছে। একটি হুডস, অন্যটি হবস। হুডস হল অত্যাধুনিক প্রযুক্তির চিমনি। আর হবস হল ইন্টেলিকুক ব্রাশ বার্নার হবস। হুডসের কার্যকারীতাকে আরও উন্নততর করতে এতে অ্যাডভান্স থ্রি ডি অ্যালুমিনিয়াম ফিল্টার, সিক্সথ সেন্স টার্বো কুইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর সাকশান ব্লোয়ার ঘণ্টায় ১১৫০এম৩ পর্যন্ত কাজ করবে। সেন্সো ফ্রেশ, প্রো ফ্রেশ এবং অ্যাক্টি ফ্রেশ এই তিনটি আইটেমে মোট ৪৩টি বিভিন্ন ধরনের মডেল রয়েছে। সঙ্গে বারো বছরের ওয়্যারেন্টি।
ইন্টেলিকুক ব্রাশ বার্নার হবসেও সিক্সথ সেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তাকে। এর নব হিট রেজিস্ট্যান্স, তাই নিরাপদ ও আরামদায়ক। নিত্যনতুন ডিজাইনের ১৫ ধরনের হবস পাওয়া যাবে। এর টাইটেনড গ্লাসে ১০ বছর এবং বার্নার ও ভালভে ৫ বছরের ওয়্যারেন্টি পাওয়া যাবে।
প্ল্যাটিনাম গিল্ডের অক্ষয় তৃতীয়া সম্ভার
প্ল্যাটিনাম গিল্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ কালেকশন নিয়ে এসেছে। প্রতিটি গয়নাই আলাদা করে নজর কাড়বে। ডিজাইনও অসাধারণ। এই কালেকশনের এলিগ্যান্ট লুকের চেন, পেন্ডেন্ট, ব্রেসলেট, পুরুষদের জন্য চেন প্রভৃতি পাওয়া যাবে। সংস্থার মতে, রোজ বা উৎসব অনুষ্ঠানে পরার জন্য এই ধরনের জুয়েলারি খুব ভালো।
স্নেহাশিস সাউ, চৈতালি দত্ত
ছবি: সুফল ভট্টাচার্য
04th  May, 2019
গৃহকোণে থাক বাঙালিয়ানা

বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে। নতুন পোশাক থেকে শুরু করে ঘরের টুকিটাকি সামগ্রী, তালিকা মিলিয়ে চৈত্র সেলে বাজার সেরে ফেলেছেন অনেকেই। কেউ কেউ অপেক্ষা করছেন আজ, দিনভর শেষ মুহূর্তের ‘ফিনিশিং টাচ’-এর! বাঙালির  নিজস্ব  সংস্কৃতির এই উৎসব বড় প্রাণের। তাই ঘর সাজানোর রীতিটিও বেশ প্রাচীন। 
বিশদ

13th  April, 2024
ওপার বাংলায় নববর্ষ

বাংলাদেশে কেমন করে উদ্‌যা঩পিত হয় পয়লা বৈশাখ? ঘুরে এসে বর্ণনায় তাপস কাঁড়ার। বিশদ

13th  April, 2024
 টু  ক  রো  খ ব র

বাজারে আসছে হ্যাভেলস ইন্ডিয়ার লয়েড স্টেলার এয়ার কন্ডিশনার। লয়েড এয়ার কন্ডিশনার তাদের প্রথম ডিজাইনার রেঞ্জের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়কে একসঙ্গে প্রথমবার একটি বিজ্ঞাপনে নিয়ে এসেছে।
বিশদ

13th  April, 2024
ঘুরে আসুন উইকএন্ডে

ইদ থেকে যদি ছুটি পান তাহলে চলুন যাই তাকদা। দার্জিলিং থেকে মাত্র ঘণ্টা দেড়-দুইয়ের ড্রাইভ। নিরিবিলি, নিস্তরঙ্গ এই গ্রামে কয়েকটা দিন আরামে কেটে যাবে। চারদিকে যত দূর চোখ যায় চা বাগানের বিস্তার।
বিশদ

06th  April, 2024
 টু  ক  রো  খ ব র

বৈশাখের প্রাক্কালে গোটা চৈত্র মাস জুড়েই বাঙালির কেনাকাটার মরশুম। জেলা থেকে শহর সর্বত্রই দোকানে দোকানে ভিড়। হাওড়া ময়দান মেট্রোর কাছে নির্ভরযোগ্য বস্ত্রবিপণি রীতা শাড়ি অ্যান্ড গার্মেন্টসও এই কেনাকাটার উৎসবে সেজে ওঠে।
বিশদ

06th  April, 2024
প্রকৃতির সুর বাজে কালিম্পঙে

কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত শোভা অথবা লাল নীল হলুদ অর্কিডের বাহার— যে সৌন্দর্যেই মাততে চান, কালিম্পঙে তা ষোলো আনা সম্ভব। বর্ণনায় মধুছন্দা মিত্র ঘোষ। বিশদ

30th  March, 2024
 টুকরো  খবর

ভারতের নির্ভরযোগ্য বৈদ্যুতিন সামগ্রীর ব্র্যান্ড এলজি ইলেকট্রনিক্স নিয়ে এল এলজি মুডআপ  রেফ্রিজারেটর। ফ্যাশন ডিজাইনার গৌরী ও নয়নিকার উপস্থিতিতে এই নতুন মডেলটি প্রকাশ্যে আনল সংস্থা। বিশদ

30th  March, 2024
রং খেলায় সাবধানতা

দোলের দিনে কীভাবে যত্ন নেবেন নিজের? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখলেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

23rd  March, 2024
 টু  ক  রো  খ ব র

আইটিসি লিমিটেডের ইনস্ট্যান্ট নুডল ও পাস্তা ব্র্যান্ড সানফিস্ট ইপ্পি শুরু করেছে ‘ইপ্পি বেটার ওয়ার্ল্ড: ক্রিয়েট ম্যাজিক’ নামে এক নতুন উদ্যোগ। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ। বিশদ

23rd  March, 2024
পুরাণের গল্পে সমৃদ্ধ  সীতামারি

পৌরাণিক গল্প আর নৈসর্গিক দৃশ্যে মোড়া সীতামারি। ঘুরে এসে বর্ণনায় তনুশ্রী কাঞ্জিলাল মাশ্চরক। বিশদ

16th  March, 2024
 টু  ক  রো  খ ব র

নারীদিবসে এক নারীর জীবনকথার প্রকাশ দেখল সাহিত্যমহল। ৮ মার্চ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর এই দিনটিকেই বেছে নেওয়া হল ভাস্বরের নতুন বই প্রকাশের দিন হিসেবে।
বিশদ

16th  March, 2024
মাইক্রো আভেন কখন বারণ?

কোন কোন খাবার কীভাবে কখন আভেনে দিলে ক্ষতির পাল্লা কমবে? রইল পরামর্শ। লিখছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

09th  March, 2024
মনমাতানো বেলপাহাড়ির পথে 

 শাল পিয়ালের বন, সেসব ঘিরে উঁচু নিচু টিলা আর মহুয়ার জঙ্গল। এই নিয়েই বেলপাহাড়ি। ঘুরে এসে লিখলেন অরিন্দম ঘোষ। বিশদ

09th  March, 2024
পানেসর আর্ট গ্যালারিতে জীবনের কথা তুলিতে
 

জীবনের নানা অনুভূতির মোচড়। শিল্পী বিশ্বরূপ চৌধুরী এর নাম রেখেছেন ‘প্লাস্টিসিটি অব লাইফ’। সাদা-কালো ছবিতে সেখানে কোথাও ধরা পড়েছে বিমূর্ত মানবজীবন। মানুষে মানুষে সাহায্য, দ্বন্দ্ব, আনন্দ বেদনা ফুটে উঠেছে ৩৩টি ছবির মধ্যে দিয়ে। বিশদ

09th  March, 2024
একনজরে
২০১৯ সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। সাত বিধানসভার মধ্যে একমাত্র শ্রীরামপুরেই লিড পাননি ঘাসফুলের দাপুটে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও এই কেন্দ্রে পুরনো ...

পিছনে লেগে রয়েছে ইডি। চীনা ভিসা দুর্নীতি মামলায় ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে চার্জশিটও জমা পড়েছে আদালতে। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সমালোচনা ...

এরাজ্যে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগে প্রথম কারখানা খুলবে মাদার ডেয়ারি। তা থেকে সরাসরি কর্মসংস্থান হতে পারে প্রায় ৪০০। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ...

নির্বাচনী কাজে চরম ব্যস্ততা রয়েছে পুলিসের। এছাড়া ভোট আবহে নিত্যদিন বিভিন্ন সভা থেকে মিছিলে নিরাপত্তার ব্যবস্থা সহ নাকা চেকিংয়ে চরম ব্যস্ত পুলিস-প্রশাসন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

রাজনীতিক ও পেশাদারদের ব্যস্ততা বাড়বে। বয়স্করা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ধনযোগ আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ঐতিহ্য দিবস
১৮০৯: ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্ম
১৮৫৩: এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়
১৮৮৮: সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়ের জন্ম
১৯১৬: অভিনেত্রী ললিতা পাওয়ারের জন্ম
১৯৩০: ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে
১৯৫৫ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু
১৯৫৮ - ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ম্যালকম মার্শালের জন্ম
১৯৬২: অভিনেত্রী পুনম ধিলনের জন্ম
১৯৬৩: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফিল সিমন্সের জন্ম
১৯৭১: কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন
১৯৮০: জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে
১৯৮১: সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী তথা বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যাঁর অবদান অসীম সেই নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু
১৯৮৬:  স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য অতুল্য ঘোষের মৃত্যু
১৯৯২: ক্রিকেটার কেএল রাহুলের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৭.৪৮ টাকা ৮৯.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
17th  April, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪। দশমী ৩০/৩৫ অপরাহ্ন ৫/৩২। অশ্লেষা নক্ষত্র ৬/৩৮ দিবা ৭/৫৭। সূর্যোদয় ৫/১৭/৪৩। সূর্যাস্ত ৫/৫৪/১৬। অমৃতযোগ রাত্রি ১২/৪৪ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৫ গতে ১/০ মধ্যে। 
৫ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪। দশমী রাত্রি ৭/৫। অশ্লেষা নক্ষত্র দিবা ৯/৫২। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৬ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৭ গতে ১/২ মধ্যে। 
৮ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল দিল্লি

17-04-2024 - 10:27:17 PM

আইপিএল: ১৯ রানে আউট সাই হোপ, দিল্লি ৬৭/৪ (৫.৪ ওভার) টার্গেট ৯০

17-04-2024 - 10:14:08 PM

আইপিএল: ১৫ রানে আউট অভিষেক পোরেল, দিল্লি ৬৫/৩ (৫ ওভার) টার্গেট ৯০

17-04-2024 - 10:08:47 PM

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত এক পরিযায়ী শ্রমিক

17-04-2024 - 10:01:42 PM

আইপিএল: ৭ রানে আউট পৃথ্বী শ, দিল্লি ৩১/২ (২.৪ ওভার) টার্গেট ৯০

17-04-2024 - 09:53:34 PM

আইপিএল: ২০ রানে আউট জ্যাক, দিল্লি ২৫/১ (২ ওভার) টার্গেট ৯০

17-04-2024 - 09:50:47 PM