Bartaman Patrika
আমরা মেয়েরা
 

মাদার টেরেজা
আর্তের সেবায় এক মহীয়সী নারী

অ্যাগনেস গনহ্যাজ বোজাহিও তাঁর জন্মভূমি যুগোস্লাভিয়ার স্কপজি শহর ছেড়ে ১৯২৮ সালে কলকাতায় আসেন। আসা মাত্র নিবেদিতার মতোই ভালোবেসে ফেলেন কলকাতার মানুষজনকে। স্থির করলেন সন্ন্যাসিনী হয়ে গরিব-দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবেন, আর্তের সেবা করবেন। ১৯৩১ সালে কলকাতার লরেটো কনভেন্টে সিস্টার হিসেবে যোগদান করেন। তাঁর নতুন নাম হয় ভগিনী টেরেজা। পরবর্তীতে তিনি মাদার টেরেজা নামে পরিচিত হন। পরনে নীল পাড় সাদা শাড়ি, হাতে বাইবেল এবং একটা ছোট্ট ক্রশ— কোনও সামান্যা মানবী নন, সাক্ষাৎ দেবীপ্রতিমা যেন। এই মহামানবীর জন্ম হয় ২৭ আগস্ট, ১৯১০ সালে।
তারপর এল সেই বিশেষ দিনটি যা তাঁর জীবনে চিরস্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত। ১৯৪৬ সালের ১০ সেপ্টেম্বর দার্জিলিং যাওয়ার সময় তিনি অনুভব করলেন প্রভু যিশুর সেই দৈব আদেশ। তাঁর একান্ত আধ্যাত্মিক উপদেশদাতা ফাদার সেলেস্তে ভ্যান এক্সেমকে বললেন তাঁর মনের গোপন কথা। ফাদার চমকে উঠে জানতে চাইলেন— কী বলছ টেরেজা, লরেটোয় শিক্ষকতার লোভনীয় চাকরি ছেড়ে, গরিব, দুঃখী, আর্তের সেবা করবে? সন্ন্যাসিনী হবে? টেরেজার সাহসী জবাব— প্রভু যিশুর তাই ইচ্ছা।
ফাদার খানিকক্ষণ চিন্তা করে বললেন— ভালো লাগল তুমি ‘গুড সামারিটন’ হতে চাও, কিন্তু কাজটা কঠিন। ভ্যাটিকানের পোপের অনুমতি প্রয়োজন। অবশেষে অনেক চেষ্টার পর পোপের অনুমতি পাওয়া গেল। ১৯৪৮ সালের ১৭ আগস্ট লরেটো কনভেন্ট ত্যাগ করে মানবসেবার কাজে আত্মনিয়োগ করলেন চিরকালের জন্য। আমরা পেলাম মাদার টেরেজাকে। উত্তরণ ঘটল এক সামান্য রমণী থেকে এক অসামান্য মহামানবীতে। তাঁর আশ্চর্য জীবনে লক্ষ করা যায় সেবিকা এবং সন্ন্যাসিনীর এক অভূতপূর্ব সমন্বয়। কলকাতার এন্টালি এলাকার বস্তির দুঃস্থ ছেলেমেয়ে, অসহায় মানুষদের সেবার মধ্য দিয়ে শুরু হল তাঁর ‘মিশনারিজ অব চ্যারিটি’-র জয়যাত্রা। কুষ্ঠরোগীদের শুশ্রূষা করতেন। এই প্রথম ‘হ্যানসেনের অসুখ’কে তিনি সামাজিক অভিশাপমুক্ত করলেন। সমাজচ্যুত কুষ্ঠরোগীদের নিয়ে টিটাগড়ের কাছে প্রতিষ্ঠা করলেন তাঁদের নিজস্ব সেবাপ্রতিষ্ঠান, পুনর্বাসনের আশ্রয়স্থল— শান্তিনগর।
মাদার টেরেজা সম্পর্কে বিখ্যাত ফরাসি চিত্রপরিচালক দোমিনিক লাপিয়েরের স্মৃতিচারণায় আমরা জানতে পারি, সেসময় পঞ্চাশ-ষাটের দশকে, কালীঘাটে কালীমন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে জরাগ্রস্ত মৃতপ্রায় হিন্দুদের সৎকারের জন্য ফেলে রাখা হতো। মাদার টেরেজা এবং তাঁর সহযোগী সিস্টাররা অসহায়দের সেবা করতে গেলে তাঁদের বিরুদ্ধে আর্তের সেবা করার সুযোগ নিয়ে ধর্মান্তর করার নির্মম অভিযোগ তোলা হয়। কিন্তু তা ছিল সর্বৈব মিথ্যা। প্রসঙ্গত লাপিয়ের সাহেব একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যা তাঁকে দারুণভাবে নাড়া দিয়েছিল। তিনি লিখেছেন— ‘Mother Teresa saw a man pale as a corpse was laying on the ground. He was a priest from the temple. No one Dared to touch him. He had cholera. Mother took him in her arms to the hospice and nursed him back to health. He said, “For 30 years I have venerated a Kali of stone. It is now a Kali of flesh and blood that I venerate.’’ (The Week, Sept 21, 1997). টেরেজার এই মাতৃসমা সেবা পরায়ণতার বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। তাঁর ‘নির্মল হৃদয়’ সেবা প্রতিষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্য ছিল অবারিত দ্বার। তিনি যেন মিরাকেল দেখাতেন। শেষপর্যন্ত ভ্যাটিকানের পোপ দ্বিতীয় জন পল স্বীকার করতে বাধ্য হলেন যে, ঈশ্বর আর মাদার এক এবং অদ্বিতীয়। ১৯ অক্টোবর ২০০৩ সালে ‘বিয়েটিফিকেশন’-এর মাধ্যমে তাঁর উপর ঈশ্বরত্ব আরোপ করা হল। তিনি মানবী থেকে রূপান্তরিত হলেন দেবীতে। তাঁর এই অলৌকিক রূপান্তর, তাঁর ‘সেইন্টহুড’-এ উত্তরণ তাঁকে মৃত্যুর (৫ সেপ্টেম্বর, ১৯৯৭) পর অবিনশ্বরতা দান করলেও তিনি বেঁচে থাকবেন রক্তমাংসে গড়া এক অসামান্য নারীশক্তি হিসাবে।
আমরা বহুলাংশে তাঁর মানবকল্যাণকামী শান্তসমাহিত রূপটি প্রত্যক্ষ করে থাকি। তাঁর প্রতিবাদী কণ্ঠস্বর তেমন শুনতে পাই না। কিন্তু তিনি প্রতিবাদও করেছেন। আর তখন তাঁর প্রশান্ত কোমল নারীপ্রকৃতি বদলে যায় কঠোর-কঠিন নারীবাদী সত্তায়। নির্বিচারে গর্ভপাতের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। দলিত খ্রিস্টানদের সংরক্ষণের প্রশ্নে তাঁর ধর্নামঞ্চ তৈরি করে প্রতিবাদ জানানোর কথাও এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। ব্রিটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে যুবরানি ডায়নার লড়াইকে তিনি সমর্থন জানিয়েছিলেন। কলকাতায় এলে তিনি ডায়নাকে আশীর্বাদ করেছিলেন যাতে তাঁর অভীষ্ট লক্ষ্যে— মানবসেবায় এবং নারী স্বাধীনতা অর্জনের সংগ্রামে তিনি সফল হন। এইভাবে বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রতিবাদের মধ্য দিয়ে আমরা তাঁর নারীশক্তির এক ভিন্নরূপ উপলব্ধি করতে পারি।
আশ্চর্যের বিষয় বিশ্বব্যাপী লক্ষ লক্ষ দুঃখ-আর্তের সেবায়, বিশ্বশান্তি এবং ধর্মনিরপেক্ষ ঐক্যস্থাপনের প্রচেষ্টায় এই মহীয়সী নারী আত্মোৎসর্গ করলেও সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না তিনি। তাঁর নীল পাড় সাদা শাড়িতে কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে। তিনি নীরবে মুখ বুজে সহ্য করেছেন তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় নিষ্ঠুর অমানবিক অভিযোগ। পশ্চিমী দুনিয়ায় তৃতীয় বিশ্বের দারিদ্র্য বিক্রি করে তিনি মানবিক সহানুভূতি এবং আর্থিক সহায়তা লাভের চেষ্টা করেছেন বলা হয়। বিতর্ক উঠেছিল তাঁর নির্বিচারে দান গ্রহণের বিষয় নিয়েও। উল্লেখ্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালিকা ক্রিস্টোফার হিচেনস মাদার টেরেজাকে নিয়ে যে তথ্যচিত্র নির্মাণ করেছিলেন তাতে টেরেজাকে ‘হেল’জ এঞ্জেল’ অর্থাৎ ‘নরকের দেবদূত’ নামে চিত্রিত করা হয়েছে। আশ্চর্যের বিষয় এসবের বিরুদ্ধে তিনি কখনও সরাসরি প্রতিবাদ জানাননি বরং যাবতীয় সমালোচনার বিরুদ্ধে তাঁর উত্তর ছিল একটাই— ক্ষমা।
মাদার টেরেজা ছিলেন নারীশক্তির এক মূর্ত প্রতীক। এই শক্তির ফলে তিনি বিশ্বজয় করতে পেরেছিলেন। স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে তিনি পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। তাঁর জীবনের চরম লক্ষ্য ছিল বিশ্বমানবতাবোধের উপলব্ধি এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠা। মৃত্যুর পরেও এই পথচলা শেষ হয়ে যায়নি। আগামী নারী প্রজন্মের কাছে তিনি বেঁচে আছেন এক যুগান্তকারী আদর্শ এবং জীবন্ত অনুপ্রেরণা হিসাবে। সত্যি তিনি অমর। তাঁর দৈহিক মৃত্যু হলেও তাঁর ‘নোবেল মিশন’-এর মৃত্যু কখনও হবে না। তাঁর মহাপ্রয়াণের পর রামকৃষ্ণ মিশনের তৎকালীন প্রধান স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন এইভাবে— ‘Her work among the dying and the terminally ill was really something unique.’ (Outlook, 15 Sept, 1997) বলা বাহুল্য মাদার টেরেজার মানবতাবাদী শান্তিকল্যাণকামী জীবনদর্শনই আজকের অশান্ত সন্ত্রাসগ্রস্ত মৃতপ্রায় পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র পথ হিসেবে বিবেচিত হতে পারে।
সুমিত তালুকদার 
18th  May, 2019
আদরে আপ্যায়নে জামাই পুজো না বউমাষ্টমী? 

ঝকঝকে কাঁসার থালায় গরম ধোঁয়া ওঠা জুঁই ফুলের মতো সাদা ধবধবে ভাত। পাশে গোল করে সাজানো বাটিতে হরেক কিসিমের সুস্বাদু পদ। কী নেই তাতে। সোনা মুগের ডাল, আলু পটলের ডালনা, ইচর চিংড়ি, মোচাঘণ্ট, পাঁচমিশেলি তরকারি, ঝুরো পোস্ত, ধোকার ডালনা, পাকা রুইয়ের কালিয়া, ভেটকির পাতুরি, আড় মাছের রসা, লইট্যার ঝুরি, পার্শের ঝাল, ধনেপাতার সবুজ ট্যাংরা, কই মাছের হর-গৌরী, ভাপা চিংড়ি, কচি পাঁঠার ঝোল, কচি আমের চাটনি।  বিশদ

08th  June, 2019
জামাইষষ্ঠীর মেনু 

আজ জামাইষষ্ঠী। আর জামাইষষ্ঠী মানেই জমজমাট খাওয়া দাওয়া, সারাদিনের জামাই আদরের ঘটা। এই একটা দিনের আশায় বসে থাকেন শাশুড়ি মা। আদরের মেয়ে জামাইকে আর্শীবাদ করে বরণ করবেন। খাওয়া দাওয়া হইহুল্লোড় হবে সারাদিন। অথচ এমন দিনে যদি জামাই বাবাজীবন শরীর খারাপ করে বসে! তখন? গোটা অনুষ্ঠানটাই যেন মাঠে মারা যায় তাই না? জামাইষষ্ঠী নিয়ে রসরচনায় সন্দীপন বিশ্বাস। 
বিশদ

08th  June, 2019
কৈশোরের পূর্ব-পশ্চিম

পাশ্চাত্যে কৈশোর বড় বেপরোয়া। টিনএজ মানেই অপার স্বাধীনতার অধিকারী। বয়স হয়নি, বুদ্ধি বাড়েনি, জন্মায়নি বিচার বিবেচনাবোধ, অথচ স্বাধীনতা একেবারে আঠেরো আনা। ‘টিনএজ ট্রাবলস’ পাশ্চাত্যে স্বভাবতই বেশি। তুলনায় পুবের কৈশোরে এই সমস্যা কম। সেখানে কৈশোর নিজ নিয়মে আসে আবার চলেও যায়। পুব ও পশ্চিমের কৈশোরের তুলনামূলক বিশ্লেষণে শুভঙ্কর মুখোপাধ্যায়।
বিশদ

03rd  June, 2019
বিশ্বের বিস্ময়: একই বিমানের পাইলট মা ও মেয়ে

যুক্তরাষ্ট্রের ‘ডেলটা এয়ারলাইনস’-এর একটি বিমানের পাইলট হিসেবে মা-মেয়ের জুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। পাইলট মা-মেয়ের প্রশংসায় সকলেই পঞ্চমুখ।
বিশদ

01st  June, 2019
 নারী-লাঞ্ছনাকারীদের সতর্ক করলেন প্রিয়াঙ্কা

হলিউডের পাশাপাশি তখন বলিউডও বেশ সোচ্চার নারীদের যৌন হেনস্তার ঘটনা নিয়ে। অনেক অভিনেত্রী অনেক নির্মাতা ও প্রযোজকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এবার এ সম্পর্কে সাহসী পদক্ষেপ নিলেন দেশি গার্ল খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।
বিশদ

01st  June, 2019
 ইতিহাসে গোমতী

অখ্যাত গ্রামের বিখ্যাত মেয়ে। ইতিহাস গড়লেন তিনি। সদ্য সমাপ্ত এশিয়ান অ্যাথলেটিকস থেকে দেশের হয়ে প্রথম সোনা জিতলেন। অথচ তিনি যে কোনওদিন এই জায়গায় পৌঁছতে পারবেন তা বোধহয় কল্পনাও করতে পারেননি। তবু মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। ইতিহাস গড়ে, নজির স্থাপন করে।
বিশদ

01st  June, 2019
ধূমপানে মহিলাদের চোখের ক্ষতি

 উন্নত দেশগুলিতে ধূমপানের হার যেখানে কমতির দিকে ভারতের মতো উন্নয়নশীল দেশে কিন্তু এই হার বেড়েই চলেছে। বিশেষ করে মহিলাদের মধ্যে ধূমপানের হার লক্ষ্যণীয়ভাবে বেড়ে চলেছে। ধূমপানের ক্ষতিকর দিকগুলো বহুল আলোচিত এবং অনেকেই জানেন যে এর ফলে ফুসফুসের ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে বাসা বাধতে পারে।
বিশদ

01st  June, 2019
বিয়ের পর মেয়েদের গুরুত্ব কি কমে যায়?

বিবাহ মেয়েদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা সময় পর্যন্ত মেয়ে মাত্রই ছিল নগণ্য। বৈদিক যুগের শেষদিক থেকে নারীর অবমূল্যায়ন শুরু হয়। এক সময় অশিক্ষিত অসূর্যম্পশ্যা নারী হয়ে পড়েছিল পুরুষের হাতের পুতুল। নানা নিষেধের গণ্ডিতে আবদ্ধ কুসংস্কারে আচ্ছন্ন নারীর গুরুত্ব বলে কিছু ছিল না।
বিশদ

25th  May, 2019
নারী বিশেষণ

 পুরুষশাসিত সমাজে নারী কখনওই সেভাবে সম্মান, মর্যাদার সঙ্গে নানা চটকদার আলঙ্কারিক শব্দে বিশেষিত হয়নি। নারী বিশেষণগুলিও তাই অত্যন্ত কুরুচিপূর্ণ, অবমাননাকর ও অসম্মানজনক। বাংলা ভাষায় সামান্য ‘আকার’ যোগ করলেই লিঙ্গান্তর ঘটে যায় নারী বিশেষণ শব্দগুলির।
বিশদ

25th  May, 2019
 মুসলিম পরিবারের বহু মহিলা ভোট দেন না

রাজ্য জুড়ে দফায় দফায় ভোট। উক্ত জেলাগুলিতে প্রচণ্ড উত্তেজনা। বিক্ষিপ্ত হিংসা। গণতন্ত্র বাঁচাও কিংবা গণতন্ত্র লুটের ধান্দাবাজি। চারদিকে ফ্ল্যাগ প্রচার হইহই শব্দ। এর মাঝে এক শ্রেণী ছিল নিষ্ক্রিয়। আর পাঁচটা সাধারণ দিনের মতোই এলানো সময় এদের। কী একনায়কতন্ত্র! কী গণতন্ত্র! এসব কিছুতে কী যায় আসে ওদের! ভারত একটা স্বাধীন দেশ।
বিশদ

25th  May, 2019
কোটিপতি ভারতীয় ব্যবসায়ীদের সফল কন্যারা

বাবা-মা কোটিপতি বললেও ভুল হবে। এঁরা আসলে কোটি কোটিপতি। অর্থাৎ বিলিওনেয়ার। তবে পারিবারিক সূত্রে পাওয়া অর্থ হাতে পেয়ে থেমে যাননি এঁরা। বরং নিজেদের উচ্চশিক্ষিত করে তুলেছেন। নিজেদের চেষ্টাতেই সাফল্য পেয়েছেন। এঁদের বাবা-মায়েরা বহু বহু কোটি টাকার মালিক হলেও এঁরা সবাই উচ্চশিক্ষিত। ভারতীয় কোটিপতিদের সুন্দরী-শিক্ষিতা কন্যা। জেনে নেওয়া যাক এমনই কয়েকজনের কথা।
বিশদ

25th  May, 2019
মা সারদার স্নেহধন্যা নটী নীরদা সুন্দরী 

প্রেমের ঠাকুর রামকৃষ্ণ নটী বিনোদিনীর শ্রীচৈতন্যলীলা দেখে মুগ্ধ হয়েছিলেন এবং নটী বিনোদিনী ধন্য হয়েছিলেন ঠাকুরের আশীর্বাদ পেয়ে। একইভাবে ধন্য হয়েছিলেন এই বাংলারই আর এক নটী নীরদা সুন্দরী। তাঁর অভিনয় দেখে মা সারদা তাঁকে আশীর্বাদ করেছিলেন।  বিশদ

18th  May, 2019
বুদ্ধ পূর্ণিমা ও শান্তির বার্তা 

বিশ্ববাসীর মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চান সুলতা মিত্র সরকার। এমনই অভিপ্রায় নিয়ে সম্প্রতি কাম্বোডিয়ার মন্দির নগরী আঙ্করভাটে একটি বুদ্ধমূর্তি তিনি স্থাপন করেছেন। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে মূর্তি স্থাপনের কথায় কমলিনী চক্রবর্তী।  বিশদ

18th  May, 2019
বেশি বয়সেও পেতে পারেন মাতৃত্বের স্বাদ

পরামর্শে ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চের কর্ণধার ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদার। বিশদ

12th  May, 2019
একনজরে
গ্রেম স্মিথ : অস্ট্রেলিয়া দলের প্রধান অস্ত্র পেস বোলিং। ওভালে ভারতের বিরুদ্ধে মন্থর, ব্যাটিং সহায়ক উইকেটে অজিদের এই অস্ত্র কাজ করেনি। অন্য ম্যাচে ভয়ঙ্কর মূর্তিতে আবির্ভূত হলেও মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের উপর বিন্দুমাত্র ত্রাসের সঞ্চার করতে ...

 লাহোর, ১১ জুন (পিটিআই): ভারতের আবেদনে সাড়া দিল পাকিস্তান। কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। ‘নৈতিক দিকটি’ মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল ইমরান খানের ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হয়েছেন শীলা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন এমেরিটাস শীলা গৌতম। গত ৮ জুন তিনি পরলোক গমন করেন। ১৯৭১ সালে তিনি শীলা ফোম তৈরি করেন, যা ক্রমশ সফল ব্যবসায় পরিণত হয়েছে। পাশাপাশি তিনি ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিক। ...

  নয়াদিল্লি, ১১ জুন (পিটিআই): নিজের কেন্দ্রে ‘জল সঙ্কট’ নিয়ে সরব বিজেপি এমপি মীনাক্ষী লেখি। মঙ্গলবার দিল্লির জল বোর্ডের বাইরে রীতিমতো ধর্নায় বসেন তিনি। যদিও দিল্লি সরকারের আওতায় থাকা জল বোর্ডের দাবি, ক্ষমতা অনুযায়ী জল সরবরাহ করা হচ্ছে। বিজেপি মানুষকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। যোগাযোগ রক্ষা করে চললে কর্মলাভের সম্ভাবনা। ব্যবসা শুরু করলে ভালোই হবে। উচ্চতর ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,
১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,
১৯৫৭- পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের জন্ম,
২০০৩- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৬.৫৮ টাকা ৮৯.৮০ টাকা
ইউরো ৭৭.২১ টাকা ৮০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৯১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,২৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৩/৫০ সন্ধ্যা ৬/২৭। হস্তা ১৭/১৯ দিবা ১১/৫১। সূ উ ৪/৫৫/২০, অ ৬/১৭/৬, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে পুনঃ ১/৪৯ গতে ৫/২৩ মধ্যে। রাত্রি ৯/৫০ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ১/১২ মধ্যে, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৬ মধ্যে পুনঃ ১১/৩৬ গতে ১/১৬ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৬ মধ্যে। 
২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৫/৫৪/৩৯ রাত্রি ৭/১৭/২৫। হস্তানক্ষত্র ২০/৪৩/৩৩ দিবা ১/১২/৫৮, সূ উ ৪/৫৫/৩৩, অ ৬/১৮/৫১, অমৃতযোগ দিবা ৭/৩৮ গতে ১১/১৩ মধ্যে ও ১/৫৪ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৯/৫৪ মধ্যে ও ১২/১ গতে ১/২৫ মধ্যে, বারবেলা ১১/৩৭/১২ গতে ১/১৭/৩৭ মধ্যে, কালবেলা ৮/১৬/২২ গতে ৯/৫৬/৪৭ মধ্যে, কালরাত্রি ২/১৬/২৩ গতে ৩/৩৫/৫৭ মধ্যে। 
৮ শওয়াল 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। বৃষ: ভ্রমণ যোগ আছে। মিথুন: প্রয়োজনীয় অর্থের অভাব ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকে দিনে 
বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,১৯৫৭- পাকিস্তানের ...বিশদ

07:03:20 PM

বিশ্বকাপ: ৪১ রানে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া 

10:35:44 PM

বিশ্বকাপ: পাকিস্তান ২৩০/৭(৪০ ওভার)(টার্গেট ৩০৮) 

10:03:16 PM

 বিশ্বকাপ: পাকিস্তান ১৬০/৬(৩০ ওভার)(টার্গেট ৩০৮)

09:20:41 PM

বিশ্বকাপ: পাকিস্তান ১১০/২(২০ ওভার)(টার্গেট ৩০৮)

08:34:26 PM