Bartaman Patrika
আমরা মেয়েরা
 

রাধার দোল

‘রাধা ও রাধা... বলি ও রাধু... রাধে রে... ডাকতে ডাকতে গলা যে শুকিয়ে গেল, সারা দিচ্ছিস না কেন? কী হল তোর? বলতে বলতে সখী ললিতা এসে দাঁড়ায় রাধার সামনে। চমকে তাকায় রাধা। হাতের ধাক্কা লেগে ননীর ভাণ্ড থেকে কিছুটা ননী গড়িয়ে মাটিতে পড়ে। ব্যস্ত হয়ে ওঠে রাধা। কাল ফাল্গুনী পূর্ণিমা, ভার ভার দুধ, দই, ঘি, ননী, মিঠাই যাবে মথুরার রাজবাড়িতে। রাজবাড়িতে কাল ফাল্গুনী পূর্ণিমার উৎসব তাই ব্রজভূমের গোপ-গোপিনীরা নাওয়া-খাওয়া প্রায় বন্ধ করে রাত জেগে দই, ননী, ঘি ও বিভিন্ন মিষ্টি তৈরিতে ব্যস্ত। এদিকে রাধার যে কী হয়েছে, এত ব্যস্ততার মধ্যেও থেকে থেকে কেমন যেন আনমনা হয়ে পড়ছে। দিন-রাত কোকিলগুলো কুহুকুহু করে কান ঝালাপালা করে দিচ্ছে। চারদিক থেকে কত যে ফুলের সৌরভ দখিনা বাতাসে ভেসে এসে নেশা ধরিয়ে দিচ্ছে, ময়ূর-ময়ূরীরা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। এসবই রাধাকে আনমনা করে দিচ্ছে, কিন্তু সবচেয়ে যন্ত্রণার ব্যাপারে শ্যামের বাঁশি। রাত নেই, দিন নেই, যখন-তখন কানাই তাঁর বাঁশি বাজায় আর রাধার বুকের ভেতর তোলপাড় করে ওঠে। কিন্তু রাধা যে আয়ান ঘোষের স্ত্রী। তার স্বামী-শাশুড়ি-ননদ নিয়ে সংসার। কুলবধূ রাধা কীভাবে সবার নজর এড়িয়ে যাবে তার প্রেমিক কৃষ্ণের কাছে। ‘না বাজাও বাঁশরি কানাহা’ রাধা মিনিত করেছে কৃষ্ণের কাছে। অনেক করে বুঝিয়েছে, কিন্তু নটখট কেশব বড় অবুঝ, বড় দুষ্টু। ‘কিরে রাধা যাবি না? যমুনার ঘাটে যে নৌকা অপেক্ষা করছে। তাড়াতাড়ি চল, না হলে সামান না নিয়ে নৌকা ছেড়ে দেবে।’ ললিতার কথায় রাধা তাড়াতাড়ি তার দুধ, ননী, ছানা, দই, মিষ্টির হাঁড়িগুলো মাথায় একের পর এক সাজিয়ে দইয়ের ভাণ্ড নিয়ে সখী ললিতার সঙ্গে পথে বেড়িয়ে পরে।
রাস্তায় বেড়িয়ে রাধা দেখে চারপাশে কতরকমের ফুলের পাপড়ি, সুগন্ধি গাছের পাতা, শুকিয়ে আবির বানানো হচ্ছে বাড়ির দাওয়ায়। রাধা বলে, ‘ললিতা চারপাশে এত রঙের ফুল এত সুগন্ধ আমাকে কেমন করে দিচ্ছে। কী হয়েছে আমার বলত?’ ললিতা হেসে ওঠে, ‘ও রাধা তোর মনে প্রেম জন্মেছে রে লো সখী। তোর ভালোবাসার পাত্রই তোকে শান্তি দিতে পারে।’
বলতে বলতে যমুনা নদীর তীরে এসে দাঁড়ায় রাধারা। নৌকা ভর্তি করে দুধ, দই প্রভৃতির ভাণ্ড তুলে দিয়ে যমুনাতে স্নান করে পথে নামতেই বেজে ওঠে কানহার বাঁশি। না না, দুহাতে কান চাপা দেয় রাধা। এই দিনের আলোয় সে কিছুতেই কৃষ্ণের কাছে যেতে পারবে না। শাশুড়ি জটিলা, ননদ কুটিলাও নৌকাতে দুধ দইয়ের ভাণ্ড তুলে স্নান করে আগে আগে চলেছে বাড়ির পথে। এই অবস্থায় রাধা কী করে? দু’চোখ ভরে জল আসে। দু-দু’বার রাস্তায় হোঁচট খেয়ে পরে যায় রাধা। ওড়না ছিঁড়ে যায়, হাত-পা কেটে রক্ত ঝরছে তবুও বাঁশি বেজেই চলেছে। বাঁশির সুর ডাকছে যেন রাধা রাধা বলে।
কিছুটা মূহ্যমানের মতো ধীরে ধীরে পলাশ-কৃষ্ণচূড়ার বনে ঢুকে পরে রাধা। ওই তো নাটের গুরু কৃষ্ণ। রাধাকে দেখে বাঁশি থামিয়ে হাসতে হাসতে দু-হাত প্রসারিত করে কৃষ্ণ। বিব্রত রাধা নিজেকে কৃষ্ণের বাহুডোর থেকে ছাড়িয়ে নিয়ে মিনতি করে বলে— ‘যখন-তখন আর বাঁশি বাজিও না কানহা, তোমার বাঁশির সুর আমাকে ঘরে থাকতে দেয় না। দিন নেই, রাত নেই, তোমার বাঁশি শুনলেই আমি পথে বেরিয়ে পড়ি। এর জন্য আমাকে যে লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে হয় তা তো তুমি বোঝো না?’
কৃষ্ণ এতক্ষণ মুচকি-মুচকি হাসছিলেন। এবার বললেন, ‘ঠিক আছে কাল তাহলে তুমি আমার কাছে এস না। কাল ফাল্গুনী পূর্ণিমা ব্রজের গোপিনীরা কাল আমার সঙ্গে হোলি খেলবে। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। দেখছ তো আবির-গুলালের সুগন্ধে ব্রজের বাতাস আমোদিত। কাল সারাদিন দোল খেলা আর সারারাত চাঁদের আলোয় ফুলের দোলনায় দুলে পূর্ণ চন্দ্রিমার শোভ উপভোগ। তা যা হোক, রাধা তুমি যদি না আস তাহলে আর কী হবে? রাধার কৃষ্ণ তখন রাধাকে ছাড়াই অন্য গোপিনীদের সঙ্গে আনন্দ করবে।’
রাধা ছটফট করে ওঠে কৃষ্ণের কথা শুনে। না, সে কিছুতেই তার প্রাণপ্রিয় কৃষ্ণকে অন্যান্য গোপনারীদের মাঝে ছাড়তে পারবে না। যত বাধা আসুক শ্বশুরবাড়ি থেকে রাধা যাবে। রাধাকে যেতেই হবে কাল কৃষ্ণের সঙ্গে দোল খেলতে। অশ্রূভেজা চোখ তুলে রাধা মিনতি করে বলে, ‘কানহা আজ রাতে দয়া করে বাঁশি বাজিও না। বরং কাল ভোরে বাঁশি বাজিও, আমি সেই সুর শুনে তোমার কাছে আসব। আমাকে ছাড়া দোল খেলা শুরু করবে না কথা দাও।’ কৃষ্ণও কথা দিলেন রাধা এলে তবেই শুরু হবে দোল খেলা।
কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে রাধা সোজা চলে যায় সখী ললিতা, বিশাখার গৃহে। তিন সখী মিলে অনেক আলোচনা করে। তারপর ঘরে ফিরে আসে রাধা। সন্ধেবাতি দেওয়ার পর খেয়ে-দেয়ে শাশুড়ি-ননদ ঘুমিয়ে পরলে রাধা পা টিপে টিপে অতি সন্তর্পণে বাড়ি থেকে বার হয়ে ললিতা-বিশাখাকে নিয়ে বৃন্দাবনে গাছের ডালে বড় করে দোলনা টাঙায়। সারা দোলনা ঢেকে দেয় ফুলে ফুলে। নানা রঙের আবির এনে জায়গায় জায়গায় হাঁড়ি ভর্তি করে ঢাকনা দিয়ে রাখে। পরদিন ভোরবেলা এসে নানা ফুল ছড়িয়ে মাটিতে ফুলের গালিচা বিছিয়ে দিয়ে অপেক্ষা করে থাকে কানহার বাঁশির ডাকের জন্য।
একটু পরে বেজে ওঠে কৃষ্ণের বাঁশি। সময় হয়ে গিয়েছে হোলি খেলার। রাধা ভোরবেলা থেকে নতুন ঘাঘরা, কাঁচুলি ও চেলি পরে সুন্দর করে সেজে লম্বা চুলে বেনি করে সেজেছে। অপরূপা লাগছে রাধাকে সেই সাজে। বাড়ি থেকে বের হয়ে বাঁশির সুর লক্ষ্য করে তার মতো শতশত ব্রজ নারী চলেছে সুন্দর সেজেগুজে। তবে রাধার দিকে যার চোখ পড়ছে সেই যে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রাধা তা ভালোই বুঝতে পারছে। কৃষ্ণের বাঁশি হঠাৎ থেমে যায়, রাধাও দাড়িয়ে পরে। খুঁজতে থাকে, কোথায় আবার লুকালো দুষ্টু কানহা? রাধা যখন পাগলের মতো কৃষ্ণকে খুঁজছে ঠিক সেই সময় হঠাৎ করেই কৃষ্ণ এসে আবিরে আবিরে রাধাকে রাঙিয়ে দেয়। রাধাও কম যায় না, সেও কৃষ্ণকে আবিরে আবিরে ভরিয়ে দেয়। সখীরা নানা হোলির গান গাইতে গাইতে হোলি খেলতে থাকে রাধা-কৃষ্ণের সঙ্গে। দেখতে দেখতে গোলারং পিচকারিতে ভরে কৃষ্ণ রাধাকে রাঙিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাধা ও অন্যান্য ব্রজবাসীরাও পিচকারির সঙ্গে অপরকে ভিজিয়ে দেয় নানা সুগন্ধি ভেষজ রঙে। দেখতে দেখতে ব্রজভূমির মাটি রঙিন হয়ে যায়। এদিকে কৃষ্ণের পিচকারির রঙে সারাদিন ভিজে কাঁপতে কাঁপতে রাধা মিনতি করে আর পিচকিরির রঙে তাকে না রাঙাতে। কিন্তু কে কার কথা শোনে। কৃষ্ণ আজ দোলের নেশায় মেতেছে। এই রঙে রঙিন করে তুলতেই হবে তার প্রেমিকা রাধার অন্তর।
সারাদিন রং খেলার পর রাধা-কৃষ্ণসহ ব্রজ নারী ও নর যমুনায় স্নান করে গোলাপের পাপড়ি দেওয়া ছানা-দইয়ের শবরত খেয়ে যে যায় বাড়ির পথ ধরে।
বাড়ি ফিরেও রাধার শান্তি নেই। রাতে যে ফুলদোল খেলতে হবে কৃষ্ণের সঙ্গে। রাত প্রথম প্রহর শেষ হয়ে ব্রজবাসী যখন নিজে নিজ ঘরে ঘুমিয়ে পরেছে সেই সময় রাধা তার সখীরা মিলে ফুলের দোলনার কাছে আসে। রাধা-কৃষ্ণকে ফুলের সাজে সাজিয়ে সখীরা দোলনায় বসিয়ে দোল দিতে দিতে পুষ্পবৃষ্টি করে। কেউ কেউ প্রেমের গানও গায়। শুরু হয় রাধাকৃষ্ণের নিশীথ ফুলদোল। আকাশে থালার মতো গোল পূর্ণিমার চাঁদ গলানো রুপোর মতো জ্যোৎস্না ঢেলে দিচ্ছে। শীতল মলয় বাতাস বইছে। দোলনায় নাম না জানা কত পাখির গানে, ফুলের সুগন্ধে ফুলদোলের স্থানে যেন স্বর্গভূমি নেমে আসে ব্রজভূমে। রাধা-কৃষ্ণ এইভাবে অনাবিল ভালোবাসা, আনন্দ ও স্বর্গীয় সুখে ভাসতে ভাসতে সারা পূর্ণিমা রাত ফুলদোলে মেতে থাকে। দোল হয়ে ওঠে রাধা কৃষ্ণের প্রেমের এক মূর্ত প্রকাশ।
দূর্বা বাগচী
 পাতার ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
16th  March, 2019
মা হওয়ার পর অবসাদ কাটাতে সাইকোথেরাপি

মা হওয়া আনন্দের। কিন্তু সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই অনেক মা শিকার হন প্রসবোত্তর বিষণ্ণতার। সমস্যা ও সমাধানের খোঁজে ডঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশদ

ক্রমশ বাড়িয়ে তুলতে হয় মনোযোগ

শিশুকে মনোযোগী করে তুলুন একদম ছোট বয়স থেকেই। কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

৪০ দিন কমলালেবু খেয়ে বাঁচলেন অ্যান

শুধুমাত্র ফল খেয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাও আবার যে কোনও একটি ফল? এ নিয়ে তর্ক হতেই পারে। তবে পরীক্ষিত সত্য, একটিমাত্র ফল খেয়ে বেঁচে থাকা সম্ভব। তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা অ্যান অসবোর্ন। টানা ৪০ দিন কমলালেবু খেয়ে বেঁচে রয়েছেন তিনি। বিশদ

মহিলা পরিচালিত বুথ

মহিলাদের সমানাধিকারের দাবি ভারতে নতুন নয়। তাকে মান্যতা দিতেই চলতি লোকসভা নির্বাচনে কান্নুরের মাহে বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ সামলাবেন মহিলা কর্মীরা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিস, বয়ঃজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যকারী হিসেবে ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক— সব বিভাগই সামলাবেন মহিলারা। বিশদ

আইএএস অনন্যার প্রেরণা কোহলি

সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় স্তরের সিভিল সার্ভিস পরীক্ষার ফল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গত মঙ্গলবার ফলপ্রকাশ করে। এ বছর এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন একজন মহিলা। তেলেঙ্গানার ডোনুরু অনন্যা রেড্ডি। বিশদ

মিস মিসেস ইন্ডিয়া

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রিকর, রোলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রানিসটিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় বিশদ

চৈত্র সেলের একাল সেকাল

বৈশাখ পয়লার আগে স্মৃতি রোমন্থনে অম্লানকুসুম চক্রবর্তী। 
  বিশদ

13th  April, 2024
বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব হারিয়েছে বাঙালির কাছেই

ক্যালেন্ডার বাংলা হোক বা ইংরেজি, এটি অতি প্রয়োজনীয় বস্তু। তবে বর্তমান সময়ে বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব অনেক হ্রাস পেয়েছে। কারণ বোধহয় এই ক্যালেন্ডার অনেকেই দেখতে বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন না। বিশদ

13th  April, 2024
স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে স্ত্রীর অধিকার

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আইনি দিক খতিয়ে দেখলেন অন্বেষা দত্ত। বিশদ

06th  April, 2024
চাবুক হাতে আগুনে মেয়ে

১৯৩০-এর ৬ এপ্রিল সমাপন হয় ডান্ডি অভিযান। লবণ সত্যাগ্রহের সেই পদযাত্রার হাত ধরেই আসে আইন অমান্য। বিপ্লবীরক্ত চলকে ওঠে দেশ জুড়ে। তেমনই এক নেত্রী কটকের বিমলপ্রতিভা দেবী। আমরা তাঁকে ভুলতে বসলেও ভোলেনি ইতিহাস। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
  বিশদ

06th  April, 2024
বিশ্বজয়ের দৌড়ে বাঙালি কন্যে

‘স্ট্রাগল’ শব্দটার সঙ্গে ছোট থেকে পরিচয় বিদিশা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ে হিসেবে জন্মের পর থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে, একথা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মা। কলকাতায় স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা বিদিশা এমন পরিবারে বড় হয়েছেন, যেখানে চাকরি করাটাই ছিল সাফল্য! বিশদ

06th  April, 2024
ভারতের সবথেকে ধনী মহিলা সাবিত্রী 

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। সাবিত্রী জিন্দাল এই উপমার আদর্শ উদাহরণ। ফোর্বসের প্রকাশিত তালিকায় ভারতের সবথেকে ধনী মহিলা সাবিত্রী। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৩৫৫০ কোটি মার্কিন ডলার। বিশদ

06th  April, 2024
স্বেচ্ছামৃত্যুর আবেদনে ডাচ তরুণী

জোরায়া টের বেকের বয়স ২৮। নেদারল্যান্ডসের একটি ছোট গ্রামে থাকেন। এই ডাচ তরুণী আইনের সাহায্য নিয়ে নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছুক। এমন খবর শিরোনামে আসতেই জোরায়াকে নিয়ে হইচই শুরু হয়েছে নানা মহলে। বিশদ

06th  April, 2024
তর্ক-বিতর্ক: বাচ্চার মোবাইল আসক্তির জন্য

চলছে নতুন বিভাগ ‘তর্ক বিতর্ক’। সন্তানের মোবাইল ব্যবহারের নেপথ্যে বাবা-মা। — এই মতের পক্ষে ও বিপক্ষে পাঠকদের মতামত বেছে নিয়েছি আমরা। পরের পর্বে আপনিও জানাতে পারেন আপনার মতামত। বিশদ

30th  March, 2024
একনজরে
ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে সওয়াল করলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ। শুক্রবার কর্তারপুর সাহিব গুরুদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ...

ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়ল ভাঙড়ে। এই নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। কোথাও তাঁকে অশান্তির কারিগর তকমা দেওয়া হয়েছে, কোথাও আবার ঘুরিয়ে বহিরাগত বলে পোস্টার সাঁটানো হয়েছে। ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক ...

তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সংকট। শুক্রবার ক্ষোভে হরিরামপুর-ইটাহার রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা। হরিরামপুর থানার বিশাল ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মসূত্রে দূররাজ্য বা বিদেশ গমন হতে পারে। আনন্দানুষ্ঠানে যোগদান ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে
১৭৭০: আজকের দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৪৪: বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যাযয়ের জন্ম
১৮৭৯: ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন 
১৮৮৯: ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ হিসেবে ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়
১৮৮৯: জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের জন্ম
১৯০৫: অগ্নিযুগের বিপ্লবী, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের জন্ম
১৯১২: আইরিশ লেখক ব্রাম স্টোকারের মৃত্যু
১৯১৮: বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্ম
১৯২০: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্ম 
১৯৪৬: সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়
১৯৪৮: বলিউড অভিনেত্রী ববিতার জন্ম
১৯৫০: রাজনীতিক তথা অন্ধ্রপ্রদেশের ১৩তম মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জন্ম
১৯৫২: বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ সুধীরলাল চক্রবর্তীর মৃত্যু
১৯৬০: বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের মৃত্যু
১৯৭২: চাঁদের মাটিতে নামল অ্যাপোলো ১৬
১৯৭২: বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জন্ম
১৯৯৯: কলেরাডোর কলম্বাইন হাইস্কুলে ১৩ জনকে হত্যা করে আত্মহত্যা করল এরিক হ্যারিস এবং ডিলান কেবোল্ড
২০১৩: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৫০ 
২০১৯ : বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০২.৫৮ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৭.৭৯ টাকা ৯০.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী ৪৩/৩৫ রাত্রি ১০/৪২। পূর্বফল্গুনী নক্ষত্র ২২/০ দিবা ২/৪। সূর্যোদয় ৫/১৬/৬, সূর্যাস্ত ৫/৫৫/৫। অমৃতযোগ দিবা ৯/৮ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে পুনঃ ৪/২০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২০ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।
৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী রাত্রি ১০/৫৮। পূর্বফল্গুনী নক্ষত্র দিবা ২/৪৩। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/১১ গতে ২/৪৬ মধ্যে ও ৪/২১ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/২১ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৬ মধ্যে। 
১০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হলদিয়ার সুপার মার্কেটে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
গভীর রাতে হলদিয়ার দুর্গাচক সুপারমার্কেটে ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হল ...বিশদ

10:08:57 AM

বাঘাযতীন বাজারে প্রচার চালাচ্ছেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

10:06:00 AM

দৌলতাবাদে নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম

10:04:00 AM

প্রখর রোদের তাপ এড়াতে সকাল সকাল নামাবলি গায়ে প্রচারে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

10:02:00 AM

পাঞ্জাবের সাঙ্গরুর জেলে  বন্দিদের মধ্যে সংঘর্ষ, মৃত ২
বন্দিদের মধ্যে ব্যাপক হিংসা ছড়াল পাঞ্জাবের সাঙ্গরুর জেলে। এই সংঘর্ষের ...বিশদ

09:58:52 AM

বাসুকি নাগের সন্ধান!
পৌরাণিক কাহিনি কি তবে সত্যি হল? সমুদ্রমন্থনের সময় সাহায্য নেওয়া ...বিশদ

09:57:58 AM