প্রেম-প্রণয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। কারও কথায় মর্মাহত হতে হবে। ব্যবসায় যুক্ত হওয়া যেতে পারে। কর্মে সুনাম ... বিশদ
কুক অ্যান্ড কেয়ার
মোটামুটি শ’দুয়েক লোক আমন্ত্রিত হলে কচুরি অথবা রাধাবল্লভি, আলুরদম, ছোলার ডাল, ফিশ চপ, স্যালাড, পোলাও বা ফ্রায়েড রাইস, রুই মাছের কালিয়া, চিকেনকারি, চাটনি, পাঁপড়ের আয়োজন করা যেতে পারে। এরকম মেনু হলে প্লেট প্রতি দাম পড়বে ৩৫০ টাকা। মেনুতে একটু রদবদল করে ফিশ চপের বদলে ফিশফ্রাই ও চিকেনের বদলে মাটন কোর্মা করতে পারেন। প্লেট প্রতি দাম পড়বে ৫০০ টাকার মতো। মেনুতে মাছের কালিয়ার বদলে গলদা চিংড়ির কোনও প্রিপারেশন থাকলে দাম পড়বে প্লেট প্রতি কমবেশি ৭০০ টাকা। একটু অন্যরকম মেনু চাইলে, ভিন্ন স্বাদের স্যালাড, মাটন বিরিয়ানি, ফিশফ্রাই, চিকেন চাপ, চাটনি, পাঁপড় সহ প্লেটের খরচ ৬৫০ টাকা। জানালেন সংস্থার কর্ণধার সন্দীপ সেন।
এছাড়াও কুক অ্যান্ড কেয়ারের স্পেশাল মেনুতে আছে ফিশ মুনিয়ের, ফিশ বরোদা, মাটনবোটি কাবাব, চিকেন মোগলাই রোস্ট, স্পেশাল ভেজ, নন ভেজ সহ একাধিক মেনু। স্টার্টারে পাবেন ফ্রায়েড বেবিকর্ন, ভেজ পকোড়া, পনির টিক্কা, চিকেন টিক্কা, চিকেন পকোড়া, চিকেন মালাই কাবাব, ফিশ বল, ফিশ ফিঙ্গার প্রভৃতি। তবে এদের সার্ভিস নিতে হলে কমপক্ষে ১৫দিন আগে বুকিং করতে হবে। ফোন: ৯০৫১৭২৯৯৭৩, ২৫৫৫ ১১৪৪
সুরুচি কেটারার
সুরুচি মানেই নতুনত্ব। শুধু বিয়েবাড়ি নয়, এরা যে কোনও অনুষ্ঠানে পরিষেবা দিয়ে থাকে। ভারতের সব প্রদেশের জনপ্রিয় পদ এরা তৈরি করে। তবে সদস্য সংখ্যা অন্তত ২০০ হতে হবে। স্টার্টার, ভেজ, নন ভেজ, ডেজার্ট সবেতেই ভিন্ন রকম সুস্বাদু মেনু পাবেন। রয়েছে সফট ড্রিঙ্ক, কফি ও স্টার্টারের ব্যবস্থাও। বেবি নান, কুলচা, ডাল মাখানি, নবরত্ন কোর্মা, পনির বাটার মশালা, ফিশফ্রাই, ফিশ রোল, ফিশ পাসিন্দা, ফিশ অমৃতসরী, ফিশ পাতুড়ি, ফিশ ওরলি, ফিশ ব্যাটারফ্রাই, কাশ্মীরি পোলাও বা ফ্রায়েড রাইস, ফিশ কালিয়া, মাটন কোর্মা, বিরিয়ানি, চিকেন চাপ, প্রন মালাইকারি, চাটনি, পাঁপড় সহ বিভিন্ন প্রকার স্যালাড, মিষ্টি প্রভৃতি সব কিছুই পেয়ে যাবেন। ভেজ ডিশের দাম পড়বে ২৭৫ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে। মাছ ও মাংস দিয়ে েপ্লট সাজালে দাম পড়বে প্রায় ৫৫০ টাকা। এর সঙ্গে প্রন মালাইকারি থাকলে অতিরিক্ত ২০০ লাগবে। চিতলমাছের পদ থাকলে অতিরিক্ত ২৫০ টাকা লাগবে। মাছ ও মাংসের সঙ্গে বিরিয়ানি ও চিকেন চাপ যোগ হলে দাম পড়বে ৫৫০ টাকা। সংস্থার কর্ণধার সমরেন্দ্রনাথ দাস বলেন, তাঁরা সেরা বাঙালি মেনুও পরিবেশন করেন। চাইলে এরা ভিয়েন বসিয়ে পছন্দের মিষ্টিও তৈরি করে দেবে। সুরুচির সার্ভিস নিতে হলে মাস দেড়েক আগে বুকিং করতে হবে। আগ্রিম ৫০% টাকা জমা দিতে হবে। ফোন: ৯৮৩০৯১২৩৪১
সিলেকশন কেটারার্স
সিলেকশন কেটারার্স বিয়ে ও যে কোনও ধরনের অনুষ্ঠানের জন্য কেটারিং করে। চাইনিজ, থাই, কন্টিনেন্টাল, ভারতীয় সব রকম পদই তৈরি করে। স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সবেতেই অভিনবত্ব পাবেন। স্টার্টারে কাঁকড়ার পা দিয়ে তৈরি ফ্রাই, চিকেন ললিপলি, মাটন পিয়ারে কাবাব, চিকেন গন্ধরাজ, চিকেন সঁতে, টার্কি টেরিয়েকি, মাটন কুড়কুড়ে কাবাব একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এদের ইন্ডিয়ান বেক কাউন্টার ও নুডলস কাউন্টারেও নতুনত্ব পাবেন। এছাড়াও প্রন মালাইকারি, মাটন, চিকেন, মাছ, বিরিয়ানি ও নিরামিষের অনেক রকম লোভনীয় পদ রয়েছে। প্রয়োজনে এরা ওপেন কিচেনের ব্যবস্থাও করে। সেখানে পছন্দ মতো মাছ কেটে স্পেশাল ফিশফ্রাই বানিয়ে দেবে। স্যালাডের লিস্টও বেশ লম্বা। প্রায় চোদ্দো পনেরো রকমের স্যালাড পেয়ে যাবেন। সিলেকশন কেটারার্স-এর ভেজ ডিশের দাম পড়বে ৩৫০ টাকা। আর নন ভেজ হলে তার দাম পড়বে ৮০০ টাকা। প্রন মালাইকারি হলে আলাদা চার্জ লাগবে, জানালেন সংস্থার কর্ণধার সঞ্জয় আইচ। এদের সার্ভিস নিতে হলে অন্তত এক সপ্তাহ আগে বুকিং করতে হবে। ফোন: ৯৮৩০০৪৩৮৫৬
শ্রমণা কেটারার
এদের নানা রকমের ভেজ ও নন ভেজ ডিশের আইটেম আছে। ভেজ আইটেমে পেয়ে যাবেন নরবত্ন, কোর্মা, মিক্সড ভেজিটেবল, ভেজ মাঞ্চুরিয়ান, পনির মশালা, পনির সুইট অ্যান্ড সাওয়ার, পটলের দোর্মা প্রভৃতি। নন-ভেজ পদের মধ্যে উল্লেখযোগ্য হল, ফিশ ফ্রাই, ফিশ মুনিয়ের, ফিশ তন্দুরি, ফিশ কাটলেট, ফিশ মাঞ্চুরিয়ান, প্রন মালাইকারি, মাটন কোর্মা, পোলাও, বিরিয়ানি, চিকেন চাপ প্রভৃতি। স্টার্টারে চিকেন রেশমি কাবাব, চিকেন ললিপপ, ককটেল ফিশ ফিঙ্গার, বেবিকর্ন, ছোট প্রনের পকোড়া এক কথায় অসাধারণ। সংস্থার প্রধান প্রবীর ভান্ডারি জানালেন, এদের মাছ ও মাংসের রকমারি পদ দিয়ে একটি ডিশের দাম পড়বে ৪৫০ টাকা। প্রন মালাইকারি হলে আলাদা করে ১৫০ টাকা করে লাগবে। এর সঙ্গে বিরিয়ানি ও চিকেন চাপ জুড়লে আরও ১৫০ টাকা অতিরিক্ত লাগবে। ভেজ আইটেম দিয়ে ডিশ সাজালে দাম পড়বে ২০০ টাকা করে। অন্তত দু’সপ্তাহ আগে বুকিং করলে এদের সার্ভিস পাওয়া যাবে। ফোন: ৬২৯০০৬৭৮৫৪
ইগলুস কিচেন
এক সময়ের জনপ্রিয় কেটারিং সংস্থা ডিনার ওয়াগন এখন ইগলুস কিচেন নামে পরিচিত। এরা বিয়েবাড়ি সহ যে কোনও অনুষ্ঠানে পছন্দের ডিশ তৈরি করে দেয়। শুধু অনুষ্ঠানের দিন তিনেক আগে বুকিং করলেই হল। এদের একটি স্ট্যান্ডার্ড ডিশের দাম পড়বে ৪৫০ টাকা (আমন্ত্রিত সদস্যা সংখ্যা ২৫০ জন হলে) করে। ৫০ জনের ব্যবস্থা হলে এই একই ডিশের দাম লাগবে ৫৫০ টাকা। অনেক রকম লোভনীয় পদ দিয়ে এরা সুন্দর করে ডিশ সাজিয়ে দেয়। কী কী পদ রয়েছে? অনেকরকম যেমন— চিকেন, মাটন ও ফিশের বিভিন্ন আইটেম, চিকেন ও মাটন বিরিয়ানি, ফিশ তন্দুরি, কবিরাজি, রাধাবল্লভি, কড়াইশুঁটির কচুরি, নান, রেশমি পরোটা, ডাল মাখানি, পনির মটর মশালা, শাহি পনির কোর্মা, কিমার চানা, কুলফি, রকমারি মিষ্টি সহ দেশ-বিদেশের জনপ্রিয় পদের সন্ধান এদের কাছে পাবেন। এদের স্যালাডের তালিকাও লম্বা। এর জন্য আলাদা কোনও খরচ লাগবে না। আর স্টার্টারের নাম শুনলে তো জিভে জল আসবে। কফি, হট টি, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, পনির কুরকুরে কাবাব, চিকেন ললিপপ, চিকেন মোমো, ভেজ মোমো, চিকেন ও ভেজ পকোড়া কী নেই! সংস্থার কর্ণধার গৌতম ঘোষ জানালেন, মেনুতে গলদা চিংড়ি রাখলে অতিরিক্ত ১০০ টাকা করে লাগবে। আর পছন্দের মিষ্টি তৈরি করে দেওয়ার জন্য এদের ভিয়েনের ব্যবস্থাও রয়েছে। ফোন: ৯৮৩০২৭৫৫৭৯/৯৮৩০৯৬৯৭৪৭
ওয়েলকাম কেটারার্স
ওয়েলকাম কেটারার্সে সার্ভিস নিতে হলে আমন্ত্রিত সদস্যা কমপক্ষে একশোজন হতে হবে। মোটামুটি ৪০০ জন অতিথি হলে মেন কোর্স ও ডেজার্ট নিয়ে অনেক ধরনের মেনু হতে পারে— যেমন গন্ধরাজ চিকেন, ক্রিসপি ফ্রায়েড বেবিকর্ন, ওয়েলকাম ড্রিঙ্কসে চা, কফি, মকটেল। মশলা কুলচা, কচুরি, কড়াই পনির, পনির বাটার মশালা, ডাল মাখানি, চিকেন কাবাব, চিকেন টেংরি কাবাব, চিকেন মালাই কাবাব (যে কোনও এক রকমের কাবাব) যে কোনও একটি ফিশের আইটেম যেমন বেকড ফিশ বা তাওয়া ফিশ ইত্যাদি, আর ভেজ পোলাও বা স্টিমড রাইস, মাংসের মধ্যে মাটন বটি রারা ও মাটন রোগন জোশের মধ্যে একটি পছন্দ করতে হবে। এছাড়া চাটনি, পাঁপড়, মিষ্টি আইসক্রিম, পানস্টল সবই থাকবে। এরকম পদ দিয়ে ডিশ সাজাতে হলে খরচ পড়বে ৪৫০ টাকা করে। এদের বিশেষত্ব হল, বিভিন্ন রকমের কাবাব, তন্দুরি আইটেম, কন্টিনেন্টাল, চাইনিজে মেনুতে। কর্ণধার শ্যামল দত্ত জানালেন, মেনুতে চিংড়ি চাইলে পাওয়া যাবে। তবে ডিশ প্রতি ২০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত লাগবে। এছাড়া কী কী পদ দিয়ে সাজানো হবে তার ওপর দাম নির্ভর করবে। সার্ভিসের জন্য অন্তত সপ্তাহ দু’য়েক আগে বুকিং করতে হবে। ফোন: ৯৬৭৪১৯১৬৪২/ ৮৯১০০৭৪৮৩৭