Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

অশান্তি ঠেকাতে পুলিসের একাংশের ভূমিকা অশান্তি বাড়িয়ে দিচ্ছে না তো?
শুভা দত্ত

রাজ্যের পরিস্থিতি যে আজ রীতিমতো অশান্ত হয়ে উঠেছে তাতে কোনও সন্দেহ নেই। মারদাঙ্গা বোমাবাজি ভাঙচুর খুনোখুনি, এমনকী পুলিসের গুলি কিছুই বাকি থাকছে না! আজ বলে নয়, এবার লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তর থেকে দক্ষিণ, পুব থেকে পশ্চিম, বঙ্গের নানা জায়গায় উত্তাপ ছড়িয়েছে, রক্ত ঝরেছে এবং ঝরেই চলেছে। এর মধ্যেই এইসব অশান্তিতে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। নিহতরা সকলেই যে রাজনৈতিক দলের কর্মী সমর্থক এমন নয়, সাধারণ লোকও ঘটনাচক্রে হাঙ্গামার বলি হয়েছেন। বিশেষ করে ভোটফল বেরনোর পর উত্তর ২৪ পরগনার ভাটপাড়া কাঁকিনাড়া সমেত গোটা বারাকপুর-নৈহাটি শিল্পাঞ্চল জুড়ে অশান্তির যে আগুন জ্বলেছিল তার তাপ এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। শাসক, বিরোধী—উভয় দলের শীর্ষ নেতৃত্বই ওইসব এলাকায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপদ্রুত এলাকায় গিয়ে মিটিং-বৈঠক করে এসেছেন, বিজেপির দিল্লি কলকাতার নেতারা এলাকায় গিয়ে সরজমিনে সবকিছু দেখে বুঝে এসেছেন, সেইমতো দলীয় নির্দেশও দিয়েছেন, কংগ্রেস-সিপিএম নেতৃত্বও উদ্যোগী হয়েছেন—তাও এলাকায় শান্তি ফেরেনি। এখনও এলাকায় বিজেপি-তৃণমূলের রাজনৈতিক দ্বেষ-বিদ্বেষে অশান্তির আগুনের হলকা ছুটছে মাঝেমধ্যেই। তার তাপ পৌঁছে যাচ্ছে দেশের সংসদে! তাতে পশ্চিমবঙ্গের যে খুব মুখ উজ্জ্বল হচ্ছে না তা বলাই বাহুল্য।
কিন্তু, তাই বলে তো আর ক্ষমতা দখলের রাজনৈতিক লড়াই থেমে থাকতে পারে না। লোকসভা ভোটে ১৮ আসন পাওয়ার পর সঙ্গত কারণেই বিজেপি পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গে বিধানসভা। ২০২১ সালের ভোটে বিধানসভায় গরিষ্ঠ দল হিসেবে রাজ্যের ক্ষমতার মসনদ দখলের জন্য দিল্লি কলকাতা একাকার করে ঝাঁপিয়ে পড়েছেন বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষেরা। একদিকে তৃণমূলের দল ভাঙানো চলছে, পুরসভা পঞ্চায়েত থেকে বিধানসভা—সর্বস্তরে শাসক সদস্যদের দলে টানার চেষ্টা চালাচ্ছে পদ্মশিবিরের নেতৃবৃন্দ। তাতে বেশকিছু ক্ষেত্রে ইতিমধ্যে সাফল্যও মিলেছে। বেশ কয়েকটি পুরসভা, পঞ্চায়েত থেকে একটি জেলাপরিষদ কার্যত দখলে চলে এসেছে বিজেপির। বিধানসভায় সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় বিজেপির পরিষদীয় নেতারা বসার জন্য স্পিকারের কাছে বড় ঘরের দাবি জানিয়েছেন বলে খবর। টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও বিজেপির পদসঞ্চার শুরু হয়ে গেছে। এর পাশাপাশি নানান অপ্রীতিকর ঘটনাকে শিখণ্ডী করে চলছে ক্ষমতাসীন তৃণমূল প্রশাসনকে বেকায়দায় ফেলে রাজনৈতিক মাইলেজ ও জনসমর্থন বাড়ানোর রাজনৈতিক প্রয়াস। চলতি অশান্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কদিন আগে লালবাজার অভিযান চালিয়েছে বিজেপি ও তার সহযোগীরা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, জলকামান অবরোধে মধ্য কলকাতা বেশ কিছুক্ষণের জন্য অচল হয়েছে, বিজেপির এক রাজ্য নেতা সেই ধস্তাধস্তিতে অসুস্থ হয়েছেন। কাঁচরাপাড়া ভাটপাড়া নিয়েও তাঁরা আন্দোলন প্রতিবাদে সরগরম করে তুলছেন শহর, শহরতলি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে একটা রাজনৈতিক সংঘাত সংঘর্ষের আবহ ক্রমশ সাধারণ জনজীবনে চিন্তার ছায়া ফেলতে শুরু করেছে। আপ্রাণ চেষ্টা করেও মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসন পুলিস এই ছায়া পুরোপুরি মুছে ফেলতে পারছে না!
আর এখানেই পুলিসের একাংশের ভূমিকা ও সক্রিয়তার ধরন নিয়ে প্রশ্ন উঠছে! এনআরএসে ডাক্তার নিগ্রহই হোক কি ভাটপাড়া কাঁচরাপাড়া—পুলিস যে যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেয়নি, বরং অনেক ক্ষেত্রে একেবারে নিষ্ক্রিয় নীরব থেকেছে—এমন অভিযোগও উঠেছে! এনআরএসে আন্দোলনরত ডাক্তারদের অনেকে সে সময় অভিযোগ করেছেন, বহিরাগতরা যখন ট্রাকে করে হামলা চালাতে এসেছিল তখন পুলিস তাদের ঠেকাতে নাকি কোনও ব্যবস্থাই নেয়নি। নিলে জুনিয়র ডাক্তার পরিবহকে অমন মারাত্মক আহত হতে হতো না। হাসপাতালের হাজার হাজার মরণাপন্ন রোগীকে অত দিন অত কষ্টও স্বীকার করতে হতো না। ভাটপাড়া কাঁচরাপাড়া সমেত বারাকপুর-নৈহাটি শিল্পাঞ্চলের অশান্তির ক্ষেত্রেও সেই এক কথা—এলাকায় পুলিসের অভাব ছিল না। কিন্তু, কার্যকালে তাদের একাংশের ভূমিকা সন্তুষ্ট করতে পারেনি যুযুধান রাজনৈতিক দলের নেতানেত্রী থেকে সাধারণ মানুষ কাউকেই! অভিযোগ এমনই। কিন্তু কেন? রাজ্য পুলিসের বড় কর্তারা এলাকা সফর করে আসার পরও নাকি পরিস্থিতিতে খুব একটা রকমফের হয়নি! এটা আশ্চর্যের নয়! বিশেষ করে খোদ মুখ্যমন্ত্রী যখন বলছেন, যে কোনও মূল্যে হাঙ্গামা সন্ত্রাস থামান, কে কোন দলের কী গোত্রের তা না দেখে গুন্ডা বদমাস বহিরাগতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুন— তখনও পুলিসের একাংশের এই আচরণ কি সন্দেহ জাগায় না?
শুধু কি তাই? গত কয়েক দিনে তো দেখা গেল অবস্থা সামাল দিতে না পেরে পুলিসের হাতিয়ার থেকে গুলিও চলে যাচ্ছে! তাতে হতাহতও হচ্ছে! কী মর্মান্তিক! এ আবার কী! এসব চলতে থাকলে বিরোধীরা তো বলবেই, সিপিএম আমলের শেষদিকে নন্দীগ্রাম সিঙ্গুর নেতাইয়ের মতো জায়গায় যে ‘ট্রিগার হ্যাপি’ পুলিস দেখা দিয়েছিল তাদের উত্তরসূরিরা এখন রাজ্যের কোথাও কোথাও দেখা দিচ্ছে! বৃহস্পতিবার গুড়াপে বিজেপি সমর্থকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাতে পুলিসের বিরুদ্ধে আঙুল তো উঠেছে! সাম্প্রতিকে এর আগেও পুলিসের গুলি চলেছে অন্যত্র। পুলিসের কারও কারও এমন উগ্র ভূমিকায় বিশিষ্টজনেরা যে বিশেষ উদ্বিগ্ন এবং সাধারণ মানুষজনের মধ্যে যে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আসলে রাজ্যের সাধারণ জনতা তো এমন পরিস্থিতিতে অভ্যস্ত নন। তাঁদের তাই এখন একটাই প্রশ্ন, হিংসা হানাহানি ঠেকাতে পুলিস লাঠি চালাক, গ্যাস ছুঁড়ুক, জলকামান ব্যবহার করুক কিন্তু গুলি কেন? অনেকেই এও বলছেন, পুলিসের গুলিচালনা একটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। জনমনে তার একটা আলাদা এবং গভীর নেতিবাচক প্রভাব পড়ে। সিপিএমের সর্বনাশ করে ছেড়েছিল পুলিসের এই গুলি। আবার তার পুনরাবৃত্তি কেন? এতে তো বিরোধীরা, বিশেষত বিজেপি তাঁদের শাসকবিরোধী আন্দোলনে বাড়তি রসদ পেয়ে যাচ্ছে! সংশ্লিষ্ট এলাকাগুলোতে উদ্বেগ উত্তেজনা বাড়ছে। এহেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমন সংশয় জড়িত প্রশ্নও উঠছে যে, অশান্তি ঠেকাতে পুলিসের একাংশের এই অপ্রত্যাশিত ভূমিকা অশান্তি বাড়িয়ে দিচ্ছে না তো?
প্রশ্নটি নিতান্ত অমূলক বলা যাবে কি? যাবে না। তার কারণ, সাম্প্রতিকে এনআরএস, ভাটপাড়া ইত্যাদি কয়েকটি ঘটনায় দেখা গেছে সংশ্লিষ্ট পুলিসের একাংশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন তো করেইনি, উল্টে এমন সব আচরণ করেছে যা পরিস্থিতিকে আরও জটিল এবং উত্তেজক করে তুলেছে! কেবল আমরা নয়, তথ্যভিজ্ঞরাও বলছেন এমন কথা। আমরা বলছি না যে সব পুলিস এমন করছেন। কিন্তু কয়েকজনের জন্য বদনাম হচ্ছে গোটা পুলিস বাহিনীর, পুলিসের উপর লোকের বিরূপতা বাড়ছে। তার চেয়েও বড় কথা পুলিসমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতার অস্বস্তি বাড়ছে! বিজেপি কংগ্রেস সিপিএমের মতো বিরোধীরা মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে স্ব-স্ব রাজনৈতিক স্বার্থসিদ্ধির সুযোগ পেয়ে যাচ্ছে। এবং ওইসব পুলিসের জন্য জনমনেও যে কাঁটার খোঁচা বাড়ছে তাতেই বা সন্দেহ কী? ইতিমধ্যেই রাজ্যের পুলিস প্রশাসনে কিছু রদবদল করেছেন মমতা। তাতে হয়তো পুলিসের কাজকর্মে কিছু উন্নতি হয়েছে বা হবে। কিন্তু, মাদক বিরোধী অনুষ্ঠানে যে পুলিস অফিসার আকণ্ঠ পান করে অংশ নেওয়ার দুঃসাহস দেখায় বা চোখের সামনে মারদাঙ্গা খুনোখুনি হতে দেখেও যে পুলিস উদাসীন দর্শকের ভূমিকা নেয় বা যে পুলিস হাইওয়েতে লরি-গাড়ি থামিয়ে যানজট বাধিয়ে তোলা আদায় করে বা যে পুলিস অকারণে সাধারণ মানুষকে হেনস্তা করে নির্বিকার চিত্তে— শুধু বদলিতে তাদের চিত্তশুদ্ধি হবে, তারা নিজেদের ভুল বুঝতে পেরে সৎ স্বচ্ছ স্বাভাবিক জনদরদি হয়ে পড়বে এমনটা ভাবা বোধহয় একটু বেশিই হয়ে যায়, তাই না? কিন্তু উপায় কী? রদবদল করেই এদের নিয়ন্ত্রণে রাখতে হয়—এমনটাই বলছেন কর্তারা।
এখন কথা হল—লোকসভার ভোটফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গে যে মেজাজি রাজনীতি শুরু হয়েছে, তৃণমূল বিজেপির মধ্যে সমানে সমানে রাজনৈতিক লড়াইয়ের যে প্রবণতা দেখা যাচ্ছে (এবং যার জন্য মাঝেমধ্যেই রাজ্যের নানা এলাকা গরম হয়ে উঠছে, রক্ত ঝরছে) তার সুর যে আগামী দিনে আরও চড়া হবে তা বলাই বাহুল্য। এ রাজ্যে আগামী বছরের পুরভোট বা তার পরবর্তী বিধানসভার নির্বাচন কতটা শান্তিতে হবে তা নিয়ে তাই এখন থেকেই রাজনৈতিক তথ্যভিজ্ঞদের অনেকে বিশেষ চিন্তিত। সাধারণের মহলেও তা নিয়ে একটা চাপা উদ্বেগ লক্ষ করা যাচ্ছে। ভোট পরবর্তী উত্তপ্ত পরিস্থিতি সন্ত্রাসের চোখরাঙানি, বিবদমান রাজনৈতিক শিবিরগুলির হুমকি প্রতিহুমকি নিঃসন্দেহে সেই উদ্বেগে শঙ্কার বাড়তি ইন্ধন জোগাচ্ছে। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বা জনজীবনকে রাজনৈতিক সংঘাতের তাপোত্তাপ থেকে বাঁচাতে অন্যতম ভরসা পুলিস।
পুলিসি দক্ষতা এবং সময়ানুগ সক্রিয়তা বজায় থাকলে অনায়াসে অনেক কিছুই সহজে মিটে যায় বা নিয়ন্ত্রণ করা যায়। প্রাণও বাঁচে। কিন্তু, মার ঠেকাতে গিয়ে যদি পুলিসই প্রাণঘাতী মারমুখী হয়ে ওঠে তবে তো বিপদ। সেই বিপদের আভাস মিলেছে। যতদূর খবর, বিপদ যাতে বাড়তে না পারে তার
জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে মমতা সরকার।
সেই ব্যবস্থায় শেষপর্যন্ত কতটা কাজ হয় এখন
সেটাই দেখার।
30th  June, 2019
লক্ষ্য উত্তরবঙ্গ: মমতার প্রকল্প আছে, মোদির?
শান্তনু দত্তগুপ্ত

রাস্তাঘাটে আম জনতার সঙ্গে কথা বলছেন সঞ্চালক। প্রত্যেকের জন্য প্রশ্ন একটিই, গত ১০ বছরে নরেন্দ্র মোদি সরকারের এমন তিনটি কাজ বলুন, যার মাধ্যমে আপনি সরাসরি উপকৃত হয়েছেন।
বিশদ

এক জাতি, এক নির্বাচন: সন্দেহজনক তত্ত্ব
পি চিদম্বরম

ইস্তাহার হল একটি লিখিত ঘোষণা। তাতে থাকে মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে কিছু ইচ্ছা এবং মতামত। এই প্রসঙ্গেই মনে আসে ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা এবং ১৯৪৭-এর ১৪-১৫ আগস্ট জওহরলাল নেহরুর সেই বিখ্যাত ‘ভাগ্যদেবতার সঙ্গে অভিসারের সংকল্প’ ভাষণের মতো দৃষ্টান্তগুলি।
বিশদ

15th  April, 2024
৪০০ নামুমকিন, তবু মরিয়া ‘গোয়েবলস’
হিমাংশু সিংহ

নির্বাচন কত বড় ‘মাইন্ড গেম’ তার অকাট্য প্রমাণ এবারের লড়াই। নরেন্দ্র মোদি জানেন, কোনও অঙ্কেই ৪০০ আসন জেতা সম্ভব নয়। দক্ষিণ ভারত না সাথ দিলে ৩০০ অতিক্রম করাও কঠিন। উত্তর ভারতে দু’-চারটে রাজ্যে হিসেব না মিললে ২০০-র আগেই কিংবা সামান্য ওপরে থমকে যেতে পারে বিজেপির রথ। বিশদ

14th  April, 2024
আমে-দুধে মেশায় আইএসএফ এখন ‘আঁটি’
তন্ময় মল্লিক

ডুবন্ত মানুষ বাঁচার আশায় খড়কুটোকেও আঁকড়ে ধরে। একুশের নির্বাচনে সেই আশায় ডুবন্ত সিপিএম আইএসএফকে আঁকড়ে ধরেছিল। বাংলার রাজনীতিতে টিকে থাকার জন্য ব্রিগেডের জনসভায় অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীর হাতে মাইক্রোফোন তুলে দিয়েছিলেন মহম্মদ সেলিম। বিশদ

13th  April, 2024
অশ্বমেধের ঘোড়া বনাম এক নারীর লড়াই
সমৃদ্ধ দত্ত

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ৫০ বছরে পা দিল। ৫০ বছর ধরে তাঁর রাজনৈতিক ও সামাজিক উত্থান এক চমকপ্রদ ঐতিহাসিক রেফারেন্স। বিশেষত পুরুষতান্ত্রিক ভারতীয় রাজনীতিতে এক নারী হিসেবে ক্রমে শীর্ষে পৌঁছনো প্রায় বিরল। বিশদ

12th  April, 2024
ইতিহাসমেধ যজ্ঞের শেষ পরিণতি কী?
মৃণালকান্তি দাস

সদ্য ক্ষমতায় বসা নরেন্দ্র মোদি সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী তখন স্মৃতি ইরানি। ২০১৪-র অক্টোবর মাস। দিল্লির মধ্যপ্রদেশ ভবনে মন্ত্রীকে ডেকে এনে প্রায় সাত ঘণ্টা বৈঠক করেছিলেন আরএসএস নেতারা। বৈঠকে সুরেশ সোনি, দত্তাত্রেয় হোসাবোলে ছাড়াও শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত সঙ্ঘের বিভিন্ন শাখার নেতারাও উপস্থিত ছিলেন।
বিশদ

11th  April, 2024
অর্থ পরে, আগে আস্থা ফেরান মোদি
হারাধন চৌধুরী

পূর্ববর্তী দুটি লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছিলেন। এবার তাঁর প্রচারের ক্যাচলাইন ‘গ্যারান্টি’। কখনও কখনও তিনি শুধু ‘গ্যারান্টি’তেই থেমে নেই, ‘গ্যারান্টিরও গ্যারান্টি’ দিচ্ছেন! পুরো শরীরী ভাষা উজাড় করে দিয়ে প্রধানমন্ত্রী বলে চলেছেন, ‘আজ পুরা হিন্দুস্থান জানতা হ্যায়, দুনিয়া ভি মানতা হ্যায়, মোদি কি গ্যারান্টি মতলব গ্যারান্টি পুরা হোনে কি গ্যারান্টি!’
বিশদ

10th  April, 2024
ফ্যাক্টর নারীশক্তি, গ্যারান্টিও
শান্তনু দত্তগুপ্ত

জওহরলাল নেহরুর হাতে সময় যে বেশি নেই, তার আভাস অনেক আগে থেকেই পেয়েছিলেন কংগ্রেসের ‘বস’রা। তাই বছর দুয়েক ধরে নিজেদের গুছিয়ে নিতে পেরেছিলেন। বরং সময় দেননি লালবাহাদুর শাস্ত্রী। কে হবেন প্রধানমন্ত্রী? বিশদ

09th  April, 2024
বিপন্ন সাংবিধানিক নৈতিকতা
পি চিদম্বরম

দুর্নীতির অভিযোগে একজন কর্তব্যরত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার একইসঙ্গে আইনি, রাজনৈতিক এবং সাংবিধানিক সমস্যা। এটা আরও এমন একটা বিষয় যা সংবিধানের লিখিত বয়ানবহির্ভূত এবং এর সঙ্গে জড়িয়ে গিয়েছে সাংবিধানিক নৈতিকতার দিক। 
বিশদ

08th  April, 2024
ডায়মন্ডহারবারে বিজেপি’র প্রার্থী নেই কেন?
হিমাংশু সিংহ

মুখে বড় বড় কথা, লড়াই করার নেতা নেই, দমও নেই। শনিবার দুপুরে এই লেখা যখন লিখছি তখনও ডায়মন্ডহারবারে প্রার্থীই ঘোষণা করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রণেভঙ্গ দিয়েছেন সিপিএমের মদতপুষ্ট নৌশাদ সিদ্দিকিও। বিশদ

07th  April, 2024
বেলাগাম হও, নম্বর বাড়াও
তন্ময় মল্লিক

‘বিধায়কের সম্পত্তির সঙ্গে উপার্জনের কোনও সঙ্গতি নেই। তার হিসেব আমার কাছে এসে গিয়েছে। কীভাবে এত সম্পত্তি, তা নিয়ে তদন্ত শুরু হবে। তিনি হয়তো তিহারে যেতে পারেন। এই হুঁশিয়ারির পর বিধায়ক যদি চুপ করে যান তাহলে আমাদের কিছু বলার নেই।’ বিশদ

06th  April, 2024
ইতিহাসের তর্ক বিতর্ক: সর্বনাশ কিন্তু বাঙালিরই
সমৃদ্ধ দত্ত

আমরা সবথেকে কী পেতে ভালোবাসি? ধনসম্পত্তি, প্রশংসা এবং সমর্থন। ধনসম্পত্তি, অর্থাৎ টাকাপয়সা সম্পদ পেলে আনন্দ হয়। প্রশংসা শুনলে মন খুশিতে ভরে ওঠে। আর আমাদের কথার সমর্থন পেতে পছন্দ করি আমরা। সাধারণ মানুষ অথবা ক্ষমতার শীর্ষস্তরে থাকা ব্যক্তিত্ব সকলেরই এই একইরকম মনের সুর। বিশদ

05th  April, 2024
একনজরে
দেশজুড়ে আদর্শ নির্বচনী আচরণবিধি চলছে। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ওই দিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট। কিন্তু বিতর্ক বেঁধেছে আবাস যোজনার ফর্ম পূরণকে কেন্দ্র করে। ...

রাজ্য ও রাজ্যপালের সংঘাতে মধ্যস্থতা করতে ইউজিসি প্রাক্তন চেয়ারম্যান, নিয়েপা’র অধ্যাপক এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রাক্তন ভাইস চেয়ারম্যানদের নিয়ে নাগরিক কমিশন গঠিত হল। ...

একদিকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেশব মহারাজরা। মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে স্পিনারদের লড়াই আকর্ষণীয় ...

নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জেতাতে হবে বলে তৃণমূল নেতাদের সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হলদিয়ায় একটি হোটেলে তমলুক লোকসভার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্ম বা গৃহক্ষেত্রে অশান্তি মনঃকষ্ট হতে পারে। পেশাদারী কর্মে সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কণ্ঠ দিবস
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে
১৮৫০:  মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর মৃত্যু
১৮৫৩: প্রথম ট্রেন চলল সাবেক বোম্বাইয়ের ভিক্টোরিয়া থেকে থানে পর্যন্ত
১৮৬৭: উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইটের জন্ম
১৮৮৯: অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্ম
১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
১৯৫১: লেখক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু
১৯৬৬: শিল্পী নন্দলাল বসুর মৃত্যু
১৯৭৮: অভিনেত্রী লারা দত্তর জন্
১৯৮৭: বিশিষ্ট অভিনেতা বিকাশ রায়ের মৃত্যু
২০২১: পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকির মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৭ টাকা ৮৪.০৬ টাকা
পাউন্ড ১০২.৭৫ টাকা ১০৫.৩৮ টাকা
ইউরো ৮৭.৭৪ টাকা ৯০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী ২০/১৫ দিবা ১/২৫। পুষ্যা নক্ষত্র ৫৯/৫৩ শেষ রাত্রি ৫/১৬। সূর্যোদয় ৫/১৯/২৪, সূর্যাস্ত ৫/৫৩/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। রাত্রি ৬/৪০ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/৩০ গতে ৩/১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৫ মধ্যে। কালরাত্রি ৭/১৯ গতে ৮/৪৫ মধ্যে। 
৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী অপরাহ্ন ৪/২৮। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/২৩। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৫/৫৫। অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৯ মধ্যে ও ১/১২ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৬ মধ্যে। 
৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: কেকেআরকে ২ উইকেটে হারাল রাজস্থান

11:51:57 PM

আইপিএল: ৫৫ বলে সেঞ্চুরি বাটলারের, রাজস্থান ২২১/৮ (১৯.২ ওভার), টার্গেট ২২৪

11:37:08 PM

আইপিএল: ০ রানে আউট বোল্ট, রাজস্থান ১৮৬/ ৮(১৭.৩ ওভার), টার্গেট ২২৪

11:27:00 PM

আইপিএল: ২৬ রানে আউট পাওয়াল, রাজস্থান ১৭৮/৭(১৬.৫ ওভার), টার্গেট ২২৪

11:19:00 PM

আইপিএল: ৩৬ বলে হাফসেঞ্চুরি বাটলারের, রাজস্থান ১৩৬/৬ (১৪.৩ ওভার), টার্গেট ২২৪ (বিপক্ষ কেকেআর)

11:18:52 PM

আইপিএল: ০ রানে আউট হেটমায়ার, রাজস্থান ১২১/৬ (১২.২ ওভার), টার্গেট ২২৪ (বিপক্ষ কেকেআর)

11:04:22 PM