Bartaman Patrika
সম্পাদকীয়
 

অর্থনীতিতে দরকার নতুন উদ্যম 

বাংলায় একটা প্রবাদ আছে। সেটা হল, ‘যত গর্জায় তত বর্ষায় না’। অর্থনীতি নিয়ে মোদি সরকারের আপাত একটা নাস্তানাবুদ ভাব নজরে পড়ছে বটে, কিন্তু সরকার সেটা স্বীকার করছে না। উল্টে এমন একটা গপ্পো মাঝে মাঝেই শোনাচ্ছে যে মনে হচ্ছে দেশ অর্থনীতিতে বিরাট এক জায়গায় পৌঁছে যাবে। আসলে সবটাই সরকারের কাগুজে গল্প। পেটোয়া অর্থনীতিবিদদের দিয়ে প্রচার করে চলেছে। আর যাঁরা প্রকৃত স্বরূপটা বুঝতে পারছেন, তাঁরা মানে মানে সরে পড়ছেন। রঘুরাম রাজন, উর্জিত প্যাটেল, বিরল আচার্য, অরবিন্দ সুব্রহ্মণ্যম-রা কেন পদ ছেড়ে একে একে চলে যাচ্ছেন, এটা অবশ্যই ভাবার বিষয়। সরকার একদিকে পাঁচ লক্ষ কোটি টাকার অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে আর অন্যদিকে দেশের শিল্পের ‘একে একে নিভিছে দেউটি’ অবস্থা।
একদিকে অবাধে ঋণ নেওয়ার নামে অবাধে ব্যাঙ্ক লুট হয়েছে বলে অভিযোগ তো আছেই। অন্যদিকে শিল্প ক্রমেই মুখ থুবড়ে পড়ছে। দুঃখী মানুষের দুঃখ ভোলার একটা মহৌষধি হল সুরাপান। তেমনই ভেঙে পড়া অর্থনীতি ভোলার পথ হল কড়া দেশাত্মবোধ। কিন্তু অর্থনীতির বেহাল অবস্থার কারণগুলি নিত্য আমাদের গায়ে কাঁটা ফোটাচ্ছে যে! প্রতিদিন বাজারে গেলে যে সরাসরি আঁচ আমাদের গায়ে লাগছে, তা কীভাবে ভোলা যাবে!
এই অর্থনীতি বিষয়টি অনেকের থেকেই যে মনমোহন সিং ভালো বোঝেন, এ নিয়ে মুখে না মানলেও মোদি সরকারের সমর্থকরা পর্যন্ত মনে মনে স্বীকার করেন। মনমোহন সিং কংগ্রেসের নেতা। তিনি এই অর্থনীতির বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাঁর কথাগুলি শুনলেই বোঝা যায়, রাজনৈতিক সুর সেখানে খুব বেশি নেই। বরং একজন অভিজ্ঞ অর্থনীতিবিদের আশঙ্কাই সেখানে ধ্বনিত হয়েছে। যে আশঙ্কা থেকে একদিন উর্জিতরা মানে মানে সরে পড়েছেন।
মনমোহন এই অর্থনীতিকে বলেছেন ‘ম্যানমেড ব্লান্ডার্স’। অর্থাৎ স্বাভাবিক পতন এটা নয়। ব্যক্তির ভুলনীতির কারণেই এই পতন। একে একে কারণগুলি তিনি উল্লেখ করেছেন। একদিকে বলেছেন নোটবন্দির কথা এবং অন্যদিকে বলেছেন তাড়াহুড়ো করে জিএসটি চালু করা। সত্যিকথা বলতে কী, নোটবন্দির সুফল আমরা এখনও চোখে দেখিনি। সেই প্রক্রিয়ার সুফলের আঁচ পেতে আর কতদিন লাগবে, আমরা জানি না! আমরা কেউই জানি না। শুধু জানি, আমাদের চারপাশের আলো ক্রমশ কমে আসছে। কোথায় পা রাখব আমরা? সর্বত্রই মন্দা দশা। গাড়ি-শিল্পে ভয়ঙ্কর মন্দা। মানুষের হাতে টাকা আছে কিনা, সেটা বুঝিয়ে দেয় গাড়ি-শিল্প। গত কয়েকমাসে অটোমোবাইল শিল্পে সাড়ে তিন লক্ষ কর্মী ছাঁটাই হয়েছে। একে কর্মসংস্থান নেই, তার উপর সর্বত্র কর্মীছাঁটাইয়ের আশঙ্কা দেখা যাচ্ছে। শিল্প এবং কৃষি দুটি ক্ষেত্রেই সঙ্গীন অবস্থা। কৃষি উৎপাদনের হার যথার্থ নয়। চাষিরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না। গ্রামীণ মানুষের আয় কমছে। আর্থিক বৃদ্ধির হার যেভাবে কমেছে, তাতে আশঙ্কাটা অমূলক নয়।
এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক থেকে সরকার যেভাবে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা তুলে নিয়েছে, তারও সমালোচনা করেছেন মনমোহন। তিনি বলেছেন, এই টাকা তুলে নেওয়ার অর্থ দেশের আর্থিক অবস্থা সামাল দিতে সরকারের নাজেহাল অবস্থা। এভাবে অর্থনীতিকে মজবুত করা যায় না। তার পৃথক উপায় রয়েছে। সেই পথের শরিক হয়ে সরকারকে দেশের অর্থনীতি চাঙ্গা করার পরামর্শ দিয়েছেন তিনি।
একদিকে অর্থনীতিবিদদের ভাষ্য আমরা প্রতিদিন শুনছি। কেউ বলছেন, ‘গেল গেল’। আবার কেউ বলছেন, ‘আহাহা এমন অপূর্ব অর্থনীতি দেশ আগে কখনও দেখেনি’। মানুষ এসব সূচক, জিডিপি বোঝে না। কিন্তু নিত্যদিন সে ভালো আছে কিনা, সেটা সে বোঝে। পকেটে তার টান পড়ছে কিনা সেটা সে বোঝে। আমাদের হরিপদ কেরানির জীবনে একটা কয়েনের মূল্য অনেক। সেটাকে যতটা কাজে লাগানো যায় ততই মঙ্গল। আমরা ওই কয়েনের লেনদেন থেকেই বাজারের ভালোমন্দ বিচার করতে সক্ষম। তাতে বোঝা যাচ্ছে আমরা তেমন ভালো নেই। কিন্তু ভালো হওয়া দরকার। রাজনীতির সংকীর্ণতা মুছে ভালো দেশ গড়াই তো সকলের লক্ষ্য। সেখানে দেশের নিরাপত্তার জন্য যেমন অস্ত্র কেনা দরকার, সীমান্তে সুরক্ষা দরকার, প্রতিবেশী দেশকে সমঝে দেওয়া দরকার, তেমনই দরকার মজবুত অর্থনীতি। দরকার দেশের প্রতিটি মানুষকে ভালো রাখার সুষ্ঠু পরিকল্পনা। এখনও তেমন দেরি হয়নি। ‘ম্যানমেড ব্লান্ডার’ সত্যিই যদি হয়ে থাকে, তবে তাকে কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সুবুদ্ধিই আমরা কামনা করি। মনমোহনের সিংয়ের বক্তব্যে যেটুকু রাজনৈতিক সুর আছে, সেটুকু ছেঁটে ফেলার পরও যে আর্জিটুকু পড়ে থাকে, সেটাই সত্য হোক। আসুন, অর্থনীতির হাল ফেরাতে সকলে মিলে উদ্যোগী হই। দলমতনির্বিশেষে উদ্যোগটুকু দরকার। দেশের স্বার্থে। নতুন দিনের লক্ষ্যে।  
03rd  September, 2019
উপভোক্তার সচেতনতা

বাংলার আবাস যোজনা, যা গ্রামবাংলার রূপটাই বদলে দিতে পারে। কাঁচামাটির বাড়িতে বসবাসের ঝুঁকি কাটাতে তৈরি করা হচ্ছে পাকাবাড়ি। বাড়ি তৈরির এই প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ টাকা আর রাজ্যের টাকা বাকি ৪০ শতাংশ। গত অর্থবর্ষেও বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যে ৫ লক্ষ ৮৬ হাজার বাড়ি তৈরি হয়েছে।
বিশদ

একশো দিনের কাজ ও নয়া সঙ্কট 

একসময় যে ১০০ দিনের কাজকে ঘিরে গ্রাম বাংলার অর্থনীতিতে লক্ষণীয় পরিবর্তন এসেছিল, সেই প্রকল্পই এখন রাজনীতির আঙিনায় চর্চার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। লোকসভা ভোটে রাজ্যে বিজেপির অভাবনীয় উত্থানের পর থেকেই বিবদমান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তলে তলে অস্ত্রে শান দিচ্ছে একে অন্যকে ঘায়েল করার জন্য।
বিশদ

10th  September, 2019
অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে

গাড়ি শিল্পে ‘রক্তক্ষরণ’ অব্যাহত। নাগাড়ে গাড়ি বিক্রি কমছে। কোপ পড়ছে কাজে। গাড়ি শিল্পে ইতিমধ্যে ৩.৫ লক্ষ কাজ খুইয়েছে। এই অবস্থায় শিল্প মহলের হুঁশিয়ারি, অবস্থার উন্নতি না-হলে আরও কর্মী চাকরি হারাবেন। দেশে গাড়ি শিল্পের বৃদ্ধির ছবিটা প্রায় মুছে যাওয়ার মুখে। বাধ্য হয়ে উত্তর ভারতে মানেসর ও গুরুগ্রামের কারখানা দুটি দু’দিন বন্ধ রাখার কথা জানিয়েছে মারুতি-সুজুকি।
বিশদ

09th  September, 2019
প্লাস্টিকের বিষ

 মার্চ মাসের ঘটনা। ফিলিপিন্সে একটি তিমির দেহ পাওয়া গিয়েছিল। যার পেটে পাওয়া গিয়েছিল ৮৮ পাউন্ড প্লাস্টিক বর্জ্য। প্রশান্ত মহাসাগরের নীচে মারিয়ানা ট্রেঞ্চ। যার তল পর্যন্ত পৌঁছনোর অনেক আগেই আলোর গতিপথ শেষ হয়ে যায়। যেখানে আস্ত মাউন্ট এভারেস্ট ঢুকে যাওয়ার পরও জায়গা থেকে যাবে।
বিশদ

08th  September, 2019
বাজি: সতর্ক হওয়ার সময়

আমাদের দেশে শারদোৎসবের ঢাকে কাঠি পড়ার আগেই বেআইনি বাজি কারখানা নিয়ে উদ্বেগ আশঙ্কা দেখা দিচ্ছে। ফের একবার পাঞ্জাবের বাটালায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রায় ২৩ জনের মৃত্যু হয়েছে। জখমও হয়েছেন বহু মানুষ। যাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হয়তো মৃত্যু না হলেও কাউকে হয়তো বাকি জীবনটা পঙ্গু হয়ে থাকতে হতে পারে।
বিশদ

07th  September, 2019
কঠোরতর ইউএপিএ এবং

মোদি সরকার মনে করে, ২৬/১১ মুম্বই হামলার জন্য দায়ী কংগ্রেসের ভোটব্যাঙ্কের সঙ্কীর্ণ রাজনীতি। আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) সংশোধনী সংসদে পাশ হয়েছে মাসাধিককাল আগে। সংশোধনী বিলটি পেশ করামাত্র কংগ্রেস এবং তার সহযোগী একাধিক দল বিলটির বিরোধিতা করেছিল।
বিশদ

06th  September, 2019
নিরাপদ মেট্রো রেলই ভবিষ্যৎ

কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ব্রিটিশ ভারতেরও রাজধানী ছিল কিছুকাল। শতবর্ষ আগেই ঘুচে গিয়েছে সেই কৌলীন্য। তবু আজ পূর্ব ভারতের প্রধান নগরী। শিল্প-বাণিজ্য শিক্ষা-সংস্কৃতির অন্যতম সেরা পীঠস্থান। এসবের টানে সারা দেশের রুচিশীল মানুষের উল্লেখযোগ্য সমাবেশ ঘটেছে কলকাতায়—যা দিল্লি, মুম্বইয়ের সঙ্গেই তুলনীয়। 
বিশদ

05th  September, 2019
  অপুষ্টি নির্মূল করতেই হবে

 অপুষ্টি আর অশিক্ষা দুটোই গুরুতর সমস্যা। দেশের গরিবগুর্বো পরিবারই মূলত এই সমস্যায় ভোগে। কখনও-বা অপুষ্টিজনিত কারণে শিশুমৃত্যুর মতো দুঃখজনক ঘটনাও ঘটে যায়। তা নিয়ে সাময়িক হইচই। তারপর আবার সবই ধামাচাপা পড়ে যায়। তবে, যে-কোনও জনকল্যাণকামী রাষ্ট্রের দায়িত্বই হল—এই দুটি সমস্যা দূর করা।
বিশদ

04th  September, 2019
সরকারের যুক্তিপূর্ণ আচরণ কাম্য 

অসমের জন্য প্রথম এনআরসি লিস্ট প্রকাশ করা হয় ১৯৫২ সালে। সেই তালিকার হালফিল চেহারাটা কী, তা জানার জন্য ২০১৩ সালে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নতুন করে প্রক্রিয়া শুরু হয়। বিপুল সংখ্যক কর্মী নামিয়ে এবং বিপুল অর্থে এই দুরূহ কাজটি শেষ করার লক্ষ্য স্থির করা হয়।  বিশদ

02nd  September, 2019
বাজার চাঙ্গা না হলেই বিপদ 

অর্থনীতিতে সঙ্কটের নয়া অধ্যায়। কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানিয়ে দিয়েছে, চলতি আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার নেমে গিয়েছে ৫ শতাংশে। তার আগের ত্রৈমাসিকে যা ছিল ৫.৮ শতাংশ। অথচ, ২০১৮ সালের ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ।  
বিশদ

01st  September, 2019
মোবাইল যন্ত্রণা

মুঠোর মধ্যে দুনিয়া। তার নাম মোবাইল ফোন। টেলিগ্রামের যুগকে প্রাগৈতিহাসিক যুগে ফেলে এসে এখন যে কোনও বয়সি, যে কোনও আর্থিক বৃত্তে থাকা মানুষের হাতে জ্বলজ্বল করছে মোবাইল। সংযোগ-দুনিয়ায় আমূল এই বিপ্লবের পরেও কথা বলতে গিয়ে পদে পদে হোঁচট খেতে হচ্ছে।
বিশদ

31st  August, 2019
সবার মত নিয়ে চলুক সরকার

মনমোহন সিংয়ের অর্থনীতি দেশকে ডুবিয়ে দিচ্ছে আওয়াজ তুলে ২০১৪-র ভোটে দেশবাসীর সমর্থন পক্ষে এনেছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হয়ে মোদিজি বলেছিলেন, ইউপিএ জমানার সমস্ত ভুল শুধরে দেশকে অর্থনৈতিক প্রগতির সত্যিকার দিশা দেখাবেন। তাঁর সরকারের বক্তব্য ছিল, দেশের আর্থিক দুর্গতির মূল কারণ বিপুল পরিমাণ কালো টাকা।
বিশদ

30th  August, 2019
ট্রাফিক: সচেতনতা বৃদ্ধিই জরুরি

 ট্রাফিক পুলিসের একাংশের জুলুমবাজি এবং তোলাবাজির অভিযোগ নতুন নয়। সম্প্রতি দীঘার প্রশাসনিক বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে নিজে সোচ্চার হওয়ায় স্বাভাবিক কারণেই তা নিয়ে নতুন করে হইচই শুরু হয়েছে। বিশদ

29th  August, 2019
ভাবমূর্তি স্বচ্ছ করতেই হবে

 ভাবমূর্তি স্বচ্ছ করতে হবে। জয় করতে হবে মানুষের মন। বাড়াতে হবে জনসংযোগ। ২০২১-এর নির্বাচনকে পাখির চোখ করে শক্ত জমি তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপিও। যে যার মতো করে শুরু করেছে ‘দিদিকে বলো’ বা ‘দাদাকে জানানোর জন্য চা চক্র কর্মসূচিও।
বিশদ

28th  August, 2019
পৃথিবীর ফুসফুস জ্বলছে

প্রাণের জন্য হৃদযন্ত্র এবং ফুসফুসের মধ্যে কে বড়? এই প্রশ্নের কোনও মীমাংসা হয় না। এই দুটির একটি বিকল হলে অন্যটিকে সচল রাখা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ দুটিকেই একসঙ্গে ক্রিয়াশীল রাখা জীবনের শর্ত। এখন প্রসঙ্গ ফুসফুস। ফুসফুস বিগড়ে গেলেই আমাদের ত্রাহি মধুসূদন অবস্থা হয়। আমরা হাঁপাতে থাকি। সব কাজ করার সামর্থ্য রহিত হয়ে আসে।
বিশদ

27th  August, 2019
বন্ধুত্বপূর্ণ লড়াই চলুক সারা দেশে 

প্রথম বার কেন্দ্রীয় বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন যে ২০২৪-২৫ অর্থবর্ষের ভিতর ভারতকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির (জিডিপি) দেশে উন্নীত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার। তার ফলে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গুরুত্বলাভ করবে।   বিশদ

26th  August, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেএমবির অন্যতম বড় মাথা আসাদুল্লাহকে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মঙ্গলবার ভোররাতে চেন্নাইয়ের একটি বাড়ি থেকে ধরা হয়েছে তাকে। ভুয়ো পরিচয় দিয়ে সে এখানে বাড়ি ভাড়া নিয়েছিল। তার কাছ থেকে মিলেছে একটি মোবাইল ফোন, ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ছিল মহরম। তাই সোমবার সন্ধ্যাতেই রেফারি দীপু রায়ের রিপোর্ট চেয়ে পাঠান আইএফএ সচিব। তিনি সাড়ে দশটা পর্যন্ত ছিল দপ্তরে। পুলিসের গাড়িতে ...

ইসলামাবাদ, ১০ সেপ্টেম্বর (পিটিআই): আল-আজিজিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আবেদনের শুনানির জন্য দুই সদস্যের বেঞ্চ গঠন করল ইসলামাবাদ হাইকোর্ট। পাক সংবাদপত্র ‘ডন’-এর দাবি, বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মহসিন আখতার কিয়ানির ওই বেঞ্চে ১৮ সেপ্টেম্বর থেকে শুনানি শুরু ...

সংবাদদাতা, মালবাজার: মাত্র দেড় মাসের মধ্যে একটি অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল মাল থানার পুলিস। গোপন সূত্রে পাওয়া খবরের ওপর ভিত্তি করে মাল পুলিসের একটি দল সুদূর পাঞ্জাব থেকে উদ্ধার করল অপহৃত নাবালিকাকে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬২- মার্কিন ছোট গল্পকার ও হেনরির জন্ম
১৮৯৩- শিকাগোর ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক বক্তৃতা করেন
১৯০৮- বিপ্লবী বিনয় বসুর জন্ম
১৯১১- ক্রিকেটার লালা অমরনাথের জন্ম
২০০১- নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এবং পেন্টাগনে বিমান হানায় অন্তত ৩ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৮৪ টাকা ৭২.৫৪ টাকা
পাউন্ড ৮৬.৪২ টাকা ৮৯.৫৯ টাকা
ইউরো ৭৭.৫৭ টাকা ৮০.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
10th  September, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,২৬৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ ভাদ্র ১৪২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ত্রয়োদশী ৫৯/১৩ শেষ রাত্রি ৫/৭। শ্রবণা ২১/২৫ দিবা ১/৫৯। সূ উ ৫/২৫/৩১, অ ৫/৪১/৩৮, অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ৯/৩০ গতে ১১/৮ মধ্যে পুনঃ ৩/১৩ গতে ৪/৫১ মধ্যে। রাত্রি ৬/২৮ মধ্যে পুনঃ ৮/৪৯ মধ্যে পুনঃ ১/৩১ গতে উদয়াবধি, বারবেলা ৮/২৯ গতে ১০/১ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/৫ মধ্যে, কালরাত্রি ২/৩০ গতে ৩/৫৮ মধ্যে।
২৪ ভাদ্র ১৪২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ত্রয়োদশী ৫৮/৩৭/১১শেষরাত্রি ৪/৫১/৫৭। শ্রবণা নক্ষত্র ২৪/৫৬/২৬ দিবা ৩/২৩/৩৯, সূ উ ৫/২৫/৫, অ ৫/৪৩/৪৫, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৯/৩১ গতে ১১/১০ মধ্যে ও ৩/১৮ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ৬/৩৩ গতে ৮/৫৩ মধ্যে ও ১/৩১ গতে ৫/২৫ মধ্যে, বারবেলা ১১/৩৪/২৫ গতে ১/৬/৪৫ মধ্যে, কালবেলা ৮/২৯/৪৫ গতে ১০/২/৫ মধ্যে, কালরাত্রি ২/২৯/৪৫ গতে ৩/৫৭/২৫ মধ্যে। 
 ১১ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। বৃষ: পারিবারিক অশান্তির ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৬২- মার্কিন ছোট গল্পকার ও হেনরির জন্ম১৮৯৩- শিকাগোর ধর্ম সম্মেলনে ...বিশদ

07:03:20 PM

রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া মোটর ভেইকেলস আইন 
রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া মোটর ভেইকেলস আইন। আজ ...বিশদ

06:41:55 PM

এবার রেল স্টেশনেও নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক
এবার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে আর প্রবেশ করা যাবে না ...বিশদ

04:56:20 PM

কৈখালিতে গাড়ির ধাক্কায় মৃত যুবক 

04:17:00 PM

কলেজে ভর্তিতে দুর্নীতি রুখতে জেলায় সাহায্য কেন্দ্র খুলবে সরকার 
ভর্তি প্রক্রিয়া বেশ কিছু বছর ধরে অনলাইনেই চলছে। তবুও দুর্নীতি ...বিশদ

03:56:24 PM