Bartaman Patrika
সম্পাদকীয়
 

বাংলার দিল্লি-ভাগ্য

স্বাধীনতা আন্দোলনে দেশকে নেতৃত্ব দিয়েছে বাংলা। বাংলার রেনেসাঁ শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি ধর্ম ও সমাজসংস্কার থেকে জীবনের নানা ক্ষেত্রে পথ দেখিয়েছে সারা ভারতকে। এবং, বাংলার এই অবদান এতটাই স্পষ্ট এখনও যে কারও পক্ষেই তা অস্বীকার করা সম্ভব হয়নি। ভারতের এবং বহির্ভারতের একটি নামী প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর যেখানে এক বা একাধিক বঙ্গসন্তান বিশেষ সাক্ষ্য রাখছেন না। আমরা গর্বের সঙ্গে স্মরণ করতে পারি, সদ্য-অনুষ্ঠিত নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা বাংলার অবদানের কথা মুক্তকণ্ঠে উচ্চারণ করেছেন। আর বাঙালির আক্ষেপটাও এখানে—সবকিছু দিয়েও জাতীয় স্তরে বাংলা এক উপেক্ষিত মাটি। বাংলা শুধু দেবে, পরিণামে পাবে যাবতীয় উপেক্ষা বঞ্চনা। পরাধীন ভারতে বাঙালি ছিল ইংরেজ রাজশক্তির তীব্র বিরোধী। স্বাধীনতা উত্তরকালে সেই বাঙালির রাজনীতি বস্তুত আবর্তিত হচ্ছে কেন্দ্রের বিরোধিতাকে সম্বল করে। বাঙালির প্রথম ক্ষোভ, তাদের নয়নের মণি নেতাজি এক চির উপেক্ষিত নায়ক। যাঁকে বাঙালি রাষ্ট্রপ্রধানের আসনে দেখার স্বপ্ন দেখত সেই তিনি অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়েছেন বলে অনেকে মনে করে। বাঙালিদের একটা বড় অংশ বিশ্বাস করে, আজ ভারতে এত যে অনাচার দুর্নীতি ও নানাবিধ বৈষম্য—নেতাজি একটিবার শাসনক্ষমতা পেলে তা হতে পারত না। বাস্তবে কী হতো অথবা হতো না তা নিয়ে তর্কের অবকাশ থাকলেও বঙ্গজনের নেতাজি-প্রীতি কিন্তু অকৃত্রিম। রাজনীতিতে আর-এক দাপুটে বঙ্গসন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক শ্রেণীর রাজনীতিকের চরম ষড়যন্ত্রের শিকার বলেই সন্দেহ করে বাঙালিদের একটি অংশ। তাঁর অকালমৃত্যুর ঘটনাটি আজও রহস্যে মোড়া।
ভারতের কেন্দ্রীয় সরকারে সবচেয়ে বেশিদিন ছিল কংগ্রেস। তাই বাঙালির এই কেন্দ্র-বিরোধিতার কেন্দ্রেও কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্ব। মার্কসবাদী কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর উত্থান এবং বাংলার মসনদে সুদীর্ঘকাল তাঁর সপ্রতাপ বিচরণের পুঁজি ছিল কেন্দ্র এবং কংগ্রেস নেতৃত্বের চরম বিরোধিতা। কংগ্রেসের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পিছনেও ছিল দিল্লি-বিরোধিতার আগুন। বাংলার অগ্নিকন্যা হিসেবে তিনি তৃণমূল প্রতিষ্ঠা করেন এবং সিপিএম সরকারকে বাংলাছাড়া করে দেওয়ার এক ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে ফেলেন। বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে কেন্দ্রের, বিশেষ করে, মোদি সরকারের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত সবচেয়ে আপসহীন ব্যক্তিত্ব। বাঙালির আর এক আক্ষেপ, প্রণব মুখোপাধ্যায় কংগ্রেসের ভিতর যোগ্যতর ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তাঁকে কোনোদিন প্রধানমন্ত্রী করা হয়নি। সুযোগ একাধিকবার উপস্থিত হওয়া সত্ত্বেও তাঁকে প্রতিবার বঞ্চনা করা হয়েছে। প্রণববাবুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে কংগ্রেস হাইকম্যান্ড বাঙালির দুধের স্বাদ ঘোলে মেটাবার চেষ্টা করেছে বহুদিন পর। কিন্তু তাতে কংগ্রেসের কিছুমাত্র লাভ হয়নি, কংগ্রেস-বিরোধিতার বীজটি বাঙালির অস্থিমজ্জায় প্রোথিত হয়ে গিয়েছে কংগ্রেস নেতৃত্বেরই সৌজন্যে।
বাঙালির এই আক্ষেপ ক্ষোভের জায়গাটি হয়তো অনুধাবন করেছেন শ্যামাপ্রসাদের উত্তরসূরিরা। বিজেপি এবারের নির্বাচনে তাই বাংলায় প্রভাব বিস্তারের উপর বিশেষ জোর দিয়েছে। পশ্চিমবঙ্গবাসীর মন জয়ের জন্য নানাভাবে চেষ্টা করেছেন স্বয়ং নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। তাঁরা লাগাতার বাংলার মানুষের দোরে দোরে এসে পৌঁছেছেন। ভোটে তাঁরা যে অপ্রত্যাশিত ফললাভ করেছেন তাতে ওই উদ্যোগেরই সফল প্রতিফলন দেখছে মানুষ। ২০১৪-র ২ থেকে বিজেপি এবার একলাফে ১৮, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ২২ থেকে মাত্র ৪ কম! মোদিজির প্রত্যাশার ঝুলি ছাপিয়ে দেওয়ার ফলে বাংলার মানুষেরও এবার বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে এই সরকারের কাছে। জল্পনা চলছিল বাংলা থেকে ক’জন মন্ত্রী হবেন, কে কোন গুরুত্বপূর্ণ দপ্তর পাবেন ইত্যাদি। কিন্তু, শুক্রবার দিল্লিতে শপথগ্রহণ শেষে বাঙালি বস্তুত হতাশ। মোদিজির প্রথম মন্ত্রিসভায় দু’জন রাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলা থেকে। অর্থাৎ বাংলা দু’জন এমপি দিয়ে দু’জন মন্ত্রী পেয়েছিল। এবার ১৮ ‌জন এমপি দিয়েও বাড়তি কিছু পেল না! পুরনো মুখ বাবুল সুপ্রিয় এবারও রাষ্ট্রমন্ত্রী। গতবারের সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জায়গায় এবার আর-এক জন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী। বিজেপির ঘোষিত লক্ষ্য হল—২০২১-এ বাংলার মসনদ দখল করা। বাংলার প্রতি দিল্লির বঞ্চনা উপেক্ষার পরম্পরা অক্ষুণ্ণ রেখে বাঙালির মন জয় কতটা বাস্তবসম্মত সেটা মোদিজিকেই ভেবে দেখতে হবে। প্রশ্নটা অবশ্য শুধু মন্ত্রীর সংখ্যা বৃদ্ধি নয় বাংলার সার্বিক উন্নয়নেও মোদি সরকারের সবিশেষ তৎপরতা ও সাফল্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় এবার বাংলা। ২০২১-এর লড়াইটা কিন্তু ২০১৯-এর চেয়ে অনেক কঠিন। এবার লড়াইটা হতে চলেছে উন্নয়ন বনাম উন্নয়নের।
01st  June, 2019
মানুষের সঙ্গে, মানুষের পাশে 

হাতে আর খুব বেশি সময় নেই। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জিতে ফিরতে হলে যেখানে যা ঘাটতি আছে তা পূরণ করার কাজ এখনই শুরু করা দরকার। এবারের লোকসভা নির্বাচনে শতকরা হিসেবে ভোটের হার তৃণমূলের না কমলেও এই রাজ্যে বহু মানুষের মধ্যে বিজেপিকে সমর্থনের প্রবণতা যে দেখা দিয়েছে তা অস্বীকার করার নয়।  বিশদ

বন্ধ হোক খুনোখুনি, রক্তপাত

রাজনীতি মানে তো নীতির রাজা। অর্থাৎ যে নীতি শুধুই মানুষের কল্যাণ করবে। যে নীতির মধ্যে থাকবে না আগ্রাসী ও দখলদারী মনোভাব। সেই নীতিতে হিংসার কোনও স্থান নেই। কিন্তু সময় বদলে গিয়েছে। এখন রাজনীতি মানে রাজার নীতি। রাজাই হলেন সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি। তিনি যা মনে করবেন, সেটাই হবে।
বিশদ

11th  June, 2019
ব্যাঙ্ক জালিয়াতিতেও রেকর্ড!

 টাকা অরক্ষিত রাখলে লুট হতে পারে—একথা কে না জানেন। তাই ক্রমাগত কমতে থাকা সুদের হার সত্ত্বেও আমাদের গচ্ছিত টাকা রাষ্ট্রের নির্ধারিত সিন্দুকেই রাখি, শুধুমাত্র নিরাপত্তার সুবন্দোবস্তের কথা মাথায় রেখে। সেই রাজকোষই যদি চুরি হয়ে যায়, তার দায় নেবে কে?
বিশদ

10th  June, 2019
মোদির বিদেশ কূটনীতি

একটা দেশ প্রভাকরণ জমানার পর চলতি বছর ইস্টারে সন্ত্রাসের পুনর্জন্মের সাক্ষী হয়েছে। জঙ্গি হামলায় প্রায় আড়াইশো নিরপরাধ মানুষের মৃত্যুর পর তার রেশ কাটিয়ে এখনও বেরতে পারেনি তারা। শ্রীলঙ্কা। আর একটা দেশ কয়েক বছরের রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে ফের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক স্তরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মালদ্বীপ।
বিশদ

09th  June, 2019
সম্মান ফিরে পেলেও দেওয়ালের লিখন পড়তে পারছেন রাজনাথ

 ব্যাপক শোরগোল ও বিতর্কের পর আপাতত নিজের গুরুত্ব কিছুটা হলেও ফিরে পেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার বেলা গড়াতেই রটে যায় অমিত শাহের গুরুত্ব বাড়াতে এবং নরেন্দ্র মোদির যোগ্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করতে মন্ত্রিসভার সঙ্গে সম্পর্কযুক্ত আটটি কমিটিতেই তাঁকে স্থান দেওয়া হয়েছে।
বিশদ

08th  June, 2019
ফকির পাকিস্তানের ছদ্মবেশ

ভারতের বিরুদ্ধে একনাগাড়ে মহড়া যুদ্ধ, জঙ্গি তালিম, তাদের আশ্রয়দান ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিক ও সামরিক সাহায্যদানের খয়রাতি চালাতে গিয়ে খেয়ালই নেই যে জাতীয় অর্থনীতির জাহাজ পাহাড়ে ধাক্কা খেয়ে ফুটো হয়ে গিয়েছে।
বিশদ

07th  June, 2019
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি

শিল্প-বাণিজ্য ক্ষেত্রে ক্রেডিট রেটিং একটি গুরুত্বপূর্ণ কথা। ঋণগ্রহণ এবং ঋণদান বা অর্থলগ্নি বাণিজ্যের একটি বড় দিক। সব ধরনের বাণিজ্যিক সংস্থাকেই ঋণ ব্যবস্থার মধ্য দিয়ে এগতে হয়। বিশদ

06th  June, 2019
রোজ হোক পরিবেশ দিবস 

আজ বিশ্ব পরিবেশ দিবস। আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে বিশ্বের সমস্ত দেশ এই দিনটি পালন করছে। এদিন ঈদের ছুটি থাকায় মঙ্গলবারই রাজ্যে সরকারিভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হল। বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষার্থে স্লোগান লেখার প্রতিযোগিতা, সচেতনতামূলক পথনাটিকা প্রভৃতি অনেক কিছুই হল।
বিশদ

05th  June, 2019
হিংসা-হানাহানি বন্ধ হোক 

বউমা তৃণমূলের সমর্থক। ভাশুর বিজেপি নেতা। পারিবারিক শান্তি বিঘ্নিত করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ই হয়ে উঠেছিল বিবাদের কেন্দ্রবিন্দু। কিন্তু তার যে পরিণতি এমন মর্মান্তিক হবে, তা কে জানত! শনিবার রাত ৮টা নাগাদ সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন বউমা শিপ্রাদেবী।  
বিশদ

04th  June, 2019
সামনে অসংখ্য চ্যালেঞ্জ, এখন কিন্তু কাজের সময়

 দীর্ঘ ভোট প্রক্রিয়ার পর কেন্দ্রে নতুন সরকার গঠিত হয়েছে। মন্ত্রিসভার শপথও সমাপন। এখন উচ্ছ্বাসকে কমিয়ে এনে কাজ করার সময়। প্রতিটি দপ্তরের মন্ত্রী তাঁদের দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু মনে রাখা দরকার, দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বিশদ

03rd  June, 2019
মন্ত্রিসভা ও সংগঠন 

যেমন শোনা গিয়েছিল, ঠিক তেমনটা হল না। নরেন্দ্র মোদি মোটেও ছোটখাটো মন্ত্রিসভায় নিজের দ্বিতীয় ইনিংসের শুরুটাকে সীমাবদ্ধ রাখলেন না। পূর্ণ ও রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে সংখ্যাটা ৫৮। বহরে বড়। চমকেও। যাবতীয় জল্পনাকে মিথ্যা প্রমাণ করে নির্মলা সীতারামনকে অর্থমন্ত্রক দিয়েছেন মোদি।  
বিশদ

02nd  June, 2019
হিংসার রাজনীতির অবসান হোক

ভোট শেষ। গণনা শেষ। বৃহস্পতিবার হল শপথগ্রহণ। কিন্তু, কিছুতেই হিংসা-রক্তপাতের শেষ হচ্ছে না। যতটুকু খবর মিলছে তাতে দেখা যাচ্ছে নির্বাচনোত্তর হিংসাত্মক ঘটনায় পশ্চিমবঙ্গই শীর্ষে থেকে যাচ্ছে। এরাজ্যে রাজনৈতিক হিংসা কিছুতেই দমন করা যাচ্ছে না। ভোটে এবার বিজেপি খুবই ভালো ফল করেছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
বিশদ

31st  May, 2019
সবাইকে নিয়েই দেশের বিকাশ

 আজ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক সৌজন্য শিষ্টাচার দেখানোর কাজটাও তিনিই শুরু করেছেন। বিপুল জনাদেশে বিজেপির ক্ষমতায় ফেরা নিশ্চিত হওয়ার দিনই তিনি বলেছিলেন, নির্বাচনী প্রচার পর্বে আমায় যে যা বলেছেন তার সবটাই ভুলে গিয়েছি।
বিশদ

30th  May, 2019
রাজনীতি কবে মানুষের হবে

কল্যাণকামী রাষ্ট্রের লক্ষ্য হল নাগরিকদের জীবনযাত্রার মান একটু উন্নত করার ব্যবস্থা করা। ভারত হল বৃহত্তম গণতন্ত্র। আমাদের রাষ্ট্রে নাগরিককল্যাণের দায়িত্ব ন্যস্ত হয়েছে নির্বাচিত সরকারের উপর। এদেশে কেন্দ্রে এবং রাজ্যে রাজ্যে সরকার তৈরি হয় বহু দলীয় নির্বাচনের মাধ্যমে।
বিশদ

29th  May, 2019
সমস্যা কাটাতে হবে তৃণমূলকেই

 শেষ পর্যন্ত বামেদের ভোট রামে চলে গিয়েছে, শুধু এই দাবি তুলে লোকসভা ভোটে আসন কমার দায় হয়তো এড়াতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। শুধু শীর্ষস্তরেই নয়, এলাকায় এলাকায় নিচুস্তরেও এক রা। ভোটের এই পাটিগণিত কেউই অস্বীকার না করলেও, এটাই যে একমাত্র কারণ নয় তা এখন দিনের আলোর মতো পরিষ্কার।
বিশদ

28th  May, 2019
বাংলায় বিজেপির জয়ের অনুঘটক লাঞ্ছিত বামেরা

ছ’বছর আগের কথা। বিজেপি তখন রাজ্যে মাথা চাড়া দিয়ে ওঠেনি। তারা তখন নেহাতই নগণ্য এক শক্তি। এ রাজ্যে তাদের নিয়ে বড় একটা চিন্তিত ছিল না শাসক দল। সকলের অলক্ষে বিজেপি টার্গেট করেছিল একদা বামদুর্গ জঙ্গলমহলকেই।
বিশদ

27th  May, 2019
একনজরে
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হয়েছেন শীলা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন এমেরিটাস শীলা গৌতম। গত ৮ জুন তিনি পরলোক গমন করেন। ১৯৭১ সালে তিনি শীলা ফোম তৈরি করেন, যা ক্রমশ সফল ব্যবসায় পরিণত হয়েছে। পাশাপাশি তিনি ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিক। ...

 দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১১ জুন: রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং আইনশৃঙ্খলার ক্রমাবনতির অভিযোগ তুলে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। ...

  নয়াদিল্লি, ১১ জুন (পিটিআই): নিজের কেন্দ্রে ‘জল সঙ্কট’ নিয়ে সরব বিজেপি এমপি মীনাক্ষী লেখি। মঙ্গলবার দিল্লির জল বোর্ডের বাইরে রীতিমতো ধর্নায় বসেন তিনি। যদিও দিল্লি সরকারের আওতায় থাকা জল বোর্ডের দাবি, ক্ষমতা অনুযায়ী জল সরবরাহ করা হচ্ছে। বিজেপি মানুষকে ...

বিএনএ, বাঁকুড়া: এনআরএসের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এদিন সকাল থেকে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক থাকলেও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। যোগাযোগ রক্ষা করে চললে কর্মলাভের সম্ভাবনা। ব্যবসা শুরু করলে ভালোই হবে। উচ্চতর ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,
১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,
১৯৫৭- পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের জন্ম,
২০০৩- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৬.৫৮ টাকা ৮৯.৮০ টাকা
ইউরো ৭৭.২১ টাকা ৮০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৯১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,২৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৩/৫০ সন্ধ্যা ৬/২৭। হস্তা ১৭/১৯ দিবা ১১/৫১। সূ উ ৪/৫৫/২০, অ ৬/১৭/৬, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে পুনঃ ১/৪৯ গতে ৫/২৩ মধ্যে। রাত্রি ৯/৫০ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ১/১২ মধ্যে, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৬ মধ্যে পুনঃ ১১/৩৬ গতে ১/১৬ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৬ মধ্যে। 
২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৫/৫৪/৩৯ রাত্রি ৭/১৭/২৫। হস্তানক্ষত্র ২০/৪৩/৩৩ দিবা ১/১২/৫৮, সূ উ ৪/৫৫/৩৩, অ ৬/১৮/৫১, অমৃতযোগ দিবা ৭/৩৮ গতে ১১/১৩ মধ্যে ও ১/৫৪ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৯/৫৪ মধ্যে ও ১২/১ গতে ১/২৫ মধ্যে, বারবেলা ১১/৩৭/১২ গতে ১/১৭/৩৭ মধ্যে, কালবেলা ৮/১৬/২২ গতে ৯/৫৬/৪৭ মধ্যে, কালরাত্রি ২/১৬/২৩ গতে ৩/৩৫/৫৭ মধ্যে। 
৮ শওয়াল 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। বৃষ: ভ্রমণ যোগ আছে। মিথুন: প্রয়োজনীয় অর্থের অভাব ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকে দিনে 
বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,১৯৫৭- পাকিস্তানের ...বিশদ

07:03:20 PM

বিশ্বকাপ: ৪১ রানে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া 

10:35:44 PM

বিশ্বকাপ: পাকিস্তান ২৩০/৭(৪০ ওভার)(টার্গেট ৩০৮) 

10:03:16 PM

 বিশ্বকাপ: পাকিস্তান ১৬০/৬(৩০ ওভার)(টার্গেট ৩০৮)

09:20:41 PM

বিশ্বকাপ: পাকিস্তান ১১০/২(২০ ওভার)(টার্গেট ৩০৮)

08:34:26 PM