Bartaman Patrika
সম্পাদকীয়
 

সমস্যা কাটাতে হবে তৃণমূলকেই

শেষ পর্যন্ত বামেদের ভোট রামে চলে গিয়েছে, শুধু এই দাবি তুলে লোকসভা ভোটে আসন কমার দায় হয়তো এড়াতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। শুধু শীর্ষস্তরেই নয়, এলাকায় এলাকায় নিচুস্তরেও এক রা। ভোটের এই পাটিগণিত কেউই অস্বীকার না করলেও, এটাই যে একমাত্র কারণ নয় তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। শুধু বামেদের ভোট নিয়ে দোষারোপ নয়, একইসঙ্গে দলের অভ্যন্তরে ‘অন্তর্ঘাতের তত্ত্ব’ এড়িয়ে গেলে তা তৃণমূলের কাছে নিজের পায়ে কুড়ুল মারার মতোই হবে। তৃণমূলকে অবশ্যই নিজের দলের অভ্যন্তর থেকে বেনোজল পরিষ্কার করার জন্য কড়া পদক্ষেপ নিতে হবে। তৃণমূল বেশ কিছু আসন খোয়ালেও তাদের ভোটের হার কিন্তু কমেনি। তবুও আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। কারণ, গত ১০ বছরে তৃণমূলকে ঘিরে বেড়েছে সুবিধাভোগীর দল। এরা সবসময়ই ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। বিজেপির উত্থানে উল্লসিত এই লোকজন, রাজনীতিক, কর্মী, সমর্থক, গুণ্ডা অনেকেই গেরুয়া শিবিরেই আশ্রয় খুঁজছেন এখন। ঠিক যেমন ভাবে ২০০৮ সালের পর থেকে তাঁরা লাল থেকে তেরঙা শিবিরে নাম লিখিয়েছিলেন বা দল ভাঙিয়ে তাঁদের দলে এনেছিলেন। এই রকম বিভিন্ন স্তরে আশ্রয় খোঁজার খেলাতেই নানা ভাগে বিভক্ত হয়েছে বাংলা। এখন বিজেপি বা নরেন্দ্র মোদিতেই আশ্রয় পেয়েছেন অনেকে। এই ভোটের ফল তাই দেখাচ্ছে।
বাম শরিক আরএসপি বহরমপুরে প্রার্থী দিলেও সিপিএম সরাসরি অধীর চৌধুরীকে সমর্থন করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল। তাই, কান্দিতে সিপিএমের ভোট অধীর পাবেন, সেটা তৃণমূল নেতৃত্ব জানতেন। কিন্তু ডেভিডের গড়েই কেন তৃণমূল পিছিয়ে থাকল? যে বুথের কর্মিসভায় অন্তত আড়াইশো তৃণমূল কর্মী থাকেন, সেখানে সেই ভোট তৃণমূল পেল না কেন? রাজ্যে তৃণমূলের নির্বাচনী বিপর্যয়ের জন্য অধিকাংশ জায়গায় বামের ভোট ঢালাও রামে যাওয়াকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করেছেন। তবুও অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর বিধানসভা ক্ষেত্রে দীনেশ ত্রিবেদীকে জয়ী করতে পারেননি বলে প্রকাশ্যে নিজের ব্যর্থতা কবুল করেছেন স্থানীয় বিধায়ক তথা মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। যদিও শুভ্রাংশুর এই বক্তব্যে সন্তুষ্ট না হয়ে তাঁকে ছ’বছর সাসপেন্ড করেছে তৃণমূল। সরাসরি অন্তর্ঘাতের অভিযোগ না আনলেও তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তে কিন্তু সেই ইঙ্গিত রয়েছে। বালুরঘাটে দলের একাংশের ভূমিকা নিয়ে তৃণমূলের পরাজিত প্রার্থী অর্পিতা ঘোষের সংশয় রয়েছে। বালুরঘাটের প্রাক্তন সাংসদের কথায়, ‘বামফ্রন্ট প্রার্থী মাত্র ৭২ হাজার ভোট পেয়েছেন। সব ভোট বিজেপিতে পাঠিয়েছে সিপিএম। তবে বিজেপি টাকা ছড়িয়েছে। সেই জন্য আমাদের দলের কেউ কেউ প্রভাবিত হয়েছেন। বিজেপিকে গোপনে সমর্থন জুগিয়েছেন।’
আদি তৃণমূল ও যুব তৃণমূলের বিভাজনে যাঁরা দলছুট হয়ে পড়েছিলেন, তাঁরাও নিজেদের রাজনৈতিক সম্মান বাঁচাতে ও সবক শেখাতে হয়তো বিজেপিতেই আশ্রয় খুঁজেছেন। ভোটের ফলেই দেখা যাচ্ছে দিকে দিকে তৃণমূলের চোরাস্রোতও কিছুক্ষেত্রে বিজেপির জয়ের অন্যতম কারণ। এই সংগঠন নিয়ে শুধু হাওয়ায় ভরসা করে একটি লোকসভা কেন্দ্র উল্টে দেওয়া মুখে কথা নয়। ‘চুপচাপ পদ্মে ছাপ’, ‘বাইরে তৃণমূল, ভিতরে বিজেপি’ স্ট্র্যাটেজিতেই ওই ব্রাত্য তৃণমূলীরা গেরুয়া শিবিরে আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ। আরও অভিযোগ, দলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে দিয়ে, পুরনো নেতাদের সাইডলাইনে ঠেলে দেওয়া হয়েছে। এসব নিয়ে এখনই সতর্ক না হলে আরও ফোপড়া হবে শাসক দলের সংগঠন। মনে রাখা দরকার, ২০১১-র বিধানসভায় বামেদের পরাজয়ের বিষয়টিও। যে পরাজয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাম সংগঠন। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তারজন্য তৃণমূলকে সজাগ থাকতেই হবে। মনে রাখতে হবে, এখানে ১৮০ আসন টার্গেট করে বাংলায় ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। হাতে কিন্তু সময় কম!
28th  May, 2019
মানুষের সঙ্গে, মানুষের পাশে 

হাতে আর খুব বেশি সময় নেই। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জিতে ফিরতে হলে যেখানে যা ঘাটতি আছে তা পূরণ করার কাজ এখনই শুরু করা দরকার। এবারের লোকসভা নির্বাচনে শতকরা হিসেবে ভোটের হার তৃণমূলের না কমলেও এই রাজ্যে বহু মানুষের মধ্যে বিজেপিকে সমর্থনের প্রবণতা যে দেখা দিয়েছে তা অস্বীকার করার নয়।  বিশদ

বন্ধ হোক খুনোখুনি, রক্তপাত

রাজনীতি মানে তো নীতির রাজা। অর্থাৎ যে নীতি শুধুই মানুষের কল্যাণ করবে। যে নীতির মধ্যে থাকবে না আগ্রাসী ও দখলদারী মনোভাব। সেই নীতিতে হিংসার কোনও স্থান নেই। কিন্তু সময় বদলে গিয়েছে। এখন রাজনীতি মানে রাজার নীতি। রাজাই হলেন সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি। তিনি যা মনে করবেন, সেটাই হবে।
বিশদ

11th  June, 2019
ব্যাঙ্ক জালিয়াতিতেও রেকর্ড!

 টাকা অরক্ষিত রাখলে লুট হতে পারে—একথা কে না জানেন। তাই ক্রমাগত কমতে থাকা সুদের হার সত্ত্বেও আমাদের গচ্ছিত টাকা রাষ্ট্রের নির্ধারিত সিন্দুকেই রাখি, শুধুমাত্র নিরাপত্তার সুবন্দোবস্তের কথা মাথায় রেখে। সেই রাজকোষই যদি চুরি হয়ে যায়, তার দায় নেবে কে?
বিশদ

10th  June, 2019
মোদির বিদেশ কূটনীতি

একটা দেশ প্রভাকরণ জমানার পর চলতি বছর ইস্টারে সন্ত্রাসের পুনর্জন্মের সাক্ষী হয়েছে। জঙ্গি হামলায় প্রায় আড়াইশো নিরপরাধ মানুষের মৃত্যুর পর তার রেশ কাটিয়ে এখনও বেরতে পারেনি তারা। শ্রীলঙ্কা। আর একটা দেশ কয়েক বছরের রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে ফের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক স্তরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মালদ্বীপ।
বিশদ

09th  June, 2019
সম্মান ফিরে পেলেও দেওয়ালের লিখন পড়তে পারছেন রাজনাথ

 ব্যাপক শোরগোল ও বিতর্কের পর আপাতত নিজের গুরুত্ব কিছুটা হলেও ফিরে পেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার বেলা গড়াতেই রটে যায় অমিত শাহের গুরুত্ব বাড়াতে এবং নরেন্দ্র মোদির যোগ্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করতে মন্ত্রিসভার সঙ্গে সম্পর্কযুক্ত আটটি কমিটিতেই তাঁকে স্থান দেওয়া হয়েছে।
বিশদ

08th  June, 2019
ফকির পাকিস্তানের ছদ্মবেশ

ভারতের বিরুদ্ধে একনাগাড়ে মহড়া যুদ্ধ, জঙ্গি তালিম, তাদের আশ্রয়দান ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিক ও সামরিক সাহায্যদানের খয়রাতি চালাতে গিয়ে খেয়ালই নেই যে জাতীয় অর্থনীতির জাহাজ পাহাড়ে ধাক্কা খেয়ে ফুটো হয়ে গিয়েছে।
বিশদ

07th  June, 2019
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি

শিল্প-বাণিজ্য ক্ষেত্রে ক্রেডিট রেটিং একটি গুরুত্বপূর্ণ কথা। ঋণগ্রহণ এবং ঋণদান বা অর্থলগ্নি বাণিজ্যের একটি বড় দিক। সব ধরনের বাণিজ্যিক সংস্থাকেই ঋণ ব্যবস্থার মধ্য দিয়ে এগতে হয়। বিশদ

06th  June, 2019
রোজ হোক পরিবেশ দিবস 

আজ বিশ্ব পরিবেশ দিবস। আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে বিশ্বের সমস্ত দেশ এই দিনটি পালন করছে। এদিন ঈদের ছুটি থাকায় মঙ্গলবারই রাজ্যে সরকারিভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হল। বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষার্থে স্লোগান লেখার প্রতিযোগিতা, সচেতনতামূলক পথনাটিকা প্রভৃতি অনেক কিছুই হল।
বিশদ

05th  June, 2019
হিংসা-হানাহানি বন্ধ হোক 

বউমা তৃণমূলের সমর্থক। ভাশুর বিজেপি নেতা। পারিবারিক শান্তি বিঘ্নিত করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ই হয়ে উঠেছিল বিবাদের কেন্দ্রবিন্দু। কিন্তু তার যে পরিণতি এমন মর্মান্তিক হবে, তা কে জানত! শনিবার রাত ৮টা নাগাদ সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন বউমা শিপ্রাদেবী।  
বিশদ

04th  June, 2019
সামনে অসংখ্য চ্যালেঞ্জ, এখন কিন্তু কাজের সময়

 দীর্ঘ ভোট প্রক্রিয়ার পর কেন্দ্রে নতুন সরকার গঠিত হয়েছে। মন্ত্রিসভার শপথও সমাপন। এখন উচ্ছ্বাসকে কমিয়ে এনে কাজ করার সময়। প্রতিটি দপ্তরের মন্ত্রী তাঁদের দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু মনে রাখা দরকার, দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বিশদ

03rd  June, 2019
মন্ত্রিসভা ও সংগঠন 

যেমন শোনা গিয়েছিল, ঠিক তেমনটা হল না। নরেন্দ্র মোদি মোটেও ছোটখাটো মন্ত্রিসভায় নিজের দ্বিতীয় ইনিংসের শুরুটাকে সীমাবদ্ধ রাখলেন না। পূর্ণ ও রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে সংখ্যাটা ৫৮। বহরে বড়। চমকেও। যাবতীয় জল্পনাকে মিথ্যা প্রমাণ করে নির্মলা সীতারামনকে অর্থমন্ত্রক দিয়েছেন মোদি।  
বিশদ

02nd  June, 2019
বাংলার দিল্লি-ভাগ্য

স্বাধীনতা আন্দোলনে দেশকে নেতৃত্ব দিয়েছে বাংলা। বাংলার রেনেসাঁ শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি ধর্ম ও সমাজসংস্কার থেকে জীবনের নানা ক্ষেত্রে পথ দেখিয়েছে সারা ভারতকে। এবং, বাংলার এই অবদান এতটাই স্পষ্ট এখনও যে কারও পক্ষেই তা অস্বীকার করা সম্ভব হয়নি। ভারতের এবং বহির্ভারতের একটি নামী প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর যেখানে এক বা একাধিক বঙ্গসন্তান বিশেষ সাক্ষ্য রাখছেন না।
বিশদ

01st  June, 2019
হিংসার রাজনীতির অবসান হোক

ভোট শেষ। গণনা শেষ। বৃহস্পতিবার হল শপথগ্রহণ। কিন্তু, কিছুতেই হিংসা-রক্তপাতের শেষ হচ্ছে না। যতটুকু খবর মিলছে তাতে দেখা যাচ্ছে নির্বাচনোত্তর হিংসাত্মক ঘটনায় পশ্চিমবঙ্গই শীর্ষে থেকে যাচ্ছে। এরাজ্যে রাজনৈতিক হিংসা কিছুতেই দমন করা যাচ্ছে না। ভোটে এবার বিজেপি খুবই ভালো ফল করেছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
বিশদ

31st  May, 2019
সবাইকে নিয়েই দেশের বিকাশ

 আজ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক সৌজন্য শিষ্টাচার দেখানোর কাজটাও তিনিই শুরু করেছেন। বিপুল জনাদেশে বিজেপির ক্ষমতায় ফেরা নিশ্চিত হওয়ার দিনই তিনি বলেছিলেন, নির্বাচনী প্রচার পর্বে আমায় যে যা বলেছেন তার সবটাই ভুলে গিয়েছি।
বিশদ

30th  May, 2019
রাজনীতি কবে মানুষের হবে

কল্যাণকামী রাষ্ট্রের লক্ষ্য হল নাগরিকদের জীবনযাত্রার মান একটু উন্নত করার ব্যবস্থা করা। ভারত হল বৃহত্তম গণতন্ত্র। আমাদের রাষ্ট্রে নাগরিককল্যাণের দায়িত্ব ন্যস্ত হয়েছে নির্বাচিত সরকারের উপর। এদেশে কেন্দ্রে এবং রাজ্যে রাজ্যে সরকার তৈরি হয় বহু দলীয় নির্বাচনের মাধ্যমে।
বিশদ

29th  May, 2019
বাংলায় বিজেপির জয়ের অনুঘটক লাঞ্ছিত বামেরা

ছ’বছর আগের কথা। বিজেপি তখন রাজ্যে মাথা চাড়া দিয়ে ওঠেনি। তারা তখন নেহাতই নগণ্য এক শক্তি। এ রাজ্যে তাদের নিয়ে বড় একটা চিন্তিত ছিল না শাসক দল। সকলের অলক্ষে বিজেপি টার্গেট করেছিল একদা বামদুর্গ জঙ্গলমহলকেই।
বিশদ

27th  May, 2019
একনজরে
  নয়াদিল্লি, ১১ জুন (পিটিআই): নিজের কেন্দ্রে ‘জল সঙ্কট’ নিয়ে সরব বিজেপি এমপি মীনাক্ষী লেখি। মঙ্গলবার দিল্লির জল বোর্ডের বাইরে রীতিমতো ধর্নায় বসেন তিনি। যদিও দিল্লি সরকারের আওতায় থাকা জল বোর্ডের দাবি, ক্ষমতা অনুযায়ী জল সরবরাহ করা হচ্ছে। বিজেপি মানুষকে ...

সংবাদদাতা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা মৎস্য চাষিদের তেলাপিয়া মাছের চাষ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কেন বিজ্ঞানীরা এই মাছের চাষ থেকে চাষিদের বিরত থাকতে বলছেন?  ...

 পবিত্র ত্রিবেদি, কলকাতা: বর্ষায় জল জমার দুর্ভোগ থেকে এবারও রেহাই মিলছে না বিধাননগর পুরসভা এলাকার বিভিন্ন জায়গার বাসিন্দাদের। সল্টলেকে জল না জমলেও বিধাননগর পুরসভার বাকি অংশে এই সমস্যা এলাকাবাসীর যন্ত্রণার কারণ হয়। ...

বিএনএ, বাঁকুড়া: এনআরএসের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এদিন সকাল থেকে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক থাকলেও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। যোগাযোগ রক্ষা করে চললে কর্মলাভের সম্ভাবনা। ব্যবসা শুরু করলে ভালোই হবে। উচ্চতর ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,
১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,
১৯৫৭- পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের জন্ম,
২০০৩- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৬.৫৮ টাকা ৮৯.৮০ টাকা
ইউরো ৭৭.২১ টাকা ৮০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৯১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,২৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৩/৫০ সন্ধ্যা ৬/২৭। হস্তা ১৭/১৯ দিবা ১১/৫১। সূ উ ৪/৫৫/২০, অ ৬/১৭/৬, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে পুনঃ ১/৪৯ গতে ৫/২৩ মধ্যে। রাত্রি ৯/৫০ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ১/১২ মধ্যে, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৬ মধ্যে পুনঃ ১১/৩৬ গতে ১/১৬ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৬ মধ্যে। 
২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৫/৫৪/৩৯ রাত্রি ৭/১৭/২৫। হস্তানক্ষত্র ২০/৪৩/৩৩ দিবা ১/১২/৫৮, সূ উ ৪/৫৫/৩৩, অ ৬/১৮/৫১, অমৃতযোগ দিবা ৭/৩৮ গতে ১১/১৩ মধ্যে ও ১/৫৪ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৯/৫৪ মধ্যে ও ১২/১ গতে ১/২৫ মধ্যে, বারবেলা ১১/৩৭/১২ গতে ১/১৭/৩৭ মধ্যে, কালবেলা ৮/১৬/২২ গতে ৯/৫৬/৪৭ মধ্যে, কালরাত্রি ২/১৬/২৩ গতে ৩/৩৫/৫৭ মধ্যে। 
৮ শওয়াল 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। বৃষ: ভ্রমণ যোগ আছে। মিথুন: প্রয়োজনীয় অর্থের অভাব ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকে দিনে 
বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,১৯৫৭- পাকিস্তানের ...বিশদ

07:03:20 PM

বিশ্বকাপ: ৪১ রানে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া 

10:35:44 PM

বিশ্বকাপ: পাকিস্তান ২৩০/৭(৪০ ওভার)(টার্গেট ৩০৮) 

10:03:16 PM

 বিশ্বকাপ: পাকিস্তান ১৬০/৬(৩০ ওভার)(টার্গেট ৩০৮)

09:20:41 PM

বিশ্বকাপ: পাকিস্তান ১১০/২(২০ ওভার)(টার্গেট ৩০৮)

08:34:26 PM