Bartaman Patrika
খেলা
 

 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ

মুম্বই, ১০ জুন: সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের অন্যতম সেরা বাঁ হাতি ব্যাটসম্যান যুবরাজ সিং (৩৭)। আইপিএলেও তিনি আর খেলবেন না বলে জানিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে অবসর গ্রহণের কথা জানাতে গিয়ে চোখের জল সংবরণ করতে পারেননি ভারতীয় ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ব্যাটসম্যানটি। তিনি বলেন, ‘ক্রিকেট আমাকে এগিয়ে চলার মন্ত্র শিখিয়েছিল। দীর্ঘ ২৫ বছর বাইশ গজে কাটানোর পর (এর মধ্যে প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে) তাই পরবর্তী পদক্ষেপের জন্য এগিয়ে যাচ্ছি।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছেন যুবি। তিনি জানিয়েছেন, ‘ফান ক্রিকেটে খেলতে চাই। আনন্দ পাওয়ার জন্যই ক্রিকেট চালিয়ে যেতে চাই।’ বোর্ড সূত্রে খবর, এইমুহূর্তে কানাডা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসে টি-২০ টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ রয়েছে যুবরাজের কাছে। এই বিষয়ে বোর্ডের সঙ্গে তিনি কথা বলবেন।
দেশের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি একদিনের আন্তর্জাতিক এবং ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন যুবরাজ। তিনি ছিলেন ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য। ২০১১ বিশ্বকাপে তিনি ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছিলেন। যুবরাজ বলেছেন, ‘আমি ভাগ্যবান, দেশের হয়ে চারশোর উপর ম্যাচ খেলতে পেরেছি। যখন প্রথম ক্রিকেট খেলা শুরু করি, তখন ভাবতেও পারিনি যে এমন একটা সুযোগ আমার সামনে আসবে।’ তিনি জানিয়েছেন, তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের সেরা তিনটি মুহূর্ত হল— ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া, ২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছ’বলে ছটি ছক্কা মারা (ডারবানের কিংসমিডের এই ম্যাচে তিনি ম্যাচের সেরা হন) এবং পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম শতরান (লাহোর, ২০০৪) করা। যুবরাজ বলেছেন, ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক ছিল একাধারে ভালোবাসা ও ঘৃণার। আমার কাছে ক্রিকেটের মূল্য কী ছিল, তা এভাবে এককথায় বলে বোঝানো যাবে না। ক্রিকেটই আমাকে লড়াই করতে শিখিয়েছে। আমি যতবার না সফল হয়েছি, তার থেকেও বেশিবার বোধহয় ব্যর্থ হয়েছি। কিন্তু, আমি কখনই হাল ছেড়ে দেওয়ার পাত্র নই।’ আর তাই মারণ রোগ ক্যান্সারের হাত থেকেও তিনি হাসিমুখেই বেরিয়ে আসতে পেরেছেন।
আন্তজার্তিক ক্রিকেটে তাঁর হাতেখড়ি সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বেই। দিনটি ছিল ২০০০ সালের ৩ অক্টোবর। সেদিনই ভারতের জার্সি গায়ে প্রথম একদিনের আন্তর্জাতিকে খেলতে নামে যুবরাজ। ভারত ম্যাচটি জিতেছিল আট উইকেটে। টেস্ট ক্রিকেট তাঁর অভিষেক হয় ২০০৩ সালের ১৬ অক্টোবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দেশের হয়ে তিনি শেষ টেস্ট এবং একদিনের ম্যাচটি খেলেছেন যথাক্রমে ২০১২ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ড এবং ২০১৭ সালের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয় ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিরুদ্ধে। দেশের হয়ে শেষ টি-২০ ম্যাচটি খেলেন ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে।
বীরেন্দ্র সেওয়াগ আক্ষেপ করেছেন, ‘ফেয়ারওয়েল ম্যাচ’ খেলার সুযোগ তিনি পাননি। যুবরাজ জানিয়েছেন, ‘আমাকে বলা হয়েছিল ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু আমি ইয়ো ইয়ো টেস্টে ফেল করিনি। তবে, ফেয়ারওয়েল ম্যাচ পেলাম না বলে আমার কোনও আক্ষেপ নেই। ভি ভি এস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের মতো গ্রেটরাও তো এই সুযোগ পায়নি!’
আইপিএলে ১৩২টি ম্যাচ খেলা যুবরাজ ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে রেকর্ড ১৬ কোটি টাকা দর পেয়েছিলেন। সেই যুবরাজকেই এবারের (২০১৯) আইপিএলে মাত্র এক কোটি টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। খেলেছেন মাত্র চারটি ম্যাচে। তখনই বুঝে যান এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে। তাই, ক্রিকেটের জোরে ‘অর্জুন’(২০১২) এবং ‘পদ্মশ্রী’ (২০১৪) সম্মানে ভূষিত হওয়া যুবি অবসরের আনুষ্ঠানিক ঘোষণাটা এদিন সেরেই ফেললেন।

কে কী বলছেন
 বিরাট কোহলি: পাজি, দেশের হয়ে দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন জানাই। তুমি আমাদের প্রচুর সাফল্য এবং স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছ। বাকি জীবন এবং সবকিছুর জন্য শুভেচ্ছা রইল।
 স্টুয়ার্ট ব্রড: কিংবদন্তি! অবসর জীবন উপভোগ কর।
 কেভিন পিটারসেন: অবসর জীবন শুভ হোক! দারুণ উল্লেখযোগ্য কেরিয়ার! প্রচুর সাফল্য আবার বেশ কিছু ব্যর্থতা! নীল জার্সি গায়ে তোমার ধৈর্য্য, সাহস ও প্রতিভার সাক্ষর রয়েছে। ভালোবাসা রইল।
 বীরেন্দ্র সেওয়াগ: খেলোয়াড় আসবে, যাবে। কিন্তু, যুবরাজের মতো ক্রিকেটার অত্যন্ত বিরল। অনেক খারাপ সময় কাটিয়ে উঠেছে। মারণ রোগ এবং বিপক্ষ বোলারকে শাসন করে অসংখ্য হৃদয় জয় করেছে। অনেকের কাছেই ও অনুপ্রেরণা। শুভেচ্ছা রইল।
 গৌতম গম্ভীর: অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন প্রিন্স! তুমি ছিলে সাদা বলে খেলা দেশের সেরা ক্রিকেটার। তোমার কেরিয়ারকে সম্মান জানাতে বিসিসিআইয়ের উচিত ১২ নম্বর জার্সিটি সংরক্ষণ করা। ইস, তোমার মতো যদি ক্রিকেটটা খেলতে পারতাম! ধন্যবাদ!
 সাইনা নেহওয়াল: ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন! আমরা তোমাকে খুব মিস করব! তুমি আমাদের স্মরণীয় মুহূর্ত এবং দুরন্ত জয় উপহার দিয়েছ। আগামী জীবনের জন্য প্রচুর শুভেচ্ছা রইল!
 বিজেন্দর সিং: ক্রিকেট মাঠে তোমার অভাব অনুভব করব।
 ভি ভি এস লক্ষ্মণ: যুবির সঙ্গে খেলা সত্যিই দারুণ আনন্দের! ক্রিকেটের ইতিহাসে তুমি অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। লড়াকু মেজাজ ও প্রতিভার জোরে তুমি আমাদের সকলের কাছেই অনুপ্রেরণা। গুড লাক!
 মহম্মদ কাইফ: ক্রিকেটের ইতিহাসে সেরা ম্যাচ উইনারদের অন্যতম! বাইশ গজে লড়াকু ক্রিকেট মেলে ধরে দেশকে প্রচুর সাফল্য এনে দিয়েছে। দেশের জন্য যা করেছে, তার জন্য সকলেই গর্বিত!

11th  June, 2019
ওলিম্পিক কোটার হাতছানি ভারতীয় তিরন্দাজদের সামনে

 ডেন বস, ১১ জুন: বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় ভারতের পুরুষ রিকার্ভ টিম প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল। তারা ৫-১ পয়েন্টে হারায় নরওয়েকে। টোকিও ওলিম্পিক কোটা সংগ্রহ করার জন্য আর একটি জয় প্রয়োজন ভারতের।
বিশদ

 কোলাডোর সঙ্গে চুক্তির পরামর্শ কোচ আলেজান্দ্রোর

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর ছাড়ার আগে বোরহা ফার্নান্ডেজের পাশাপাশি কোলাডোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো। কিন্তু বোরহার সঙ্গে চুক্তি করলেও কোলাডোর সঙ্গে কোনও কথা বলেননি কোয়েস কর্তারা। তার আগেই সেনেগালের মিডিও কাশিম আইদারাকে সই করানো হয়েছে।
বিশদ

নেতৃত্বে ভিশি আনন্দ

 চেন্নাই, ১১ জুন: প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ গ্র্যান্ড সুইস টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। এই টুর্নামেন্ট ১০ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় টিমে আনন্দ ছাড়াও রয়েছেন পি হরিকৃষ্ণ, ভিদিত সন্তোষ গুজরাটি, বি অধিবান, কে শশীকিরণ ও এস পি সেতুরমন।
বিশদ

হার্দিকের ইনিংস ফারাক গড়ে দিয়েছে: শ্রীকান্ত

 লন্ডন, ১০ জুন: শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রহিত শর্মার দায়িত্বসচেতন ও কার্যকরী ইনিংসের কথা মনে রেখেও প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, হার্দিক পান্ডিয়ার ইনিংসটিই গেম চেঞ্জার।
বিশদ

11th  June, 2019
পাটা পিচে পাওয়া তিন উইকেট নিয়ে আত্মবিশ্বাসী ভুবি

 লন্ডন, ১০ জুন: কেনিংটন ওভালের পাটা পিচে পাওয়া তিন উইকেট তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলে মনে করেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার হাত ঘুরিয়ে ৫০ রানের বিনিময়ে তিনটি মূল্যবান উইকেট দখল করেন তিনি।
বিশদ

11th  June, 2019
 প্র্যাকটিস শুরু কোচ সুব্রত’র

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার মহমেডান স্পোর্টিং নতুন মরশুমের প্র্যাকটিস শুরু করল কোচ সুব্রত ভট্টাচার্য’র প্রশিক্ষণে। পি কে ব্যানার্জি, অমল দত্ত, নায়িম ও সুভাষ ভৌমিকের মতোই তিন বড় ক্লাবে কোচিং করিয়ে যেন একটি বৃত্ত সম্পন্ন করলেন সুব্রত ভট্টাচার্য। 
বিশদ

11th  June, 2019
 ষষ্ঠ ম্যাচের পর সেমি-ফাইনাল নিয়ে ভাবব, বলছেন কোহলি

  লন্ডন, ১০ জুন: বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া। রবিবার অজিদের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর বিরাট ব্রিগেডের শরীরি ভাষায় প্রকাশিত হয়েছে পরম প্রত্যয় ও আত্মবিশ্বাস। তবে আবেগে লাগাম টানতে দেরি করলেন না কোহলি।
বিশদ

11th  June, 2019
সব বিভাগেই টেক্কা দিয়েছি: শিখর

লন্ডন, ১০ জুন: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন শিখর ধাওয়ান। তিনি বলেছেন,‘এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়ে আমি তৃপ্ত। অস্ট্রেলিয়াকে সব বিভাগেই টেক্কা দিয়েছি আমরা। সামগ্রিক ফলাফলে আমি খুশি। নেটে প্রচণ্ড পরিশ্রম করেছি।
বিশদ

11th  June, 2019
 যুবির অবদান ভোলার নয়: শচীন

মুম্বই, ১০ জানুয়ারি: ভারতীয় ক্রিকেটে বিশিষ্ট অবদানের জন্য যুবরাজ সিংকে অবসর মুহূর্তে ধন্যবাদ জানিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকর। দীর্ঘ ১৭ বছর ভারতীয় দলের ড্রেসিংরুমে যুবি’র উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে একদা তাঁর ‘মেন্টর’ শচীন বলেছেন, ‘তোমার ক্রিকেট কেরিয়ার এক কথায় অসাধারণ।
বিশদ

11th  June, 2019
এখানেই থেমে থাকতে নারাজ রোনাল্ডো
ডাচ চ্যালেঞ্জ টপকে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

 পোর্তো, ১০ জুন: দেশের হয়ে দ্বিতীয় ট্রফি জয়ের স্বাদ পেয়ে আপ্লুত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এখানেই না থেমে এই সংখ্যাকে বাড়ানোই তাঁর লক্ষ্য। রবিবার ঘরের মাঠে নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর সিআরসেভেন বলেন, ‘তিন বছর আগে ইউরো জিতেছিলাম। এবার পেলাম উয়েফা নেশনস লিগ।
বিশদ

11th  June, 2019
আকাশদীপের হ্যাটট্রিক, শেষ চারে ভারত

 ভুবনেশ্বর, ১০ জুন: এফআইএইচ হকি সিরিজের সেমি-ফাইনালে উঠল ভারত। সোমবার ঘরের মাঠে মনপ্রীতরা ১০-০ গোলে হারায় উজবেকিস্তানকে। প্রথম ম্যাচে রাশিয়াকে ১০ গোল দিয়েছিল ভারত। পরের ম্যাচে পোল্যান্ডকে তিন গোল দেন আকাশদীপরা। এদিন কলিঙ্গ স্টেডিয়ামে ১১, ২৬ ও ৫৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন আকাশদীপ সিং।
বিশদ

11th  June, 2019
সেমি-ফাইনালে মোহন বাগান
শুভর হ্যাটট্রিক

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জি টিভি আয়োজিত অনূর্ধ্ব-১৯দের টুর্নামেন্টে নদীয়া নায়কসকে ৪-১ গোলে হারিয়ে প্রত্যাশিতভাবে গ্রুপ ‘সি’ থেকে সেমি-ফাইনালে গেল মোহন বাগান। সোমবারই প্রতিযোগিতার প্রথম হ্যাটট্রিক করলেন মোহন বাগানের স্ট্রাইকার শুভ ঘোষ। প্রথম ম্যাচে হাওড়া একাদশের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন শুভ।
বিশদ

11th  June, 2019
বৃষ্টিতে ভেস্তে গেল বিশ্বকাপের ম্যাচ

 সাদাম্পটন, ১০ জুন: সোমবার বৃষ্টিতে ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপের ম্যাচটি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইণ্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডার। দু’টি দলেই এদিন দু’টি পরিবর্ত করা হয়েছিল।
বিশদ

11th  June, 2019
৭ জুলাই প্রথম ম্যাচে নামবে ভারত

 নয়াদিল্লি, ১০ জুন: হিরো কন্টিনেন্টল কাপ আমেদাবাদের ইকা এরিনায় ৭ থেকে ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। ভারতীয় ফুটবল দল ৭ জুলাই প্রথম ম্যাচে খেলবে তাজিকিস্তানের বিরুদ্ধে। ভারতের পরের ম্যাচ ১৩ জুলাই উত্তর কোরিয়ার বিরুদ্ধে। ১৬ জুলাই প্রতিপক্ষ সিরিয়া। ১৮ জুলাই ফাইনাল।
বিশদ

11th  June, 2019

Pages: 12345

একনজরে
 দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১১ জুন: রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং আইনশৃঙ্খলার ক্রমাবনতির অভিযোগ তুলে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। ...

 পবিত্র ত্রিবেদি, কলকাতা: বর্ষায় জল জমার দুর্ভোগ থেকে এবারও রেহাই মিলছে না বিধাননগর পুরসভা এলাকার বিভিন্ন জায়গার বাসিন্দাদের। সল্টলেকে জল না জমলেও বিধাননগর পুরসভার বাকি অংশে এই সমস্যা এলাকাবাসীর যন্ত্রণার কারণ হয়। ...

  নয়াদিল্লি, ১১ জুন (পিটিআই): নিজের কেন্দ্রে ‘জল সঙ্কট’ নিয়ে সরব বিজেপি এমপি মীনাক্ষী লেখি। মঙ্গলবার দিল্লির জল বোর্ডের বাইরে রীতিমতো ধর্নায় বসেন তিনি। যদিও দিল্লি সরকারের আওতায় থাকা জল বোর্ডের দাবি, ক্ষমতা অনুযায়ী জল সরবরাহ করা হচ্ছে। বিজেপি মানুষকে ...

সংবাদদাতা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা মৎস্য চাষিদের তেলাপিয়া মাছের চাষ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কেন বিজ্ঞানীরা এই মাছের চাষ থেকে চাষিদের বিরত থাকতে বলছেন?  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। যোগাযোগ রক্ষা করে চললে কর্মলাভের সম্ভাবনা। ব্যবসা শুরু করলে ভালোই হবে। উচ্চতর ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,
১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,
১৯৫৭- পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের জন্ম,
২০০৩- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৬.৫৮ টাকা ৮৯.৮০ টাকা
ইউরো ৭৭.২১ টাকা ৮০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৯১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,২৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৩/৫০ সন্ধ্যা ৬/২৭। হস্তা ১৭/১৯ দিবা ১১/৫১। সূ উ ৪/৫৫/২০, অ ৬/১৭/৬, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে পুনঃ ১/৪৯ গতে ৫/২৩ মধ্যে। রাত্রি ৯/৫০ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ১/১২ মধ্যে, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৬ মধ্যে পুনঃ ১১/৩৬ গতে ১/১৬ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৬ মধ্যে। 
২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ২০১৯, বুধবার, দশমী ৩৫/৫৪/৩৯ রাত্রি ৭/১৭/২৫। হস্তানক্ষত্র ২০/৪৩/৩৩ দিবা ১/১২/৫৮, সূ উ ৪/৫৫/৩৩, অ ৬/১৮/৫১, অমৃতযোগ দিবা ৭/৩৮ গতে ১১/১৩ মধ্যে ও ১/৫৪ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৯/৫৪ মধ্যে ও ১২/১ গতে ১/২৫ মধ্যে, বারবেলা ১১/৩৭/১২ গতে ১/১৭/৩৭ মধ্যে, কালবেলা ৮/১৬/২২ গতে ৯/৫৬/৪৭ মধ্যে, কালরাত্রি ২/১৬/২৩ গতে ৩/৩৫/৫৭ মধ্যে। 
৮ শওয়াল 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। বৃষ: ভ্রমণ যোগ আছে। মিথুন: প্রয়োজনীয় অর্থের অভাব ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকে দিনে 
বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস,১৯২৯- লেখিকা অ্যান ফ্রাঙ্কের জন্ম,১৯৫৭- পাকিস্তানের ...বিশদ

07:03:20 PM

বিশ্বকাপ: ৪১ রানে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া 

10:35:44 PM

বিশ্বকাপ: পাকিস্তান ২৩০/৭(৪০ ওভার)(টার্গেট ৩০৮) 

10:03:16 PM

 বিশ্বকাপ: পাকিস্তান ১৬০/৬(৩০ ওভার)(টার্গেট ৩০৮)

09:20:41 PM

বিশ্বকাপ: পাকিস্তান ১১০/২(২০ ওভার)(টার্গেট ৩০৮)

08:34:26 PM