Bartaman Patrika
বিদেশ
 

বাংলাদেশে গত বছরের তুলনায় এবার
পুজো মণ্ডপের সংখ্যা বেড়েছে এক হাজার

মৃণালকান্তি দাস, কলকাতা: পুজোর সাজে ‘পুজো কন্যা’ হওয়ার সুযোগ! দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের এক দেশি ফ্যাশন সংস্থার এটাই এবারের চমক। সংস্থার মডেল হিসেবে তুলে ধরা হয়েছে দুই বাংলার পরিচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। পুজোর সাজের ছবি নিয়ে শারদোৎসবে মেতে উঠেছে বাংলাদেশের ‘পুজো কন্যা’রা। এপার বাংলার মতো ওপারেও এখন শারদোৎসবে আধুনিকতার ছোঁয়া।
গড়পড়তা বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন, বলবেন, পুজোর মরশুমে পাড়ায় পাড়ায় লতা মঙ্গেশকরের গলায়, ‘মঙ্গলদীপ জ্বেলে অন্ধকারে দু’চোখ আলোয় ভরো প্রভু’ শুনতে শুনতে বড় হয়েছেন। ঘনীভূত আঁধার-তাড়ানোর উজ্জীবন মন্ত্র খুঁজে পেয়েছেন এই গানের মধ্যে। উৎসব মানেই ব্যাকুল অপেক্ষার শেষ। যা মানুষকে মেলায়, দূরত্ব কমায়। বাংলাদেশে পঞ্চাশের দশকেও দুর্গাপুজো ছিল গ্রামকেন্দ্রিক এক আনন্দঘন আয়োজন। প্রায় প্রতিটি গ্রামেই পুজো হতো এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা ধর্মীয় ভাবনার ঊর্ধ্বে উঠে সার্বিক সহযোগিতা করতেন। দুর্গাপুজো মণ্ডপের আঙ্গিনায় রামায়ণ কীর্তন, পালাগান, কবির লড়াই হওয়ার দৃশ্য ছিল গ্রামের সব অংশের মানুষের মাঝে আনন্দঘন এক মহামিলনের কেন্দ্রবিন্দু। দুর্গাপুজো উপলক্ষে মেলাপ্রাঙ্গনে বসত আনন্দমেলা, তাতে নাগরদোলা থেকে আরম্ভ করে মুরগি লড়াই—সবই ছিল বিশাল আয়োজনের অংশ। বাংলাদেশে যাঁদের বয়স এখন ষাটের বেশি, তাঁরা সবাই বাংলাদেশের গ্রামে-গঞ্জে এই উৎসবকে উপভোগ করেছেন। নারকেলের বিভিন্ন রকমের ছাঁচের সন্দেশ, নাড়ু, নানা রকমের পিঠে-মিঠাই-মণ্ডা সবই ছিল বাংলার শারদীয় উৎসবের প্রধান আকর্ষণ এবং মিলনমেলার অংশ। এখন অবশ্য দুর্গাপুজো মূলত শহরকেন্দ্রিক। বাংলাদেশে রোজার মাস না আসতেই যেমন শুরু হয় ঈদ-সংখ্যা প্রকাশের প্রস্তুতি, তেমনই আজকাল পুজো বা শারদসংখ্যা প্রকাশের আয়োজনও চোখে পড়ার মতো। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে নতুন ঢাকায় গুলশন-বনানী পুজোমণ্ডপ থেকেও প্রকাশ হতে শুরু করেছে ঢাউস মাপের পুজোবার্ষিকী। অনলাইন পত্রিকাতেও চলছে শারদীয়ার নানা আয়োজন। ঢাকা ঘনবসতিপূর্ণ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উৎসবের উন্মুক্ততা। মন্দিরকেন্দ্রিক দুর্গোৎসব ছাপিয়ে এখন ঢাকার মাঠেও বসছে পুজোর আয়োজন। গত কয়েক বছর ধরে কলাবাগান বা গুলশন-বনানী মাঠে পুজোমণ্ডপের বিস্তৃতি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে ঢাকাবাসীর একে অপরকে আপন করে নেওয়ার প্রবণতা বুঝিয়ে দিচ্ছে, উৎসব এসেছে সর্বজনীন আবাহনে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গুলশন-বনানী পুজোমণ্ডপে প্রবেশের দৃশ্য দেখলে বোঝা যায়, অসাম্প্রদায়িক মিলন সরণীতেই বাঙালির প্রকৃত অধিবাস।
ঢাকার বনানীতে আয়োজিত সর্বজনীন দুর্গাপুজো কমিটি প্রকাশ করে ‘বোধন’ নামে একটি সঙ্কলন। গত বছর এই সঙ্কলনেই অভিনেতা ফেরদৌস স্মৃতিচারণ করে লিখেছিলেন, ‘আমার এলাকা ছিল হিন্দু অধ্যুষিত। নারায়ণগঞ্জে বেড়ে ওঠার সময় থেকেই পুজোয় প্রচুর আনন্দ করতাম। ঈদ আর পুজো আমাদের কাছে তখন সমার্থক ছিল। প্রতিমা তৈরি, বিশাল আয়োজন, ঢাকের বাদ্যি, সব কিছু কী যে ভালো লাগত! সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রসাদ দেওয়ার সময়টা। আমাদের মধ্যে কে হিন্দু আর কে মুসলমান, সেটা বড় কথা নয়। উৎসবটাই আসল।’ দেশভাগের যন্ত্রণা নিয়ে কত পরিবারে পুজোর গল্প ছড়িয়ে রয়েছে এপার বাংলায়। আর ওপারে? দগ্ধ প্রাণের মরণ চিৎকার হয়ে ওঠা সেই জামাত বাহিনীর ধর্মান্ধতার মিছিলের হুঙ্কার। জঙ্গি হামলার আতঙ্কের মেঘ। মৌলবাদীদের নাশকতা, অসহিষ্ণুতা, নিষ্ঠুরতার মহামারীকে উপড়ে ফেলে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্লোগান তুলতে হয়, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়ে দিয়েছেন, আসন্ন দুর্গোৎসবে গোটা দেশে পুজো মণ্ডপগুলির নিরাপত্তায় থাকবেন প্রায় সাড়ে তিন লাখ নিরাপত্তা কর্মী। এবার বাংলাদেশে পুজো মণ্ডপের সংখ্যা ৩১,১০০। গত বছরের তুলনায় এবার এক হাজার বেশি। শুধু ঢাকা মহানগরীতেই গত বছরের তুলনায় ২৩৭টি পুজোমণ্ডপ বেড়েছে। এসব পুজো মণ্ডপের আশপাশে পুলিস, র্যা ব ও গোয়েন্দা সংস্থার কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সঙ্গে মণ্ডপে মণ্ডপে সিসিটিভি’র নজরদারি। এছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপনের জন্যও বলা হয়েছে। প্রতিটি মণ্ডপে স্থানীয়দের সমন্বয়ে আইনশৃঙ্খলা কমিটি গড়া হবে। স্বেচ্ছাসেবকও থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা সমন্বয় করে কাজ করবে। এবার পুজোমণ্ডপে মহিলা স্বেচ্ছাসেবকও থাকছে। জেলা সদর ও উপ জেলা সদরে খোলা হবে পুলিস কন্ট্রোল রুম। সব মিলিয়ে সাজ সাজ রব।
ব্যস্ত এখন রাজশাহীর প্রতিমা শিল্পী, বরিশালের পুজো উদযাপন কমিটি ও খুলনার প্যান্ডেল-মঞ্চের কারিগররা। সেজে উঠছে ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, বনানী পুজো মণ্ডপ, কলাবাগান পুজো মণ্ডপ, শাঁখারিবাজার, লক্ষ্মীনারায়ণ মন্দির, ব্রাহ্মসমাজের পুজো মণ্ডপ। পুরনো ঢাকার পুজো মণ্ডপে দেখা মেলে ঐতিহ্যের। সঙ্গে থাকে ইতিহাস। সেখানে বনানী মাঠে খোঁজ মেলে আধুনিকতার। মেলা বসে পুরনো ঢাকার শাঁখারিবাজার এলাকায়। শাঁখারিবাজার, তাঁতিবাজার, সূত্রাপুর এলাকা ভরে ওঠে মণ্ডপে মণ্ডপে। এলাকার মন্দিরগুলিও সাজানো হয়। ধনীর দুয়ার থেকে কাঙালিনীর কুটির—একইভাবে দেখা দেন জগৎজননী। হোক না, পুজো থেকে ঈদ, সাহিত্য থেকে সংবাদ, সব ক্ষেত্রেই এপার ওপার আলাদা। আলাদা, তবে এর মধ্যেও যে শিকড়ের টান জুড়ে রেখেছে দুই বাংলাকে, তার মূল্যও তো কম নয়। শারদোৎসব ঘিরে সেই ঐক্যের সুর কখনও সীমান্তের কাঁটাতার মানেনি। এপারের মতো ওপারেও বীরেন্দ্রকৃষ্ণের চণ্ডীপাঠেই দুর্গাপুজো শুরু হয়। আজও। বাংলাদেশে দুর্গাপুজোর উৎসব শুধু হিন্দুদের নয়, সবার।

20th  September, 2019
ট্রাম্পের বিচার চলাকালীন আদালতের বাইরে নিজের গায়ে আগুন ব্যক্তির

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিচার চলাকালীন নিজের গায়ে আগুন দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, ম্যানহ্যাটান আদালতের বাইরে।
বিশদ

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ২, বরাত জোরে বাঁচলেন পাঁচ জাপানি নাগরিক

ফের পাকিস্তানে বিদেশি নাগরিকদের উপর আত্মঘাতী হামলা। এবারের ঘটনাস্থল বন্দর শহর করাচি। শুক্রবার সকালে একটি গাড়িকে লক্ষ্য করে প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। গাড়ির ভিতরে ছিলেন পাঁচজন জাপানি নাগরিক। প্রত্যেকেই সুজুকি মোটরসের কর্মী। বিশদ

প্যারিসের ইরানি দূতাবাসে বিস্ফোরক, তদন্ত

ইরানের দূতাবাসের ভিতরে বিস্ফোরক নিয়ে ঢোকার চেষ্টা! শুক্রবার এক ব্যক্তিকে আটক করেছে ফ্রান্সের পুলিস। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, এদিন প্যারিসের ইরানি দূতাবাসে অভিযুক্তকে বিস্ফোরক ভর্তি বেল্ট নিয়ে ঢুকতে দেখেন এক প্রত্যক্ষদর্শী। বিশদ

জলপ্রপাত দেখতে গিয়ে ডুবে মৃত ২ ভারতীয় পড়ুয়ার

লিন অব টুমেল জলপ্রপাতের ছবি তুলতে গিয়ে মৃত্যু হল দুই ভারতীয় পড়ুয়ার। মৃতদের নাম জিতেন্দ্রনাথ কারুতুরি (২৬) এবং চাণক্য বোলিসেট্টি (২২)। বুধবারের এই মর্মান্তিক দুর্ঘটনাটি স্কটল্যান্ডের ব্লেয়ার অ্যাথলের। সূত্রের খবর, ঘটনার দিন আরও এক বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন ডান্ডি বিশ্ববিদ্যলয়ের ওই দুই পড়ুয়া। বিশদ

ফিলিপিন্সকে ‘ব্রহ্মস মিসাইল’ দিল ভারত

দক্ষিণ চীন সাগরে বারবার চীনের সঙ্গে বিবাদে জড়াচ্ছে ফিলিপিন্স। এই আবহে ফিলিপিন্সের হাতে অত্যাধুনিক ব্রহ্মস মিসাইল তুলে দিল ভারত। শুক্রবারই এই ক্ষেপণাস্ত্র পেয়েছে তারা। ২০২২ সালে ভারত ও ফিলিপিন্সের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। বিশদ

ভারত-পাক সুসম্পর্ক সওয়াল মারিয়মের

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে সওয়াল করলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ। শুক্রবার কর্তারপুর সাহিব গুরুদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মারিয়ম। বিশদ

আমেরিকার আপত্তি উড়িয়ে ইরানে পাল্টা হামলা চালাল ইজরায়েল

আমেরিকার নিষেধ শুনল না ইজরায়েল। ইরানে পাল্টা হামলা চালাল তেল আভিভ। যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ, শুক্রবার ভোরে আচমকাই ইসফাহান এলাকায় ইজরায়েলি সেনা ড্রোন হামলা চালায়।
বিশদ

19th  April, 2024
সোনা চুরি: কানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূত সহ ধৃত ৬

কানাডার ইতিহাসের সবচেয়ে বড় সোনা চুরির ঘটনা। পুলিসের জালে দুই ভারতীয় বংশোদ্ভূত সহ ৬। গত বছর টরেন্টোর প্রধান বিমানবন্দর থেকে ৪০০ কেজির সোনার বার ও বিপুল বিদেশি মুদ্রা ভর্তি একটি কন্টেনার ‘গায়েব’ হয়ে যায়। বিশদ

19th  April, 2024
ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলা, নিহত ১৩

আকাশপথে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। এবার বেলারুশ সীমান্তবর্তী চেরনিহিভ শহরের একটি আটতলা ভবনকে নিশানা করে মিসাইল ছোড়ে পুতিনের দেশ। এই হামলায় ১৩ জন সাধারণ নাগরিক প্রাণ হারান। এছাড়াও অন্তত ২২ জন জখম বলে জানা গিয়েছে। বিশদ

18th  April, 2024
প্রবল বর্ষণে ভাসছে দুবাই, ২৫ মিনিট বন্ধ বিমানবন্দর

প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে। বিপর্যস্ত গুরুত্বপূর্ণ শহর দুবাই। এখনও পর্যন্ত দুবাইতে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর জেরে দুবাই বিমানবন্দরে মঙ্গলবার থেকে বেশ কয়েকটি বিমানের রুট বদল করা হয়েছে। বিশদ

18th  April, 2024
প্রবল হট্টগোলের মধ্যে পাক সংসদে শপথ বেনজির-কন্যার

জাতীয় আইনসভার সদস্য হিসেবে পাকিস্তানের সংসদীয় রাজনীতিতে হাতখড়ি হল আসিফা ভুট্টো জারদারির। সোমবার বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেও শপথ নেন তিনি। গত ২৯ মার্চ শহিদ বেনাজিরাবাদ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। বিশদ

17th  April, 2024
হিন্দুদের উপর আক্রমণ, বিচার চেয়ে চিঠি ভারতীয় বংশোদ্ভূতের

সাম্প্রতিক সময়ে আমেরিকার বুকে ভারতীয়দের উপর আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন সেদেশের প্রশাসন। হামলা রুখতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার এপ্রসঙ্গে বোমা ফাটালেন মার্কিন আইনসভার ভারতীয় বংশোদ্ভূত সদস্য শ্রী থানেদার। বিশদ

17th  April, 2024
ইরানের অর্ধেকের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে আমেরিকাই

গোটা বিশ্বে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ইরান-ইজরায়েল দ্বন্দ্ব। শনিবার মধ্যরাতে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ৩০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। কিন্তু তেল আভিভ দাবি করেছে, তারা ইরানের ৯৯ শতাংশ হামলা ব্যর্থ করেছে দিয়েছে। বিশদ

17th  April, 2024
বুশরা বিবির আদিয়ালা জেলে স্থানান্তরের আর্জি খারিজ 

গৃহবন্দি অবস্থায় তাঁর স্ত্রী বুশরা বিবিকে বিষ দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেই এমন অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তারপরই তাঁকে বাসভবন থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বুশরা। বিশদ

17th  April, 2024

Pages: 12345

একনজরে
তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সংকট। শুক্রবার ক্ষোভে হরিরামপুর-ইটাহার রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা। হরিরামপুর থানার বিশাল ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক খানিক গম্ভীর গলায় বলে উঠলেন, ‘ওই ফ্ল্যাগ না লাগালেও আমাদের কিছু হবে না। ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক ...

দুবাইয়ের বৃষ্টিতে ধুয়ে গেল কুস্তিগির দীপক পুনিয়া ও সুজিত কালকের প্যারিস ওলিম্পিকসের যোগ্যতা অর্জনের সুযোগ। কিরগিজস্থানে আয়োজিত এশিয়া কুস্তি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মসূত্রে দূররাজ্য বা বিদেশ গমন হতে পারে। আনন্দানুষ্ঠানে যোগদান ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে
১৭৭০: আজকের দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৪৪: বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যাযয়ের জন্ম
১৮৭৯: ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন 
১৮৮৯: ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ হিসেবে ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়
১৮৮৯: জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের জন্ম
১৯০৫: অগ্নিযুগের বিপ্লবী, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের জন্ম
১৯১২: আইরিশ লেখক ব্রাম স্টোকারের মৃত্যু
১৯১৮: বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্ম
১৯২০: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্ম 
১৯৪৬: সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়
১৯৪৮: বলিউড অভিনেত্রী ববিতার জন্ম
১৯৫০: রাজনীতিক তথা অন্ধ্রপ্রদেশের ১৩তম মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জন্ম
১৯৫২: বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ সুধীরলাল চক্রবর্তীর মৃত্যু
১৯৬০: বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের মৃত্যু
১৯৭২: চাঁদের মাটিতে নামল অ্যাপোলো ১৬
১৯৭২: বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জন্ম
১৯৯৯: কলেরাডোর কলম্বাইন হাইস্কুলে ১৩ জনকে হত্যা করে আত্মহত্যা করল এরিক হ্যারিস এবং ডিলান কেবোল্ড
২০১৩: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৫০ 
২০১৯ : বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০২.৫৮ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৭.৭৯ টাকা ৯০.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী ৪৩/৩৫ রাত্রি ১০/৪২। পূর্বফল্গুনী নক্ষত্র ২২/০ দিবা ২/৪। সূর্যোদয় ৫/১৬/৬, সূর্যাস্ত ৫/৫৫/৫। অমৃতযোগ দিবা ৯/৮ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে পুনঃ ৪/২০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২০ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।
৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী রাত্রি ১০/৫৮। পূর্বফল্গুনী নক্ষত্র দিবা ২/৪৩। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/১১ গতে ২/৪৬ মধ্যে ও ৪/২১ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/২১ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৬ মধ্যে। 
১০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
পোলবা-দাদপুরের বিডিও অফিসে আগুন
হুগলির পোলবা-দাদপুর বিডিও অফিসে ভয়াবহ আগুন। আজ, শনিবার দুপুর ১২টা ...বিশদ

01:07:01 PM

অন্ধ্রপ্রদেশের কাডাপায় রোড শোর মাধ্যমে প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী ওয়াইএস শর্মিলা

12:56:37 PM

অসমে ভোটকেন্দ্রে যাওয়ার পথে নদীর জলে ডুবল ইভিএম
ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার আগেই নদীর জলে ডুবে নষ্ট হল ইভিএম ...বিশদ

12:19:14 PM

ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ক্যাম্পে বিস্ফোরণ, মৃত ৩
ইরাকে ইরান সমর্থিত বাহিনীর সেনা ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণ। যাকে ঘিরে ...বিশদ

11:56:50 AM

কংগ্রেস ছাড়লেন প্রিয়াঙ্কা গান্ধী ঘনিষ্ঠ নেতা তাজিন্দর সিং বিট্টু

11:42:36 AM

ফের অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান
ফের অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হল। ...বিশদ

11:26:47 AM