Bartaman Patrika
বিদেশ
 

৫০ বছর পর আবার
চন্দ্রাভিযানে আমেরিকা

মৃণালকান্তি দাস: তারাভরা আকাশের দিকে তাকিয়ে কেউ হয়তো তার ভালোবাসার মানুষটির কথা মনে করেন। কেউ বা মনে করেন তার হারিয়ে যাওয়া স্বজনের কথা। ভাবেন তার প্রিয় মানুষটি মৃত্যুর পরে ওই আকাশের তারা হয়ে গিয়েছেন। কোনও মা হয়তো চাঁদ মামাকে ডেকে তাঁর সোনার কপালে টিপ দিয়ে যেতে বলেন। আবার কোনও মা তার খোকন সোনাকে শোনান চাঁদের বুড়ির গল্প। কোনও কবি হয়তো চাঁদকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করেন। চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে রচনা করেন একের পর এক কাব্য! সেই চাঁদ যখন হয় হাতের মুঠোয়?

১৯৫০-এর দশকের শেষদিকের কথা। বিশ্ব রাজনৈতিতে তখন বেশ টান-টান উত্তেজনা চলছে। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা স্নায়ুযুদ্ধ তখন গোটা পৃথিবীকে প্রায় দুই শিবিরে বিভক্ত করে ফেলেছে। সরাসরি কোনও যুদ্ধ না হলেও, সব ক্ষেত্রেই চলছিল তাদের তুমুল প্রতিযোগিতা। আর এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ছিল তাদের অন্যতম হাতিয়ার। বিশেষ করে মহাকাশ জয়ের প্রতিযোগিতায় দুই পক্ষ যেভাবে উঠে পড়ে লেগেছিল, তা বিজ্ঞান-প্রেমীদের জন্যে বেশ আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছিল। তবে, প্রথম মাইলফলকটি সোভিয়েতই অতিক্রম করে। ১৯৫৭ সালের ৪ অক্টোবর। পৃথিবীর ইতিহাসে প্রথম কৃত্রিম উপগ্রহ হিসেবে মহাশূন্যে পাড়ি জমায় স্পুটনিক। মার্কিন কংগ্রেসে এ নিয়ে তুমুল শোরগোল শুরু হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন এভাবে তাদের পিছনে ফেলে দিচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। কয়েকজন রাজনীতিবিদ তো তখন মহাকাশে সামরিক প্রকল্প শুরু করার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি প্রথম দিকে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তাতে সম্মতও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে কয়েকজন উপদেষ্টার পরামর্শে এই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। এর পরিবর্তে একটি নতুন মহাকাশ বিষয়ক সংস্থা গঠনের প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাব বাস্তবায়িত হয় ১৯৫৮ সালে। প্রতিষ্ঠিত হয় নাসা। আগের একটি মহাকাশ সংস্থা NACA-এর সঙ্গে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে একত্রিত করে যাত্রা শুরু করে নাসা।

নাসার প্রাথমিক লক্ষ্য ছিল মহাকাশে মানুষ পাঠানো। এজন্য ‘প্রজেক্ট মারকিউরি’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। মহাকাশ-দৌড়ে সোভিয়েতকে পিছনে ফেলার প্রচ্ছন্ন উদ্দেশ্যটিই ছিল এর মূল প্রভাবক। সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার সেই হার-জিতের হিসেবের বাইরে এই প্রজেক্টের সবচেয়ে বড় অবদান হচ্ছে পরবর্তীতে অ্যাপোলো, জেমিনির মতো বিখ্যাত প্রোগ্রামগুলোর জন্যে প্রযুক্তিগত ভিত তৈরি করে দেওয়া। ১৯৫৯ সালে সাতজন নভোচারী বাছাইয়ের মধ্য দিয়ে প্রজেক্ট মারকিউরির কাজ শুরু হয়। মূলত সেই সময়ের সামরিক পাইলটদের মধ্যেই এই বাছাইয়ের কাজ চলে। প্রাথমিকভাবে বেশ কিছু শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছিল। বয়স চল্লিশ বছরের কম হতে হবে। উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চির চেয়ে কম হতে হবে। শারিরীকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। ইঞ্জিনিয়ার হিসেবে অভিজ্ঞ হতে হবে। টেস্ট পাইলট স্কুল থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং কমপক্ষে ১৫০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। নাসা প্রায় পাঁচশো জনের নথিপত্র ঘেঁটে ওই শর্তাবলী অনুসারে ১১০ জনকে বাছাই করেছিল। এরপর সেখান থেকে শুরু হয় আসল নির্বাচন পক্রিয়া। প্রথমেই পাইলটদের তিনটি দলে ভাগ করা হয়। গোপনীয়তা রক্ষার শর্ত দিয়ে তাদের জানানো হয় মহাকাশ প্রকল্পের বিভিন্ন বিষয় সম্পর্কে। প্রথম দুই দল থেকে এই প্রকল্পে যুক্ত হতে এতজন আগ্রহ প্রকাশ করেছিলেন যে, তৃতীয় দলকে আর সাক্ষাৎকারের জন্য ডাকাই হয়নি। এরপর অত্যন্ত কঠিন সব শারিরীক ও মানসিক প্রশিক্ষণের মধ্য দিয়ে বাছাই করা হয় চূড়ান্ত সাতজনকে। ১৯৫৯ সালের ৯ এপ্রিল তাদের নাম-পরিচয় প্রকাশ করে নাসা। সঙ্গে সঙ্গেই বিখ্যাত হয়ে উঠেন তারা। তাদের রীতিমতো নায়ক হিসেবে উপস্থাপন করা হয় পত্র-পত্রিকায়, যারা মহাকাশ প্রকল্পের মাধ্যমে আসলে ‘কমিউজমের বিরুদ্ধে লড়াই’ করতে যাচ্ছেন।

মারকিউরির মূল লক্ষ্য মহাকাশে মানুষ পাঠানোর হলেও, মারকিউরিতে করে প্রথম প্রাণী হিসেবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব একটি শিম্পাঞ্জির। ১৯৬১ সালের ৩১ জানুয়ারি মারকিউরি রেডস্টোন রকেটে করে মহাকাশে পাড়ি জমায় হ্যাম নামে একটি শিম্পাঞ্জি। মানুষ পাঠানোর আগে পরীক্ষামূলকভাবে নাসা শিম্পাঞ্জিটিকে পাঠিয়ে দেখতে চেয়েছিলেন, কোনও প্রযুক্তিগত সমস্যা হয় কি না। সমস্যা হয়েওছিল, যে গতিতে যাওয়ার কথা, তার চেয়েও দ্রুতগতিতে ছুটেছিল মহাকাশযানটি। কিছুটা সমস্যা হয়েছিল অবতরণের ক্ষেত্রেও। তবে শেষ পর্যন্ত হ্যাম সুস্থই ছিল। এরপরে ২৪ মার্চ আরএ একটি পরীক্ষা চালানো হয়। এটি সফল হলে নাসা মহাকাশে মানুষ নিয়ে যেতে সক্ষম বলে মনে করে মারকিউরিকে। প্রথম আমেরিকান হিসেবে মহাকাশে ওড়ার জন্য অ্যালান শেফার্ডকে বাছাই করে নাসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কৃতিত্বের স্বাক্ষর রাখা শেফার্ড ছিলেন নৌবাহিনীর একজন দক্ষ পাইলট।

সব প্রস্তুতি সম্পন্ন করলেও, নাসা তাদের আসল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। আরও একবার সোভিয়েত ইউনিয়নের কাছে হেরে যায় আমেরিকা। ১৯৬১ সালের ১২ এপ্রিল, পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে পাড়ি জমান ইউরি গ্যাগারিন। গ্যাগারিনকে নিয়ে ভস্তক মহাকাশযানটি প্রদক্ষিণ করেছিল পৃথিবীর কক্ষপথও। তবে আমেরিকাও দেরি করেনি। এর তিন সপ্তাহ পরই পৃথিবী ছেড়ে যান অ্যালান শেফার্ড। শেফার্ড সফলভাবে মহাকাশ ভ্রমণ সম্পন্ন করলেও, সোভিয়েতের কাছে হেরে যাওয়ার আফসোস কখনও ভুলতে পারেননি তিনি। তাছাড়া তার মহাকাশযান ফ্রিডম-সেভেন পৃথিবীর কক্ষপথে আবর্তনও করেনি, বরং ১৫ মিনিটের সময়কালে মহাশূন্যে ছোট বাঁক নিয়ে ফিরে এসেছিল। তবে প্রযুক্তিগত দিক থেকে এটি ছিল নাসার জন্য এগিয়ে চলার প্রথম ধাপ। এরপর একের পর এক অভিযান চালিয়ে নাসা বুঝতে পারে পরবর্তী ধাপে এগিয়ে যেতে প্রযুক্তিগতভাবে প্রস্তুত তারা। সে জন্য জেমিনি নামে নতুন একটি প্রকল্প শুরু করে তারা। এই প্রকল্পের হাত ধরেই পরবর্তীতে এসেছিল চাঁদে মানুষ পাঠানোর প্রকল্প অ্যাপোলো ওয়ান। যা মহাকাশ দৌড়ের প্রতিযোগিতায় আমেরিকাকে নিরঙ্কুশ বিজয় এনে দিয়েছিল। বর্তমানে মহাকাশ-ভ্রমণের ইতিহাসে জেমিনি ও অ্যাপোলো ওয়ান অনেক বিখ্যাত হলেও, মারকিউরি সম্পর্কে খুব বেশি মানুষের ধারণা নেই। অথচ, এটিই আমেরিকার মহাকাশ অভিযানের ভিত গড়েছিল। মারকিউরির নভোচারীরাই মহাকাশকে জনপ্রিয় করে তুলেছিল আমেরিকানদের মধ্যে। নাসা থেকে অবসর নেওয়ার পরেও এই কাজ চালিয়ে গিয়েছিলেন তাঁরা।

চাঁদের মাটিতে প্রথম মানুষ পাঠিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ৫০ বছর আগে ‘অ্যাপোলো-১১’ মহাকাশযানে চড়ে তিন মার্কিন মহাকাশচারী গিয়েছিলেন চাঁদে। চাঁদের মাটিতে নেমেছিলেন দুই মার্কিন মহাকাশচারী নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। সাড়ে ২১ ঘণ্টার জন্য। তাঁরা চাঁদের মাটিতে পুঁতেছিলেন আমেরিকার পতাকা। তুলে নিয়ে এসেছিলেন চাঁদের মাটি। মাইকেল কলিন্স ছিলেন সেই মহাকাশযানের পাইলট। ১৯৬৯ সালের জুলাইয়ের সেই ঐতিহাসিক অভিযানের পর ১৯৭২ সালে সর্বশেষ চন্দ্রপৃষ্ঠে যন্ত্র পাঠিয়েছিল নাসা। যদিও এরপর কেটে গিয়েছে কয়েক বছর। প্রযুক্তির কল্যাণে ক্রমশ উন্নতি ঘটছে সর্বত্র। মহাকাশ বিজ্ঞানেও এসেছে বিশাল পরিবর্তন। নাসার পাশাপাশি চাঁদের বুকে অভিযান চালিয়েছে রাশিয়া, জাপান, ইউরোপের একাধিক স্পেস এজেন্সি। চাঁদে বসতি তৈরি করার স্বপ্ন দেখতে শুরু করেছে মানুষ। আগামী কয়েক বছরের মধ্যেই চাঁদের মাটিতে যাতে বসতি তৈরি করা যায় সেজন্যে প্রতিনিয়ত পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছেন। মূলত এই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে এগচ্ছে আমেরিকার একাধিক সরকারি-বেসরকারি সংস্থা। সম্প্রতি নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ ও ২০২১ সালে চন্দ্রপৃষ্ঠে যন্ত্রপাতি পাঠানোর পরিকল্পনা করেছে তারা। ২০২৪ সালে মানুষ পাঠাতে যান পাঠাতেই এই উদ্যোগ। যন্ত্রপাতি নির্মাণ ও পাঠাতে অ্যাস্ট্রোবোটিক, ইনটিউটিভ মেশিনস ও অরবিট বেয়ন্ড নামে তিনটি বেসরকারি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। নাসার চিফ অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন জানিয়েছেন, শুধু জাতীয় পতাকা পুঁতে আর মাটি তুলে এনেই কাজ শেষ হয়ে যাবে না চাঁদের মাটিতে নামা মার্কিন মহাকাশচারীদের। তাঁদের আরও অনেক রকমের জটিল কাজ করতে হবে চাঁদের মাটিতে নেমে। যাতে আগামী দিনে চাঁদে মানুষ পাঠানো যায়। সেখানেও গড়ে তোলা যায় মানুষের থাকার জায়গা। যাতে চাঁদকে ট্রান্সপোর্টেশন হাব হিসেবে গড়ে তুলে সেখান থেকে মঙ্গলের মতো ভিনগ্রহে পাঠানো যায় মহাকাশযান। তাতে ভিনগ্রহ অভিযানের সময় কমবে। কমবে জ্বালানির খরচও। ব্রিডেনস্টাইন এও জানিয়েছেন, ফের চাঁদের মাটিতে মহাকাশচারী নামানোর আগে মানুষ ছাড়াই একটি ল্যান্ডার ও রোভার পাঠাবে নাসা, ২০২৪ সাল নাগাদ বা তার কিছু আগে।

16th  August, 2019
শপিং মলের পর এবার গির্জা, সিডনিতে ছুরির আঘাতে জখম বিশপ

শপিং মলের পর এবার গির্জা। ফের ছুরি নিয়ে হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে। সোমবার আচমকা ছুরির আঘাতে আহত হয়েছেন গির্জার বিশপ সহ আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। জখম বিশপ হাসপাতালে চিকিৎসাধীন। বিশদ

16th  April, 2024
আটক জাহাজের ক্রু’র সঙ্গে ভারতীয় কর্তাদের সাক্ষাতের অনুমতি ইরানের

ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ভারতের চাপে মাথা নোয়ালো তেহরান। ইরানে আটক ইজরায়েলি মালবাহী জাহাজের ১৭ জন ভারতীয় ক্রু সদস্যের সঙ্গে ভারত সরকারের প্রতিনিধিদের সাক্ষাতের প্রস্তাবে রাজি হয়েছে সে দেশের সরকার। বিশদ

16th  April, 2024
‘কর্ম’ , সরবজিৎ সিংয়ের হত্যাকারীকে খুনের ঘটনায় প্রতিক্রিয়া রণদীপ হুডার

পাকিস্তানে সরবজিৎ সিং হত্যায় অভিযুক্ত আমির সরফরাজের মৃত্যুর খবরে এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া জানালেন সরবজিৎ সিংয়ের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করা অভিনেতা রণদীপ হুডা।
বিশদ

15th  April, 2024
ফের যুদ্ধ, এবার ইরান-ইজরায়েল

প্যালেস্তাইন-ইজরায়েল সংঘাত এখনও থামেনি। তার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ছায়া। এবার ইরান-ইজরায়েল। প্যালেস্তাইন ইস্যুতে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধ চলছিল। শনিবার সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালাল তেহরান।
বিশদ

15th  April, 2024
বিশ্বের সবচেয়ে বয়স্ক জোড়া-যমজ প্রয়াত

মৃত্যু হল বিশ্বের সবচেয়ে বয়স্ক জোড়া-যমজ লোরি ও জর্জ শাপেলের। তাঁদের দু’জনের মাথার ৩০ শতাংশই ছিল একে অন্যের সঙ্গে যুক্ত।
বিশদ

15th  April, 2024
কানাডায় গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, গাড়িতে উদ্ধার দেহ

ফের বিদেশে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। এবারের ঘটনাটি কানাডার ভ্যাঙ্কুভারের। মৃত পড়ুয়ার নাম চিরাগ আন্তিল (২৪)। গত ১২ এপ্রিল তাঁর ‘অডি’ গাড়ির ভিতরেই ওই যুবককে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
বিশদ

15th  April, 2024
ইজরায়েলে হামলা চালাল ইরান, মধ্যপ্রাচ্যে ঘনাচ্ছে ভয়ঙ্কর যুদ্ধের মেঘ!

সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসের অ্যানেক্স বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় এক মিলিটারি কমান্ডার এবং ছ’জন অফিসারের। গত সপ্তাহের সেই হামলার দায় ইজরায়েলের উপর চাপায় ইরান। সঙ্গে পণ করে এর জবাব সময়মতো দেওয়া হবে ইজরায়েলকে।
বিশদ

14th  April, 2024
সিডনির শপিং মলে ছুরি নিয়ে হামলা, মৃত পাঁচ মহিলা সহ ৬, পুলিসের গুলিতে খতম হামলাকারী

ভিড়ে ঠাসা শপিং মলে আচমকা ছুরি নিয়ে হামলা চালাল এক আততায়ী। হামলাকারীর এলোপাথাড়ি কোপে মৃত্যু হয়েছে কমপক্ষে ছ’জনের। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা। জখম বেশ কয়েকজন। জখমদের মধ্যে ন’মাসের একটি শিশুও রয়েছে। বিশদ

14th  April, 2024
খুনের হুমকি, আমেরিকায় ধৃত ভারতীয় বংশোদ্ভূত যুবতী

সন্ত্রাস ছড়ানোর হুমকি দেওয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত যুবতীকে গ্রেপ্তার করল মার্কিন পুলিস। ধৃতের নাম ঋদ্ধি প্যাটেল। অভিযোগ, সম্প্রতি একটি বৈঠকে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের মেয়রকে খুনের হুমকি দিয়েছিলেন ঋদ্ধি। বিশদ

14th  April, 2024
সিডনির শপিং মলে ছুরি হাতে হামলা যুবকের, মৃত ৫

অস্ট্রেলিয়ার সিডনির একটি শপিং মলে নাশকতার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার, স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ এক অজ্ঞাতপরিচয় যুবক আচমকাই শহরের স্প্রলিং ওয়েস্টফিল্ড বন্ডি জংশন মলে ঢুকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারা শুরু করে।
বিশদ

13th  April, 2024
২৪ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান

রাশিয়া-ইউক্রেনের পর ফের এক মহাযুদ্ধের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে বিশ্বকে। যে কোনও সময় ইরান ইজরায়েলে হামলা চালাতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
বিশদ

13th  April, 2024
ব্যাঙ্ক দুর্নীতিতে মৃত্যুদণ্ড ভিয়েতনামের ধনকুবেরকে

মৃত্যুদণ্ড হল ভিয়েতনামের ‘ধনকুবের’ ট্রুং মাই ল্যানের। সে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঙ্ক দুর্নীতির মামলায় তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হো চি মিন সিটির আদালতে ল্যানের সমস্ত আর্জি খারিজ হয়ে যায়। আদালতের তিন সদস্যের জুরি বোর্ড ও দু’জন বিচারক তাঁকে সর্বোচ্চ সাজা দিয়েছেন।  বিশদ

12th  April, 2024
গাজায় ইজরায়েলের যুদ্ধ পদ্ধতি ভুল, মন্তব্য বাইডেনের

হামাসের উপর প্রতিশোধ নিতে নিরীহ গাজাবাসীর উপর নির্বিচারে বোমা বর্ষণ করে চলেছে ইজরায়েল। আন্তর্জাতিক জনমতের তোয়াক্কা না করেই। এই যুদ্ধের জেরে আমেরিকার সঙ্গেও ইজরায়েলের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে বলে জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশদ

11th  April, 2024
দ্য গার্ডিয়ান-এর অভিযোগে হস্তক্ষেপ নয়: আমেরিকা

গত সপ্তাহে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এ দাবি করা হয়েছিল, পাকিস্তানের মাটিতে ২০ জন জঙ্গির হত্যা পিছনে হাত রয়েছে ভারতের। সেই অভিযোগ ইতিমধ্যেই নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি। এবার এই ইস্যুতে মুখ খুলল আমেরিকা। বিশদ

10th  April, 2024

Pages: 12345

একনজরে
ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়ল ভাঙড়ে। এই নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। কোথাও তাঁকে অশান্তির কারিগর তকমা দেওয়া হয়েছে, কোথাও আবার ঘুরিয়ে বহিরাগত বলে পোস্টার সাঁটানো হয়েছে। ...

বৃহস্পতিবার রাতে উল্লাসে তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ সুনীল মণ্ডলের উল্লাসের বাড়িতে কেক কাটলেন বিজেপির দিলীপ ঘোষ। আবার শুক্রবার সকালে প্রাতঃভ্রমণ করার সময় বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বর্ধমান শহরের তৃণমূল কাউন্সিলার অজিত খাঁ ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক খানিক গম্ভীর গলায় বলে উঠলেন, ‘ওই ফ্ল্যাগ না লাগালেও আমাদের কিছু হবে না। ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মসূত্রে দূররাজ্য বা বিদেশ গমন হতে পারে। আনন্দানুষ্ঠানে যোগদান ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে
১৭৭০: আজকের দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৪৪: বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যাযয়ের জন্ম
১৮৭৯: ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন 
১৮৮৯: ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ হিসেবে ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়
১৮৮৯: জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের জন্ম
১৯০৫: অগ্নিযুগের বিপ্লবী, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের জন্ম
১৯১২: আইরিশ লেখক ব্রাম স্টোকারের মৃত্যু
১৯১৮: বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্ম
১৯২০: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্ম 
১৯৪৬: সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়
১৯৪৮: বলিউড অভিনেত্রী ববিতার জন্ম
১৯৫০: রাজনীতিক তথা অন্ধ্রপ্রদেশের ১৩তম মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জন্ম
১৯৫২: বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ সুধীরলাল চক্রবর্তীর মৃত্যু
১৯৬০: বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের মৃত্যু
১৯৭২: চাঁদের মাটিতে নামল অ্যাপোলো ১৬
১৯৭২: বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জন্ম
১৯৯৯: কলেরাডোর কলম্বাইন হাইস্কুলে ১৩ জনকে হত্যা করে আত্মহত্যা করল এরিক হ্যারিস এবং ডিলান কেবোল্ড
২০১৩: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৫০ 
২০১৯ : বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০২.৫৮ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৭.৭৯ টাকা ৯০.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী ৪৩/৩৫ রাত্রি ১০/৪২। পূর্বফল্গুনী নক্ষত্র ২২/০ দিবা ২/৪। সূর্যোদয় ৫/১৬/৬, সূর্যাস্ত ৫/৫৫/৫। অমৃতযোগ দিবা ৯/৮ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে পুনঃ ৪/২০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২০ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।
৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী রাত্রি ১০/৫৮। পূর্বফল্গুনী নক্ষত্র দিবা ২/৪৩। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/১১ গতে ২/৪৬ মধ্যে ও ৪/২১ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/২১ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৬ মধ্যে। 
১০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: চেন্নাইকে ৮ উইকেটে হারাল লখনউ

19-04-2024 - 11:30:00 PM

আইপিএল: ৮২ রানে আউট কেএল রাহুল, লখনউ ১৬১/২ (১৭.১ ওভার), টার্গেট ১৭৭

19-04-2024 - 11:15:12 PM

আইপিএল: ৫৪ রানে আউট কুইন্টন ডিকক, লখনউ ১৩৪/১ (১৫ ওভার), টার্গেট ১৭৭

19-04-2024 - 10:57:07 PM

আইপিএল: ৪১ বলে হাফসেঞ্চুরি ডিককের, লখনউ ১২৩/০ (১৪.১ ওভার), টার্গেট ১৭৭

19-04-2024 - 10:53:44 PM

আইপিএল: ৩১ বলে হাফসেঞ্চুরি কেএল রাহুলের, লখনউ ৯৮/০ (১০.৪ ওভার), টার্গেট ১৭৭

19-04-2024 - 10:34:00 PM

আইপিএল: লখনউ ৫৪/০ (৬ ওভার), টার্গেট ১৭৭

19-04-2024 - 10:13:07 PM