Bartaman Patrika
বিদেশ
 

এল চ্যাপোর অন্ধকার জগৎ 
মৃণালকান্তি দাস

অন্ধকার জগতে এক নামে পরিচিত। বিশ্ব বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত শীর্ষ ক্ষমতাবান মানুষের তালিকায় ছিল যথাক্রমে ৪১ তম, ৬০ তম এবং ৫৫ তম। কার্লোস স্লিম হেলুর পর ‘এল চ্যাপো’ ছিল মেক্সিকোর শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্ব। মার্কিন ফেডারেল অফিসের কথায়, পৃথিবীর ভয়ঙ্করতম মানুষ। এক দিকে যেমন ট্রাক, গাড়ি, বিমান, জাহাজ থেকে শুরু করে ডুবোজাহাজের বহর রয়েছে গুজম্যানের। তেমনই তার নামে খুন, রাহাজানি, মাদক সরবরাহের মতো অপরাধের তালিকাটাও দীর্ঘ। এই ভয়ঙ্কর মানুষটি তার প্রতিপক্ষদের হুমকি দিত ট্যুইটারেই। শেষবার যখন জেলখানা থেকে পালিয়ে গিয়েছিল, প্রথমেই ট্যুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা ট্যুইট করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল তার ঘরে ফেরার কথা।
আন্তর্জাতিক মাদক মাফিয়া সেই জোয়াকিন আর্চিভালদো গুজম্যান লোরাকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের এক আদালত। মেক্সিকোর নাগরিক গুজম্যানকে এল চ্যাপো নামেই বিশ্ব চেনে। দক্ষিণ আমেরিকার দেশগুলি তো বটেই আমেরিকাতেও ছড়ানো ছিল তাঁর মাদক চক্রের জাল। ২০১৪ সালের গ্রেপ্তারের আগে পর্যন্ত আমেরিকায় পাচার করেছিল ৫০০ টনের বেশি কোকেন। ৬১ বছরের এল চ্যাপোর বিরুদ্ধে দশ দফা অভিযোগ আনে মার্কিন পুলিস। প্রত্যেকটিতেই তাকে দোষী সাব্যস্ত করে কোর্ট। বিশ্বের একটা বড় অংশে মাদক চক্র চালানো, পাচার তো বটেই, খুন, ঘুষ নেওয়া, অস্ত্র কারবার, জেল ভাঙার মতো অপরাধও রয়েছে তালিকায়। ২৫ জুন তার সাজা ঘোষণা। আদালতের একটি সূত্র জানায়, যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনাই সব চেয়ে বেশি।
কে এই ‘এল চ্যাপো’? এল চ্যাপো-র অর্থ বামন। ৫ ফুট ৬ ইঞ্চির গুজম্যান সকলের কাছে বামন মানুষ নামেই পরিচিত। জন্ম মেক্সিকোর সিনেলোয়া শহরের ছোট্ট গ্রাম লা তুনাতে। ঠিক কবে তার জন্ম এ বিষয়ে কোনও তথ্য মেলেনি। কেউ বলে ১৯৫৪-র ২৫ ডিসেম্বর, আবার কেউ বলে ১৯৫৭-র ৪ জুলাই। আফিম চাষি বাবা এমিলিও গুজম্যান আর মা মারিয়া পেরেজের ১০ সন্তানের মধ্যে এল চ্যাপো ছিল চতুর্থ। যদিও কৈশোর পার হওয়ার আগেই তার বড় তিন ভাই মারা যায়। ছোটবেলাটা খুব সুখের ছিল না। সংসারের অভাবের কারণে স্কুল ছাড়তে হয়েছিল। বাবার সঙ্গে মাঠে কাজ করতে হতো। বাবা ছিলেন নেশাগ্রস্ত। প্রায়ই মারতেন। ১৫ বছর বয়সে বাবা বের করে দিলেন বাড়ি থেকে। ঠাঁই মিলল দাদির কাছে। খুড়তুতো ভাইদের সঙ্গে নিজেই আফিম চাষ করা শুরু করল। কিন্তু মন ভরছিল না। গ্রামের সবাই আফিম চাষ করে। যুগের পর যুগ তাই করে আসছে। বড় কোনও স্বপ্ন নেই কারও। নেই কোনও উচ্চাশা। ২০ বছর বয়সে ঘর ছাড়ল। যোগ দিল কাকা পেদরো এভলিস পেরেজের সঙ্গে। কাকা ছিল সেই সময়ের শীর্ষ মাদক পাচারকারীদের একজন। অপরাধ জগতের সঙ্গে পরিচয়টা ওখানেই। পরবর্তী কালে বিশ্বের এক নম্বর মাদক মাফিয়া হয়ে ওঠার কাহিনীটা অনেকটা হলিউডের ছবির মতো।
১৯৮০-র দশকে মেক্সিকোর মাদক ব্যবসা পরিচালনা করত ‘গুয়াদালাজারা কার্টেল’। যার নেতৃত্ব দিত মাগুয়েল আঞ্জেল ফেলিক্স। ৭০-র দশকে গুজম্যান প্রথম কাজ শুরু করে হেক্টর ‘এল গুয়েরো’ পালমার অধীনে। তার কাজ ছিল মাদক পরিবাহী জাহাজগুলোর হিসাব রাখা। উচ্চাভিলাষী গুজম্যান শৃঙ্খলার ব্যাপারে বরাবর কড়া ছিল। কোনও পাচারকারী সরবরাহে দেরি করলে নিজেই তার মাথায় গুলি করে দিত। গডফাদার মাগুয়েল আঞ্জেল ফেলিক্সের নেক নজরে পরে গেল এভাবেই। একসময় গডফাদারের সহকারী হয়ে গেল। পুরো মাদক সরবরাহ চলতে লাগল তার নেতৃত্বেই। আশির দশকে প্রচুর পরিমাণে কোকেন সরবরাহ হতো আমেরিকাতে। এই কারণে আমেরিকা উঠে পড়ে লাগে মাদক সম্রাটদের ধরতে। অনেক মার্কিন এজেন্ট ছদ্মবেশ নিয়ে মাদক ব্যবসার সঙ্গে মিলে যান। এমনই একজন এজেন্ট ইনরিকে কামারেনা সালাজার। ছদ্মবেশে মাদক সাম্রাজ্যের বহু ভিতরে প্রবেশ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গুয়াদালাজারা কার্টেলের মারিজুয়ানা উৎপাদনের প্রধান উৎস ‘রাঞ্চো বুফালো’ মার্কিন সেনাবাহিনীর আক্রমণের শিকার হয় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেইমানির কারণে সালাজারের উপর পাশবিক অত্যাচার চালানো হয় এবং নির্মমভাবে খুন করা হয়। এই হত্যাকাণ্ডে আমেরিকা ফুঁসে ওঠে। মাদক সাম্রাজ্য পুরো নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যে নামে তারা। মাদকের সঙ্গে সম্পর্কিত সবাইকে গ্রেপ্তার কিংবা হত্যা করে। এই সময় গডফাদার মাগুয়েলও ধরা পড়েন পুলিসের কাছে। তার অবর্তমানে সাম্রাজ্য চালাতে শুরু করে গুজম্যান এবং ইসমায়েল ‘এল মায়ো’ জামবাদা, মাগুয়েলের দুই সহকারী। ১৯৮৯-র দিকে যখন গুজম্যান নিজস্ব ‘সিনেলোয়া কার্টেল’ চালাচ্ছিল, এই সময়ই সে টানেলের মাধ্যমে মাদক পাচারে নতুন পথ খুলে ফেলে।
গুয়াদালাজারা ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারে সদ্য পাশ করা ফিলিপ ডি জিসুস করোনার সাহায্যে আগুয়া পিতা থেকে আমেরিকার অ্যারিজোনা, ডগলাস পর্যন্ত এক লম্বা টানেল তৈরি করে গুজম্যান। এই টানেলের সাহায্যে গুজম্যান এত দ্রুত মারিজুয়ানা পাচার করতে পারত যে, তার ডাকনাম হয়ে গিয়েছিল ‘এল রাপিদো’ (দ্রুত মানব)। ‘সিনেলোয়া কার্টেল’ চালু করার পর গুজম্যান ‘গুয়াদালাজারা কার্টেল’ ফেলিক্স ভ্রাতৃদ্বয়ের হাতে তুলে দেয়। কিছু ভুল বোঝাবুঝির মীমাংসা করতে গুজম্যান ফেলিক্স ভ্রাতৃদ্বয়ের কাছে পাঠায় তার খুবই কাছের মানুষ আরমানদো লোপেজকে। রাগের মাথায় আরমানদোকে খুন করে রামোন ফেলিক্স। এর কয়েকদিন পরই, হেক্টর পামলার বৌ এবং দুই সন্তানকে হত্যা করে ফেলিক্স ভ্রাতৃদ্বয়। ফুঁসে ওঠে গুজম্যান। পামলার সঙ্গে জোট বেঁধে যুদ্ধ ঘোষণা করে। এই ঘটনার কয়েকদিন পরই আরেলানো ফেলিক্স অর্গানাইজেশন (এএফও) গুয়াদালাজারা এয়ারপোর্টে গুজম্যানকে হত্যার চেষ্টা করে। দু’পক্ষের মাঝখানে ১৪ গুলি খেয়ে মৃত্যুবরণ করেন রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল জুয়ান জিসুস পোসোডাস। এই ঘটনার পর গুজম্যান গুয়েতামালায় পালিয়ে যায়। কিন্তু সেখানে পুলিসের হাতে ধরা পড়ে যায়। মেক্সিকোতে ফিরিয়ে নিয়ে এসে তাঁকে পুন্তে গ্রানাদে জেলখানায় রাখা হয়। ২০০১ সালে মেক্সিকো প্রশাসন যখন তাকে আমেরিকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, এমন সময় জেল কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে গুজম্যানের জীবন শুধু দৌড় আর দৌড়। ঘন ঘন তাকে জা্য়গা পরিবর্তন করতে হয়। কিন্তু সব সময় সিনেলোয়া, দুরাঙ্গ এবং চিহুয়াহুয়ার ভিতরে থাকত। এই ত্রিভুজ আকৃতির অঞ্চলটা ‘সিনেলোয়া কার্টেল’ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই সময়ে একের পর এক খুন, নির্বাসন, কারাদণ্ডে জর্জরিত গুয়াদালাজারা কার্টেল প্রায় নিঃশেষ হয়ে যায়। হঠাৎ করেই মিত্র জুয়ারেজ কার্টেলের সঙ্গে দ্বন্দ্ব বাধে সিনেলোয়া কার্টেলের। জুয়ারেজ কার্টেল সম্রাট চুদাদ জুয়ারেজ গুজম্যানের নেতৃত্ব ভাল চোখে দেখেনি। এর ফলেই দ্বন্দ্বের শুরু। কিন্তু সিনেলোয়া কার্টেলের বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশিদিন টিকতে পারেনি জুয়ারেজ কার্টেল। খুন, পাল্টা খুনে পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। একের পর এক কার্টেলের বিরুদ্ধে জয়ে গুজম্যান যেন ক্ষমতা-অন্ধ হয়ে গেল। মিত্র-শত্রু কাউকেই পাত্তা দিত না। বেলট্রান লেইভা অর্গানাইজেশন (বিএলও), যারা গুয়াদালাজারা কার্টেল, জুয়ারেজ কার্টেলের সঙ্গে যুদ্ধের সময় গুজম্যানের সঙ্গে ছিল, যাদের মাধ্যমে গুজম্যান পুলিস এবং রাজনৈতিক ব্যক্তিদের সহায়তা পেত, এক সময় তাদের সঙ্গেই বেইমানি করে। হত্যালীলা চালিয়ে গুজম্যান এই অর্গানাইজেশনও শেষ করে দেয়।
গুজম্যান তার গোল্ডেন ট্রায়েঙ্গেলের ভিতর সুরক্ষিত ছিল। তারপরও মিলিটারি সদস্যরা তাঁকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি খবর পাওয়া যায়, পারিবারিক পুনর্মিলনীর উদ্দেশ্যে গুজম্যানকে সিনেলোয়াতে দেখা যাবে। গুপ্তচররা তার দেহরক্ষীকে অনুসরণ করে নির্দিষ্ট জায়গায় পৌঁছলেও সুরক্ষিত দরজার কারণে গুজম্যান পালিয়ে যেতে সক্ষম হয়। ২২ ফেব্রুয়ারি, বেলা ৬.৪০-র দিকে, ইউএস মেরিন এবং আমেরিকার মাদক বিরোধী এজেন্টরা মাজাতলানের এক হোটেল থেকে গুজম্যানকে গ্রেপ্তার করে। এবার রাখা হয় আতিপালানো জেলখানার সুরক্ষিত সেলে। ২৪ ঘণ্টা নজরবন্দিতে। বিচারের রায় দেওয়ার সময়ও ঘনিয়ে আসছিল। সেই সময়ের অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, গুজম্যানকে সব পাপের শাস্তি দিতে গেলে ৩০০-৪০০ বছরের কারাদণ্ড দিতে হবে। কিন্তু রায় শোনার অপেক্ষায় বসে ছিল না গুজম্যান। ২০১৫-এর জুলাইয়ের কোনও এক সন্ধ্যায় কারাগারের বাথরুমের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়। এমনই সুড়ঙ্গ, যা কি না ছিল এক মাইলেরও বেশি লম্বা!
এবার গা ঝাড়া দিয়ে মাঠে নামে সবাই। ইউএস মেরিন, মাদক-বিরোধী এজেন্টরা, মেক্সিকান পুলিস, মিলিটারি। তন্নতন্ন করে খোঁজা হল। গ্রামের পর গ্রাম ঘেরাও করে তল্লাশি চালানো হল। কিন্তু এত কিছুর মধ্যেও গুজম্যান তার সাম্রাজ্য চালাতে থাকে। ক্রিসমাসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ছবিও প্রকাশ করে। কিন্তু একটা সাক্ষাৎকার সব শেষ করে দেয়। ঘন জঙ্গলের মধ্যে অত্যন্ত গোপনে সারা হয়েছিল যেটা। কিন্তু শেষমেশ তারই খেসারত দিতে হয়েছে গুজম্যান ওরফে ‘এল চ্যাপো’-কে। দীর্ঘ ছ’মাস ধরে গোটা মেক্সিকোর সেনা-পুলিসের চোখে ধুলো দেওয়ার পরে অবশেষে ফের ধরা পড়ে সে। ৮ জানুয়ারি, ২০১৬। কিন্তু ওই সাক্ষাৎকারটা না-দিলে হয়তো এমনটা সম্ভবই হতো না। আর সেটা মেনে নিয়েছে মেক্সিকো প্রশাসনও। কারণ ওই সাক্ষাৎকারের ভিডিওর বিভিন্ন অংশই নাকি ছিল গোয়েন্দাদের কাছে সবচেয়ে বড় ‘ক্লু’। সিনেলোয়ার বাইরে ছোট শহর লস মচিসে পুলিসের হাতে ধরা পড়ার পর আবার নিয়ে আসা হয় আতিপালানোতে। বিচারকাজ শুরু হয়। এবার নজরবন্দির দায়িত্বে ৭৫ জন এজেন্ট। কারাগার পাহারায় ৬০০’র বেশি সেনা। আগের দু’বার পালাতে যারা সাহায্য করেছে তাদের বিচার হল খুব দ্রুতই এবং কঠোর শাস্তিই দেওয়া হল। অনেক আইনি জটিলতার পরে তাকে আমেরিকায় প্রত্যর্পণ করানো হয়। তিন মাসের বিচার প্রক্রিয়ায় ৫৬ জন মাদক মাফিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। যাঁদের মধ্যে ১৪ জন ছিলেন তাঁরই এক সময়ের ছায়াসঙ্গী। রায় শোনার পরে এল চ্যাপোর আইনজীবীরা স্বীকার করে নিয়েছেন, তাঁদের মক্কেলের বিরুদ্ধে এত প্রমাণ ছিল যে তাঁদের যুক্তি আদালতে ধোপে টেঁকেনি। রায় ঘোষণার সময়ে আদালত কক্ষে উপস্থিত ছিলেন মাদক মাফিয়ার বর্তমান স্ত্রীও।
গুজম্যান জেলে, আর এই সময়ে সিনেলোয়া কার্টেল নিয়ে পারিবারিক দ্বন্দ্বে লিপ্ত তার তিন ছেলে এবং ভাই এরিলিয়ানো গুজম্যান। অন্য কার্টেল থেকেও হুমকি আসছে। বেশি দিন আগের কথা নয়, ‘জালিস্কো কার্টেল’ গুজম্যানের দুই ছেলেকে অপহরণ করে এক রেস্টুরেন্ট থেকে। যদিও ক’দিন পরেই অক্ষত অবস্থায় তাদের ছেড়ে দেওয়া হয়। সিনেলোয়া এখনও মেক্সিকান ড্রাগ উৎপাদনের কেন্দ্র। নতুন নতুন কার্টেলের আবির্ভাব ঘটেছে। কিন্তু দখল করতে পারছে না কেউই। সবাই বিশ্বাস করে, কোনও না কোনও একদিন আবার জেল থেকে পালাবে গুজম্যান। আবার হাজির হবে সিনেলোয়া শহরের রাজধানী কুলিয়াকানে। আবার রাজত্ব করবে নিজের সাম্রাজ্য। ‘এল চ্যাপো’-কে আটকে রাখা নাকি কঠিন! 

23rd  July, 2019
আমেরিকার আপত্তি উড়িয়ে ইরানে পাল্টা হামলা চালাল ইজরায়েল

আমেরিকার নিষেধ শুনল না ইজরায়েল। ইরানে পাল্টা হামলা চালাল তেল আভিভ। যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ, শুক্রবার ভোরে আচমকাই ইসফাহান এলাকায় ইজরায়েলি সেনা ড্রোন হামলা চালায়।
বিশদ

সোনা চুরি: কানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূত সহ ধৃত ৬

কানাডার ইতিহাসের সবচেয়ে বড় সোনা চুরির ঘটনা। পুলিসের জালে দুই ভারতীয় বংশোদ্ভূত সহ ৬। গত বছর টরেন্টোর প্রধান বিমানবন্দর থেকে ৪০০ কেজির সোনার বার ও বিপুল বিদেশি মুদ্রা ভর্তি একটি কন্টেনার ‘গায়েব’ হয়ে যায়। বিশদ

ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলা, নিহত ১৩

আকাশপথে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। এবার বেলারুশ সীমান্তবর্তী চেরনিহিভ শহরের একটি আটতলা ভবনকে নিশানা করে মিসাইল ছোড়ে পুতিনের দেশ। এই হামলায় ১৩ জন সাধারণ নাগরিক প্রাণ হারান। এছাড়াও অন্তত ২২ জন জখম বলে জানা গিয়েছে। বিশদ

18th  April, 2024
প্রবল বর্ষণে ভাসছে দুবাই, ২৫ মিনিট বন্ধ বিমানবন্দর

প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে। বিপর্যস্ত গুরুত্বপূর্ণ শহর দুবাই। এখনও পর্যন্ত দুবাইতে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর জেরে দুবাই বিমানবন্দরে মঙ্গলবার থেকে বেশ কয়েকটি বিমানের রুট বদল করা হয়েছে। বিশদ

18th  April, 2024
প্রবল হট্টগোলের মধ্যে পাক সংসদে শপথ বেনজির-কন্যার

জাতীয় আইনসভার সদস্য হিসেবে পাকিস্তানের সংসদীয় রাজনীতিতে হাতখড়ি হল আসিফা ভুট্টো জারদারির। সোমবার বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেও শপথ নেন তিনি। গত ২৯ মার্চ শহিদ বেনাজিরাবাদ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। বিশদ

17th  April, 2024
হিন্দুদের উপর আক্রমণ, বিচার চেয়ে চিঠি ভারতীয় বংশোদ্ভূতের

সাম্প্রতিক সময়ে আমেরিকার বুকে ভারতীয়দের উপর আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন সেদেশের প্রশাসন। হামলা রুখতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার এপ্রসঙ্গে বোমা ফাটালেন মার্কিন আইনসভার ভারতীয় বংশোদ্ভূত সদস্য শ্রী থানেদার। বিশদ

17th  April, 2024
ইরানের অর্ধেকের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে আমেরিকাই

গোটা বিশ্বে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ইরান-ইজরায়েল দ্বন্দ্ব। শনিবার মধ্যরাতে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ৩০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। কিন্তু তেল আভিভ দাবি করেছে, তারা ইরানের ৯৯ শতাংশ হামলা ব্যর্থ করেছে দিয়েছে। বিশদ

17th  April, 2024
বুশরা বিবির আদিয়ালা জেলে স্থানান্তরের আর্জি খারিজ 

গৃহবন্দি অবস্থায় তাঁর স্ত্রী বুশরা বিবিকে বিষ দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেই এমন অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তারপরই তাঁকে বাসভবন থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বুশরা। বিশদ

17th  April, 2024
বাংলাদেশে পথ দুর্ঘটনায় মৃত ১৪

বাংলাদেশের ফরিদপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ জনের। তাঁদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। মঙ্গলবার ১৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল একটি পিক-আপ ট্রাক। ফরিদপুরে ঢাকা-খুলনা হাইওয়েতে মাগুরাগামী একটি বাসের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বিশদ

17th  April, 2024
শপিং মলের পর এবার গির্জা, সিডনিতে ছুরির আঘাতে জখম বিশপ

শপিং মলের পর এবার গির্জা। ফের ছুরি নিয়ে হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে। সোমবার আচমকা ছুরির আঘাতে আহত হয়েছেন গির্জার বিশপ সহ আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। জখম বিশপ হাসপাতালে চিকিৎসাধীন। বিশদ

16th  April, 2024
আটক জাহাজের ক্রু’র সঙ্গে ভারতীয় কর্তাদের সাক্ষাতের অনুমতি ইরানের

ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ভারতের চাপে মাথা নোয়ালো তেহরান। ইরানে আটক ইজরায়েলি মালবাহী জাহাজের ১৭ জন ভারতীয় ক্রু সদস্যের সঙ্গে ভারত সরকারের প্রতিনিধিদের সাক্ষাতের প্রস্তাবে রাজি হয়েছে সে দেশের সরকার। বিশদ

16th  April, 2024
‘কর্ম’ , সরবজিৎ সিংয়ের হত্যাকারীকে খুনের ঘটনায় প্রতিক্রিয়া রণদীপ হুডার

পাকিস্তানে সরবজিৎ সিং হত্যায় অভিযুক্ত আমির সরফরাজের মৃত্যুর খবরে এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া জানালেন সরবজিৎ সিংয়ের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করা অভিনেতা রণদীপ হুডা।
বিশদ

15th  April, 2024
ফের যুদ্ধ, এবার ইরান-ইজরায়েল

প্যালেস্তাইন-ইজরায়েল সংঘাত এখনও থামেনি। তার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ছায়া। এবার ইরান-ইজরায়েল। প্যালেস্তাইন ইস্যুতে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধ চলছিল। শনিবার সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালাল তেহরান।
বিশদ

15th  April, 2024
বিশ্বের সবচেয়ে বয়স্ক জোড়া-যমজ প্রয়াত

মৃত্যু হল বিশ্বের সবচেয়ে বয়স্ক জোড়া-যমজ লোরি ও জর্জ শাপেলের। তাঁদের দু’জনের মাথার ৩০ শতাংশই ছিল একে অন্যের সঙ্গে যুক্ত।
বিশদ

15th  April, 2024

Pages: 12345

একনজরে
আজ, শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে মোট ৩৭ জন প্রার্থীর ভাগ্যবন্দি হবে ইভিএমে। গণতন্ত্রের এই উৎসবে ...

বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। আর সেই আগুনে তিনটি বাড়ি ভস্মীভূত হল। জলের অভাবে আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ভরতপুর থানার গোপালপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ...

বাটলারের বিস্ফোরণ এখনও ভোলেনি ইডেন। ব্যাট হাতে কেকেআরের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধরেন রাজস্থানের তারকা ব্যাটার। ঘরের মাঠে কেকেআরকে হারানোর নায়ক তিনি। স্টার্ক, বরুণদের কার্যত বল ফেলার জায়গা দেননি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ...

পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
লোকসভা নির্বাচন ২০২৪ (প্রথম দফা): বিকেল ৫টা  পর্যন্ত আলিপুরদুয়ারে ৭৫.৫৪ শতাংশ, কোচবিহারে ৭৭.৭৩ শতাংশ ও জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ ভোট পড়ল

05:45:23 PM

নাগাল্যান্ডের ৬ জেলায় ভোটের হার ০ শতাংশ
শুরু হয়ে গেল গণতন্ত্রের উৎসব। আজ ছিল প্রথম দফার ভোট। ...বিশদ

05:44:37 PM

ফুলবাগান এলাকায় গার্ডরেল ভেঙে দুই শিশু সহ ৩ জনকে ধাক্কা মারল গাড়ি, উত্তেজনা

05:37:51 PM

মহারাষ্ট্রের রত্নাগিরিতে রোড শো গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের

05:16:34 PM

গুয়াহাটিতে র‌্যালি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

05:09:34 PM

পুনের আহমেদনগর রোডে একটি শপিং মলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন

04:59:21 PM