Bartaman Patrika
দেশ
 

কংগ্রেসের সঙ্গে দিল্লিতে ‘কুস্তি’ আর
হরিয়ানায় ‘দোস্তি’ চাইছে আপ

পাঞ্জাবেও জোটের ইঙ্গিত কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৩ মার্চ (পিটিআই): আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে দিল্লিতে ‘কুস্তি’ আর হরিয়ানায় ‘দোস্তি’র কৌশল নিল আম আদমি পার্টি(আপ)। দিল্লিতে কোনও জোট না করলেও হরিয়ানা ও পাঞ্জাবে আসন সমঝোতা করতে চাইছে আপ নেতৃত্ব। বুধবার, হরিয়ানায় জোট করার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে আবেদন জানিয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘আমি রাহুলকে হরিয়ানায় আপ ও জেজেপি-র সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার প্রস্তাব দিচ্ছি। একসঙ্গে লড়াই করলে ওই রাজ্যের ১০টি লোকসভা আসনেই বিজেপিকে হারানো সম্ভব।’
এদিন দিল্লি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, ‘দিল্লিতে আমরা এককভাবে নির্বাচনে লড়ব। ৭টি আসনেই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাবে আপ।’ পাল্টা, দলীয় সভায় রাহুলও দিল্লির সাতটি আসনেই কংগ্রেসের জয় নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন কর্মীদের।
এদিকে, পাঞ্জাবেও আসন সমঝোতার ইঙ্গিত দিয়েছেন কেজরিওয়াল। সে রাজ্যের শিরোমণি অকালি দল ভেঙে নতুন দল গড়েছেন সাংসদ রঞ্জিত সিং ব্রহ্মপুরা, প্রাক্তন সাংসদ রতন সিং আজনালা ও সেওয়া সিং শেখওয়ান। দলের নাম দিয়েছেন শিরোমণি অকালি দল (তখশালি)। রঞ্জিত-রতন-শেখওয়ানের হাতে গড়া এই দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে আপ। দলের সুপ্রিমো জানিয়েছেন, ‘জোট নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু করেছেন পাঞ্জাবের আপের আহ্বায়ক ভাগবত মান। খুব শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে জোট নিয়ে সুর নরম করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিরোধীরা ঐক্যবদ্ধ না হলে বিজেপিকে হারানো যে সহজ হবে না, সেকথা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। আপ প্রধানের মতে, নির্বাচনের আগে দেশ দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবার ক্ষমতায় আনতে চায়। অন্যদিকে রয়েছেন, মোদি-অমিত শাহ জুটিকে যারা হারাতে চায়। এই পক্ষের মানুষের সংখ্যাই বেশি। কিন্তু বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায়, লাভ হচ্ছে বিজেপির। তাই দেশের পক্ষে ক্ষতিকর মোদি-শাহ জুটিকে হারাতে সবাইকে একজোট হতেই হবে।
উল্লেখ্য, দিল্লিতে পূর্ণরাজ্যের দাবিকেই বিজেপির বিরুদ্ধে নির্বাচনে মূল হাতিয়ার করতে চলেছে আপ। এই নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে দল। কেজরিওয়াল জানিয়েছেন, ‘দিল্লিকে পূর্ণরাজ্যের অধিকার দেওয়ার কোনও ইচ্ছে নেই বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দিল্লি এখনও সেই অধিকার পায়নি। তাই মোদিকে এই নিয়ে জবাবদিহি করতে হবে। ’ শুধু বিজেপি নয়, এই ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দেগেছেন কেজরিওয়াল। প্রসঙ্গত, আগামী ১২ মে দিল্লির সবক’টি কেন্দ্রে একসঙ্গে ভোট বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

14th  March, 2019
জঙ্গিদের গুলিতে জখম এনসি নেতা, আতঙ্কে
ঘরে ফিরতে পারছেন না পঞ্চায়েতের জয়ীরা

 ফিরদৌস হাসান, শ্রীনগর, ১৪ মার্চ: ভোট ঘোষণার পরেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকায় জঙ্গিদের গুলিতে জখম হলেন ন্যাশনাল কনফারেন্সের জোনাল প্রেসিডেন্ট কর্মী। তাঁর নাম মহম্মদ ইসমাইল ওয়ানি। পুলিস জানিয়েছে, জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজবেহরা মহকুমা হাসপাতালের সুপার শওকৎ আহমেদ জানিয়েছেন, জখম ব্যক্তির বুকে বুলেটের আঘাত রয়েছে।
বিশদ

মাসুদ আজহার নিয়ে শোরগোল চরমে
প্রধানমন্ত্রী চীনকে যে ভয় পান সেটা আগেই প্রমাণিত, মোদিকে কটাক্ষ রাহুলের

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৪ মার্চ: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে চীন আবার মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ানোয় ভারত ও চীনের সম্পর্কে নতুন করে ছায়া পড়তে চলেছে। নজিরবিহীনভাবে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই বছরে চারবার চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে বৈঠকে করেছেন বিভিন্ন সম্মেলনে। তার মধ্যে সবথেকে হাই ভোল্টেজ বৈঠক ছিল হুয়ানে।
বিশদ

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে না,
জানিয়ে দিল ন্যাশনাল কনফারেন্স

 শ্রীনগর, ১৪ মার্চ (পিটিআই): জম্মু ও কাশ্মীরে বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসে পৌঁছেছে। তবে রাজ্যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একইসঙ্গে করানোর ব্যাপারে ন্যাশনাল কনফারেন্স কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিল।
বিশদ

কেন্দ্রের আপত্তি নিয়ে সিদ্ধান্ত
আগে নিতে হবে: সুপ্রিম কোর্ট

রাফাল চুক্তির নথি সরিয়ে দিতে আদালতে আর্জি কেন্দ্রের

 নয়াদিল্লি, ১৪ মার্চ (পিটিআই): আগে কেন্দ্রের তোলা আপত্তিগুলিতে সিদ্ধান্ত নিতে হবে। তারপর মামলার অন্যান্য দিকগুলির দিকে নজর দেওয়া হবে। রাফাল-মামলায় বৃহস্পতিবার এমনটাই জানাল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
বিশদ

  ২৬/১১-র পর যথার্থ পদক্ষেপ নেয়নি তৎকালীন ইউপিএ সরকার: সীতারামন

 নয়াদিল্লি, ১৪ মার্চ (পিটিআই): ২৬/১১ মুম্বই হানার পর তৎকালীন ইউপিএ সরকারের যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, তা নেয়নি। দিল্লিতে বিজেপি কর্মীদের উদ্দেশে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী সীতারামন এমনটাই দাবি করেন।
বিশদ

নির্বাচনী আবহে নয়ডা, পশ্চিম গোদাবরী এবং মুজফ্ফরনগর থেকে ১ কোটি ৪৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত

 নয়ডা, পশ্চিম গোদাবরী ও মুজফ্ফরনগর, ১৪ মার্চ (পিটিআই): আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সেই নির্বাচনী আবহের মধ্যেই বৃহস্পতিবার নয়ডা, অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী এবং উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে মোট ১ কোটি ৪৬ লক্ষ টাকা উদ্ধার করা হল। নয়ডার গৌতম বুদ্ধ নগরের সিনিয়র পুলিস সুপার বৈভব কৃষ্ণ বলেন, নয়ডা ফেস ৩ থানার অধীন বেলোলপুর গ্রামের কাছে এদিন দুপুর ১২টা ৪৫ নাগাদ একটি গাড়িকে আটক করা হয়।
বিশদ

 কপ্টার কেলেঙ্কারির মামলায় সাক্সেনা রাজসাক্ষী হলে আপত্তি নেই ইডির

 নয়াদিল্লি, ১৪ মার্চ (পিটিআই):অগুস্তা ওয়েস্টল্যান্ড সংস্থার থেকে ভিভিআইপি কপ্টার কেনা নিয়ে অর্থ তছরুপের মামলায় জড়িত রাজীব সাক্সেনা রাজসাক্ষী হলে আপত্তি নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।
বিশদ

কংগ্রেসের সঙ্গে জোট নয়
গুজরাতে ৬ লোকসভা আসনেই
প্রার্থী দেবে আদিবাসী দল বিটিপি

 আমেদাবাদ, ১৪ মার্চ: গুজরাতের ছয়টি লোকসভা আসনেই প্রার্থী দেবে ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি)। কংগ্রেসের সঙ্গে তারা কোনও জোট করবে না। বুধবার দলের জাতীয় সভাপতি ছোটু ভাসাভা এমনটা জানিয়েছেন।
বিশদ

  বিজেপির ইস্তাহার কমিটির কাছে আসছে ন্যূনতম উপার্জন প্রকল্প চালু করার প্রস্তাব

 বেঙ্গালুরু, ১৩ মার্চ (পিটিআই): বিজেপির খসড়া ইস্তাহার কমিটির কাছে যেসব প্রস্তাব আসছে, তার মধ্যে অন্যতম গবির মানুষের জন্য ন্যূনতম উপার্জন প্রকল্প। বৃহস্পতিবার একথা জানালেন বিজেপি এমপি রাজীব চন্দ্রশেখর।
বিশদ

‘নমামি গঙ্গে’র বাস্তবায়ন হয়নি কেন?
স্টিমারে চেপে প্রচারের পথে প্রিয়াঙ্কা

 সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ১৪ মার্চ: গঙ্গাবক্ষে প্রিয়াঙ্কা। নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে অভিনব প্রচারের ভাবনায় কংগ্রেস। দলীয় সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী গঙ্গাপথে স্টিমারে চড়ে প্রচারের পরিকল্পনা করেছেন।
বিশদ

  ৭ মাসে সর্বোচ্চ টাকার মূল্য

 মুম্বই, ১৪ মার্চ: ডলারের নিরিখে গত সাত মাসে সবচেয়ে শক্তিশালী হল টাকা। বৃহস্পতিবার ২০ পয়সা বেড়ে এক ডলারের নিরিখে টাকার দাম হয়েছে ৬৯.৩৪ টাকা। এ নিয়ে টানা চারবার ডলারের নিরিখে উন্নতি হল টাকার মূল্যের।
বিশদ

 ভোটে না দাঁড়িয়ে
দেশজুড়ে প্রচারে প্রিয়াঙ্কা
উদ্বেগে বিজেপি

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ১৩ মার্চ: প্রার্থী হচ্ছেন না প্রিয়াঙ্কা। আর সেটা‌ই বেশি করে ভাবাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। উদ্বেগ বাড়ছে গেরুয়া শিবিরে। এর কারণ, কোনও একটি আসনে প্রার্থী হিসাবে লড়াই করলে প্রিয়াঙ্কা অনেকটাই সেই আসনেই আটকে থাকতেন প্রচারে।
বিশদ

14th  March, 2019
নেহরু, ইন্দিরা, রাজীবের কথা বলে
শিখদের মোদির পাশে দাঁড়ানোর
আর্জি হরসিমরৎ কাউরের

 অমৃতসর, ১৩ মার্চ (পিটিআই): শিখ ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করা উচিত বলে বুধবার মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরৎ কাউর। তাঁর মতে, পাঞ্জাব ভাগ করে শিখদের উপর প্রথম আঘাত হানেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর অমৃতসর স্বর্ণ মন্দির আক্রমণ করে শিখদের ভাবাবেগে আঘাত দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
বিশদ

14th  March, 2019
  কয়েক সপ্তাহের মধ্যেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন, দাবি স্ট্যালিনের

 চেন্নাই ও পাটনা, ১৩ মার্চ (পিটিআই): কয়েক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন রাহুল গান্ধী। বুধবার তামিলনাড়ুর নাগেরকোইলে কংগ্রেসের সভাপতির সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে একথা বললেন এম কে স্ট্যালিন। এর আগে ডিসেম্বর মাসে রাহুল গান্ধীকে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষে সওয়াল করছিলেন এই ডিএমকে নেতা।
বিশদ

14th  March, 2019

Pages: 12345

একনজরে
নয়াদিল্লি, ১৪ মার্চ: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-৩ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরেও বিচলিত নন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিশ্বকাপের জন্য ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের জুট মিলগুলির শ্রমিকদের নতুন বেতন চুক্তি বুধবার বেশি রাতে শ্রম দপ্তরে স্বাক্ষরিত হয়েছে। তবে সিটু সহ সাতটি শ্রমিক সংগঠন জানিয়েছে, আজ শুক্রবার জুট মিলগুলিতে প্রতীকী ধর্মঘট থেকে তারা সরে আসছে না। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও প্রায় তিন বছরে কয়েকটি চিঠির হাতের লেখা সম্পর্কে রিপোর্ট দেয়নি সিআইডি। অথচ, সেইসব চিঠিতে টাকা চেয়ে হুমকি ছাড়াও বিচারবিভাগ সম্পর্কে মারাত্মক অসম্মানজনক মন্তব্য রয়েছে। ...

 লন্ডন, ১৪ মার্চ (পিটিআই): বুধবার রাতে চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিয়ে সরকারকে দ্বিতীয়বার ধাক্কা দিয়েছেন হাউস অব কমন্সের সদস্যরা। কার্যত কোণঠাসা হয়ে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ভেঙে পড়তে নারাজ। আগামী সপ্তাহের কোনও একটি দিনে শেষবারের মতো চেষ্টা করে দেখতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। প্রেম-প্রীতিতে আগ্রহ বাড়বে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪ – জিজিয়া কর তুলে দেন মুঘল সম্রাট আকবর
১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।
১৯০৪ - স্বনামধন্য বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯৩৪: রাজনীতিক কাঁসিরামের জন্ম
১৯৩৭ - পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু হয় শিকাগোতে
১৯৩৯ - বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক জলধর সেনের মৃত্যু
১৯৭৬: অভিনেতা অভয় দেওলের জন্ম
১৯৭৭: অভিনেতা যিশু সেনগুপ্তের জন্ম
১৯৮৩: সঙ্গীতশিল্পী হানি সিংয়ের জন্ম
১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com)



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৭০ টাকা ৭০.৩৯ টাকা
পাউন্ড ৯০.৬৮ টাকা ৯৩.৯৭ টাকা
ইউরো ৭৭.২৯ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৫২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৮৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৩২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ ফাল্গুন ১৪২৫, ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, নবমী ৪৯/৪৭ রাত্রি ১/৪৫। আর্দ্রা ৫৪/৪৫ রাত্রি ৩/৪৪। সূ উ ৫/৪৯/৫৫, অ ৫/৪১/৫৩, অমৃতযোগ দিবা ৭/২৩ মধ্যে পুনঃ ৮/১২ গতে ১০/৩৪ মধ্যে পুনঃ ১২/৫৬ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৯ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২২ গতে ৪/১১ মধ্যে, বারবেলা ৮/৪৮ গতে ১১/৪৬ মধ্যে, কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে।
৩০ ফাল্গুন ১৪২৫, ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, নবমী রাত্রি ৯/০/৫০। আর্দ্রানক্ষত্র রাত্রি ১১/৩২/৪৫, সূ উ ৫/৫০/২৮, অ ৫/৪০/৪৯, অমৃতযোগ দিবা ৭/২৫/১১ মধ্যে ও ৮/১২/৩২ থেকে ১০/৩৪/৩৬ মধ্যে ও ১২/৫৬/৫১ থেকে ২/৩১/২৪ মধ্যে ও ৪/৬/৬ থেকে ৫/৪০/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/১৮/৬ থেকে ৮/৫৫/২৩ মধ্যে ও ৩/২৪/৩২ থেকে ৪/১৩/১১ মধ্যে, বারবেলা ৮/৪৩/৩ থেকে ১০/১৬/৫১ মধ্যে, কালবেলা ১০/১৬/৫১ থেকে ১১/৪৫/৩৯ মধ্যে, কালরাত্রি ৮/৪৩/১৪ থেকে ১০/১৪/২৬ মধ্যে।
 ৭ রজব
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ:  উচ্চতর বিদ্যায় শুভ ফল। বৃষ: পাওনা অর্থ আদায় হবে। মিথুন: উচ্চশিক্ষায় ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৫৬৪ – জিজিয়া কর তুলে দেন মুঘল সম্রাট আকবর১৮৯২ – ...বিশদ

07:03:20 PM

দাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস 
টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল কনেযাত্রীবোঝাই বাস। ...বিশদ

07:55:31 PM

২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা 
১৭টি আসন ছেড়ে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ...বিশদ

06:51:12 PM

আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা 
আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ...বিশদ

05:01:43 PM

২৬৯ পয়েন্ট উঠল সেনসেক্স

04:02:07 PM