বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহ যোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন ... বিশদ
বুলন্দশহরে হিংসার ঘটনায় বজরং দলের জড়িত থাকার সম্ভাবনাও খারিজ করে দেন তিনি। বলেন, পুলিস যখন আমাদের অভিযোগ নথিবদ্ধ করেছে, তখন বজরং দল কেন বিক্ষোভ করবে? যখন হামলার ঘটনা ঘটে, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না। নিজেকে নির্দোষ দাবি করলেও পলাতক যোগেশ রাজের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। হিংসার ঘটনায় বজরং দলের যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দলের জাতীয় মুখপাত্র সুরেন্দ্র জৈন। মানুষের ক্ষোভের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বুধবারই বুলন্দশহরের হিংসার একটি ভিডিও সামনে এসেছে। মোবাইলে তোলা তিন মিনিটের ওই ভিডিওতে দেখা গিয়েছে, একদল মানুষ ‘মারো’, ‘মারো’ বলে চিৎকার করছে। বন্দুকধারী এক কনস্টেবলের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার কথাও বলতে শোনা যায়। দ্বিতীয় দৃশ্যে এক পুলিসকর্মীকে নিথর অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। দেখা যায়। যদিও এই ভিডিওটি নিয়ে পুলিসের তরফে কোনও মন্তব্য করা হয়নি।