বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহ যোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন ... বিশদ
তথাগত রায় বলেন, প্যাটেল ছিলেন একজন প্রকৃত দেশভক্ত রাজনীতিবিদ। দেশের বৃহত্তর মানুষের স্বার্থে রাজনীতিকদের যে অনেক সময় ছলে-বলে-কৌশলে বহু কাজ করতে হয়, সেটা স্বাধীনতার পর তিনি দেখিয়ে দিয়েছেন অন্তত ৫০০ রাজন্যপ্রথার অঞ্চলকে ভারতভুক্ত করে। একমাত্র জম্মু-কাশ্মীরকে সেই সময় দেশের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি নেহরুর কারণে। নেহরু ওই দায়িত্ব প্যাটেলকে দিলে আজ আর কাশ্মীর নামক এই দগদগে ঘা ভারতের ঘাড়ের উপর থাকত না। একইভাবে চীন তাদের অঙ্গ হিসেবে তিব্বতের দখল নিতে পারত না। পূর্ববঙ্গ থেকে হিন্দু বিতাড়নের ফলে পশ্চিমবঙ্গে যে উদ্বাস্তু সমস্যা তৈরি হয়, সেটাও সর্দার প্যাটেল সমাধান করে দিতে পারতেন ক্ষমতা পেলে। কিন্তু তাঁকে তা করতে দেওয়া হয়নি। তবে স্বাধীনতার তিন বছরের মধ্যে তিনি প্রয়াত না হলে এই ধরনের আরও অনেক সমস্যার স্থায়ী সমাধান তিনি করতে পারতেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু নেহরু বা তাঁর অনুগামীরা তাঁকে সে সব করতে দেননি।