Bartaman Patrika
রাজ্য
 

সাগর, নামখানা, পাথরপ্রতিমা, সর্বত্রই এক চিত্র
আইলার চেয়েও বেশি তাণ্ডব চালিয়েছে বুলবুল, ক্ষতির পরিমাণও বেশি 

নিজস্ব প্রতিনিধি, নামখানা: ২০০৯ সালের মে মাসে আইলার দু’ ঘণ্টা ঝড়ো তাণ্ডবের চেয়ে ভয়ঙ্কর ছিল শনিবারের বুলবুল। রবিবার কাকদ্বীপ, সাগর, নামখানা, বকখালি, গোসাবা, পাথরপ্রতিমা সব জায়গাতে ভুক্তভোগীদের অভিজ্ঞতা তাই। পাথরপ্রতিমার জি-প্লটের চিত্র দিয়ে সেকথাই জানিয়েছেন বিধায়ক সমীর জানা। এদিন তিনি সকালবেলায় ক্ষতিগ্রস্ত জি-প্লটে গিয়েছিলেন। বললেন, আয়লার সময় ক্ষতি হয়েছে ঠিকই। কিন্তু এবার মানুষের স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রয়োজনীয় যা যা ছিল, সবই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গিয়েছে বুলবুলের পাঁচ ঘণ্টার তাণ্ডব। বিডিওকে সঙ্গে নিয়ে এদিন জি-প্লটের তটের বাজার থেকে থেকে জানার মোড় পর্যন্ত যেতে বিধায়কের দু’ ঘণ্টা সময় লেগেছে। কারণ, যাওয়ার পথে রাস্তার উপর গাছ সব নুয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি, তার কোথাও সোজা নেই। ছিঁড়ে গিয়েছে সব। লোকজন কাজে লাগলেও, এত গাছ পড়েছে যে বিধায়ক ভিতরে যেতে পারেননি। আক্ষেপ করে বললেন, যাওয়ার সময় দেখলাম দু’ ধারে বিঘের পর বিঘে ধান ক্ষেত সব জলে তলিয়ে গিয়েছে। পানের বরোজের উপর এখানকার অর্থনীতি নির্ভর করে। তার ৯০ শতাংশ শেষ। আইলার সময় এতটা ক্ষতি হয়নি। তিনি বলেন, পাথরপ্রতিমার সব জায়গাতে এই চিত্র। অগ্রাহয়ণ মাসের ধান সবে পাকতে শুরু করেছিল। এবার মানুষ কী খাবে। ঘরে চালের জোগান নেই। বাজারেও ধান পাওয়া যাবে না। একই কথা বলেছেন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। সকাল থেকে সারাদিন সাগরের সব জায়গাতে তিনি ঘুরে বেড়িয়েছেন। কারণ, এবার বুলবুল সাগরের উপর প্রথম ধাক্কা দিয়েছে। তাঁর কথায়, আইলার স্থায়িত্ব ছিল মাত্র দু’ ঘণ্টা। সাগরে সেই তাণ্ডবের ধাক্কা ছিল কম। এবার সরাসরি বুলবুল সাগরে ধাক্কা দিয়েছে। সন্ধ্যা ৬ টা থেকে দশটার বেশি তার তাণ্ডবলীলা চালিয়েছে। শ’য়ে শ‘য়ে মাটির বাড়ি, গাছ, পানের বরোজ যা থেকে মানুষের রোজগার তা সব উড়িয়ে নিয়ে গিয়েছে বুলবলের হাওয়া। বিশেষ করে বেগুয়াখালি, মনসাদ্বীপ, শিবপুর মৌজার বোটখালি, ধবলাহাট, চেমাগুড়ি, বঙ্কিমনগর, সুমতিনগর, নগেন্দ্রনগর, ঘোড়ামারা কোনও জায়গাকে রেহাই দেয়নি। নামখানার বাসিন্দা সুখেন্দু নস্করের কথায়, আইলার সময় যেখানে যেখানে লোনা জল ঢুকেছিল, সেখানে চাষ নষ্ট হয়েছে। তাছাড়া সে সময় মাত্র দু’ ঘণ্টা সময় ধরে ঝড় হয়েছে। কিন্তু এবার পাঁচ থেকে ছ’ ঘণ্টা ধরে প্রবলবেগে ঝড় আর ভারী বর্ষণে ঘর, ক্ষেত থেকে শুরু করে সব জায়গাতে ছোবল দিয়েছে বুলবুল। কাউকে কোনও কিছু সরাবার সময় পর্যন্ত দেয়নি। তাতে আগামী কয়েকমাস সুন্দরবনের এই তল্লাটের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ, ত্রাণ দিয়ে কিছুদিন চালানো যেতে পারে। কিন্তু ধান, সব্জি ও পান থেকে সারা বছর সকলের আয় হয়। সেই জায়গাই তো শুকিয়ে গেলে। বাচ্চা ও পরিবার নিয়ে কী হবে জানি না। গোসাবার বাসিন্দা চন্দন মাইতি বলেন, আইলাতে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এবার ঝড়ের স্থায়িত্ব বেশি হওয়াতে কোনও কিছুই অক্ষত নেই। হাজার হাজার বিদ্যুৎ খুঁটি ও তার ছিঁড়ে গিয়েছে। অন্ধকার গ্রামের পর গ্রাম। গাছ ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। যাতায়াতের ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়েছে। চাষের কোথাও অবশিষ্ট নেই। ঘরে ঘরে হাহাকার ছাড়া আরও কোনও কথা নেই। একই ছবি কুলতলি, জয়নগর, বাসন্তীতে। বারুইপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা এদিন ঘুরে দেখেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, জেলাশাসক পি উলগানাথন, সভাধিপতি শামিমা শেখ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখা হয়েছে। পরে সকলে মিলে বৈঠক করে বিডিওদের কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট দিতে বলা হয়েছে। মন্ত্রী স্বীকার করেন, আইলার থেকে ঝড়ের তাণ্ডব বেশি হওয়াতে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। তিনি বলেন, ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ত্রিপল দেওয়া হয়েছে অনেক জায়গাতে। তিনি জানান, এদিন পর্যন্ত সাগরদ্বীপের সঙ্গে কাকদ্বীপের জলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। বহু জায়গাতে বিদ্যুৎ নেই। কারণ তার ছিঁড়ে গিয়েছে। তবে তা ঠিক করার জন্য কাজে নেমে পড়েছে কর্মীরা। কলকাতা থেকে বকখালি যাওয়ার মূল রাস্তায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর দু’পারে দু’টি পল্টন জেটি এদিন ঝড়ে উড়ে যায়। জলের মধ্যে ডোবা অবস্থায় একটির সন্ধান মিললেও, অপরটি পাওয়া যায়নি। ঝড়ে নিখোঁজ চারটি লঞ্চের একটিকে উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি পাথরপ্রতিমা ও কুলতলির বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। এদিন পর্যাপ্ত ত্রাণের দাবিতে ক্যানিংয়ের ইটখোলা-গোলাবাড়ি রোড অবরোধ করেন দুর্গতরা। পরে প্রশাসন ব্যবস্থা নিলে অবরোধ ওঠে।নিজস্ব প্রতিনিধি, নামখানা: ২০০৯ সালের মে মাসে আইলার দু’ ঘণ্টা ঝড়ো তাণ্ডবের চেয়ে ভয়ঙ্কর ছিল শনিবারের বুলবুল। রবিবার কাকদ্বীপ, সাগর, নামখানা, বকখালি, গোসাবা, পাথরপ্রতিমা সব জায়গাতে ভুক্তভোগীদের অভিজ্ঞতা তাই। পাথরপ্রতিমার জি-প্লটের চিত্র দিয়ে সেকথাই জানিয়েছেন বিধায়ক সমীর জানা। এদিন তিনি সকালবেলায় ক্ষতিগ্রস্ত জি-প্লটে গিয়েছিলেন। বললেন, আয়লার সময় ক্ষতি হয়েছে ঠিকই। কিন্তু এবার মানুষের স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রয়োজনীয় যা যা ছিল, সবই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গিয়েছে বুলবুলের পাঁচ ঘণ্টার তাণ্ডব। বিডিওকে সঙ্গে নিয়ে এদিন জি-প্লটের তটের বাজার থেকে থেকে জানার মোড় পর্যন্ত যেতে বিধায়কের দু’ ঘণ্টা সময় লেগেছে। কারণ, যাওয়ার পথে রাস্তার উপর গাছ সব নুয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি, তার কোথাও সোজা নেই। ছিঁড়ে গিয়েছে সব। লোকজন কাজে লাগলেও, এত গাছ পড়েছে যে বিধায়ক ভিতরে যেতে পারেননি। আক্ষেপ করে বললেন, যাওয়ার সময় দেখলাম দু’ ধারে বিঘের পর বিঘে ধান ক্ষেত সব জলে তলিয়ে গিয়েছে। পানের বরোজের উপর এখানকার অর্থনীতি নির্ভর করে। তার ৯০ শতাংশ শেষ। আইলার সময় এতটা ক্ষতি হয়নি। তিনি বলেন, পাথরপ্রতিমার সব জায়গাতে এই চিত্র। অগ্রাহয়ণ মাসের ধান সবে পাকতে শুরু করেছিল। এবার মানুষ কী খাবে। ঘরে চালের জোগান নেই। বাজারেও ধান পাওয়া যাবে না। একই কথা বলেছেন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। সকাল থেকে সারাদিন সাগরের সব জায়গাতে তিনি ঘুরে বেড়িয়েছেন। কারণ, এবার বুলবুল সাগরের উপর প্রথম ধাক্কা দিয়েছে। তাঁর কথায়, আইলার স্থায়িত্ব ছিল মাত্র দু’ ঘণ্টা। সাগরে সেই তাণ্ডবের ধাক্কা ছিল কম। এবার সরাসরি বুলবুল সাগরে ধাক্কা দিয়েছে। সন্ধ্যা ৬ টা থেকে দশটার বেশি তার তাণ্ডবলীলা চালিয়েছে। শ’য়ে শ‘য়ে মাটির বাড়ি, গাছ, পানের বরোজ যা থেকে মানুষের রোজগার তা সব উড়িয়ে নিয়ে গিয়েছে বুলবলের হাওয়া। বিশেষ করে বেগুয়াখালি, মনসাদ্বীপ, শিবপুর মৌজার বোটখালি, ধবলাহাট, চেমাগুড়ি, বঙ্কিমনগর, সুমতিনগর, নগেন্দ্রনগর, ঘোড়ামারা কোনও জায়গাকে রেহাই দেয়নি। নামখানার বাসিন্দা সুখেন্দু নস্করের কথায়, আইলার সময় যেখানে যেখানে লোনা জল ঢুকেছিল, সেখানে চাষ নষ্ট হয়েছে। তাছাড়া সে সময় মাত্র দু’ ঘণ্টা সময় ধরে ঝড় হয়েছে। কিন্তু এবার পাঁচ থেকে ছ’ ঘণ্টা ধরে প্রবলবেগে ঝড় আর ভারী বর্ষণে ঘর, ক্ষেত থেকে শুরু করে সব জায়গাতে ছোবল দিয়েছে বুলবুল। কাউকে কোনও কিছু সরাবার সময় পর্যন্ত দেয়নি। তাতে আগামী কয়েকমাস সুন্দরবনের এই তল্লাটের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ, ত্রাণ দিয়ে কিছুদিন চালানো যেতে পারে। কিন্তু ধান, সব্জি ও পান থেকে সারা বছর সকলের আয় হয়। সেই জায়গাই তো শুকিয়ে গেলে। বাচ্চা ও পরিবার নিয়ে কী হবে জানি না। গোসাবার বাসিন্দা চন্দন মাইতি বলেন, আইলাতে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এবার ঝড়ের স্থায়িত্ব বেশি হওয়াতে কোনও কিছুই অক্ষত নেই। হাজার হাজার বিদ্যুৎ খুঁটি ও তার ছিঁড়ে গিয়েছে। অন্ধকার গ্রামের পর গ্রাম। গাছ ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। যাতায়াতের ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়েছে। চাষের কোথাও অবশিষ্ট নেই। ঘরে ঘরে হাহাকার ছাড়া আরও কোনও কথা নেই। একই ছবি কুলতলি, জয়নগর, বাসন্তীতে। বারুইপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা এদিন ঘুরে দেখেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, জেলাশাসক পি উলগানাথন, সভাধিপতি শামিমা শেখ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখা হয়েছে। পরে সকলে মিলে বৈঠক করে বিডিওদের কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট দিতে বলা হয়েছে। মন্ত্রী স্বীকার করেন, আইলার থেকে ঝড়ের তাণ্ডব বেশি হওয়াতে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। তিনি বলেন, ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ত্রিপল দেওয়া হয়েছে অনেক জায়গাতে। তিনি জানান, এদিন পর্যন্ত সাগরদ্বীপের সঙ্গে কাকদ্বীপের জলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। বহু জায়গাতে বিদ্যুৎ নেই। কারণ তার ছিঁড়ে গিয়েছে। তবে তা ঠিক করার জন্য কাজে নেমে পড়েছে কর্মীরা। কলকাতা থেকে বকখালি যাওয়ার মূল রাস্তায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর দু’পারে দু’টি পল্টন জেটি এদিন ঝড়ে উড়ে যায়। জলের মধ্যে ডোবা অবস্থায় একটির সন্ধান মিললেও, অপরটি পাওয়া যায়নি। ঝড়ে নিখোঁজ চারটি লঞ্চের একটিকে উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি পাথরপ্রতিমা ও কুলতলির বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। এদিন পর্যাপ্ত ত্রাণের দাবিতে ক্যানিংয়ের ইটখোলা-গোলাবাড়ি রোড অবরোধ করেন দুর্গতরা। পরে প্রশাসন ব্যবস্থা নিলে অবরোধ ওঠে। 

রবিবারই রাজ্য ছাড়ল বুলবুল, আজ
সকাল থেকে ঝলমলে রোদের আশা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার সকালে রাজ্য থেকে বিদায় নিল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। রোদ ঝলমলে সকালের দেখা মিলতে পারে আজ, সোমবার। সেই সঙ্গে আগামী এক-দু’দিনের মধ্যে রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি কমবে। এর ফলে পাকাপাকিভাবে শীত এসে না পড়লেও ভোররাত ও সকালের দিকে শীত-শীত ভাব থাকবে পুরোদমে। 
বিশদ

উত্তরবঙ্গ সফর বাতিল, আজ
ক্ষতিগ্রস্ত এলাকায় মুখ্যমন্ত্রী
মোদি-অমিত শাহের ফোন, সাহায্যের আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল, মঙ্গলবার তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল। সেই সফর আপাতত বাতিল করা হয়েছে। আগামী বুধবার মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। 
বিশদ

বুলবুল মোকাবিলায় মমতার ভূমিকায় আপ্লুত রাজ্যপাল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ও তাঁর নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। রবিবার রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে রাজ্যপাল বলেছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আগে থেকেই এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত ছিল। 
বিশদ

বুলবুলের তাণ্ডবে রাজ্যে মৃত ৭,
ক্ষতিগ্রস্ত সাড়ে ৪ লক্ষ রাজ্যবাসী 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিএনএ: শনিবার বেশি রাতে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলে আছড়ে পড়েই বাংলাদেশ অভিমুখে চলে গেলেও এরা঩জ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি করল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। রাজ্য সরকারের পক্ষ থেকে রবিবার পর্যন্ত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার বলে জানানো হয়েছে। মৃত্যু হয়েছে মোট সাত জনের। প্রবল ঝড়ে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ায় বিপর্যয়ের পুরো তথ্য এখনও পাওয়া যায়নি।
বিশদ

যুদ্ধকালীন তৎপরতায় চলে পরিস্থিতি মোকাবিলার কাজ
বুলবুলের তাণ্ডবে বসে গিয়েছিল বিদ্যুৎ বণ্টন কোম্পানির ৬৫টি সাবস্টেশন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপকূলবর্তী দুই জেলার মধ্যে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপট বিদ্যুৎ ব্যবস্থায় সবচেয়ে বেশি পড়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, প্রবল ঝড় আর তার সঙ্গে টানা বৃষ্টির জেরে বিদ্যুৎবাহী তার ক্ষতিগ্রস্ত হওয়ায় এ রাজ্যের মোট ৬৫টি সাবস্টেশন বসে গিয়েছিল। 
বিশদ

খরচ কার্ড পিছু ২৮ টাকা
ডিজিটাল রেশন কার্ড বিশেষ ডাক ব্যবস্থায় পৌঁছে যাবে গ্রাহকের বাড়ি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থার খামতির জন্য আগে অনেকে রেশন কার্ড পাননি। বার বার আবেদন করেও রেশন কার্ড না পাওয়ার যে অভিযোগ উঠেছে, সেটার মূল কারণ এটাই বলে খাদ্য দপ্তর মনে করছে। প্রায় ৫০ লক্ষ ডিজিটাল রেশন কার্ড বিলি হয়নি। বিলি না হওয়া কার্ড ফিরিয়ে নিতে হয়েছে খাদ্য দপ্তরকে। 
বিশদ

কোর্টের রায় মেনে আজ বিকাশ ভবনের সামনেই অবস্থানে বসছেন পার্শ্বশিক্ষকরা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোর্টের রায় মেনে আজ, সোমবার থেকে অবস্থানে বসছেন পার্শ্বশিক্ষকরা। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে এই অবস্থান করা হবে। সংগঠনের নেতা ভগীরথ ঘোষ বলেন, আমাদের দাবি সম কাজে সম বেতন। সরকারি কর্মীদের মতো পে স্কেল দেওয়া হোক। এনিয়ে আন্দোলন চলছে। 
বিশদ

উপহারের বিনিময়ে রক্তদান বরদাস্ত নয়, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের স্বাস্থ্যসচিব 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপহারের বিনিময়ে রক্তদান বরদাস্ত করা হবে না। রাজ্যের কোনও ব্লাড ব্যাঙ্কের কোনও মেডিক্যাল অফিসার যেন এই ধরনের শিবিরে অংশ না নেন। শনিবার স্বাস্থ্যভবনে রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন স্বাস্থ্যসচিব সঙ্ঘমিত্রা ঘোষ।
বিশদ

কাল থেকে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফের জওয়ানরা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, মঙ্গলবার থেকে রাজ্যপাল জগদীপ ধনকারের নিরাপত্তার দায়িত্ব হাতে নিচ্ছে সিআরপিএফের সিকিউরিটি উইং। কাল রাজ্যপালের একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে প্রথম দেখা যাবে। তাঁর একেবারে কাছে থাকবেন সিআরপিএফের জওয়ানরা। 
বিশদ

‘দিদিকে বলো’ থেকে সাফল্য মিলছে, দাবি তৃণমূল নেতাদের 

জয়ন্ত চৌধুরী, কলকাতা: এখনই তাঁর সঙ্গে দেখা না করলে তিনি সরাসরি ‘দিদিকে বলো’য় ফোন করতে বাধ্য হবেন। সম্প্রতি এমনই হুমকি শুনতে হয়েছে রাজ্যের এক মন্ত্রীকে। তাঁর দর্শনপ্রার্থী কোনও ব্যক্তি ওভাবে তাঁকে কথা শোনাতে পারেন, তা কস্মিনকালেও তিনি ভাবেননি।  
বিশদ

  অযোধ্যার রায় নিয়ে তৃণমূল মুখে কুলুপ আঁটায় তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অযোধ্যায় রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল রাজ্য বিজেপি। দলের বঙ্গ সভাপতি দিলীপ ঘোষ বলেন, শনিবারের ঐতিহাসিক রায়ে আমরা খুশি। দেশের অসংখ্য করসেবকদের বলিদান এতদিনে পূর্ণতা পেল। বিশদ

10th  November, 2019
বুলবুলের জেরে ধান সহ সব্জির
ব্যাপক ক্ষতির শঙ্কা কৃষি দপ্তরের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর ধাক্কায় শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে ভারী বৃষ্টি শুরু হয়, তার জেরে আমন ধান সহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষি দপ্তর। অসময়ের এই বৃষ্টি চাষের পক্ষে খুবই খারাপ বলে জানিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকরা।
বিশদ

10th  November, 2019
 ইনস্টিটিউট অব এমিনেন্স নিয়ে কেন্দ্রের কাছে দরবার করবেন রাজ্যপাল ধনকার

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইনস্টিটিউট অব এমিনেন্স নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার আশ্বাস দিয়েছেন খোদ রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকার। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে। বিশদ

10th  November, 2019
বদলির আবেদন খারিজ হওয়া শিক্ষক, শিক্ষিকাদের হাইকোর্টে আসা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইন মেনে, উপযুক্ত নথিপত্র সহ আবেদন করেও যাতায়াতের পক্ষে সহজ জায়গায় বদলি চেয়ে ব্যর্থ শিক্ষক-শিক্ষিকাদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া অব্যাহত রয়েছে। তেমনই একজন স্মিতা পাল অসুস্থতার পাশাপাশি কর্মস্থলের কাছে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন।
বিশদ

10th  November, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বেশ কয়েকটি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। সারাদিন সাধারণ মানুষও যথেষ্ট আতঙ্কে ছিল। সেই সময়টা কম্বলের মধ্যে গুটিয়েই দিন কাটাল আমাজনের প্রাণীরা। দিনভর বৃষ্টির কারণে হঠাৎ তামপাত্রা কমে যাওয়ায় আলিপুর চিড়িয়াখানায় চারটি অ্যানাকোন্ডাকে কম্বলের মধ্যেই রাখার ...

ওয়াশিংটন, ১০ নভেম্বর (পিটিআই): আদালতে সাময়িক স্বস্তি পেলেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। শুক্রবার এইচ১বি ভিসা প্রাপকদের স্বামী বা স্ত্রীর ওয়ার্ক পারমিট বাতিলের আবেদন পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠাল ইউএস কোর্টস অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া।  ...

বার্সেলোনা, ১০ নভেম্বর: সেলতা ভিগোর ডিফেন্ডার লুকাস ওলাজার বাঁ পায়ের ফ্রি-কিক ম্যাচে সমতা ফেরাতেই গম্ভীর হয়ে গেল কোচ আর্নেস্তো ভালভার্দের মুখ। একরাশ বিরক্তি নিয়ে পাশে ...

নয়াদিল্লি, ১০ নভেম্বর (পিটিআই): অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের। মসজিদের জন্য অযোধ্যায় বিকল্প ৫ একর জমি দিতে হবে। শনিবার রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি মামলায় ঐতিহাসিক এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। রায় ঘোষণার পর ২৪ ঘণ্টা কেটে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা, আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৯ টাকা ৭২.০৯ টাকা
পাউন্ড ৮৯.৬৮ টাকা ৯২.৯২ টাকা
ইউরো ৭৭.২৫ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  November, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৫৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৫৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭, ১৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪, ৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪, ৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
10th  November, 2019

দিন পঞ্জিকা

২৪ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০১৯, সোমবার, চতুর্দশী ৩০/২৯ রাত্রি ৬/২। অশ্বিনী ৩৩/৩৮ রাত্রি ৭/১৭। সূ উ ৫/৫০/১৫, অ ৪/৫১/১৩, অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে পুনঃ ৮/৪৬ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/২৭ গতে ১০/৫৫ মধ্যে পুনঃ ২/২২ গতে ৩/১৪ মধ্যে, বারবেলা ৭/১৩ গতে ৮/৩৫ মধ্যে পুনঃ ২/৬ গতে ৩/২৮ মধ্যে, কালরাত্রি ৯/৪৩ গতে ১১/২১ মধ্যে। 
২৪ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০১৯, সোমবার, চতুর্দশী ২৯/৫৩/১ রাত্রি ৫/৪৮/৩৩। অশ্বিনী ৩৫/২৬/১৫ রাত্রি ৮/১/৫১, সূ উ ৫/৫১/২১, অ ৪/৫১/৪৬, অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৫৪ গতে ১১/৩ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ১০/৫৮ মধ্যে ও ২/৩০ গতে ৩/২৩ মধ্যে, বারবেলা ২/৬/৪০ গতে ৩/২৯/১৩ মধ্যে, কালবেলা ৭/১৩/৫৪ গতে ৮/৩৬/২৭ মধ্যে, কালরাত্রি ৯/৪৪/৭ গতে ১১/২১/৩৩ মধ্যে। 
১৩ রবিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: বাহন ক্রয়ের যোগ। মিথুন: গৃমামলা-মোকদ্দমায় নিষ্পত্তি ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল ...বিশদ

07:03:20 PM

কোচবিহারে শুরু রাসমেলা
 

সোমবার ফিতে কেটে রাসমেলার দ্বারোদঘাটন করলেন কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ। ...বিশদ

07:43:00 PM

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। চেস্ট ইনফেকশনের ...বিশদ

06:09:58 PM

হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর 
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। গত ...বিশদ

04:35:00 PM

বাংলায় জয়েন্ট: ধর্মতলায় অবস্থান বিক্ষোভে তৃণমূল

 বাংলায় জয়েন্ট নয় কেন? কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার অভিযোগ তুলে ...বিশদ

04:06:00 PM