Bartaman Patrika
রাজ্য
 

ব্রিগেড: রাহুলের বার্তায় প্রদেশ কংগ্রেসের অস্বস্তি দ্বিগুণ, মুষড়ে পড়ল আলিমুদ্দিনও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রিগেডের সমাবেশে হাইকমান্ড দলের তরফে লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে পাঠানোর সিদ্ধান্তের পর রাহুলের শুভেচ্ছা বার্তা দ্বিগুণ অস্বস্তিতে ফেলেছে প্রদেশ নেতৃত্বকে। প্রদেশ নেতৃত্বের অনেকের ধারণা, এরপর লোকসভা ভোটের লড়াইয়ে তৃণমূলের অপশাসন এবং অগণতান্ত্রিক আচরণের অভিযোগে এরাজ্যে কংগ্রেসের পক্ষে সরব হওয়া সম্ভব নয়। ফলে নিচুতলায় দলের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হবে। তার লাভ কুড়োবে বিজেপি। সর্বোপরি, মমতার ব্রিগেডকে কেন্দ্র করে হাইকমান্ডের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে বামেদের সঙ্গে নির্বাচনী বোঝাপড়া হওয়াও ক্ষীণ হয়ে গেল বলে মনে করছে তারা। যদিও প্রদেশ নেতৃত্ব রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে এখনই প্রকাশ্যে হাইকমান্ডের পদক্ষেপ নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেনি।
তবে অস্বস্তি কেবল একা কংগ্রেসের নয়। রাহুলের দলের সঙ্গে সমঝোতা করে লোকসভা ভোটের লড়ার পক্ষপাতী ছিল আলিমুদ্দিন। সোনিয়া-রাহুলের দূত হয়ে খাড়গের আগমন এবং শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতির তরফে বিজেপি বিরোধী মেগা র্যা লির জন্য ‘মমতাদি’কে পাঠানো শুভেচ্ছা বার্তায় কার্যত মুষড়ে পড়েছে সিপিএম। লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না, তা নিয়ে সিপিএমের রাজ্য নেতৃত্ব পড়েছে মহা ধন্দে। তবে পরিস্থিতি সামাল দিতে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এক বিবৃতিতে বলেছেন, গণতন্ত্র, সামাজিক ন্যয়বিচার ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই প্রকৃত জাতীয়তাবাদ ও উন্নয়ন সম্ভব বলে রাহুল গান্ধী যে বার্তা দিয়েছেন, তা যথার্থই। কিন্তু এই তিন প্রশ্নে রাজ্যের শাসকদলের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। রাজ্যে তৃণমূলের নেতা ও দুর্বৃত্ত বাহিনী ভয়ের রাজত্ব কায়েম করেছে। বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িকতার প্রশ্নে পরস্পরের পরিপূরক। বিভিন্ন নেতারা শনিবার কী অবস্থান নেন তার উপর লক্ষ্য রাখব আমরা এবং ভবিষ্যতে সেইমতো অভিমত দেব।
সম্ভবত এই কারণে লোকসভা নির্বাচনে একক লড়াইয়ের জন্য প্ল্যান বি তৈরির প্রস্তুতি নিতে শুরু করছে সিপিএম। এদিন বামফ্রন্টের দুই শরিক ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিমান বসু-সূর্যকান্ত মিশ্ররা। সেই বৈঠকে দুই শরিকের কাছ থেকে তাঁরা সম্ভাব্য সব পরিস্থিতি নিয়েই আলোচনা করেন। এমনকী, ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডে কংগ্রেস সহ সহযোগী দক্ষিণপন্থী দলগুলিকে ডাকা সমীচীন হবে কি না, সেটাও জানতে চান তাঁরা। শরিকরা অবশ্য বুঝিয়ে দেন, কংগ্রেস, এনসিপি, আরজেডি, সমাজবাদী পার্টির মতো সহযোগী দলগুলির জাতীয় নেতারা শনিবার মমতার ব্রিগেডে হাজির হচ্ছেন। এরপর তাঁদের বাম ব্রিগেডে ডাকা অর্থহীন। তবে সূর্যবাবুরা এদিনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। যদিও লোকসভা ভোটে শরিকরা নিজেদের প্রাপ্য আসনে লড়াইয়ের জন্য প্রস্তুত আছে কি না, সেটা জেনে নেন তাঁরা। দুই শরিকই নিজেদের কোটার আসনে লড়তে রাজি আছে বলে জানিয়ে দেয়।
মমতার ব্রিগেডকে শুভেচ্ছা বার্তা পাঠানোর দিনই অবশ্য প্রদেশ কংগ্রেস দপ্তরে এসে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক রাহুল গান্ধীর দলে যোগ দেন। সেই উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি সোমেন মিত্র বলেন, কলকাতার ৬৪ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের একাংশ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শাসকদলের অপশাসন ও অগণতান্ত্রিক আচরণের জন্য। একই কারণে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে বহু লোক কংগ্রেসে এসেছেন। এই প্রক্রিয়ায় হাইকমান্ডের সমর্থন রয়েছে। এরপরই কিঞ্চিৎ উত্তেজিত হয়ে তিনি বলেন, রাহুলজির ওই বার্তার অপব্যাখ্যা করা হচ্ছে। জাতীয় স্তরে বিজেপি’র সার্বিক বিরোধিতার পক্ষে কংগ্রেস। সেই কারণে বিজেপি বিরোধী সমাবেশের জন্য উনি ওই বার্তা দিয়েছেন। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই যথারীতি চলবে।

19th  January, 2019
আজ আরও গরম, আগামী সপ্তাহে কিছুটা কমার সম্ভাবনা

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি তো চলছে। আজ শুক্রবার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত তাপমাত্রার এই গরম অবস্থা মোটামুটি বজায় থাকবে। বিশদ

নতুন ধাঁচে উচ্চ মাধ্যমিক: ৫ শতাংশ কম নম্বরেও পাশ, একসঙ্গে দুই সেমেস্টারের পরীক্ষা সাপ্লিমেন্টারি হিসেবে
 

উচ্চ মাধ্যমিক স্তরে যেমন প্রতি সেমেস্টারে বাধ্যতামূলক পাশের নিয়ম চালু হচ্ছে, তেমনই বেশকিছু ছাড়ের ঘোষণাও করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার পাশাপাশি পাশমার্কেও থাকছে ছাড়। বিশদ

মাধ্যমিকের ফল বেরতে পারে মে’র প্রথম সপ্তাহে, তৈরি উচ্চ মাধ্যমিকও

সবকিছু ঠিকঠাক থাকলে মে’র প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে পারে মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার পর্ষদ সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। সরাসরি সময়ের উল্লেখ না করলেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে। বিশদ

মদ কেলেঙ্কারিতে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে গ্রেপ্তারের দাবি অভিষেকের

মদ কেলেঙ্কারিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির গ্রেপ্তারির দাবি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালনায়  পূর্ব বর্ধমান জেলার নেতাদের নিয়ে তিনি সাংগঠনিক বৈঠক করেন। অভিষেক বলেন, ইডি, সিবিআইয়ের উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে গ্রেপ্তার করা।
বিশদ

এবার গরমের ছুটিতে অনলাইন ক্লাসের পরিকল্পনা বহু স্কুলের

তাপপ্রবাহের জন্য অনির্দিষ্টকাল ছুটি পড়ে গিয়েছে সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে শিক্ষাদপ্তর। একই সঙ্গে সিআইএসসিই এবং সিবিএসই কর্তাদেরও এই নির্দেশিকা পাঠিয়েছে বিকাশ ভবন। বিশদ

বামফ্রন্টের ‘আবেদন’ প্রকাশ করে মমতার ইস্তাহারকে কটাক্ষ, পাল্টা জবাব তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের ইস্তাহারকে ‘রাজনৈতিক ঠাকুমার ঝুলি’ বলে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার আপনার-আমার করের টাকায় হচ্ছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নাচানাচি করার মানে হয় না। বিশদ

পুলিস কমপ্লেন সেন্টার নিয়ে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাইকোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। তবু রাজ্যে তৈরি হয়নি পুলিস কমপ্লেন সেন্টার। ফলে এবার স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।  বিশদ

উত্তরবঙ্গ সফর বাতিল আনন্দ বোসের, রাজ্যপালের রাজনৈতিক অবস্থান স্পষ্ট, কমিশনে অভিযোগ জানাল তৃণমূল

লোকসভা আসনের যেখানে শুক্রবার নির্বাচন রয়েছে, সেখানে গিয়ে এলাকা পরিদর্শনের পরিকল্পনা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। কিন্তু নির্বাচনের দিনে রাজ্যপাল সেই এলাকায় গিয়ে কী করে পরিদর্শন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলে দেয় তৃণমূল কংগ্রেস। বিশদ

ভুয়ো শংসাপত্র দিয়ে ডাক্তারিতে ভর্তি! হলফনামা তলব

ভুয়ো শংসাপত্র দিয়ে ডাক্তারি কোর্সে (এমবিবিএস) ভর্তি হলে তা সামাজিক অপরাধ। এই অপরাধের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও জেলে ভরা উচিত। এমবিবিএস-এ ভুয়ো শংসাপত্র দাখিল করার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিশদ

মনরেগায় দুর্নীতি নিয়ে কমিটি গড়ল হাইকোর্ট

একশো দিনের কাজে (মনরেগা) দুর্নীতির অভিযোগে আগেই শস্য থেকে তুষ ঝেড়ে ফেলার বার্তা দিয়েছিল হাইকোর্ট। আর এবার সেইমতোই পদক্ষেপ করল রাজ্যের সর্বোচ্চ আদালত। বিশদ

রাজ্যপালকে কটাক্ষ এডুকেশনিস্টস ফোরামের

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় আপলোড হতেই রাজ্যপালের সমালোচনায় নামল দি এডুকেশনিস্টস ফোরাম। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, রাজ্যপাল যে আচার্য হিসেবে উপাচার্যের নিয়োগকর্তা, সে বিষয়ে ফোরাম একেবারেই নিশ্চিত। বিশদ

প্রথম দফার আগে তপ্ত কোচবিহার, উদয়নকে নজরবন্দি করার আর্জি নিশীথের

নির্বাচনের দিন (১৯ এপ্রিল) উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণ করুক কমিশন। ওই দিন তাঁকে তাঁর বুথ এলাকার মধ্যেই থাকতে বলা হোক। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে আবেদন জানালেন কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিশদ

18th  April, 2024
ঘর নন-এসি, হাতপাখার হাওয়াই সম্বল এক্সপ্লোসিভ এক্সপার্ট জলির

দিনভর তল্লাশিতে ব্যস্ত থাকে। তাই বিশ্রাম যাতে ঠিকঠাক নিতে পারে, তার জন্য একটি এয়ার কুলার বরাদ্দ তার। ল্যাব্রাডর প্রজাতির কুকুরটির এর থেকে বেশি কিছু চাহিদা নেই। তবে কোচবিহারে আসার পর তার ভাগ্যে কুলারের ঠান্ডাটুকুও জুটছে না। বিশদ

18th  April, 2024
৬ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে রাজ্যের নামেই ছাড়পত্র দিল রাজভবন

যাদবপুর সহ ছ’টি বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে অস্থায়ী উপাচার্যের তালিকা তৈরি করে রাজভবনে পাঠিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। তাতে সিলমোহর দিয়েছে রাজভবন। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানকারই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তের নাম প্রস্তাব করেছে রাজ্য। বিশদ

18th  April, 2024

Pages: 12345

একনজরে
শহরজুড়ে ফ্লেক্স-ব্যানার। লোকসভা নির্বাচনের প্রচারের ধাক্কায় শহর মুড়েছে প্লাস্টিকের পতাকা এবং আরও কিছু প্লাস্টিকের তৈরি প্রচার সামগ্রীতে। ভোট মিটলে সেগুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। হয়ে ওঠে বর্জ্য। রাস্তার ধারে পড়ে থাকে। ...

বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। আর সেই আগুনে তিনটি বাড়ি ভস্মীভূত হল। জলের অভাবে আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ভরতপুর থানার গোপালপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ...

বাটলারের বিস্ফোরণ এখনও ভোলেনি ইডেন। ব্যাট হাতে কেকেআরের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধরেন রাজস্থানের তারকা ব্যাটার। ঘরের মাঠে কেকেআরকে হারানোর নায়ক তিনি। স্টার্ক, বরুণদের কার্যত বল ফেলার জায়গা দেননি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ...

পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
লোকসভা নির্বাচন ২০২৪ (প্রথম দফা): সকাল ১১ টা পর্যন্ত আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে- ২১.৮২ শতাংশ, অরুণাচল প্রদেশে- ১৮.২৬ শতাংশ, অসমে- ২৭.২২ শতাংশ, বিহারে- ২০.৪২ শতাংশ, ছত্তিশগড়ে- ২৮.১২ শতাংশ ভোট পড়ল

12:21:00 PM

বিধানসভা নির্বাচন ২০২৪: সকাল ১১ টা পর্যন্ত অরুণাচল প্রদেশে ১৯.৪৬ শতাংশ ও সিকিমে ২১.২০ শতাংশ ভোট পড়ল

12:19:44 PM

লোকসভা নির্বাচন ২০২৪ (প্রথম দফা): সকাল ১১ টা পর্যন্ত লাক্ষাদ্বীপে- ১৬.৩৩ শতাংশ, জম্মু ও কাশ্মীরে- ২২.৬০ শতাংশ, মধ্যপ্রদেশে- ৩০.৪৬ শতাংশ, মহারাষ্ট্রে- ১৯.১৭ শতাংশ, মণিপুরে- ২৭.৬৪ শতাংশ ভোট পড়ল

12:19:24 PM

জেলে ইনসুলিন পাওয়ার জন্য রাউস অ্যাভিনিউ কোর্টে আর্জি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

12:17:36 PM

মণিপুরের মইরাংয়ে ভোট চলাকালীন একটি পোলিং বুথে চলল গুলি

12:16:15 PM

লোকসভা নির্বাচন ২০২৪ (প্রথম দফা): সকাল ১১ টা পর্যন্ত মেঘালয়ে- ৩১.৬৫ শতাংশ, মিজোরামে- ২৬.২৩ শতাংশ, নাগাল্যান্ডে- ২২.৫০ শতাংশ, পুদুচেরীতে- ২৭.৬৩ শতাংশ, রাজস্থানে- ২২.৫১ শতাংশ, সিকিমে- ২১.২০ শতাংশ ভোট পড়ল

12:14:07 PM