Bartaman Patrika
কলকাতা
 

চলছে প্রতিমার চোখ আঁকা, পড়ছে রঙের পোঁচ
কুমোরটুলিতে ব্যস্ততা চরমে, ছবি শিকারিদের সামলাতে জেরবার হচ্ছেন শিল্পীরা 

বীরেশ্বর বেরা, কলকাতা: আর বেশি দেরি নেই! শারদোৎসব দোরগোড়ায় কড়া নাড়ছে। নাওয়া-খাওয়া ভুলে ব্যস্ততার চরম পর্যায়ে রয়েছেন কুমোরটুলির মৃৎশিল্পী ও কারিগররা। গত সপ্তাহখানেক বৃষ্টিবাদলায় কাজ ব্যাহত হয়েছে। শনি ও রবিবার দু’দিন সকাল থেকেই ভালো রোদ্দুর পাওয়ায় কাজ যতটা পারা যায়, এগিয়ে নিয়ে যেতে তৎপর হয়েছেন শিল্পীরা। পুজো কবে পড়েছে—তা নিয়ে আমজনতা যখন হাতের আঙুলে দিন গোনা শুরু করেছে, সেখানে কুমোরটুলির শিল্পীরা দিন গুনছেন মহালয়াকে মাথায় রেখে। সেদিন থেকেই মণ্ডপমুখী হতে শুরু করবে মৃন্ময়ী প্রতিমা। ফলে পুজোর কেনাকাটা বা অন্যান্য প্রস্তুতির জন্য সাধারণ মানুষ যতটা সময় পাবে, তার চেয়ে দিন সাতেক কম সময় রয়েছে মৃৎশিল্পীদের কাজ শেষ করার জন্য। এখন চলছে প্রতিমায় চক্ষুদানের কাজ। একটা সময় ছিল, যখন দেবীপক্ষের শুরুতে প্রতিমার চোখ আঁকা হত। এখন সেসব অতীত। উৎসবমুখর বাঙালির পুজো এখন মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায়। তৃতীয়া বা চতুর্থীর দিন সন্ধ্যা থেকে রাস্তায় নামে মণ্ডপমুখী মানুষের ঢল। এর সঙ্গে তাল মিলিয়ে পাঁজিপুঁথি ধরে পুজো শুরুর অনেক আগেই প্রতিমায় শেষ তুলির টান দিতে হয় শিল্পীদের।
রবিবারের কুমোরটুলিতে গিয়ে চোখে পড়ল ব্যস্ততার নানা খণ্ডচিত্র। আকাশে পেঁজা তুলোর মতো মেঘের ওড়াউড়ি, মাটিতে রূপ পাচ্ছে শৈল্পিক উৎকর্ষের মণ্ডপ। আর বাজারে কেনাকাটার থিকথিকে ভিড়। এমন সময়ে কুমোরটুলির শিল্পীদের দম ফেলার ফুরসৎ নেই। এবার বিশ্বকর্মার মূর্তি তৈরি হচ্ছে অনেক কম। গণেশ চতুর্থীও চলে গিয়েছে। ফলে সামনে শুধুই দুর্গাপুজো। কাজ করতে করতে কথা বলছিলেন শিল্পী সমীর পাল। তিনি বলেন, আমরা যে সময়টা প্রতিমা গড়ার কাজ জোরকদমে শুরু করি, এ বছর সেই সময়টা বৃষ্টি হয়নি একেবারে। কিন্তু সেই সময় অনেক কারিগর গণেশ প্রতিমা বানাতে বাইরের রাজ্যে ছিলেন। তাঁরা বেশ কিছুদিন চলে এলেও গত সপ্তাহে বৃষ্টির জন্য কাজ তেমন করা যায়নি। তাই এখন চাপ কিছুটা বেড়ে গিয়েছে। সবে প্রতিমার চোখ এঁকে কাঠের সিঁড়ি থেকে নামলেন বিশ্বনাথ পাল। তিনি বলেন, আমার পাঁচটি ঠাকুর বেরিয়ে যাবে মহালয়ার পরের দিনে। এর মধ্যে তিনটি যাবে দূরের জেলায়। কোনওটা পূর্ব মেদিনীপুর, কোনওটা বর্ধমান। ওই কাজটা আগে শেষ করতে হবে। বাকিগুলো অবশ্য কলকাতা ও আশপাশের এলাকাতেই যাবে। আরেক শিল্পী গণেশ পাল বলেন, এখন প্রতিমা মণ্ডপে পাঠিয়ে আমাদের সেই জায়গাগুলোতে যেতে হয়। প্রতিমার পিছনে চালির কাজ, নিয়ে যাওয়ার সময় কোথাও ভেঙে গেলে সেই কাজ করে আসতে হয়। এসব করার জন্যও দিন দু’য়েক হাতে রাখতে হয়। তাই প্রতিমার কাজ আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারব, আর যত তাড়াতা঩ড়ি তা মণ্ডপে নিয়ে যাওয়া হবে, ততই সুবিধে। ইতিমধ্যে বিভিন্ন পুজো কমিটির কর্তা থেকে শুরু করে অতি উৎসাহী নবাগত সদস্যরা কুমোরটুলির স্টুডিওতে ঢুঁ মারা শুরু করে দিয়েছেন। তাঁরা এসে দেখে যাচ্ছেন, তাঁদের প্রতিমা তৈরির কাজ ঠিকঠাক এগচ্ছে কি না। টুকটাক পরামর্শও দিয়ে যাচ্ছেন শিল্পীকে। মোবাইল ফোন থেকে ছবি দেখিয়ে শিল্পীকে বোঝাচ্ছেন, তাদের ঠিক কেমন প্রতিমা দরকার।
এদিকে, হাজারো শখের আলোকচিত্রীর ভিড় সামাল দিতেও শিল্পীদের রীতিমতো জেরবার হতে হচ্ছে। পুজোর দিন যত এগিয়ে আসবে, এই ভিড় তত বাড়বে। মাঝেমাঝেই ছোটখাট গোলমাল, তর্কবিতর্ক বেধে যাচ্ছে ছবি শিকারিদের সঙ্গে শিল্পীদের। কুমোরটুলির শিল্পীদের অন্যতম সংগঠনের কর্তা রঞ্জিত সরকার বলেন, যাঁরা ছবি তুলতে আসছেন, অনেকেই অনুমতি না নিয়ে একেবারে স্টুডিওর ভিতরে ঢুকে যাচ্ছেন। তাঁদের অসাবধানতায় মাটির প্রতিমা কখনও সামান্য ভেঙে যাচ্ছে। আবার প্রতিমার ছবি না তুলে কেউ কেউ শিল্পীদের ঘরদোর, তাঁদের ঘুম, খাওয়াদাওয়ার ছবি তুলে ফেলছেন। এতে সবাই খুব বিরক্ত বোধ করছে। আমরা তাই মাইকে ঘোষণা করে বলে দিচ্ছি, এমনটা না করতে।
কুমোরটুলির মৃৎশিল্পীপাড়ার গা ঘেঁসেই কুমোরটুলি সার্বজনীন, কিছুটা দূরে কুমোরটুলি পার্কের নামকার পুজোর আয়োজন। সেখানেও প্রস্তুতি তুঙ্গে। আকাশের শারদীয়া সাজসজ্জা, বাতাসে আগমনী সুর আর মানুষের এই উৎসবমুখরতার সঙ্গে যোগ্য সঙ্গত যেন কুমোরটুলির এই ব্যস্ততা। সব মিলিয়ে এই আবহ জানান দিচ্ছে, আর তো মাত্র ক’দিন বাকি!
 

16th  September, 2019
পর্ণশ্রীতে জোড়া চুরি, গ্রেপ্তার ২

চুরির অভিযোগে পর্ণশ্রীতে গ্রেপ্তার এক পরিচারিকা। শুক্রবার যতাকে গ্রেপ্তার করে পর্ণশ্রী থানা। ধৃতের নাম শম্পা রায়। প্রাথমিক তদন্তের পর
বিশদ

ফেসবুকে মহিলা পরিচয় দিয়ে প্রতারণা, যুবকের নগ্ন ছবি হাতিয়ে তোলাবাজি ৩৬ লাখ

হরিয়ানার মেওয়াট থেকে বুধবার রাতে জাহিদ নামে বছর সাঁইত্রিশের এক যুবককে গ্রেপ্তার করেছেন লালবাজার সাইবার থানার গোয়েন্দারা। মহিলা পরিচয় দিয়ে এক ব্যক্তির নগ্ন ছবি হাতিয়ে ৩৬ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ধৃতের বিরুদ্ধে। কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার ওয়ান তথা ভারপ্রাপ্ত গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা এই খবর জানিয়েছেন।
বিশদ

টেলিগ্রামে গ্রুপে খোয়ানো ৫ লক্ষ ফেরাল পুলিস

টেলিগ্রাম গ্রুপে চাকরির টোপে পা দিয়ে ৩০ লক্ষ টাকা খু‌ই঩য়েছিলেন এক মহিলা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি পুলিসের দ্বারস্থ হন। ওই ঘটনার তদন্তে প্রতারণার ৫ লক্ষ টাকা উদ্ধার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। বৃ
বিশদ

হীরের আংটি চুরি, গ্রেপ্তার পরিচারিকা

হীরের আংটি চুরির অভিযোগে সন্ধ্যা গিরি নামে পরিচারিকাকে গ্রেপ্তার পুলিস। তাঁর বাড়ি কুলতলিতে।
বিশদ

চেতলার নিখোঁজ যুবকের দেহ মিলল শেওড়াফুলিতে, খুনের অভিযোগ তুলল পরিবার
 

চেতলা থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ মিলল শেওড়াফুলি স্টেশনের কাছে রেল লাইনে। মৃত যুবকের নাম রাজ ঝাওয়ার (২৫)। তাঁর পরিবারের দাবি, রাজকে খুন করা হয়েছে। চেতলা থানায় তাঁদের করা অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিস। বিশদ

নাবালিকা ধর্ষণে দুইজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে দুইজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কাকদ্বীপ মহকুমা আদালত। পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২১ সালের ১৯ অক্টোবর কাকদ্বীপ থানা এলাকার এক বাসিন্দা থানায় অভিযোগ করেন যে, তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। বিশদ

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ২০০ হাসপাতালে

খাদ্যে বিষক্রিয়ায় মহিলা শিশু সহ ২০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার রাতে যোগেশগঞ্জ পঞ্চায়েতের পার ঘুমটে গ্রামে একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়েন। বিশদ

গাইঘাটায় গুলি: অভিযুক্ত গ্রেপ্তার

গাইঘাটায় গুলি চালানোর ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম গৌতম মজুমদার। গোপালনগর থানার মাঠপাড়ার বাসিন্দা সে। বৃহস্পতিবার গাইঘাটা থানা এলাকা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। বিশদ

শাশুড়িকে কোপ, বউমার হেফাজত

চাকদহ থানার মদনপুর দু’নম্বর পঞ্চায়েতের আলাইপুর মাঠপাড়া এলাকায় শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বউমা। শুক্রবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিনদিনের জন্য পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বিশদ

সম্প্রীতি উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা 

মহেশতলা থানার সম্প্রীতি উড়ালপুলের উপর ভোজ্য তেল সমেত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শুক্রবার সকাল ছ’টা দশ নাগাদ ঘটনাটি ঘটে ডাকঘরের কাছে। বজবজ থেকে তারাতলার দিয়ে যাচিছল গাড়িটি। বিশদ

দলীয় বিক্ষুব্ধদের ছাড়াই প্রচার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের

বিদ্রোহীদের বাগে আনতে না পেরে শেষ পর্যন্ত তাঁদের বাদ দিয়েই ডায়মন্ডহারবারে ভোটের প্রচার ও বিভিন্ন মণ্ডল কমিটির সঙ্গে বৈঠক শুরু করে দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বাছাই করতে বিস্তর সময় নিয়েছে। ফলে প্রচারের জন্য হাতে বেশি সময় নেই। বিশদ

নির্দেশ মন্ত্রী অরূপের

কলকাতা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শহরতলিতেও গরমে হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সিইএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিশদ

রাজারহাটে নয়া প্রজন্মকে বুথমুখী করতে উদ্যোগ

আদর্শ আচরণ বিধি। কত সালে জাতীয় নির্বাচন কমিশন গঠন হয়েছে। দেশে কোন সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে লোকসভা আসনের সংখ্যা কত। গণতন্ত্র কী। ভোট নিয়ে এ ধরনের একাধিক প্রশ্ন তুলে ধরে নতুন ভোটারদের পাঠ দিলেন উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা। বিশদ

তৃণমূল প্রার্থীকে জেতাতে কল্যাণীতে সতী মায়ের মন্দিরে ঢিল বেঁধে মানত কর্মীদের

তৃণমূল প্রার্থীকে জয়ী করতে শুক্রবার সতী মায়ের মন্দিরে ঢিল বেঁধে মানত করলেন তৃণমূল কর্মীরা। এদিন কল্যাণীর ঘোষপাড়ায় মন্দির সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা এই কর্মসূচি নিয়েছিলেন। এদিন ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভাযাত্রাও করা হয়। বিশদ

Pages: 12345

একনজরে
বৃহস্পতিবার রাতে উল্লাসে তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ সুনীল মণ্ডলের উল্লাসের বাড়িতে কেক কাটলেন বিজেপির দিলীপ ঘোষ। আবার শুক্রবার সকালে প্রাতঃভ্রমণ করার সময় বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বর্ধমান শহরের তৃণমূল কাউন্সিলার অজিত খাঁ ...

তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সংকট। শুক্রবার ক্ষোভে হরিরামপুর-ইটাহার রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা। হরিরামপুর থানার বিশাল ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক খানিক গম্ভীর গলায় বলে উঠলেন, ‘ওই ফ্ল্যাগ না লাগালেও আমাদের কিছু হবে না। ...

দুবাইয়ের বৃষ্টিতে ধুয়ে গেল কুস্তিগির দীপক পুনিয়া ও সুজিত কালকের প্যারিস ওলিম্পিকসের যোগ্যতা অর্জনের সুযোগ। কিরগিজস্থানে আয়োজিত এশিয়া কুস্তি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মসূত্রে দূররাজ্য বা বিদেশ গমন হতে পারে। আনন্দানুষ্ঠানে যোগদান ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে
১৭৭০: আজকের দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৪৪: বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যাযয়ের জন্ম
১৮৭৯: ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন 
১৮৮৯: ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ হিসেবে ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়
১৮৮৯: জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের জন্ম
১৯০৫: অগ্নিযুগের বিপ্লবী, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের জন্ম
১৯১২: আইরিশ লেখক ব্রাম স্টোকারের মৃত্যু
১৯১৮: বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্ম
১৯২০: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্ম 
১৯৪৬: সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়
১৯৪৮: বলিউড অভিনেত্রী ববিতার জন্ম
১৯৫০: রাজনীতিক তথা অন্ধ্রপ্রদেশের ১৩তম মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জন্ম
১৯৫২: বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ সুধীরলাল চক্রবর্তীর মৃত্যু
১৯৬০: বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের মৃত্যু
১৯৭২: চাঁদের মাটিতে নামল অ্যাপোলো ১৬
১৯৭২: বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জন্ম
১৯৯৯: কলেরাডোর কলম্বাইন হাইস্কুলে ১৩ জনকে হত্যা করে আত্মহত্যা করল এরিক হ্যারিস এবং ডিলান কেবোল্ড
২০১৩: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৫০ 
২০১৯ : বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০২.৫৮ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৭.৭৯ টাকা ৯০.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী ৪৩/৩৫ রাত্রি ১০/৪২। পূর্বফল্গুনী নক্ষত্র ২২/০ দিবা ২/৪। সূর্যোদয় ৫/১৬/৬, সূর্যাস্ত ৫/৫৫/৫। অমৃতযোগ দিবা ৯/৮ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে পুনঃ ৪/২০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২০ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।
৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী রাত্রি ১০/৫৮। পূর্বফল্গুনী নক্ষত্র দিবা ২/৪৩। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/১১ গতে ২/৪৬ মধ্যে ও ৪/২১ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/২১ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৬ মধ্যে। 
১০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বালুরঘাটের তৃণমূল প্রার্থী  বিপ্লব মিত্রর সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

04:26:00 PM

এনআরসি-ক্যা-ইউসিসি না চাইলে বিজেপিতে একটাও ভোট নয়: মমতা

04:25:16 PM

একমাত্র তৃণমূল তখন অসমে গিয়েছিল, কিন্তু ওরা ঢুকতে দেয়নি: মমতা

04:24:33 PM

ভোট কেটে সুবিধা করতে এটা বিজেপির প্ল্যান: মমতা

04:12:44 PM

মোদি সরকার বাংলার টাকা বন্ধ করে দিল, কংগ্রেস-সিপিএম মুখ খোলেনি: মমতা

04:11:59 PM

আমের ফসল যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করে দিয়েছি: মমতা

04:10:39 PM