Bartaman Patrika
কলকাতা
 

সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধীদের
উদয়নারায়ণপুরে ভোটের প্রচারে তৃণমূল একচেটিয়া, চর্চা জয়ের ব্যবধান নিয়ে 

নিজস্ব প্রতিনিধি, উদয়নারায়ণপুর: বাম আমল থেকে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে উদয়নারায়ণপুর। কখনও কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট দলের কর্মীদের হাত কেটে নেওয়ার অভিযোগ, তো কখনও পঞ্চায়েত সমিতির সভাপতিকে খুনের ঘটনা। আবার কখনও তৃণমূল করার অপরাধে এক কর্মীর গলায় জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এক কথায় শাসকদলের বধ্যভূমি বলে পরিচিত হাওড়া জেলার সীমান্তবর্তী এই এলাকা। একদিকে হুগলির জাঙ্গিপাড়া, অন্যদিকে খানাকুল। রাজ্যে তৃণমূল তৈরি হওয়ার পর হুগলির খানাকুল, গোঘাট, আরামবাগ, কেশপুর, গড়বেতার মতো উত্তপ্ত ছিল উদয়নারায়ণপুর। বহু ঘটনার সাক্ষী নদী ঘেরা এই বিধানসভা এলাকায় এবার ভোটের তেমন উত্তাপ নেই। একপেশে প্রচার ও দেওয়াল লিখনই প্রমাণ করে দিচ্ছে, উদয়নারায়ণপুরে শাসকের রংবদল হলেও পরিস্থিতি একই। রাজনৈতিক বধ্যভূমি হিসেবে এখনও রয়েছে উদয়নারায়ণপুর। এক সময়ের সিপিএমের দুর্গ এখন তৃণমূলের দুর্গে পরিণত হয়েছে।
উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির ১১টি গ্রাম পঞ্চায়েত ও আমতা ১নং ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত—সবমিলিয়ে ১৬টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা। আমতা-জয়পুর রোড থেকে সেহেরাগোড়ী মোড় হয়ে ডান দিকে এগলেই উদয়নারায়ণপুর ব্লকে যাওয়ার রাস্তা। কালো চওড়া রাস্তার দু’ধারে ধান জমি। যে দু’একটি দেওয়াল রয়েছে, সেখানেও তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার। ধান জমিতেও পতপত করে উড়ছে তৃণমূলের ঝান্ডা। দু’-একটি জায়গায় বিজেপির পতাকা টাঙানো থাকলেও তা এতই সামান্য যে, চোখে পড়া কঠিন। বিজেপির দেওয়াল লিখন নেই। বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কয়েকটি ফ্লেক্স অবশ্য চোখে পড়েছে। ওই রাস্তা দিয়ে আট কিলোমিটার এগলেই গড় ভবানীপুর। এই গ্রামেই বাড়ি এখানকার বিধায়ক সমীর পাঁজার। গোটা গ্রামে নিজের ‘দাপট’ ধরে রেখেছেন সমীরবাবু। তাঁর যুক্তি, এখানে বিরোধী দল করার লোক কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই ব্লক ও আশপাশের এলাকার যা উন্নয়ন হয়েছে, তাতে আর কেউ বিরোধী দল করার কথা ভাবতেও পারছেন না। তাই এখানে একপেশে প্রচার দেখতে পাচ্ছেন। আমরা তো আর বিজেপি বা সিপিএমের হয়ে দেওয়াল লিখতে পারি না। একজনও বিরোধী কর্মীকে বাধা দেওয়া হয়েছে, এমন অভিযোগ কোনও বিরোধী দলই তুলতে পারছে না। আসলে এখানে মানুষ ওদের সঙ্গে নেই। বিজেপির জেলা সভাপতি অনুপম মল্লিকের পাল্টা অভিযোগ, আমরা বেশ কিছু দেওয়াল ‘বুক’ করেছিলাম। কিন্তু, তৃণমূল ওই দেওয়ালে লিখে দিয়েছে। আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে সব জানিয়েছি। এই বিধানসভা কেন্দ্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছি আমরা। কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় বলেন, আমরা কমিশনের কাছে দাবি করেছি, এই বিধানসভার সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। মানুষ এখানে ভোট দিতে পারলে তৃণমূল হেরে যাবে। সিপিএমের জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বলেছেন, উদয়নারায়ণপুরে তৃণমূলের সন্ত্রাস মানুষ জানে। এসব নতুন কিছু নয়।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমীর পাঁজা ৫২.১২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। অন্যদিকে সিপিএম-কংগ্রেসের জোট প্রার্থী সরোজরঞ্জন কাঁড়ার পেয়েছিলেন ৩৯.০৬ শতাংশ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছিলেন মাত্র ৪.৫৯ শতাংশ ভোট। যদিও গত বছর লোকসভার উপনির্বাচনে সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ১ লক্ষ ১৫ হাজার ৫২৩ ভোটে এগিয়েছিলেন। এখানে সিপিএমকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। সিপিএম প্রার্থী যেখানে পেয়েছিলেন ১২ হাজার ৭১৮টি ভোট, সেখানে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২৫ হাজার ৫৩০টি ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন মাত্র ১,৮৩৭টি ভোট। ভোটের ফলাফলেই স্পষ্ট, এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের দুর্গে পরিণত হয়েছে। গত পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অধিকাংশ আসনেই বিরোধীদের প্রার্থী ছিল না। তবে জেলা পরিষদে তাদের প্রার্থী ছিল। অবশ্য জেলা পরিষদের আসনটিও তৃণমূল দখল করেছিল। শাসকদলের দাবি, এবার লোকসভা ভোটে জয়ের ব্যবধান ধরে রাখাই লক্ষ্য উদয়নারায়ণপুরের।
ফের একটি নির্বাচন। এবার সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই নজর এই বিধানসভা কেন্দ্রে। এখানকার অধিকাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিরোধীদের আশ্বাস দেওয়া হলেও ভোট বাক্সে কী ফল হয়, তার জন্য ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু, এটা ঠিক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ফল কী দাঁড়ায়, তার উপর ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলও অনেকখানি নির্ভর করবে। কারণ, একদা শাসকদলের বদ্ধভূমি হিসেব এই বিধানসভা এলাকা পরিচিত হলেও ২০১১ সালে পরিবর্তনের হাওয়া কিন্তু এখানে বইতে শুরু করেছিল ১৯৯৯ সালের লোকসভা ভোট থেকেই। 
24th  April, 2019
ধারালো অস্ত্রের কোপ বউদিকে, গ্রেপ্তার দেওর

পারিবারিক বিবাদে বউদিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। অভিযুক্ত দেওরকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ইছাপুর ভদ্রডাঙায়। ধৃতের নাম রিজাউল মণ্ডল। বউদি রুব্বান বিবির অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করে
বিশদ

জোট প্রার্থীর সমর্থনে মিছিলে ভিড় উৎসাহিত বাম-কংগ্রেস কর্মীরা বলছেন, ‘লড়াই হবে’

বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হল মহামিছিলে। সোমবার বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে মিছিল শুরু হয়।
বিশদ

তৃণমূলপন্থী শিক্ষকদের সমাবেশ হোর্ডিংয়ে ঢাকল ডায়মন্ডহারবার

আজ, মঙ্গলবার ডায়মন্ডহারবারের সরিষায় রাজ্যের তৃণমূলপন্থী প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। বিশদ

কাকে আড়াল করতে ঘটনার সময় বদলে চার্জশিট জমা দিয়েছিল পুলিস

কাকে আড়াল করতে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার সময় বদল করা হয়েছিল, তাই নিয়ে আদালতে প্রশ্ন তুলল এনআইএ।  পুলিসের জমা দেওয়া চার্জশিটে বিস্ফোরণের সময় দেড় ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। যে সময়ের কথা বলছে রাজ্য পুলিস, সেই সময় মৃত দু’জন কথা বলেছিলেন নিজেদের মধ্যে। বিশদ

১ কোটি জরিমানা না দেওয়ায় হাওড়ার সেই প্রোমোটারকে ধরে আনার নির্দেশ কোর্টের

হাওড়ায় একটি বেআইনি নির্মাণের জেরে সংশ্লিষ্ট প্রোমোটারকে এক কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই অর্থ না দিতে পারলে পরে তাঁকে জমির দলিল জমা রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিশদ

বেলিলিয়াস রোডের দোকানে হামলা, ধৃত দুই

বিরিয়ানির দাম নিয়ে বচসার জেরে দোকান মালিককে বেধড়ক পেটাল দুই ক্রেতা। পাল্টা ক্রেতাদের ধরে মারধর করে স্থানীয়রাও। ঘটনার পরপরই দু’জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের একজন গণপিটুনিতে জখম হয়েছেন। বিশদ

বিরোধীদের ‘পেটানো’র নিদান তৃণমূল নেতার

বিজেপি, সিপিএম বা কংগ্রেস ভোট চাইতে এলে চ্যালাকাঠ নিয়ে তৈরি থাকুক যুবসমাজ। আর মা-বোনেরা ঝাঁটা নিয়ে। ভোট চাইতে এলেই চ্যালাকাঠ আর ঝাঁটা দিয়ে পেটাবেন। বিশদ

এইমসের কৃতিত্ব নিয়ে ভোটের মুখে দড়ি টানাটানি বিজেপি ও তৃণমূলের

লোকসভা ভোটের প্রচারে এবার শুরু হল কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি! কল্যাণীতে এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস) হওয়ার কৃতিত্ব কার, তা নিয়ে ভোট-বাজারে দড়ি টানাটানি শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এইমস কেন্দ্রীয় সরকারি হাসপাতাল। বিশদ

গঙ্গার নীচের মেট্রোর সৌজন্যে  নর্থ-সাউথ করিডরে বাড়তি আয়

ইস্ট-ওয়েস্ট রুটে গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো পথ খুলে যেতেই জোড়া প্রাপ্তি হল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর করিডরে। গত ১৫ মার্চ থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রোর বাণিজ্যিক দৌড় শুরু হয়েছে। ১৪ এপ্রিল দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চলাচলের এক মাস পূর্ণ হয়েছে। বিশদ

আমতায় বিজেপির দেওয়াল লিখনের উপর তৃণমূলের পতাকা, খুলে নিল কমিশন

লোকসভা নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। দিন কয়েক আগে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভাণ্ডারগাছা বাহ্মণপাড়ায় বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। বিশদ

হাওড়ায় রামনবমী: শোভাযাত্রা করার অনুমতি হাইকোর্টের

রামনবমীতে বিশ্ব হিন্দু পরিষদকে হাওড়ায় শোভাযাত্রা, মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার অনুমতি দেওয়ার সময় বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, রাজ্য পুলিস যদি মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদের কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। বিশদ

ডায়মন্ডহারবার: প্রার্থী বাছাই করতে না পারলেও দলীয় কর্মীদের দায়িত্ব বণ্টন করে দিল বিজেপি

এখনও প্রার্থীর নাম ঠিক করতে না পারলেও কর্মীদের কাজের দায়িত্ব বণ্টন সেরে ফেলল বিজেপি। সোমবার আমতলায় ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চট্টোপাধ্যায়। বিশদ

কেন্দ্র  কলকাতা উত্তর: মার্জিন নিয়ে সংশয় থাকলেও জয়ের  ব্যাপারে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সেই ২০০৯ সাল থেকে টানা জিতে আসছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারও তিনিই জোড়াফুলের প্রার্থী। বিগত লোকসভা নির্বাচনগুলির সময় দেখা গিয়েছে, জয় নিয়ে কার্যত ‘চিন্তামুক্ত’ থাকতেন তিনি। বিশদ

বিজেপির ইস্তাহারে নাগরিকত্বের ‘গ্যারান্টি’ গায়েব, ক্ষুব্ধ মতুয়ারা

চারদিন পরে লোকসভার প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে গোটা দেশে। তার আগে রবিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বিশদ

15th  April, 2024

Pages: 12345

একনজরে
একদিকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেশব মহারাজরা। মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে স্পিনারদের লড়াই আকর্ষণীয় ...

দেশজুড়ে আদর্শ নির্বচনী আচরণবিধি চলছে। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ওই দিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট। কিন্তু বিতর্ক বেঁধেছে আবাস যোজনার ফর্ম পূরণকে কেন্দ্র করে। ...

রাজস্থানের সিকারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হল। এর মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও দু’টি শিশু। জানা গিয়েছে, রবিবার দুপুরে একটি গাড়ি নিয়ন্ত্রণ ...

শপিং মলের পর এবার গির্জা। ফের ছুরি নিয়ে হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে। সোমবার আচমকা ছুরির আঘাতে আহত হয়েছেন গির্জার বিশপ সহ আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। জখম ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্ম বা গৃহক্ষেত্রে অশান্তি মনঃকষ্ট হতে পারে। পেশাদারী কর্মে সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কণ্ঠ দিবস
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে
১৮৫০:  মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর মৃত্যু
১৮৫৩: প্রথম ট্রেন চলল সাবেক বোম্বাইয়ের ভিক্টোরিয়া থেকে থানে পর্যন্ত
১৮৬৭: উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইটের জন্ম
১৮৮৯: অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্ম
১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
১৯৫১: লেখক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু
১৯৬৬: শিল্পী নন্দলাল বসুর মৃত্যু
১৯৭৮: অভিনেত্রী লারা দত্তর জন্
১৯৮৭: বিশিষ্ট অভিনেতা বিকাশ রায়ের মৃত্যু
২০২১: পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকির মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৭ টাকা ৮৪.০৬ টাকা
পাউন্ড ১০২.৭৫ টাকা ১০৫.৩৮ টাকা
ইউরো ৮৭.৭৪ টাকা ৯০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী ২০/১৫ দিবা ১/২৫। পুষ্যা নক্ষত্র ৫৯/৫৩ শেষ রাত্রি ৫/১৬। সূর্যোদয় ৫/১৯/২৪, সূর্যাস্ত ৫/৫৩/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। রাত্রি ৬/৪০ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/৩০ গতে ৩/১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৫ মধ্যে। কালরাত্রি ৭/১৯ গতে ৮/৪৫ মধ্যে। 
৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী অপরাহ্ন ৪/২৮। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/২৩। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৫/৫৫। অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৯ মধ্যে ও ১/১২ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৬ মধ্যে। 
৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: ১০ রানে আউট সল্ট , কেকেআর ২১/১ (৩.৩ ওভার)(বিপক্ষ রাজস্থান)

07:48:39 PM

আইপিএল: কেকেআর ২/ ০ (১ ওভার)(বিপক্ষ রাজস্থান)

07:47:31 PM

আইপিএল: কেকেআর-এর বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের

07:14:21 PM

আইএসএল-এর নক আউট ও সেমিফাইনালের দিনক্ষণ ঘোষণা
আইএসএল-এর নক আউট ও সেমিফাইনালের দিনক্ষণ আজ মঙ্গলবার ঘোষণা করে ...বিশদ

05:32:32 PM

রামনবমী নিয়ে তৃণমূলকে তোপ মোদির

05:03:07 PM

বিজেপি বাংলার ৬ কোটি মানুষকে ফ্রি তে রেশন দিচ্ছে: মোদি

05:02:34 PM