পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন। ... বিশদ
যোগেশবাবু দীর্ঘদিন ধরে লিভারের জটিল অসুখে আক্রান্ত হয়ে কলকাতার পিজি হাসপাতালে ভরতি ছিলেন। লিভার প্রতিস্থাপনের জন্য দিন কয়েক আগে অসুস্থ যোগেশবাবুকে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এদিন তাঁর মৃত্যু হয়। যোগেশবাবু ফালাকাটার ভুটনিঘাট হাইস্কুলের প্রধানশিক্ষক ছিলেন। তৃণমূলের ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী বলেন, খুবই খারাপ লাগছে যোগেশবাবুর মৃত্যুতে। তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
রাজ্যের বর্তমান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, পিজিতে রাজ্য সরকারের উদ্যোগেই যোগেশবাবুর চিকিৎসা চলছিল। লিভার প্রতিস্থাপনের জন্য যোগেশবাবুকে জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। সিপিএমের আলিপুরদুয়ার জেলা সম্পাদক মৃণালকান্তি রায় বলেন, ১৯৮৮ সালে যোগেশবাবু পার্টির সদস্য পদ পান। তাঁর মৃত্যুতে পার্টির অপূরণীয় ক্ষতি হল।